HSC Bangla 1st paper MCQ Question Solution Barisal Board 2022
পরীক্ষার তারিখঃ- ০৬-১১-২০২২
১। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ে?
ক) ফার্স্ট ক্লাস
খ) সেকেন্ড ক্লাস
গ) থার্ড ক্লাস
ঘ) ফোর্থ ক্লাস
উত্তর: গ
২। “কিহবদন্তি’ শব্দের অর্থ কী?
ক) লোককথা
খ) শ্রুতিকথা
গ) জনশ্রুতি
ঘ) স্মৃতিকথা
উত্তর: গ
৩। “তাই তারা ছোটে’ কেন?
ক) ধর্মের জন্য
খ) জীবিকার জন্য
গ) কল্যাণ্যের জন্য
ঘ) সুবিধার জন্য
উত্তর: ঘ
উদ্দীপকটি পড় এবং ৪নং প্রশ্নের উত্তর দাও:
স্বামীর মৃত্যুর পর প্রতিকুল পরিবেশে টিকতে না পেরে.রোকেয়া ভাগলপুরে মেয়েদের স্কুল ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে নিজেকে শিক্ষা বিস্তার ও সমাজ সেবার কাজে ব্যন্ত রাখেন ।
৪। ‘মাসি-পিসি’ গল্পের মাসি-পিসি উদ্দীপকের রোকেয়ার সাথে কিসের তুলনীয়?
ক) অন্যায়ের প্রতিবাদ
খ) স্বাধীন পেশা নির্বাচনে
গ) সমাজসেবায়
ঘ) সামাজিক নিপীড়নে
উত্তর: ঘ
৫। আহ্লাদির পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?
ক) ঠাণ্ডায়
খ) কলেরায়
গ) জন্ডিসে
ঘ) জ্বত্তে
উত্তর: খ
৬। ভুলের মধ্যে দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়?
ক) বার বার ভুল করে
খ) ভুল স্বীকার করে
গ) ভুল থেকে শিক্ষা নিয়ে
ঘ) ভুল চেপে রেখে
উত্তর: গ
৭। “তাহারেই পড়ে মনে” কবিতায় কবি কোন খতুর বন্দনা করেছেন?
ক)ভ্রীক্স
খ) বর্ষা
গ) শীত
ঘ) বসন্তৎ
উত্তর: ঘ
৮ । গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল কে?
ক) রাজবল্ভ
খ) রায়দুর্লভ
গ) জগৎশেঠ
ঘ) উর্মিচাদ উত্তর: ক
৯। মানব-কল্যাণ হচ্ছে-
- দান-খয়রাত করা
i i. দ্বাবলম্বনের পথ দেখান
i i i. মানুষের মর্যাদা বৃদ্ধি করা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i i
গ. i i i
ঘ. i, i i ও i i
উত্তর: খ
১০। “মহত্তের কাহিনী আমাদের অনেক আছে ।’ এখানে “মহত্ব কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ব্যঙ্গার্থে
খ) প্রশংসার্থে
গ) ক্ষোভার্থে
গ) শিন্দার্থে
উত্তর: ক
১১। “মানব-কল্যাণ’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক) চৌচির
খ) রাঙা প্রভাত
গ) মানবতন্তর
ঘ) মাটির পৃথিবী
উত্তর: গ
১২। চাষি খেতে চালাইছে হাল,
তাতি বসে তাত বোনে , জেলে ফেলে জাল….
উদ্দীপকটিতে “আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার যে চরণের মিল রয়েছে-
ক) তার করতলে পলিমাটির সৌরভ ছিল
খ) পতিত জমি আবাদের কথা বলতেন
গ) অরণা ও শ্বাপদের কথা বলতেন
ঘ) কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা
উত্তর: ক
১৩। কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন-
ক) একশো
খ) দুইশো
গ) আড়াইশো
ঘ) তিনশো
উত্তর: গ
১৪। “সোনার তরী” কবিতাটি কোন ছন্দে লেখা
ক) মাত্রাবৃত্ত
খ) স্বরবৃত্ত
গ) অক্ষরবৃত্ত
ঘ) মুক্তক ছন্দ
উত্তর: ক
১৫। নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু-অভিযানে,
পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা উর্ধ্বপানে।
উদ্দীপকটিতে “আঠারো বছর বয়স’ কবিতায় তারুণ্যের যে দিকটি প্রকাশিত হয়েছে-
- তারুণ্যের আবেগ
i i. তারুণ্যের দুর্ণিবার রূপ
i i i. তারুণ্যের আত্মোৎসর্গকারী রূপ
নিচের কোনটি সঠিক
ক. i i i
খ. i ও i i i
গ. i i ও i i i
ঘ. i, i i ও i i i
উত্তর: ক
১৬ । “অপরিচিতা’ গল্পে কথকের নাম কী?
ক) অনুপম
খ) কল্যাণী
গ) শন্তুনাথ
ঘ) হরিশ
উত্তর: ক
১৭। ছেলেমেয়েরা কখন আমসিপারা পড়ে?
ক) সকালে খ) বিকেলে
গ) সন্ধ্যায় ঘ) ভোরে উত্তর: ঘ
১৮। শহরের পথে থরে থরে কোন ফুল ফুটেছে?
ক) শিমুল
খ) পলাশ
গ) কৃষ্ণচূড়া
ঘ) রক্তজবা
উত্তর: গ
১৯। নবাবের কোনো ক্ষমতা নেই’- ক্লাউভের এ কথার অর্থ কী?
ক) নবাবী দুর্বল শাসক
খ) নিকটস্থরা প্রতারক
গ) প্রজারা নবাব বিরোধী
ঘ) অস্ত্রেশম্থে অপরিপূর্ণ
উত্তর: খ
২০। ‘জাগ রে কৃষাণ, সব তো গেছে, কিসের আর ভয়’-
উদ্দীপকটিতে ‘বিদ্রোহী’ কবিতার যে ভাব ফুটে ওঠেছে-
ক) বিদ্রোহ
খ) সংগ্রাম
গ) প্রতিবাদ
ঘ) প্রতিরোধ
উত্তর: গ
২১। “রেইনকোট” গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
ক) পদার্থ
খ) রসায়ন
গ) বাংলা
ঘ) ইংরেজি
উত্তর: খ
২২। উার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাবো তিমির রাত
বাধার বিদ্ধ্যাচল।
উদ্দীপকটি কোন কবিতার ভাব ধারণা করে?
ক) আঠারো বছর বয়স
খ) সেই অন্ত
গ) ফেব্রুয়ারি- ১৯৬৯
ঘ) বিদ্রোহী
উত্তর: ঘ
২৩। ‘দুর্গমগিরি কান্তার মরু দুক্তর পারাবার
লজ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার’
উদ্দীপকের কবি এবং সৈয়দ শামসুল হকের মিল-
নিচের কোনটি সঠিক?
ক. i ও i i
খ. i ও i i i
গ. i i ও i i i
ঘ. i, i i ও i i i
উত্তর: খ
উদ্দীপকটি পড় এবং ২৪নং প্রশ্নের উত্তর দাও:
স্বামী পরিত্যক্তা হত দরিদ্র জয়গুন সূর্যদীঘল বাড়িতে একা বসবাস করে।
২৪। উদ্দীপকের জয়গুন “মাসি-পিসি’ গল্পে কার প্রতিনিধিত্ব করছে-
ক) মাসি
খ) পিসি
গ) মাসি-পিসি
ঘ) আহ্লাদি
উত্তর: গ
২৫। “সোনার তরী” কিসের প্রতীক?
ক) যৌবনের
খ) জীবনের
গ) কৃষকের
ঘ) কর্মের
উত্তর: ঘ
২৬ । মজিদ কার ভয়ে শঙ্কিত হয়?
ক) আক্কাসের
খ) আওয়ালপুরের পিরের
গ) জমিলার
ঘ) খালেক বেপারির
উত্তর: খ
উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা-
২৭। উদ্দীপকটিতে “আমার পথ’ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে-
ক) মনুষ্যত্ববোধ
খ) সাম্যবাদ
গ) সত্যের বন্দনা
ঘ) আত্মসচেতনতা
উত্তর: ক
২৮ । উদ্দীপক এবং “আমর পথ প্রবন্ধে প্রাধান্য পেয়েছে-
নিচের কোনটি সঠিক?
ক. i ও i i
খ. i ও i i i
গ. i i ও i i i
ঘ. i, i i ও i i i
উত্তর: খ
২৯। যে ‘বিষভরা বাণ’ দিয়েছে প্রতিদানে কবি তাকে কী দেন?
ক) বুকভরা ভালোবাস
খ) বুকভরা ফুল
গ) বুকভরা গান
ঘ) বৃকভরা মালা
উত্তর: গ
৩০। ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলেছিল কত তারিখে?
ক) ২০ ফেব্রুয়ারি
খ) ২১ ফেব্রুয়ারি
গ) ২২ ফেব্রুয়ারি
ঘ) ২৩ ফেব্রুয়ারি
উত্তর: গ
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন উত্তর সিলেট বোর্ড ২০২২
- এইচ এস সি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সমাধান ঢাকা বোর্ড ২০২২
- এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন উত্তর যশোর বোর্ড ২০২২
- এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন উত্তর চট্টগ্রাম বোর্ড ২০২২
- এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন উত্তর দিনাজপুর বোর্ড ২০২২
- এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন উত্তর রাজশাহী বোর্ড-২০২২
- এইচএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন উত্তর কুমিল্লা বোর্ড-২০২২