BADC Question Solution 2022 PDF Download

0
79

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিস সহকারী কাম-কম্পিউটার

অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখঃ- ১৮-১১-২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১. কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?

ক. অগ্নিকোন

খ. মরুশিখা

গ. মরু সূর্য

ঘ. রাঙাজবা

উত্তর: ঘ

২. কোন বানানটি শুদ্ধ?

ক. তিতীক্ষা

খ. তীতিক্ষা

গ. তিতিক্ষা

ঘ. তীতীক্ষা

উত্তর: গ

৩. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই” – কে বলেছেন?

ক. চণ্ডীদাস

খ. বিদ্যাপতি

গ. রামকৃষ্ণ পরমহংস

ঘ. বিবেকানন্দ

উত্তর: ক

৪. নিচের কোনটি শুদ্ধ?

ক. সৌজননতা

খ. সৌজন্যতা

গ. সৌজন

ঘ. সৌজন্য

উত্তর: ঘ

৫. ‘যা কোথাও উঁচু কোথাও নিচু – এক কথায় প্রকাশ কী হবে?

ক. বন্ধুর

খ. বর্ধিষ্ণু

গ. প্রত্যুদগমন

ঘ. মেদুর

উত্তর: ক

৬. বাংলা সাহিত্যে ‘শামসুর রাহমান’ এর পরিচয় কী?

ক. কবি

খ. সাহিত্যিক

গ. উপন্যাস রচয়িতা

ঘ. প্রবন্ধ রচয়িতা

উত্তর: ক

৭. পর্যালোচনা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. পর্য + আলোচনা

খ. পরি + আলোচনা

গ. পর্য + লোচনা

ঘ. পর্ধযা + আলোচনা

উত্তর: খ

৮. ‘প্রতিদিন’ শব্দে ‘প্রতি’ কি ধরনের উপসর্গ?

ক. বাংলা

খ. সংস্কৃত

গ. বিদেশী

ঘ. কোনটিই নয়

উত্তর: খ

 

ইংরেজী প্রশ্ন সমাধানঃ-

  1. I Prefer tea coffee
  2. a) from
  3. b) to
  4. c) for
  5. d) than

Ans. b

  1. Which one is adjective
  2. a) Base
  3. b) Basis
  4. c) Basic
  5. d) Basically

Ans. C

  1. Idon’thave___
  2. a) many furnitures
  3. b) much furniture
  4. c) much furnitures
  5. d) many furniture

Ans. B

  1. Smoking _ our health.
  2. a) effect
  3. b) affect
  4. c) affects
  5. d) affecting

Ans. C

  1. Select the masculine gender
  2. a) duck
  3. b) ewe
  4. c) ram
  5. d) mare

Ans. C

গণিত প্রশ্ন সমাধানঃ-

১. x+  হলে  +   এর মান কত হবে?

ক. 16

খ. 9

গ. 8

ঘ. 0

উত্তরঃ- খ

২. 4:5 = 12:x হলে x এর মান কত হবে?

ক. 12

খ. 13

গ. 14

ঘ. 15

উত্তরঃ- ঘ

৩. 90 কোন সংখ্যার ৭৫%

ক. ১২০

খ. ১২৫

গ. ১৩০

ঘ. ১৩৫

উত্তরঃ- ক

৪. +  এর বর্ণ কত?

ক.

খ. ৪

গ.

ঘ. ২

উত্তরঃ- খ

৫. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?

ক.   (ভুমি + উচ্চতা)

খ.   (ভুমি * উচ্চতা)

গ.   (ভুমি – উচ্চতা)

ঘ. কোনটি নয়

উত্তরঃ- খ

৬. কোন সংখ্যার ৮ গুন থেকে ২ গুন বিয়োগ করলে ৭২ হয়?

ক. ২৭

খ. ১৬

গ. ১২

ঘ. ৩০

উত্তরঃ- গ

৭. ১+২+৩……..+১০০ = কত?

ক. ১০১০০

খ. ৫০৫০

গ. ৫০৫৫

ঘ. ৫০১০০

উত্তরঃ- খ

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কী?

ক. ঢাকা

খ. মেহেরপুর

গ. কুষ্টিয়া

ঘ. মুজিবনগর

উত্তর: ঘ

২. নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়-

ক. ফাস

খ. চীন

গ. রাশিয়া

ঘ. জার্মানী

উত্তর: ঘ

৩. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?

ক. ইরাক

খ. মিসর

গ. কুয়েত

ঘ. জর্ডান

উত্তর: ক

৪. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

ক. জাতীয় সংসদ

খ. শাসন বিভাগ

গ. সুপ্রিম কোর্ট

ঘ. আইন মন্ত্রণালয়

উত্তর: গ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download