সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯

0
88

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯

পরীক্ষার তারিখঃ- ৩১-০৭-২০০৯

বাংলা প্রশ্ন সমাধান

১. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?

ক) নাগরী লিপি

খ) শ্যামী লিপি

গ) সিংহলী লিপি

ঘ) ব্রাক্ষী লিপি✔

২. “মেঘনাদবধ” কাব্যের রচয়িতা কে?

ক) মাইকেল মধুসূদন দত্ত✔

খ) নবীনচন্দ্র সেন

গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

ঘ) বিহারীলাল চক্রবর্তী

৩. “চাচাকাহিনী” এর রচয়িতা কে?

ক) সৈয়দ মুজতবা আলী✔

খ) শাহাদাৎ হোসেন

গ) কাজী আব্দুল ওদুদ

ঘ) মোজাম্মেল হক

৪. শেষের কবিতা –

ক) বুদ্ধদেব বসুর শেষ কবিতা

খ) রবীন্দ্রনাথের শেষের কবিতা

গ) বিষ্ণু দে’র কাব্যগ্রন্থ

ঘ) রবীন্দ্রনাথের উপন্যাস✔

৫. “রক্তকরবী” কি?

ক) রবীন্দ্রনাথের নাটক✔

খ) বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ

গ) তারাশংকর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস

ঘ) সৈয়দ শামসুল হকের নাটক

৬. মহাশ্মশান কাব্যগ্রন্থের রচয়িতা কবি কায়কোবাদের আসল নাম কি?

ক) ইসমাইল হোসেন সিরাজী

খ) নেয়ামত উল্লাহ আল কোরেশী

গ) মোহাম্মদ কাজেম আল কোরেশী✔

ঘ) মুহাম্মদ মনিরুজ্জামান ইসলামবাদী

৭. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?

ক) বিশেষ্য পদ

খ) বিশেষণ পদ

গ) ক্রিয়া পদ✔

ঘ) সর্বনাম পদ

৮. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?

ক) আত্মজ

খ) তনয়

গ) শৈল✔

ঘ) নন্দন

৯. কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ?

ক) মৃত

খ) গরল✔

গ) তিক্ত

ঘ) সরস

১০. কোনটি অশ্বের ডাক?

ক) বৃংহতি

খ) হ্রেষা✔

গ) ক্রেকার

ঘ) বুক্কন

১১. কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?

ক) অগ্নিবীণা✔

খ) বিষের বাঁশী

গ) ভাঙ্গার গান

ঘ) প্রলয় শিখা

১২. বাংলাদেশের বর্তমান সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?

ক) আল মাহমুদ

খ) সৈয়দ শামসুল হক✔

গ) আলাউদ্দিন আল আজাদ

ঘ) হুমায়ূন আহমেদ

১৩. “দত্তকুলোদ্ভাব” কবি কে?

ক) সত্যেন্দ্রনাথ দত্ত

খ) সুধীন্দ্রনাথ দত্ত

গ) মাইকেল মধুসূদন দত্ত✔

ঘ) অজিত দত্ত

১৪. হুতোমী গদ্যের লেখকের নাম-

ক) টেকচাঁদ ঠাকুর

খ) দীনবন্ধু মিত্র

গ) কালীপ্রসন্ন সিংহ✔

ঘ) ভানসিংহ ঠাকুর

১৫. কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত?

ক) বেগম সুফিয়া কামাল

খ) রোকেয়া সাখাওয়াত হোসেন✔

গ) সেলিনা হোসেন

ঘ) শামসুন্নাহার মাহমুদ

১৬. “বনলতা সেন” কার রচনা?

ক) জলধর সেন

খ) সমর সেন

গ) অতুলপ্রসাদ সেন

ঘ) জীবনানন্দ দাশ✔

১৭. “যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী – সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি” – কার রচনা?

ক) দৌলত কাজী

খ) আলাওল

গ) সৈয়দ হামজা

ঘ) আব্দুল হাকিম✔

১৮. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) প্রমথ চৌধুরী✔

ঘ) রামসুন্দর ত্রিবেদী

১৯. রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-

ক) ১৯১৩ সালে✔

খ) ১৯০১ সালে

গ) ১৯৩০ সালে

ঘ) ১৯৪১ সালে

২০. শুদ্ধ বানান কোনটি?

ক) শ্রদ্ধাঞ্জলি✔

খ) শ্রদ্ধাঞ্জলী

গ) শ্রদ্ধানজলী

ঘ) শ্রদ্ধানজলি

২১. কোনটি নির্ভূল?

ক) দূঃ + ঘটনা = দূর্ঘটনা

খ) দূর + ঘটনা = দূর্ঘটনা

গ) দুঃ + ঘটনা = দূর্ঘটনা✔

ঘ) দূর + ঘটনা = দূর্ঘটনা

২২. “তাৎক্ষণিক” শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) তৎ + ক্ষণিক

খ) তাৎ + ক্ষণিক

গ) ততক্ষণ + ইক

ঘ) তৎক্ষণ + ইক✔

২৩. বাংলা ভাষায় শব্দের শ্রেণিবিভাগ কয় প্রকার?

ক) ৫ প্রকার

খ) ৪ প্রকার

গ) ৩ প্রকার✔

ঘ) ২ প্রকার

২৪. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা – এ তিনটি কিসের গুণ?

ক) শব্দের

খ) বাক্যের✔

গ) অর্থের

ঘ) পদের

২৫. কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়?

ক) প্রকৃতি

খ) সন্ধি

গ) সমাস

ঘ) কারক✔

২৬. “নক্সী কাঁথার মাঠ” এর রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) জসীমউদ্‌দীন✔

গ) শামসুর রহমান

ঘ) বঙ্কিমচন্দ্র

২৭. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে পরলোক গমন করেন?

ক) ১৯৭৪

খ) ১৯৭৬✔

গ) ১৯৭৮

ঘ) ১৯৮১

২৮. “Farewell to Arms” উপন্যাসের রচয়িতা কে?

ক) জর্জ বার্নাড শ’

খ) ডি এইচ লরেন্স

গ) উইলিয়াম শেক্সপিয়র

ঘ) আর্নেস্ট হেমিংওয়ে✔

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. Which one is correct?

ক) Don’t tell lie.

খ) Do not tell lie.

গ) Never tell lie.

ঘ) Don’t tell a lie. ✔

  1. What is the antonym of “Courage”?

ক) Forceful

খ) Strength

গ) Cowardice✔

ঘ) Daring

  1. By fits and starts means-

ক) Irregularly✔

খ) Carefully

গ) Regularly

ঘ) Attentively

  1. Dogs bark, what do assess do?

ক) Hum

খ) Croak

গ) Bray✔

ঘ) Hiss

  1. What is the meaning of “six of, one and half a dozen of another”?

ক) Twelve pieces

খ) Negligible difference✔

গ) Thoroughly

ঘ) Countless

  1. “Riding for a fall” means-

ক) Horse race

খ) Pleasure trip

গ) Riding fast

ঘ) To act recklessly✔

  1. What is the single for “A hater of mankind”?

ক) Hatred

খ) Misanthrope✔

গ) Enemy

ঘ) None of these

  1. One versed is horsemanship is called-

ক) Horseman

খ) Rider

গ) Jockey✔

ঘ) Lancer

  1. His house is adjacent _____ mine.

ক) with

খ) against

গ) to✔

ঘ) beside

  1. The word “Nuptial” is related to-

ক) Marriage✔

খ) Moon

গ) Sun

ঘ) Light

  1. “Out and out” means-

ক) outside

খ) thoroughly✔

গ) to the last

ঘ) not at all

  1. The book “Animal Farm” is written by-

ক) George B. Shaw

খ) George Orwell✔

গ) Charles Dickens

ঘ) Thomas Hardy

  1. Which of the following phrases means, “to tolerate”?

ক) Put up with✔

খ) Put off

গ) Put up

ঘ) Put down to

  1. Which of the following phrases means “to attack”?

ক) Set in

খ) Set off

গ) Set upon✔

ঘ) Set up

  1. Alexander Graham Bell _____ the telephone.

ক) inventing

খ) who invented

গ) invented✔

ঘ) in inventing

  1. Since 1995, Fatema _____ in Dhaka.

ক) live

খ) lived

গ) has lived✔

ঘ) is living

  1. _____ is good to take a walk in the park.

ক) If the sun is not too hot

খ) When the sun is not too hot✔

গ) Why the sun is not too hot

ঘ) Does the sun in not too hot

  1. Museums, _____ art of various kinds, attract most visitors.

ক) to feature

খ) feature✔

গ) which featuring

ঘ) which feature

  1. _____ the polar icecaps melt many coastal cities and islands could be submerged.

ক) For

খ) However

গ) If✔

ঘ) Although

  1. One of the following plays is not a tragedy-

ক) Hamlet

খ) Macbeth

গ) Othello

ঘ) Tempest✔

  1. “Sherlock Holmes” detective stories were written by-

ক) G. K. Chesterton

খ) Edgar Alan Poe

গ) John Galsworthy

ঘ) Sir Arthur Conan Doyle✔

  1. To “cold shoulder” somebody is to-

ক) insult him✔

খ) ignore him

গ) abuse him

ঘ) avoid him

  1. The expression “to see red” means-

ক) to become very angry✔

খ) to draw blood

গ) to be enthusiastic

ঘ) to be lethargic

  1. The French expression “fait accomli” means=

ক) high achievement

খ) to accomplish a task

গ) a thing that has been done and can not be altered now✔

ঘ) a total accident

  1. Select the correct sentence:

ক) He was dressed in a nice suite.

খ) She stayed in an expensive suit of the hotel.

গ) He wore a black suit for the occasion. ✔

ঘ) I won the law suite in court.

গণিত প্রশ্ন সমাধান

১. চতুর্ভুজের বিপরীত বাহু ও কোণগুলো সমান হলে ঐ চতুর্ভুজকে কি বলে?

ক) সামান্তরিক✔

খ) আয়তক্ষেত্র

গ) বর্গক্ষেত্র

ঘ) সুষম চতুর্ভুজ

২. নিচের সংখ্যা সারিতে একটি ভুল সংখ্যা রয়েছে সে সংখ্যাটির জায়গায় বসবে ১,৩,২৭,৮১,৭২৯

ক) ১৮

খ) ২৭

গ) ১৪৪

ঘ) ২৪৩✔

৩. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১৮ ও ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ ও ১০ হবে?

ক) ৪০

খ) ৫৮✔

গ) ২৪

ঘ) কোনোটিই নয

৪. একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট, ঐ জমির ক্ষেত্রফল কত কাঠা?

ক) ৫ কাঠা

খ) ১০ কাঠা✔

গ) ২০ কাঠা

ঘ) ১০০ কাঠা

৫. কোনো দোকানদরা ২৬০ কেজি চালের ৩/৫ অংশ বিক্রয় করে অবশিষ্ট চাল চার ভাগে ভাগ করে রেখে দিল। প্রতি ভাগে কত কেজি চাল রাখল?

ক) ২৬ কেজি✔

খ) ১৩ কেজি

গ) ১৫ কেজি

ঘ) ২৪ কেজি

৬. বার্ষিক ৬% মুনাফায কোন আসলের ৫ বছরের মুনাফা ৩৬০ টাকা?

ক) ১১০০ টাকা

খ) ১৩০০ টাকা

গ) ১২০০ টাকা✔

ঘ) ১৪০০ টাকা

৭. x-y=2 এবং xy=3 হলে x+y এর মান-

ক) 4

খ) -4

গ) 16

ঘ) +-4✔

৮. (x,y)-এর মান কত, যখন- 2x+3y=7 5x-2y=8

ক) (2, 1) ✔

খ) (1, 2)

গ) (3, 1)

ঘ) (1, 3)

৯. কত মিলিমিটারে এক মিটার?

ক) ১০

খ) ১০০

গ) ১০০০✔

ঘ) ১০০০০

১০.  –  ও  + এর গ. সা.গু __

ক) (a+b) ✔

খ) (a-b)

গ) +

ঘ)  –

১১. (  এর ÷১ )–এর সাথে কত যোগ করলে ১ হবে?

ক) ✔

খ)

গ)

ঘ)

১২. সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ০ ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে__

ক) ১০০°ফারেনহাইট

খ) ৩২°ফারেনহাইট✔

গ) ২৭৩°ফারেনহাইট

ঘ) ১৮০°ফারেনহাইট

১৩. ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৭২°৭২°এবং ৫২°৫২° হলে অপর কোণটির পরিমাণ__

ক) ৪৪°

খ) ৫৬°✔

গ) ৬৬°

ঘ) ৭০°

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন?

ক) আকরাম খান

খ) আমিনুল ইসলাম বুলবুল✔

গ) নাইমুর রহমান দুর্জয়

ঘ) হাবিবুল বাশার

২. কোন সালে ভারতের সাথে গঙ্গার পানি বণ্টনজনিত ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?

ক) অক্টোবর ১৯৯৪

খ) ডিসেম্বর ১৯৯৬✔

গ) এপ্রিল ১৯৯৯

ঘ) ফেব্রুয়ারি ২০০১

৩. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর বাড়ি কোন জেলায় ছিল?

ক) বরিশাল

খ) সিলেট✔

গ) চট্টগ্রাম

ঘ) দিনাজপুর

৪. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?

ক) ৯

খ) ১০

গ) ১৫

ঘ) ১৮✔

৫. বিশ্ববাণিজ্য সংস্থা(WTO)এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) জেনেভা✔

খ) ভিয়েনা

গ) নিউইয়র্ক

ঘ) ব্যাংকক

৬. আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন(FIFA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) রিওডি জেনেরিও

খ) জুরিখ✔

গ) অটোয়া

ঘ) কুয়ালালামপুর

৭. সার্ক(SAARC) এর প্রথম মহাসচিব যিনি বাংলাদেশ থেকে ছিলেন, তার নাম কি?

ক) শফিউল আলম

খ) কেরামত আলী

গ) আবুল আহসান✔

ঘ) কিউ এ এম এ রহিম

৮. ঢাকা-চট্টগ্রামের মধ্যে দূরত্ব কত?

ক) ১২০-১৪০ মাইলের মধ্যে

খ) ১৫০-২০০ মাইলের মধ্যে✔

গ) ২০০-৪০০ মাইলের মধ্যে

ঘ) ২৪০-২৯০ মাইলের মধ্যে

৯. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?

ক) ড্যাগ হ্যামারশোল্ড

খ) উ থান্ট

গ) ট্রিগভেলি✔

ঘ) বুত্রস বুত্রস ঘলি

১০. টেলিফোনের আবিষ্কারক কে?

ক) মাইকে ফ্যারাডে

খ) আলেকজান্ডার গ্রাহাম বেল✔

গ) চার্লস ডারউইন

ঘ) ফ্রেডরিক এঙ্গেলস

১১. সর্বমোট কতজনকে মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আবদানের জন্য “বীরশ্রেষ্ঠ” খেতাব দেয়া হয়?

ক) ৫ জন

খ) ৭ জন✔

গ) ১০ জন

ঘ) ৯ জন

১২. কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষাবর্ষ শুরু করে?

ক) ১৯১৯ সালে

খ) ১৯২১ সালে✔

গ) ১৯২৫ সালে

ঘ) ১৯৩০ সালে

১৩. কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়েছিল?

ক) ১৯৫৪

খ) ১৯৫৬

গ) ১৯৫৮✔

ঘ) ১৯৬২

১৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার কে?

ক) বন্দে আলী মিয়া

খ) শামসুর রহমান

গ) আহসান হাবীব

ঘ) আব্দুল গাফফার চৌধুরী✔

১৫. বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে?

ক) নেপাল

খ) ভারত✔

গ) ভুটান

ঘ) শ্রীলংকা

১৬. ট্রিটি অব ভারসাই (Treaty of Versailles) কোন সালে স্বাক্ষরিত হয়েছিল?

ক) ১৯১৪

খ) ১৯১৯✔

গ) ১৯২৪

ঘ) ১৯৩৯

১৭. বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত?

ক) কুমিল্লা

খ) চট্টগ্রামে✔

গ) ময়মনসিংহ

ঘ) রাজশাহী

১৮. “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি” আমাদের জাতীয় সংগীতের রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর✔

খ) কাজী নজরুল ইসলাম

গ) জসীমউদ্‌দীন

ঘ) মাহবুব-উল-আলম চৌধুরী

১৯. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✔

খ) সৈয়দ নজরুল ইসলাম

গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী

ঘ) বিচারপতি সাহাবুদ্দীন আহমদ

২০. “To be or not to be that’s the question” এ লাইনটি শেক্সপিয়র এর কোন নাটক থেকে নেয়া হয়েছে?

ক) Tempest✔

খ) merchant of Venice

গ) Romeo and Juliet

ঘ) Hamlet

২১. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি/কাজ করতেন?

ক) বিমানবাহিনী

খ) নৌ-বাহিনী✔

গ) সেনাবাহিনী

ঘ) কোন বাহিনীতে নয়

২২. বাংলদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী যোগ করা হয়েছে?

ক) ১২ টি

খ) ১৬ টি✔

গ) ১৪ টি

ঘ) ১৩ টি

২৩. “সুধারাম” কোন জেলার পূর্বনাম?

ক) যশোর

খ) নোয়াখালী✔

গ) বরিশাল

ঘ) দিনাজপুর

২৪. দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?

ক) হাতিয়ায়

খ) সাতক্ষীরায়✔

গ) কক্সবাজারে

ঘ) সন্দ্বীপে

বিজ্ঞান প্রশ্ন সমাধান

১. সূর্যরশ্মি কি গতিতে ভ্রমণ করে?

ক) সেকেণ্ডে ১,৩৭,০০০ মাইল

খ) সেকেণ্ডে ১,৬১,০০০ মাইল

গ) সেকেণ্ডে ১,৭৫,০০০ মাইল

ঘ) সেকেণ্ডে ১,৮৬,০০০ মাইল✔

২. থিওরি অব রিলেটিভিটি(Theory of Relativity) এর উদ্ভাবক কে?

ক) চার্লস ডারউইন

খ) আইজ্যাক নিউটন

গ) আলবার্ট আইনস্টাইন✔

ঘ) জগদীশ চন্দ্র বসু

৩. কত মিলিমিটারে এক মিটার?

ক) ১০

খ) ১০০

গ) ১০০০✔

ঘ) ১০০০০

৪. সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-

ক) জলীয় বাষ্প

খ) অক্সিজেন

গ) নাইট্রোজেন

ঘ) কার্বন-ডাই-অক্সাইড✔

৫. আমিষের সহজলভ্য উৎস হলো-

ক) কলা

খ) চাল

গ) সামুদ্রিক মাছ✔

ঘ) চীনাবাদাম

৬. সৌরশক্তি হচ্ছে-

ক) যান্ত্রিক শক্তি

খ) নবায়নযোগ্য শক্তি✔

গ) রাসায়নিক শক্তি

ঘ) আণবিক শক্তি

৭. বহুকোষী প্রাণি নয়-

ক) তেলাপোকা

খ) শামুক

গ) অ্যামিবা✔

ঘ) মাছ

৮. গৃহে বিদ্যুৎ সংযোগ দিতে লক্ষ রাখতে হয়-

ক) মেইন সুইচে কোন ফিউজ না দেয় হয়

খ) পিভিসি কেবল না দেয়া হয়

গ) নিরাপত্তা ফিউজের সংযোগ কম গলনাংকের কোনো ধাতব তারে হয়✔

ঘ) মিটার লাগানো হয়

৯. কোন বিষয়ের সঙ্গে কম্পিউটার সম্পৃক্ত?

ক) ফ্যাক্স

খ) ই-মেইল✔

গ) টেলিগ্রাফ

ঘ) টেলিভিশন

১০. বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের পোনামাছ ধরা নিষেধ?

ক) ২০ সেমি

খ) ২৩ সেমি✔

গ) ২৫ সেমি

ঘ) ৩০ সেমি

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download