সড়ক ও জনপথ অধিদপ্তরের সিকিউরিটি গার্ড
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১
পদের নামঃ- সিকিউরিটি গার্ড
পরীক্ষার তারিখঃ- ৬ ফেব্রুয়ারি ২০২১
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
১| ইংরেজিতে অনুবাদ করুন।
ক. বৃষ্টি হচ্ছে = It is raining.
খ. সূর্য পূর্ব দিকে উঠে = The sun rises in the east.
গ. রিপা কাল স্কুলে যাবে। = Ripa will go to school tomorrow.
২। শব্দার্থ লিখুন।
- Security = নিরাপত্তা
- Discipline = নিয়মানুবর্তিতা
- Pond = ডোবা
৩। বাক্যগুলো সাজিয়ে লিখুন।
- Capital the Dhaka is Bangladesh. = Dhaka is the capital of Bangladesh.
- health is exercise for good. = Exercise is good for health.
৪। বাংলায় অনুবাদ করুন।
Alim is the security officer of this school. = আলীম এই স্কুলের সুরক্ষা কর্মকর্তা।
৫। বাক্য গঠন করুন।
- Pen = I have lost my favorite pen.
- Job = A job is not ultimate purpose of a student.
গণিত প্রশ্ন সমাধানঃ-
৬। (a+b)=3 এবং ab=2 হলে a3+b3 এর মান কত?
উত্তরঃ 9
৭। বার্ষিক শতকরা কত সুদে কোনাে আসল ৮ বছরে সুদ আসলে দ্বিগুণ হবে?
উত্তরঃ ১২.৫ %
৮। কোন জিনিস ৬০০ টাকায় কিনে ৬৬০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তরঃ ১০%
৯। উৎপাদকে বিশ্লেষণ করুনঃ 2×2+9x+10
উত্তরঃ (x+2)(2x+5)
১০। একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১.৫ মিটার এবং উচ্চতা ১ মিটার হলে বাক্সটির আয়তন কত?
উত্তরঃ ৩ ঘন মিটার
১১। কোনো বৃত্তের ব্যাস ২৪ সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত মিটার?
উত্তরঃ 12 cm
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১২। এক কথায় প্রকাশ করুন।
ক. যা জলে চরে = জলচর
খ. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরেনা = বনস্পতি
গ. অতি দীর্ঘ নয় যা = নাতিদীর্ঘ
১৩। বাক্যগুলোকে চলিত ভাষায় রূপান্তর করুন।
ক. আমি তাহাকে চিঠি লিখিয়াছি = আমি তাকে চিঠি লিখেছি।
খ. তাঁহারা আটটার পূর্বেই ডাক-বাংলায় উপস্থিত হইলেন = তাঁরা আটটার আগেই ডাক-বাংলোয় উপস্থিত হলেন।
১৪। নিচের দ্বিরুক্তি শব্দগুলো দিয়ে বাক্য রচনা করুন।
ক. বাড়ি বাড়ি = রাকিব প্রতিমাসে বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।
খ. ছোট ছোট = ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে বিকেলে খেলা করে।
১৫। “হালখাতা” সম্পর্কে ৫টি বাক্য লিখুন।
উত্তরঃ হিসাবের খাতা হাল নাগাদ করা থেকে “হালখাতা”-র উদ্ভব। হালখাতা বঙ্গাব্দ বা বাংলা সনের প্রথম দিনে দোকানপাট, হাট-বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেইয়। শুভ হালখাতা কার্ড’-এর মাধ্যমে ঐ বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়। এই উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিস্টিমুখ করান। খদ্দেররাও তাদের সামর্থ্য অনুযায়ী পুরোনো দেনা শোধ করে দেন।
১৬। নিচের শব্দগুলোকে সংখ্যায় লিখুন।
ক. ত্রয়োদশ = ১৩
খ. নবম = ৯
গ. বিংশ = ২০
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১৭। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি, তা লিখুন।
(ক) ৮ জানুয়ারি (খ) ১০ জানুয়ারি (গ) ১২ জানুয়ারি (ঘ) ১৪ জানুয়ারি
উত্তরঃ (খ) ১০ জানুয়ারি
১৮। জাতীয় শিশু দিবস কোনটি লিখুন।
উত্তরঃ ১৭ মার্চ [বঙ্গবন্ধুর জন্মদিন]
১৯। মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ আগারগাঁও, ঢাকা।
২০। কোন এসিড খাওয়া যায় লিখুন?
(ক) সালফিউরিক এসিড (খ) এসকরবিক এসিড (গ) ফসফরিক এসিড (ঘ) সাইট্রিক এসিড
উত্তরঃ (ঘ) সাইট্রিক এসিড
২১। বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের প্রথম অধিনায়কের নাম কি?
উত্তরঃ নাঈমুর রহমান দুর্জয় [বর্তমানে অধিনায়ক সাকিব আল হাসান]
২২। মস্তিষ্কের রক্তক্ষরণ কে কি বলে?
উত্তরঃ স্ট্রোক
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- সড়ক ও জনপথ অধিদপ্তরের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১০