শ্রম পরিদপ্তরের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান

0
111

শ্রম পরিদপ্তরের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর

উপ-সহকারী পরিচালক পদের প্রশ্ন সমাধান

পদের নামঃ- উপ-সহকারী পরিচালক

পরীক্ষার তারিখঃ- ১৫-১২-২০০১

 

বাংলা প্রশ্ন সমাধান

১. এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হলেন-

ক) রবীন্দ্রনাথ ঠাকুর✔

খ) বিজ্ঞনী সি ভি রমন

গ) হরগোবিন্দ খোরনা

ঘ) পদার্থবিদ চন্দ্র শেখর

২. বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার কোন অংশ?

ক) প্রথম ১০ টি চরণ✔

খ) শেষ ১২ টি চরণ

গ) প্রথম ১২টি চরণ

ঘ) শেষ ১০ টি চরণ

৩. বাংলা ভাষার উদ্ভব হয়-

ক) সপ্তম খ্রিষ্টাব্দে✔

খ) অষ্টম খ্রিষ্টাব্দে

গ) খ্রিষ্টিয় ত্রয়োদশ শতকে

ঘ) খ্রিষ্টয় দ্বাদশ শতকে

৪. কোনটি মধুসূদনের রচিত গ্রন্থ ?

ক) রত্মাবতী

খ) সীতার বনবাস

গ) মায়াকানন✔

ঘ) রামচরিত মানস

৫. মধুসূদনের মৃত্যু হয় কোথায় ?

ক) ভার্সাই নগরে

খ) অলিপুর হাসপাতালে✔

গ) করকাত মেডিক্যাল কলেজে

ঘ) সাগরদাঁড়ি নিজ বাসভবনে

৬. ১৯ শতকের ‘মহিলা’ কাব্যের রচয়িতা কে?

ক) সত্যেন্দ্রনাথ দত্ত

খ) বিহারীলাল চক্রবর্তী

গ) সুরেন্দ্রনাথ মজুমদার✔

ঘ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

৭. ১৯ শতকের প্রথম মুসলিম লেখক-

ক) গোলাম হোসেন

খ) হামিদুল্লাহ খাঁ

গ) খন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী✔

ঘ) মীর মশররফ হোসেন

৮. ১৯ শতকের ‘মহিলা ‘ কাব্যের রচয়িতা কে?

ক) নূরন্রেসা খাতুন বিদ্যাবিনোদিনী

খ) বেগম রোকেয়া

গ) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী

ঘ) রহিমুন্নেসা✔

৯. নিম্নতালিকার মধ্যে মহাকব্য রচনা করেন-

ক) ভদ্রার্জুন

খ) কীর্ত্তিবিলঅস নাটক✔

গ) ছদ্মবেশ

ঘ) হরিশচন্দ্র

১০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম-

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) ঈশ্বরচন্দ্র শর্মা

গ) ঈশ্বরচন্দ্র বন্দ্র্যোপাধ্যায়✔

ঘ) ঈশ্বরচন্দ্র চট্রোপাধ্যায়

১১. ‘আলালের ঘরের দুলাল-

ক) বিদ্যাসাগর প্রশংসিত গ্রন্থ

খ) বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ✔

গ) কালিপ্রসংন্ন সিংহ প্রশংসিত গ্রন্থ

ঘ) রবীন্দ্রনাথ প্রশংসিত গ্রন্থ

১২. বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম-

ক) দুর্গেশ নন্দিনী, অঙ্গুরীয় বিনিময়, রাজসিংহ

খ) দুর্গেশ নন্দিনী, বামাতোষিণী, কমলাকান্তের দপ্তর

গ) দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম✔

ঘ) নববাবু বিলাস, বামাতোষিণী, কৃষ্ণকান্তের উইল

১৩. ‘বিষাদ সিন্ধু’ লেখকের পরিচয়-

ক) গৌরনদীর তীরে লাহিনীপাড়ার লোক✔

খ) দেলদুয়ারের জমিদার

গ) একজন বাউল

ঘ) একজন সাংবাদিক কবি

১৪. ‘বকনা’ শব্দের অর্থ-

ক) গাভী

খ) মাদি বাছুর✔

গ) গাই -বাছুর

ঘ) ষাঁড়-বাছুর

১৫. ‘নির্বদ্ধ’ অর্থ-

ক) বিধান✔

খ) আগ্রহ

গ) নিবিড়

ঘ) সত্যাসত্য

১৬. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ-

ক) বিষের বাঁশী

খ) বিদ্রোহী

গ) অগ্নিবীণা✔

ঘ) রুবাইয়াৎ-ই-হাফিজ

১৭. ণত্ব-বিধান কি?

ক) দেশীয় শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম

খ) বিদেশী শব্দের অভিজ্ঞতাজাত বিধান

গ) তৎসম শব্দের রীতি✔

ঘ) বেদ নির্দেশিত রীতি

১৮. কোন বানানটি শুদ্ধ?

ক) ব্যাতিত

খ) ব্যাতীত

গ) ব্যতীত✔

ঘ) বেতিত

১৯. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ‘ রচনাটি –

ক) আবুল হাসানের একটি কবিতা ও গান

খ) আল মাহমুদের একটি কবিতা ও গান

গ) সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা, পরে গান✔

ঘ) আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান

২০. মুক্তিযুদ্ধের একটি নাটক –

ক) আমি বিজয় দেখেছি

খ) একাত্তরের দিনগুলো

গ) কী চাহ শঙ্খচিল✔

ঘ) তরঙ্গভঙ্গ

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. The writer of David Copperfield is–

ক) Shakespeare

খ) Daniel Defoe

গ) Charles Dickens✔

ঘ) Rudyard Kipling

  1. The adjective for ‘ love’ is —

ক) lovable

খ) lovely✔

গ) lovingly

ঘ) loved

  1. The verb for ‘Culture’ is–

ক) cultivation

খ) cultivated

গ) cultivate✔

ঘ) cultured

  1. The right expression for “Am I not’is–

ক) aren’t I? ✔

খ) ain’t I?

গ) amn’t I?

ঘ) Am not I ?

  1. ‘রাতের খাবার নিমন্ত্রণে কে এসেছিলেন? ‘ এর সঠিক ইংরেজি অনুবাদ-

ক) who did come to dinner ?

খ) who was coming to dinner ?

গ) who went to dinner?

ঘ) who came to dinner? ✔

  1. দুই-তৃতীয়াংশের সঠিক ইংরেজি-

ক) two-thirds✔

খ) two-third

গ) two by three

ঘ) two above three

  1. which one is the correct question to ask?

ক) Do you have a complain against me?

খ) Do you have a complain against me?

গ) Do you have a complains against me?

ঘ) Do you have a complaint against me ? ✔

  1. Of the following authors who wrote an epic ?

ক) Jane Mansfield

খ) John Milton✔

গ) William Cowper

ঘ) William Shakespeare

  1. I regret to say that his disease is–

ক) curable

খ) incurable✔

গ) cured

ঘ) incured

  1. What is needed is a more — approach to the problem.

ক) real

খ) realistic✔

গ) realizable

ঘ) realized

  1. “Do come and visit us ” the next time you’re in Dhaka . The underlined words may be replaced by–

ক) Enter

খ) pay a visit

গ) Show up✔

ঘ) Encounter us

  1. Which word below can replace the following phrase ‘went down’?

ক) Broke

খ) Collapsed✔

গ) Shattered

ঘ) Splintered

  1. I’ll give you my answer tomorrow without-

ক) miss

খ) loss

গ) lack

ঘ) fail✔

  1. If I — you , I would never do it.

ক) was

খ) were✔

গ) had been

ঘ) have been

  1. He objects — having to go to so many parties.

ক) for

খ) against

গ) from

ঘ) to✔

  1. with this fog, I’m sure the train “will” be late. which expression may replace the underlined phrase?

ক) bounds to late

খ) is bound to be late✔

গ) will bound to be late

ঘ) will be bound to be late

  1. Wordsworth was inspired by–

ক) the French Revolution✔

খ) the American Revolution

গ) the Russian Revolution

ঘ) the Industrial Revolution

  1. Elizabethan Tragedy is centred on —

ক) revenge✔

খ) nature

গ) love

ঘ) war

  1. বাংলায় ‘ছড়া’ শব্দের ইংরেজি –

ক) Poem

খ) Poetry

গ) Lyric

ঘ) Rhyme✔

  1. when water — , it tums into ice.

ক) freezes✔

খ) will freeze

গ) would freeze

ঘ) froze

গণিত প্রশ্ন সমাধান

১. পরপর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় কর, যাদের বর্গের পার্থক্য হবে ৫৩ ।

ক) ২৫ এবং ২৬

খ) ২৬ এবং ২৭✔

গ) ২৭ এবং ২৮

ঘ) ২৮ এবং ২৯

২. ৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্রাংশটি ৩/৫ হয়?

ক) ৭

খ) ৮✔

গ) ৬

ঘ) ৯

৩. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১ । তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৩ । সংখ্যা দুটি কত?

ক) ৫২,৭০

খ) ২৬,৭৫

গ) ২৫,৬৬

ঘ) ২৫,৭৭✔

৪. ২০ জন বাচ্চার মধ্যে কিছু সংখ্যক চকলেট সমানভাবে ভাগ করে বিতরণ করা হলো। যদি আর একটি চকলেট বেশি থাকতো এবং একটি বাচ্চা বেশি হতো , তবে প্রত্যেক বাচ্চা একটি করে চকলেট কম পেত। কতটি চকলেট ছিল?

ক) ৪২০

খ) ৮২০

গ) ৪৪০✔

ঘ) ৮৪০

৫. গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল , কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে?

ক) ৬ ১/৪% বেড়েছে

খ) ৬ ১/৪% কমেছে✔

গ) ৪ ১/২% কমেছে

ঘ) ৪ ১/২% বেড়েছে

৬. এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের ১০% বড় । স্ত্রী তাঁর চেয়ে X% ছোট। X কত?

ক) ৯ ১/১০

খ) ৯ ১/১১✔

গ) ৯ ১/৯

ঘ) ৯ ৯/১০

৭. এক ডজন ডিমের বিক্রয় মূল্য ২০ টি ডিম ক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক) ৩৩ ১/৩%

খ) ৬৬ ১/৩%

গ) ৬৬ ২/৩%✔

ঘ) ৩৩ ২/৩%

৮. ৫০ টি বলের মধ্যে ৩৫ টির গায়ে নীল দাগ এবং ১২ টির গায়ে লাল ও নীল উভয় দাগ আছে। কতটি বলের মধ্যে লাল বা নীল কোনো দাগই নেই।

ক) ৫টি

খ) ৯টি

গ) ৪টি

ঘ) ৭টি✔

৯. বিষুবরেখার দৈর্ঘ্য যদি ৪০ মিলিয়ন মিটার হয়, তবে পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার ?

ক) ৬৩৬

খ) ৬৩৬৩.৬৩✔

গ) ৬৩৬০০

ঘ) ৬৩.৬

১০. 2x -7 <8 <3x -11 হলে X এর মান পূর্ণ সংখ্যায় নির্ণয় করুন।

ক) ৬

খ) ৯

গ) ৭✔

ঘ) ৮

১১. কোনো বিমান আক্রমণের সময় এক শহরের চারটি স্থান থেকে যথাক্রমে ১, ১ ১/৪, ১ ১/২ এবং ১ ৩/৪ মিনিট অন্তত সাইরেন বাজতে লাগলো। একবার একত্রে বাজবার কতক্ষণ পর সাইরেনগুলো আবার একত্রে বাজবে?

ক) ১ ঘ. ৫ মি.

খ) ১ ঘ. ২৫ মি.

গ) ৫৭ ১/২ মি.

ঘ) ১ ঘ. ৪৫ মি. ✔

১২. ক একটি জিনিস খ -এর নিকট ২০% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ -এর নিকট ক -এর ক্রয় মূল্যে বিক্রি করে। খ-এর শতকরা কত ক্ষতি হয়?

ক) ১৬ ২/৩%✔

খ) ৬ ২/৩%

গ) ১৬ ১/৩%

ঘ) ৬ ১/৩%

১৩. দুই মিটার দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই টুকরা করা হলো , যা দিয়ে একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্ত এমনভাবে বানানো যায় যে, বৃত্তটি বর্গক্ষেত্রটির চারটি কোণা দিয়ে অতিক্রম করে। বৃত্তের ব্যাসার্ধ কত?

ক) ১৮.২৫ সে. মি.

খ) ২১.৭৫ সে. মি.

গ) ১৬.৭৫ সে. মি. ✔

ঘ) ১৬.২৫ সে. মি.

১৪. ক একটি কাজ ১২ দিনে এবং খ ২৪ দিনে করতে পারে। তার একত্রে কাজটি শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে ক চলে যায়। বাকি কাজ খ ৩ দিনে শেষ করে। মোট কতদিনে কাজটি সম্পূর্ণ হয়?

ক) ১২ দিন

খ) ৭ দিন

গ) ১০ দিন✔

ঘ) ৮ দিন

১৫. দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৬ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দেয়ার ৩ মিনিট পরে একটি নল বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৫ মিনিট সময় লাগবলো। প্রত্যেকটি নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

ক) ১৫ মি. ২০ মি.

খ) ১০ মি. ১৫ মি. ✔

গ) ১০ মি. ২০ মি.

ঘ) ১৫ মি. ৩০ মি.

১৬. পাঁচ লিটার পানির ওজন কত?

ক) ৫ গ্রাম

খ) ৫০০ গ্রাম

গ) ৫০ গ্রাম

ঘ) ৫ কিলোগ্রাম✔

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন কোন সালে?

ক) ১৯১৩ সালে✔

খ) ১৯১৭ সালে

গ) ১৯২১ সালে

ঘ) ১৯৪১ সালে

২. পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কবে হয়?

ক) ২৩ জুন , ১৯৯৭

খ) ২ ডিসেম্বর , ১৯৯৭✔

গ) ১২ ডিসেম্বর , ১৯৯৭

ঘ) ১০ জানুয়ারি , ১৯৯৮

৩. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?

ক) দক্ষিণ তালপট্রি

খ) সেন্ট মার্টিন✔

গ) নিঝুম

ঘ) ভোলা

৪. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

ক) ভারত✔

খ) নেপাল

গ) শ্রীলংকা

ঘ) ভুটান

৫. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে?

ক) সুরাইয়া রহমান

খ) তারামন বিবি

গ) রাবেয়া ভূইয়া

ঘ) নাজমুন আরা সুলতানা✔

৬. ‘ধনধান্যপুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা’ -গানটির রচয়িতা কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) দ্বিজেন্দ্রলাল রায়✔

গ) অতুল প্রসাদ

ঘ) নজরুল ইসলাম

৭. ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মস্থান কোনটি?

ক) ব্রাহ্মণবাড়ীয়া✔

খ) পাবনা

গ) কলকাতা

ঘ) সিলেট

৮. ঢাকা প্রথম কখন বাংলার রাজধানী হয়?

ক) ১২৫৫

খ) ১৬১০✔

গ) ১৯০৫

ঘ) ১৯৪৭

৯. সংসদ ভবনের স্থপতি কে?

ক) লুই কান✔

খ) মাজহারুল ইসলাম

গ) এফ আর খান

ঘ) নভেরা আহমদ

১০. ১৯০৫ সাল কোন ঘটনার সঙ্গে জড়িত?

ক) মুসলিম লীগ প্রতিষ্ঠা

খ) বঙ্গবঙ্গ✔

গ) গান্ধী হত্যা

ঘ) ভারত বিভক্তি

১১. সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয়-

ক) সেন্ট হেলেনায়

খ) গ্রিসে✔

গ) রোমে

ঘ) ফ্রান্সে

১২. পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?

ক) ওয়েস্ট ইন্ডিজ

খ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড✔

গ) দক্ষিণ আফ্রিকা

ঘ) অস্টেলিয়া

১৩. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?

ক) ক্লাইভ

খ) ডালহৌসি

গ) ওয়েলেসলি

ঘ) জব চার্নক✔

১৪. ইউরোপীয় সাধারণ মুদ্রার নাম কী?

ক) ইউরোপীয় পাউন্ড

খ) ডয়েচ মার্ক

গ) ইউরো✔

ঘ) ফ্রাঁ

১৫. ‌ভুটানের রাজধানী কি?

ক) থিম্পু✔

খ) কা্ঠমন্ডু

গ) গ্যাংটক

ঘ) কলম্বো

১৬. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

ক) দ্যাগ হ্যামারশোল্ড

খ) উ থান্ট

গ) বুট্রুস ঘালি

ঘ) ট্রিগভেলি✔

১৭. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়?

ক) জেনেভা

খ) ওয়াশিংটন

গ) প্যারিস

ঘ) হেগ✔

১৮. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় ?

ক) দিল্লি

খ) আগ্রা

গ) ইয়াঙ্গুন✔

ঘ) লাহোর

১৯. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

ক) প্যারিস✔

খ) লন্ডন

গ) নিউইর্য়ক

ঘ) বার্লিন

২০. বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে?

ক) ১৪০ টি

খ) ১৫৩ টি✔

গ) ৩০৫টি

ঘ) ৬০৯ টি

২১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি –

ক) সৈয়দ নজরুল ইসলাম

খ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী

গ) শেখ মুজিবুর রহমান✔

ঘ) আতাউল গনি ওসমানী

২২. বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ হলো-

ক) সপ্তম

খ) নবম

গ) অষ্টম

ঘ) দশম✔

২৩. পোর্ট সৈয়দ কোন দেশের বন্দর?

ক) আলজেরিয়া

খ) লেবানন

গ) মিশর✔

ঘ) সিঙ্গাপুর

২৪. ‘A Brief History of Time’ বইটির লেখক ?

ক) আ্লবার্ট আইনস্টাইন

খ) আইজ্যাক নিউটন

গ) জগদীস চন্দ্র বসু

ঘ) স্টিফেন হকিং✔

২৫. মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্টের নাম-

ক) জর্জ ডব্লিউ বুশ

খ) বিল ক্লিনটন✔

গ) রোনাল্ড রিগান

ঘ) হ্যারি ট্রুমান

২৬. লরা কাবিলা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

ক) দক্ষিণ আফ্রিকা

খ) ঘানা

গ) কঙ্গো✔

ঘ) সুদান

২৭. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

ক) আফ্রিকা

খ) দক্ষিণ আমেরিকা

গ) এশিয়া✔

ঘ) ইউরোপ

২৮. বিশ্বকবি রবীন্দ্রনাথ কার সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন ?

ক) নিউটন

খ) আইনস্টইন✔

গ) শ্রডিঞ্জার

ঘ) ম্যাক্সপ্লাংক

২৯. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে?

ক) ক্যানিং

খ) ওয়াভেল

গ) মাউন্টব্যাটেন✔

ঘ) বেন্টিংক

৩০. পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?

ক) ওয়েস্ট ইন্ডিজ

খ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড✔

গ) দক্ষিণ আফ্রিকা

ঘ) অস্টেলিয়া

৩১. ২০০১ সালের ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

ক) কায়রো

খ) দিল্লি

গ) ঢাকা✔

ঘ) কুয়ালালামপুর

বিজ্ঞান প্রশ্ন সমাধান

১. বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্ববিজ্ঞানী -এর সাথে দর্শন , মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন।

ক) নিউটন

খ) আইনস্টইন✔

গ) শ্রডিঞ্জার

ঘ) ম্যাক্সপ্লাংক

২. পাঁচ লিটার পানির ওজন কত?

ক) ৫ গ্রাম

খ) ৫০০ গ্রাম

গ) ৫০ গ্রাম

ঘ) ৫ কিলোগ্রাম✔

৩. কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম ?

ক) লোহা

খ) তামা

গ) রাবার✔

ঘ) এলুমিনিয়াম

৪. শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভালো বাহক?

ক) কঠিন পদার্থ✔

খ) তরল পদার্থ

গ) বায়বীয় পদার্থ

ঘ) কোনোটিই নয়

৫. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

ক) ইস্পাত

খ) হীরা✔

গ) লোহা

ঘ) সোনা

৬. সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম-

ক) অ্যামমিটার

খ) কম্পাস

গ) ফ্যাদোমিটার✔

ঘ) কোনোটিই নয়

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download