প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থানা শিক্ষা অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৪

0
249

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার পদের নিয়োগ

 পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৪

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপজেলা/থানা শিক্ষা অফিসার পদে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক গৃহীত পরীক্ষার প্রশ্ন ও সমাধান – ২০০৪

পরীক্ষার তারিখঃ- ১৯-০৩-২০০৪

পদের নামঃ- উপজেলা থানা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার

বাংলা প্রশ্ন সমাধান

১. বাক্যের মৌলিক উপাদান কোনটি?

ক) শব্দ✔

খ) ধ্বনি

গ) বর্ণ

ঘ) ভাষা

২. নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?

ক) ঘ

খ) ঠ

গ) প

ঘ) ত✔

৩. কোন বাগধারাটি ভিন্নার্থক?

ক) অহিনকুল

খ) উত্তম-মধ্যম✔

গ) আদায়-কাঁচকলায়

ঘ) সাপে-নেউলে

৪. নশ্বর যেমন শাশ্বত, অলীক তেমন—

ক) শান্ত

খ) সত্য✔

গ) স্থায়ী

ঘ) সুন্দর

৫. ”কেওয়াট” -এর আভিধানিক অর্থ কোনটি?

ক) কপোট

খ) কেউটে

গ) কপাট✔

ঘ) করোটি

৬. ”আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা”– চরণ দুটির রচয়িতা কে?

ক) প্রমথ চৌধুরী

খ) নির্মলেন্দু গুণ

গ) হাছন রাজা

ঘ) লালন শাহ✔

৭. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র — এটি কোন ধরনের বাক্য?

ক) সরল✔

খ) যৌগিক

গ) জটিল

ঘ) বিযুক্ত

৮. শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকুতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দার্থ যুক্ত হয় তাকে কি বলে?

ক) প্রত্যয়✔

খ) প্রকৃতি

গ) অনুসর্গ

ঘ) উপসর্গ

৯. অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?

ক) বঙ্কিমচন্দ্র

খ) সত্যেন্দ্রনাথ দত্ত

গ) মধুসূদন দত্ত

ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়✔

১০. কোন বানানটি শুদ্ধ?

ক) সরীসৃপ✔

খ) সরিসৃপ

গ) শরীসৃপ

ঘ) শরিসৃপ

১১. ”পাঠক” শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত?

ক) সংস্কৃত✔

খ) খাটি বাংলা

গ) দেশী

ঘ) বিদেশী

১২. নিচের কোনটি তৎসম শব্দ?

ক) দধি✔

খ) মুড়ি

গ) আম

ঘ) কলম

১৩. ”কুলি” শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক) বাংলা

খ) আরবি

গ) ফারসি

ঘ) তুর্কি✔

১৪. কোনটি দ্বন্দ্ব সমাস?

ক) মধুকন্ঠি

খ) রাতকানা

গ) হাট-বাজার✔

ঘ) গোমড়ামুখো

১৫. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে?

ক) বিশেষণ

খ) বিশেষণের পদ

গ) নাম বিশেষণ✔

ঘ) ভাব বিশেষণ

১৬. ”অতিভক্তি চোরের লক্ষণ” বাক্যটির অতি পদটি–

ক) নাম বিশেষণ

খ) ভাব বিশেষণ

গ) ক্রিয়া বিশেষণ

ঘ) বিশেষ্যের বিশেষণ✔

১৭. ”তার বুদ্ধি হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি” এটি কোন বাক্য?

ক) যৌগিক বাক্য✔

খ) জটিল বাক্য

গ) সরল বাক্য

ঘ) কোনোটিই নয়

১৮. কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?

ক) চিরন্তন সত্য✔

খ) অনুজ্ঞা ভাব

গ) আবেগ প্রকাশ

ঘ) প্রশ্ন জিজ্ঞাসা

১৯. ”জমিদার দর্পণ” উপন্যাসটির লেখক হচ্ছেন —

ক) মুনীর চৌধুরী

খ) মীর মশাররফ হোসেন✔

গ) মুহাম্মদ আব্দুর হাই

ঘ) এস ওয়াজেদ আলী

২০. ”খেয়া পারের তরণী” কবিতার কবি হচ্ছেন—

ক) গোলাম মোস্তফা

খ) কাজী নজরুল ইসলাম✔

গ) কায়কোবাদ

ঘ) সানাউল হক

 

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. What kind of noun is “cattle”?

ক) Proper

খ) Common

গ) Collective✔

ঘ) Material

  1. “Sometimes reports are misleading — in this sentence “Sometimes is—

ক) Noun

খ) Pronoun

গ) Adverb✔

ঘ) Adjective

  1. Which one of the following is a correct sentence?

ক) The old man is there happy sitting

খ) The old man happy there is sitting

গ) The old man there sitting is happy

ঘ) The old man sitting there is happy✔

  1. Complete the sentences : “If she had studied harder—“

ক) she would do well

খ) she will have done well

গ) she would have done well✔

ঘ) she would have do well

  1. I do not know his father’s name. Make it a complex sentence.?

ক) I do not know what is his father’s name

খ) I do not know what name his father has

গ) I do not know what his father’s name is✔

ঘ) I do not know that what his father’s name is

  1. “Who broke the pencil”? — What is the passive form of this sentence?

ক) By whom the pencil was broken?

খ) By whom was the pencil broken? ✔

গ) The pencil was broken by whom?

ঘ) Who was broken the pencil?

  1. Vanity fair is a novel by—

ক) Dickens

খ) Thackeray✔

গ) Scott

ঘ) Fielding

  1. The word “parsimony” means–

ক) Pathetic

খ) Miserable

গ) Miserliness✔

ঘ) Lavish

  1. Which one of the following is a wrong sentence?

ক) How long have you been unemployed?

খ) How long do you know her? ✔

গ) My sister got married to a teacher

ঘ) She has been ill for a long timew

  1. What is the appropriate translation of “আমি তোমাকে খাওয়াই”?

ক) I eat you

খ) I have eat you

গ) I feed you✔

ঘ) I fed you

  1. What is the correct translation of “নবনী তোমর জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতেছে”?

ক) Nabani was waiting for you

খ) Nabani has been waiting for you for a long time✔

গ) Nabani will be waiting for you for a long time

ঘ) Nabani is waiting for you

  1. What is the correct translation of ” দু ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও”?

ক) Divide mangoes among the two brothers

খ) Divide mangoes among the two

গ) Divide mangoes between the two brothers✔

ঘ) Divide mangoes among them

  1. “Bird’s eye view” means–

ক) A rough idea✔

খ) Eyes of birds

গ) Eyes of a flock of birds

ঘ) A view of the sky

  1. Choose the correct sentence?

ক) One of my best friend is getting married today

খ) One of my best friends are getting married today

গ) One of my best friends is getting married today✔

ঘ) One of my best friends is getting marry today

  1. Choose the correct sentence?

ক) I shall avail this opportunity

খ) I shall avail myself of this opportunity✔

গ) I will avail this opportunity

ঘ) I would avail this opportunity

  1. Rita sat on the corner of the table — the door. fill up the gap with the following preposition —–

ক) of

খ) to

গ) near

ঘ) beside✔

  1. He said to me, “Regular exercise is good for health.” Make it indirect speech.

ক) He told me that regular exercise is good for health✔

খ) He told me that regular exercise is to be good for health

গ) He told me that regular exercise was good for health

ঘ) He told me that regular exercise is best for health

  1. He said, “I have been working since sunrise”. Make it indirect speech.

ক) He said that he has been working since sunrise

খ) He said that he has worked for sunrise

গ) He said that he had been working since sunrise✔

ঘ) He said that he is working since sunrise

  1. Mukti is writing a letter. make it passive voice.

ক) A letter has written by Mukti

খ) A letter has been written by Mukti

গ) A letter was written by Mukti

ঘ) A letter is being written by Mukti✔

  1. Chapal has made tea. Make it passive voice.

ক) Tea is being made by Chapal

খ) Tea was being made by Chapal

গ) Tea has been made by Chapal✔

ঘ) Tea have been made by Chapal

গণিত প্রশ্ন সমাধান

১. প্রতি বছর শতকরা ৮ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?

ক) ১৬০ টাকা✔

খ) ১৬৫ টাকা

গ) ১৬৬.৪ টাকা

ঘ) ১৭০ টাকা

২. 2y = 2x-4 এবং 4x-5y=3 হলে x ও y এর মান কত?

ক) x = 5, y = 7

খ) x = 2, y = 5

গ) x = 3, y = 7

ঘ) x = 7, y = 5✔

৩. নিচের কোনটি বৃহত্তম সংখ্যা?

ক) ০.০০০২৫০

খ) ০.০০০২৫৫

গ) ০.০০০৫৫

ঘ) ০.০০১০✔

৪. চাল ভর্তি একটি পাত্রের ওজন খালি পাত্রটির ওজনের ৭ গুণ। ঐরূপ ৭টি খালি পাত্রের ওজন ১৪ কেজি হলে প্রতিটি পাত্রে কত কেজি চাল ধরে?

ক) ১২ কেজি✔

খ) ১৩ কেজি

গ) ১৪ কেজি

ঘ) ১৫ কেজি

৫. SCIENCE শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে__

ক) ৪২০ বার

খ) ১৮০ বার✔

গ) ১২০ বার

ঘ) ৬০ বার

৬. যদি (a+)=4 হয় তাহলে (+) = কত?

ক) 12

খ) 9

গ) 18

ঘ) 14✔

৭. একটি সরলরেখা (3, 5) বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্নবিশিখষ্ট সমমানের অংশ ছেদ করে। সরলরেখাটির সমীকরণ কি?

ক) x-y+2=0✔

খ) x-2y+7=0

গ) x+2y-8=0

ঘ) 2x-2y+1=0

৮. কোনো কিছু (ধরা যাক, জনসংখ্যা) বৃদ্ধির ধারা যদি ২, ৪, ৮, ১৬, ৩২ ইত্যাদি- এই হারে বৃদ্ধি হতে থাকে তাহলে ঐ বৃদ্ধির হারকে কি বলা হয়?

ক) আনুপাতিক হার

খ) গাণিতিক হার

গ) জ্যামিতিক হার✔

ঘ) অস্বাভাবিক হার

৯. স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টারয় ৭ কিমি। ঐরূপ নৌকাটির স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে?

ক) ১৩ ঘন্টা

খ) ১২ ঘন্টা

গ) ১১ ঘন্টা✔

ঘ) ১০ ঘন্টা

১০. পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকর পাড়ের ক্ষেত্রফল কত?

ক) ১১৫০ বর্গমিটার

খ) ১০০০ বর্গমিটার

গ) ১০৫০ বর্গমিটার

ঘ) ৯৭৬ বর্গমিটার✔

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. বাংলাদেশের টিভিতে প্রথম প্রচারিত নাটক কোনটি?

ক) একতলা-দোতলা✔

খ) মুখ ও মুখোশ

গ) ত্রিরত্ন

ঘ) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ

২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য?

ক) এ কে ফজলুল হক

খ) হোসেন শহীদ সোরাওয়ার্দী

গ) স্যার সৈয়দ আহমদ খান

ঘ) স্যার সলিমুল্লাহ✔

৩. কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন ছবিটি পুরস্কৃত হয়?

ক) লালসালু

খ) চিত্রা নদীর পাড়ে

গ) মাটির ময়না✔

ঘ) চন্দ্রকথা

৪. ”কান্তা” গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?

ক) জয়দেবপুর

খ) গাজীপুর✔

গ) শিবপুর

ঘ) শফিপুর

৫. অপারেশন সার্চ লাইট চালু হয় কখন?

ক) ২৯ জানুয়ারি

খ) ২৯ ফেব্রুয়ারি

গ) ২৫ মার্চ✔

ঘ) ২৫ এপ্রিল

৬. ”চন্দ্র” দ্বীপের বর্তমান নাম কি?

ক) বরিশাল✔

খ) ভোলা

গ) পটুয়াখালী

ঘ) কুয়াকাটা

৭. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

ক) সিলেট

খ) রাজশাহী

গ) রংপুর

ঘ) চাঁপাইনবাবগঞ্জ✔

৮. আমাদের জাতীয় পতাকার মাপের অনুপাত কোনটি?

ক) ১০ঃ৬✔

খ) ১০ঃ৭

গ) ১০ঃ৮

ঘ) ১০ঃ৯

৯. বাংলাদেশের ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে—

ক) লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ

খ) লাল-হলুদ-সবুজ-লাল

গ) লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল✔

ঘ) লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

১০. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

ক) মেঘনা✔

খ) যমুনা

গ) পদ্মা

ঘ) ব্রহ্মপুত্র

১১. সিএনজি শব্দের অর্থ কোনটি?

ক) কনভার্টেড ন্যাচারাল গ্যাস

খ) কনডেন্সড ন্যাচারাল গ্যাস

গ) কমপ্রেস্‌ড ন্যাচারাল গ্যাস✔

ঘ) কনসলিডেটেড ন্যাচারাল গ্যাস

১২. আকিয়াব সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?

ক) বার্মা✔

খ) আলজেরিয়া

গ) ভারত

ঘ) সুদান

১৩. ব্যাংকিং প্রথা সর্বপ্রথম বিশ্বের কোন দেশে চালু হয়?

ক) ইতালি✔

খ) যুক্তরাষ্ট্র

গ) যুক্তরাজ্য

ঘ) সুইজারল্যান্ড

১৪. ”গিলডার” কোন দেশের মুদ্রার নাম?

ক) প্যারাগুয়ে

খ) উরুগুয়ে

গ) হল্যান্ড

ঘ) নেদারল্যান্ড✔

১৫. আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে কোনটি ঢাকায় অবস্থিত?

ক) সার্ক

খ) এডিবি

গ) সিরডাপ✔

ঘ) এপেক

১৬. বসনিয়া সংকট সমাধান হয়েছিল কোন চুক্তির মাধ্যমে?

ক) জেনেভা চুক্তি

খ) প্যারিস চুক্তি

গ) ডেটন চুক্তি✔

ঘ) মাদ্রিদ চুক্তি

১৭. রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর কোনটি?

ক) খাযরার ভস্ক

খ) সাইবেরিয়া

গ) বোখরা

ঘ) ভ্লাদি ভস্কট✔

১৮. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?

ক) টোকিও

খ) ব্যাংকক

গ) সিঙ্গাপুর

ঘ) ম্যানিলা✔

১৯. ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

ক) বাংলাদেশ

খ) মালয়েশিয়া

গ) তুরস্ক

ঘ) সৌদি আরব✔

২০. প্রকাশ্যে ধুমপান নিষেধ কোন দেশে?

ক) ইন্দোনেশিয়া

খ) মালয়েশিয়া

গ) পাকিস্তান✔

ঘ) সৌদি আরব

২১. অতি সম্প্রতি (২০০৩) সম্পন্ন ৫৭ জাতির ইসলামী সম্মেলনের স্থানটি কোথায় ছিল?

ক) মালয়েশিয়ার পুত্রজায়ায়✔

খ) ইন্দোনেশিয়ার জাকার্তায়

গ) ইরানের তেহরানে

ঘ) পাকিস্তানের ইসলামাবাদে

২২. সার্কের (SAARC) সদর দপ্তর কোথায়?

ক) দিল্লি

খ) ঢাকা

গ) কাঠমান্ডু✔

ঘ) কলম্বো

২৩. শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেণ?

ক) ইতালি

খ) স্পেন✔

গ) পর্তুগাল

ঘ) ফ্রান্স

২৪. টাইটানিক জাহাজটি কোন সালে নিমজ্জিত হয়?

ক) ১৯২০

খ) ১৯১৪

গ) ১৯১২✔

ঘ) ১৯১০

২৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক) রোম

খ) টোকিও

গ) ম্যানিলা

ঘ) ওয়াশিংটন✔

২৬. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) কোন দেশে অবস্থিত?

ক) ফিলিপাইন✔

খ) জাপান

গ) শ্রীলঙ্কা

ঘ) ভারত

২৭. নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখার জন্য সর্বপ্রথম একজন মুসলমান মহিলা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তাঁর নাম কি?

ক) সুলতানা রাজিয়া

খ) শিরিন আকবর

গ) শিরিন এবাদি✔

ঘ) বেনজির ভুট্টো

২৮. ওপেক (OPEC)-ভুক্ত অ-আরব এশীয় দেশ কোনটি?

ক) ইন্দোনেশিয়া

খ) জাপান

গ) ইরান✔

ঘ) মালয়েশিয়া

২৯. কোন দ্বীপের মালিকানা বাংলাদেশে ও ভারত উভয়ই দাবি করে?

ক) উত্তর তালপট্টি

খ) দক্ষিণ তালপট্টি✔

গ) নিঝুম দ্বীপ

ঘ) মহেশখালী

৩০. অতি সম্প্রতি (২০০৩) সম্পন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) ৪৯তম সম্মেলন কোন নগরীতে অনুষ্ঠিত হয়?

ক) দিল্লি

খ) কাঠমান্ডু

গ) ঢাকা✔

ঘ) ব্যাংকক

৩১. বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজটি কোথায় অবস্থিত?

ক) ঢাকা

খ) টাঙ্গাইল

গ) ময়মনসিংহ✔

ঘ) রাজশাহী

৩২. বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় সঠিক নাম কি?

ক) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

খ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়✔

গ) ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়

ঘ) হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়

৩৩. বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?

ক) ৩টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ১১টি✔

৩৪. বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?

ক) পাট

খ) চা

গ) তৈরি পোশাক✔

ঘ) শাক-সবজি

৩৫. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবসটি কত তারিখে পালিত হয়?

ক) ৭ নভেম্বর

খ) ১৪ ডিসেম্বর✔

গ) ১৬ ডিসেম্বর

ঘ) ২১ ফেব্রুয়ারী

৩৬. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?

ক) বাংলাবান্ধা

খ) সেন্টমার্টিন✔

গ) ভোলা

ঘ) চৌহালী

৩৭. বাংলাদেশের কোন অঞ্চলে রেশম উৎপন্ন হয় সবচেয়ে বেশি?

ক) নাটোর

খ) রাজশাহী✔

গ) সারদা

ঘ) চাঁপাইনবাবগঞ্জ

৩৮. স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ক্ষমতায়নে ব্যাপক বিধান রাখা হয়েছে?

ক) ইউনিয়ন পরিষদ✔

খ) উপজেলা পরিষদ

গ) জেলা পরিষদ

ঘ) গ্রাম সরকার

৩৯. পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায়?

ক) গাইবান্ধা

খ) যশোর

গ) ময়মনসিংহ

ঘ) কিশোরগঞ্জ✔

৪০. নিচের কোনটি মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল?

ক) ঢাকা

খ) চট্টগ্রাম✔

গ) রাজশাহী

ঘ) সিলেট

বিজ্ঞান প্রশ্ন সমাধান

১. ভাইরাসজনিত রোগ নয় কোনটি?

ক) জন্ডিস

খ) এইডস

গ) নিউমোনিয়া✔

ঘ) চোখ উঠা

২. ভিটামিন ’এ’ সবচেয়ে বেশি কোনটিতে?

ক) গাজর✔

খ) পেঁপে

গ) কলা

ঘ) পাকা আম

৩. কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?

ক) মাইটোকন্ড্রিয়া✔

খ) নিউক্লিয়াস

গ) ক্রোমোজম

ঘ) লিকোপ্লাস্ট

৪. এসকরবিক এসিড কোনটির বৈজ্ঞানিক নাম?

ক) ভিটামিন এ

খ) ভিটামিন বি

গ) ভিটামিন সি✔

ঘ) ভিটামিন ডি

৫. ব্লাক বক্স কি?

ক) বিমানের রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার✔

খ) জাদুর বাক্স

গ) স্টিলের কালো বাক্স

ঘ) কাঠের কালো বাক্স

৬. পাওয়ার থ্রেসার কি?

ক) দেহের প্রেসার মাপার যন্ত্র

খ) ধান মাড়াইয়ের মেশিন✔

গ) ধান শুকানোর মেশিন

ঘ) মরিচ ভাঙানোর মেশিন

৭. ভিটামিন ”এ”-এর অভাবে কোন রোগ দেখা দেয়?

ক) চর্ম রোগ

খ) জ্বর

গ) রাতকানা✔

ঘ) মাথা-ব্যথা

৮. পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত?

ক) ১ থেকে ২ লিটার

খ) ২.৫ থেকে ৪ লিটার

গ) ৪.৫ থেকে ৫ লিটার

ঘ) ৫ থেকে ৬ লিটার✔

৯. দুধে কোন ধরনের এসিড থাকে?

ক) সাইট্রিক এসিড

খ) ল্যাকটিক এসিড✔

গ) সাইট্রিক ও ল্যাকটিক এসিড

ঘ) কোনো এসিড নেই

১০. Apiculture বলতে কি বুঝায়?

ক) গুটিপোকার চাষ

খ) ফলের চাষ

গ) শাক-সবজির চাষ

ঘ) মৌমাছির চাষ✔

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download