SSC Home Science MCQ Question Solution 2022

0
128

এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি (MCQ)

প্রশ্ন সমাধান ২০২২

নোটঃ- গার্হস্থ্য বিজ্ঞান সকল বোর্ডের একি প্রশ্ন তাই নিচে একটি প্রশ্ন দেওয়া হলো
সকল বোর্ডের মিলিয়ে নিবেন ।

১) নতুন রঙিন কাপড়ের কাঁচা রং পাকা করার জন্য বহুল ব্যবহৃত হয় কোনট?

উত্তরঃ লবণ

২) স্টার্চ ভেঙ্গে গ্লুকোজে পরিণত হওয়ার মধ্যবর্তী স্তর এর উৎপত্তি হয়ে থাকে কোনটি?

উত্তরঃ মলটোজ

৩) কলেরা রোগীর জামাকাপড় জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কোনটি?

উত্তরঃ ক্লোরিন

৪) নিম্নবিত্ত পরিবার বাজেটের শতকরা কত শতাংশ খাদ্য খাতে খরচ কর?

উত্তরঃ ৮০ ভাগ

৫) গৃহের আসবাবের মূল্য কোনটির উপর নির্ভর কর?

উত্তরঃ উপকরণ

৬) ২-৬ বছর বয়সকে কি বলে?

উত্তরঃ প্রারম্ভিক শৈশব

৭) টডলারহুড বলা হয় কোন কালক?

উত্তরঃ অতি শৈশব

৮) শ্রেণীতে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা করা শিশু পরিচালনার কোন নীতি কে নির্দেশ কর?

উত্তরঃ শিশুর সামনে আদর্শ আচরণ উপস্থাপন করা

৯) শাল দুধ এর অপর নাম ক?

উত্তরঃ কলোস্ট্রাম

১০)

১১) পরীক্ষা এলেই ফারাবীর হাত-পা কাঁপে জিব্বা শুকিয়ে যায় ক্ষুধামন্দা দেখা দেয়, ফারাবীর সমস্যা প্রতিরোধে করণীয়?

উত্তরঃ ১, ২,  ও ৩ সঠিক

১২) পুডিংয়ের ৪ পরিবেশন পরিমাণ হলো…

উত্তরঃ ৫০০ গ্রাম

১৩) গৃহ ব্যবস্থাপনার কর্মপদ্ধতির দ্বিতীয় ধাপ কোনট?

উত্তরঃ নিয়ন্ত্রণ

১৪) মানুষের চাল-চলন কথাবার্তা আচার আচরন ও রুচিবোধে প্রকাশ পায় কোনটি?

উত্তরঃ ব্যক্তিত্ব

১৫) তুমি কোন কাজে সফল হতে চাইলে তোমার মধ্যে কোন গুণটি থাকা প্রয়োজন?

উত্তরঃ উদ্দীপনা

১৬) পাউরুটি ও কলা দ্বারা ক্ষুধা মেটানো সম্পদের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে?

উত্তরঃ বিকল্প সম্পদ ব্যবহার

১৭) শান্তর নানাভাই বিকাশের কোন স্তরে রয়েছ?

উত্তরঃ মধ্যবয়স

১৮) শান্তর বিকাশ হয়েছ?  উত্তরঃ ২, ও ৩ সঠিক

১৯) কোনটির অভাবে গলগন্ড রোগ হয?

উত্তরঃ আয়োডিন

২০) গিটার, হারমোনিয়াম ইত্যাদি বিনোদনের জিনিসপত্র কোন করে থাক?

উত্তরঃ লিভিং রুম

২১) পিনহোল্ডার ঢেকে কোনটি করলে গৃহের নান্দনিকতা বৃদ্ধি পায়?

উত্তরঃ দেয়াল সজ্জা

২২)

২৩) রুকেয়ার ছেলে কোন রোগে ভুগছে? উত্তরঃ ম্যারাসমাস

২৪) রুকেয়ার পরিবারে খাদ্যতালিকা থাকা দরকা….

উত্তরঃ ১, ২ ও ৩ সঠিক

২৫) প্রান্তিক রং কোনট?  উত্তরঃ নীলাভ বেগুনি

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download