এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান সকল বোর্ড-২০২২

0
382

SSC Bangla 2nd Paper MCQ Question Solution

All Broad-2022

এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র সমাধান ঢাকা বোর্ড

১। সংখ্যাবাচক শব্দ কত প্রকার?

উত্তরঃ (ক) চার

২। ‘চিক চিক করে বালি কোথা নাই কাদা’— এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ-রূপে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ (খ) ক্রিয়া বিশেষণ

৩। পূরণবাচক সংখ্যা কোনটি?

উত্তরঃ (ঘ) দশম

৪। ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কোন ভাষার?

উত্তরঃ (গ) ফারসি

৫। ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?

উত্তরঃ (ঘ) বহুব্রীহি

৬। বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয় কোন পদাশ্রিত নির্দেশক?

উত্তরঃ (ক) পাটি

৭। বাংলা উপসর্গ মােট কতটি?

উত্তরঃ (ঘ) ২১টি

৮। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

উত্তরঃ (গ) মনমাঝি

৯। আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে? — এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ (ঘ) অপাদানে সপ্তমী

১০। কৃৎ প্রত্যয়–সাধিত পদকে কী বলে?

উত্তরঃ (গ) কৃদন্ত পদ

১১। ‘ডাক্তার ডাক’। বাক্যে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তরঃ (ক) কর্মে শূন্য

১২। যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?

উত্তরঃ (গ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি।

১৩। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?

উত্তরঃ (ক) তিনটি

১৪। ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ (গ) অর্থের কু প্রভাব

১৫। ‘বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।’ এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তরঃ (ঘ) কর্মবাচ্য

১৬। উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থ–সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

উত্তরঃ (গ) সর্বনাম

১৭। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

উত্তরঃ (খ) ধ্বনি বিপর্যয়

১৮। ওষ্ঠ ধ্বনি কোনগুলো?

উত্তরঃ (গ) প ফ ব ভ ম

১৯। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি?

উত্তরঃ (খ) একাদশ

২০। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটো কী কী?

উত্তরঃ (খ) ঐ ঔ

২১। উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে কী বলে?

উত্তরঃ (ক) বিপ্রকর্ষ

২২। সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?

উত্তরঃ (গ) সন্ধি

২৩। রূঢ়ি শব্দের উদাহরণ কোনটি?

উত্তরঃ (ক) সন্দেশ

২৪। ‘তার মঙ্গল হোক।’ বাক্যে ক্রিয়ার কোন ভাব রয়েছে?

উত্তরঃ (ক) আকাঙ্ক্ষা

২৫। হাট–বাজার কোন শব্দ যােগে সাধিত দ্বন্দ্ব সমাস?

উত্তরঃ (খ) সমার্থক

২৬। বিশেষ্য পদ কত প্রকার?

উত্তরঃ (গ) ছয়

২৭। ‘সীমার মাঝে অসীম তুমি।’ বাক্যে ‘মাঝে’ অনুসর্গ কী অর্থ প্রকাশ করে?

উত্তরঃ (খ) মধ্যে

২৮। বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?

উত্তরঃ (ঘ) পদ

২৯। অনুসর্গ কোনগুলো?

উত্তরঃ (ক) অবধি, হেতু

৩০। বৃহদার্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

উত্তরঃ (খ) ডিঙা

এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র সমাধান সিলেট বোর্ড

১। ‘ন্যাকামিটা এখন রাখ’—এখানে ‘ন্যাকামি’ শব্দের সাথে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?

(ক) নিরর্থকতা✔

(খ) সার্থকতা

(গ) দ্ব্যর্থকতা

(ঘ) ভিন্নার্থকতা

২। কোনটি মিশ্র ক্রিয়া?

(ক) গোল্লায় যাও✔

(খ) কনকনাচ্ছে

(গ) বেজে ওঠা

(ঘ) দেখাচ্ছেন

৩। কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করেছে?

(ক) আমাকে বই দাও

(খ) যদি সে যেত, আমি আসতাম✔

(গ) শিক্ষক মহোদয় বাংলা পড়াচ্ছেন

(ঘ) হামিদকে দেখে খুশি হলাম

8। কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?

(ক) চুপ করে থাক

(খ) আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে

(গ) আকাশে চাঁদ উঠেছে✔

(ঘ) শিশুটি কাঁদে

৫। ‘গবেষণা’ কোন ধরনের শব্দ?

(ক) রূঢ়ি শব্দ✔

(খ) মৌলিক শব্দ

(গ) যৌগিক শব্দ

(ঘ) যোগরূঢ় শব্দ

৬। কোন বাক্যটিতে কর্মকারকে শূন্যবিভক্তি রয়েছে?

(ক) শিক্ষক মহোদয় ছাত্রকে পড়াচ্ছেন

(খ) তারা বল দ্বারা খেলে

(গ) ডাক্তার ডাক✔

(ঘ) আমি ঢাকা যাচ্ছি

৭। কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?

(ক) আমি স্কুলে যাচ্ছি

(খ) ছেলেরা মাঠে বল খেলে✔

(গ) সে ঢাকা যাবে

(ঘ) তাড়াতাড়ি ডাক্তার ডাক

৮। ‘অজ’ কোন উপসর্গ?

(ক) আরবি

(খ) ফরাসি

(গ) বাংলা✔

(ঘ) তৎসম

৯। ক্রিয়া প্রকৃতি বলা হয় —

(ক) ক্রিয়ামূলকে✔

(খ) ক্রিয়ার কালকে

(গ) ক্রিয়াপদকে

(ঘ) কৃদন্ত পদকে

১০। ‘উপজীবিকা’ অর্থে ‘ইয়া’ প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

(ক) মেটে✔

(খ) বেলে

(গ) জেলে

(ঘ) মুটে

১১। উৎস মূলক শব্দ কয় প্রকার?

(ক) ৩ প্রকার

(খ) ৪ প্রকার

(গ) ৫ প্রকার✔

(ঘ) ৬ প্রকার

১২। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?

(ক) লগ্ন > লগগ

(খ) লাফ > ফাল

(গ) কাঁদনা> কান্না

(ঘ) তর্ক > তক্ক✔

১৩। বাংলা ভাষায় কয় প্রকার অব্যয় শব্দ রয়েছে?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার✔

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

১৪। পরোক্ষ উক্তিতে কোন চিহ্ন লোপ পায়?

(ক) পূর্ণচ্ছেদ

(খ) কমা

(গ) উদ্ধরণ চিহ্ন✔

(ঘ) কোলন

১৫। কোনটি ভাববাচক বিশেষ্য?

(ক) ভোজন✔

(খ) চিনি

(গ) সৌরভ

(ঘ) জনতা

১৬। বাংলা ভাষায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?

(ক) ৩টি

(খ) ৪টি

(গ) ৫টি

(খ) ৬টি

১৭। বর্গীয় ধ্বনি নয় কোনটি?

(ক) ট

(খ) ঠ

(গ) গ

(খ) ন✔

১৮। নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না?

(ক) গায়ক✔

(খ) নাবিক

(গ) ণিজন্ত

(ঘ) গবাক্ষ

১৯। ‘ঘরে ঘরে’ লেখাপড়া হচ্ছে। ঘরে ঘরে কিসের দ্বিরুক্তি?

(ক) শব্দের

(খ) অব্যয়ের

(গ) পদের

(ঘ) ধ্বন্যাত্মকের✔

২০। কোনটি তারিখবাচক শব্দ?

(ক) চৌঠা✔

(খ) চতুর্থ

(গ) চার

(ঘ) 8

২১। অব্যয়ীভাব সমাসে কোনটি প্রধান?

(ক) পরপদ

(খ) পূর্বপদ

(গ) উভয়পদ✔

(ঘ) ভিন্নপদ

২২। ‘রাজপুত্র’ কোন তৎপুরুষ সমাস?

(ক) দ্বিতীয়া

(খ) তৃতীয়া

(গ) পঞ্চমী✔

(ঘ) ভিন্নপদ

২৩। কোন বাক্যে কর্তায় এ-বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?

(ক) পাগলে কী না বলে✔

(খ) বনে বাঘ আছে

(গ) ফুলে ফুলে বাগান ভরেছে

(ঘ) অন্ধজনে দেহ আলো

২৪। অনুসর্গ সাধারণত কোথায় বসে?

(ক) শব্দের পূর্বে

(খ) শব্দের পরে✔

(গ) শব্দের মধ্যে

(ঘ) বাক্যের শেষে

২৫। অনুসর্গ কী?

(ক) শব্দ-বিভক্তি✔

(খ) ক্রিয়া-বিভক্তি

(গ) উপসর্গ

(ঘ) অবায়

২৬। “বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা’।—এখানে ‘বিনে’ কী অর্থ প্রকাশ করেছে?

(ক) সঙ্গ

(খ) প্রয়োজনে

(গ) ব্যতিরেকে✔

(ঘ) আবশ্যিকতা

২৭। ভাষার মূল উপকরণ কী?

(ক) ধ্বনি✔

(খ) শব্দ

(গ) বাক্য

(ঘ) বর্ণ

২৮। ‘গোল্লায় যাওয়া” বাগধারাটির অর্থ কী?

★(ক) নষ্ট হওয়া✔

(খ) খারাপ কাজে যাওয়া

(গ) অসৎ কাজ করা

(ঘ) দোষের কাজ করা

২৯। ভাব বাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়?

(ক) প্রথমা

(খ) চতুর্থী✔

(গ) ষষ্ঠী

(ঘ) পঞ্চমী

৩০। ‘আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো’-  বাক্যটি কোন দোষে দুষ্ট?

(ক) বাহুল্য দোষ

(খ) গুরুচণ্ডালী দোষ

(গ) উপমার ভুল প্রয়োগ✔

(ঘ) দুর্বোধ্যতা

এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র সমাধান বরিশাল বোর্ড

১। খয়ের খাঁ’ বাগধারাটির অর্থ কী?

(ক) নির্বোধ

(খ) চাটুকার✔

(গ) পক্ষপাতদুষ্ট

(ঘ) কপট

২। কোনো ভাষার বাকপ্রবাহকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো কী পাই?

(ক) বর্ণ

(খ) ধ্বনি

(গ) মৌলিক ধ্বনি✔

(ঘ) মৌলিক বর্ণ

৩। কোন বর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই?

(ক) অ✔

(খ) ব

(গ) ঋ

(ঘ) ণ

৪। যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে তাকে কী বলে?

(ক) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি

(খ) অঘোষ মহাপ্রাণ ধ্বনি

(গ) দন্ত্য ধ্বনি

(ঘ) উষ্মধ্বনি✔

৫। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কী বলে?

(ক) ধ্বনি বিপর্যয়✔

(খ) সমীভবন

(গ) ব্যঞ্জন বিকৃতি

(ঘ) ব্যঞ্জনচ্যুতি

৬। ‘গবেষণা’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) গৈ+এষণা

(খ) গো+এষণা✔

(গ) গব+এষণা

(ঘ) গবে+এষণা

৭। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

(ক) নীরস

(খ) সংস্কার✔

(গ) উত্থাপন

(ঘ) তস্কর

৮। বস্তুর ধ্বনির অনুকার বুঝাতে ধ্বন্যাত্মক দ্বিরুক্ত হয়েছে কোনটি?

(ক) ট্যা ট্যা

(খ) ঠা ঠা

(গ) হু হু✔

(ঘ) হি হি

৯। পূরণবাচক সংখ্যার উদাহরণ কোনটি

(ক) তের

(খ) তেরই

(গ) ত্রয়োদশ✔

(ঘ) ১৩

১০। নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়?

(ক) নিরর্থক

(খ) নির্দিষ্ট

(গ) অনির্দিষ্ট

(ঘ) সুনির্দিষ্ট✔

১১। ‘মহাকীর্তি’-এর সঠিক ব্যাসবাক্য কী?

(ক) মহৎ যে কীর্তি

(খ) মহতী যে কীর্তি✔

(গ) মহা যে কীর্তি

(ঘ) মহান যে কীর্তি

১২। কোনটি প্রানি সমাসের উদাহরণ?

(ক) অনুতাপ✔

(খ) গ্রামান্তর

(গ) নাহক

(ঘ) দ্বীপ

১৩। ‘সদৃশ’ অর্থে ‘প্রতি’ উপসর্গটি যুক্ত হয়েছে কোন শব্দে?

(ক) প্রতিমূর্তি✔

(খ) প্রতিবাদ

(গ) প্রতিদিন

(ঘ) প্রতিদ্বন্দ্বী

১৪। কেবল ভাববাচ্যে কোন প্রত্যয় যুক্ত হয়?

(ক) অন

(খ) অ✔

(গ) ই

(ঘ) উ

১৫। “শ্রবণ’-এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) √শ্রী + অন্

(খ) √শ্রে + অনট

(গ) √শ্রু + অন্

(ঘ) √শ্রু + অনট্✔

১৬। বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

(ক) গুণ ও বৃদ্ধি

(খ) ক্রিয়া প্রকৃতি

(গ) প্রাতিপদিক✔

(ঘ) উপধা

১৭। অপত্য অর্থে ‘ষ্ণ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?

(ক) দৈব

(খ) জৈন

(গ) যাদব✔

(ঘ) শাক্ত

১৮। কোনটি যোগরুঢ় শব্দ?

(ক) প্রবীণ

(খ) পঙ্কজ✔

(গ) চিকামারা

(ঘ) সদেশ

১৯। কৃদন্ত বিশেষণের উদাহরণ কোনটি?

(ক) অতীত কাল✔

(খ) মেঠো পথ

(গ) স্বীয় সম্পত্তি

(ঘ) জাতীয় সম্পদ

২০। ‘যত গর্জে তত বর্ষে না। বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?

(ক) অনন্বয়ী অব্যয়

(খ) অনুসর্গ অব্যয়

(গ) অনুকার অব্যয়

(ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়✔

২১। ‘নিরন্তরতা’ অর্থে যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে কোনটিতে?

(ক) সাইরেন বেজে উঠল।

(খ) তিনি বলতে লাগলেন।✔

(গ) ঘটনাটা শুনে রাখ ।

(ঘ) ছেলেমেয়েরা শুয়ে পড়ল।

২২। কোন বাক্যে সকর্মক ক্রিয়া রয়েছে?

(ক) আমি রাতে ভাত খাব।

(খ) শিশুটি রাতে কানে।

(গ) অমি চোখে দেখে না।✔

(ঘ) চুপ করে থাক।

২৩। “রাজায়-রাজায় পড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। বাক্যের কর্তাটি কোন ধরনের?

(ক) মুখ্য কর্তা

(খ) প্রযোজক কর্তা

(গ) প্রযোজ্য কর্তা

(ঘ) ব্যতিহার কর্তা✔

২৪। অভিব্যাপক আধারাধিকরণের উদাহরণ কোনটি?

(ক) নদীতে মাছ আছে✔

(খ) বনে বাঘ আছে

(গ) তিলে তৈল আছে

(ঘ) ঘরে লোক আছে

২৫। ‘সীমার মাঝে অসীম তুমি। এখানে মাঝে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) মধ্যে✔

(খ) ব্যাপ্তি

(গ) সহায়

(ঘ) সঙ্গে

২৬। মৃতের মতো অবস্থা যার—এর সংক্ষিপ্ত রূপ কোনটি?

(ক) মৃতপ্রায়

(খ) মুমূর্ষু✔

(গ) মুমূর্ষ

(ঘ) মরণাপন্ন

২৭। ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) ভানএ

(খ) ভূধর

(গ) সুধাংশু✔

(ঘ) সবিতা

২৮। কোনটি কর্মকর্তৃবাচ্যের বাক্য?

(ক) বাঁশি বাজে এ মধুর লগনে।✔

(খ) তার যেন আসা হয়।

(গ) তুমিই ঢাকা যাবে।

(ঘ) এবার একটি গান কর।

২৯। বাক্যের অর্থসভাতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন করতে হয়?

(ক) ভাবের

(খ) পুরুষের

(গ) কালের✔

(ঘ) সর্বনামের

৩০। ‘বড্ড শুকিয়ে গেছিস রে। -এ বাগভঙ্গির সাহায্যে কী প্রকাশ পেয়েছে।

(ক) বিস্ময়

(ক) আদর✔

(গ) হতাশা

(ঘ) দুঃখ

 

এসএসসি ২০২২ বাংলা ২য় পত্র সমাধান কুমিল্লা বোর্ড

১। বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বর ধ্বনির চিহ্ন কয়টি?

(ক)২টি✔

(খ) ৩টি

(গ) ৪টি

(ঘ) ৫টি

২। মধ্য স্বরাগমের অপর নাম কী?

(ক)বিপ্রকর্ষ✔

(খ) পরাগতস্বর

(গ) অভ্যস্বরাগম

(ঘ) প্রগত স্বর সঙ্গতি

৩। কোন সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?

(ক) বিস্বৰ্গ সন্ধি

(খ) স্বর সন্ধি

(গ)তৎসম সন্ধি✔

(ঘ) ব্যঞ্জন সন্ধি

৪। ‘ও দানা দাদা বলে কাঁদছে—এখানে দাদা দাদা দ্বিরুক্তিটি কি অর্থ প্রকাশ করছে?

(ক) ক্রিয়া বিশেষণ

(খ) অনুরূপ কিছু বোঝাতে

(গ) আধিক্য বোঝাতে

(ঘ)আগ্রহ বোঝাতে✔

৫। ‘নউই’ কোন সংখ্যাবাচক শব্দ?

(ক) অঙ্কবাচক

(খ) গণনাবাচক

(গ)তারিখবাচক✔

(ঘ) পূরণবাচক

৬। কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্ট তা ও অনির্দিষ্ট তা উভয় অর্থেই ব্যবহ্রত হয়?

(ক) গোটা

(খ)টো✔

(গ) পাটি

(ঘ) ঢা

৭। ”অরুণরাঙা” কোন কর্মধারয় সমাস?

(ক) মামালাপী

(খ)উপমান✔

(গ) উপমিত

(ঘ) রুপক

৮। আরক্ত—এখানে ‘আ’ উপসর্গ কী অর্থে ব্যবহার হয়েছে?

(ক) পর্যন্ত

(খ) বিপরীত

(গ) অতিক্রম

(ঘ)ঈষৎ✔

৯। ত্যাগ এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি ?

(ক)√ত্যজ্ + ঘঞ্✔

(খ) √ ত্যাজ্ + ঘঞ্

(গ) √ ত্যচ্ + ঘঞ্

(ঘ) √ ত্যাছ্ + ঘঞ্

১০। টাক + ও = টেকো এখানে কী অর্থে ‘ও’ প্রত্যয় ব্যবহার হয়েছে ?

(ক) জাত অর্থে

(খ) সংশ্লিষ্ট অর্থে

(গ)যুক্ত অর্থে✔

(ঘ) রোগগ্রস্ত অর্থে

১১। ‘প্রবীণ’ এর বৃঢ়ি অর্থ কী?

(ক)অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি✔

(খ) বাদ্যযন্ত্র বিশেষ

(গ) উৎকৃষ্ট বীণা

(ঘ) সুন্দর করে বীণ বাজাতে পারেন যিনি

১২। ‘দুঃখ’ কোন বিশেষ্য পদ?

(ক) জাতিবাচক

(খ) দ্রব্যবাচক

(গ) ভাববাচক

(ঘ) গুণবাচক✔

১৩। ‘ঝম্ ঝম্ করে বৃষ্টি পড়ছে—এটি কোন ক্রিয়ার উদাহরণ?

(ক) যৌগিক ক্রিয়া

(খ) মিশ্র ক্রিয়া✔

(গ) প্রযোজক ক্রিয়া

(ঘ) অকর্মক ক্রিয়া

১৪। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন—এটি কোন ক্রিয়ার উদাহরণ?

(ক) মুখ্য ক্রিয়ার

(খ) যৌগিক ক্রিয়ার

(গ) প্রযোজক ক্রিয়ার✔

(ঘ) দ্বিকর্ম ক্রিয়ার

১৫। কলটা লেখে ভালো। এখানে কোন কর্তার উল্লেখ আছে?

(ক) কর্ম-কর্তৃবাচ্যের কর্তা✔

(খ) ভাববাচ্যের কর্তা

(গ) কর্মবাচ্যের কর্তা

(ঘ) ব্যতিহার কর্তা

১৬। আছ তুমি প্রভু, জগৎ মাঝারে। এখান মাঝারে অনুসর্গটি কী অর্থে ব্যবহার হয়েছে?

(ক) মধ্যে অর্থে

(খ) ব্যপ্তি অর্থপ✔

(গ) সক্ষমতা অর্থে

(ঘ) সহায় অর্থে

১৭। হাতি উড়ে। এটি বাক্য নয় কেন?

(ক) আকাঙ্খার অভাব আছে বলে

(খ) দুর্বোধ্যতা আছে বলে

(গ) গুরু চণ্ডালী দোষ আছে বলে

(ঘ) যোগ্যতার অভাব আছে বলে✔

১৮। শব্দের আভিধানিক অর্থের বাইরে ব্যবহারিক অর্থকে কী বলে?

(ক) বাচ্যার্থ

(খ) বিপরীতার্থ

(গ) লক্ষ্যার্থ

(ঘ) ভিন্নার্থ✔

১৯। মানিক জোড়—এর বিপরীতার্থক বাগধারা নিচের কোনটি?

(ক) আদায় কাঁচকলায়✔

(খ) ইঁদুর কপালে

(গ) আঠার মাসে বছর

(ঘ) ইতর বিশেষ

২০। মুবারক পুস্তক পাঠ করছে। এটি কোন বাচ্যের উদাহরণ?

(ক) কর্তৃবাচ্য✔

(খ) কর্মবাচ্য

(গ) ভাববাচ্য

(ঘ) কর্ম কর্তৃবাচ্য

২১। বাক্যের অর্থ সভাতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদে পরিবর্তন করতে হয়?

(ক) কালের

(খ) সর্বনামের✔

(গ) ক্রিয়া পদে

(ঘ) বিশেষ্যের

২২। ছিঃ, তোমার এই কাজ! এই বাক্যে মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

(ক) লজ্জা

(খ) ঘৃণা

(গ) দুঃখ

(ঘ) ধিক্কার✔

২৩। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি?

(ক) গ

(খ) ঘ

(গ) ট✔

(ঘ) ব

২৪। উ + ঈ = ব + ঈ এই সূত্রের উদাহরণ নিচের কোনটি?

(ক) অনু + এষণ = অন্বেষণ

(খ) তনু + ঈ = তন্বী✔

(গ) অনু + ইত = অন্বিত

(ঘ) সু + আগত = স্বাগত

২৫। যুগ্মরীতিতে বিরুক্ত শব্দ গঠনের উদাহরণ নিচের কোনটি?

(ক) পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি

(খ) ভয়ে গা ছমছম করছে

(গ) ডেকে ডেকে হয়রান হয়েছি

(ঘ) তার মন ছটফট করছে✔

২৬। সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ কোনটি?

(ক) দোতলা

(খ) হাতে খড়ি

(গ) তেলায়া✔

(ঘ) ত্রিরত্ন

২৭। কোন ৪টি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উপসর্গের মধ্যে পাওয়া যায়?

(ক) অ, অঘা, অজ, আ

(খ) আ, সু, বি, নি✔

(গ) প্র, অপ, উপ, নি

(ঘ) কার, না, অভি, অতি

২৮। ই ও ঈ এর স্থলে ‘ঐ’ হওয়া কে কী বলে?

(ক) বৃদ্ধি✔

(খ) গুঙ

(গ) ইৎ

(ঘ) উপধা

২৯। ভাব বিশেষণ কয় প্রকার?

(ক) দুই

(খ) তিন

(গ) চার✔

(ঘ) পাঁচ

৩০। নাম বিভক্তি কয় প্রকার?

(ক) দুই প্রকার

(খ) তিন প্রকার

(গ) চার প্রকার

(ঘ) সাত প্রকার✔

এসএসসি ২০২২ বাংলা ২য় সমাধান চট্টগ্রাম বোর্ড

১। “দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।” এটি কী ধরনের বাক্য?

(ক) বিবৃতিমূলক

(খ) বিস্ময়সূচক

(গ) আদেশসূচক✔

(ঘ) ইচ্ছাসূচক

২। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?

(ক) গায়ক

(খ) নাবিক

(গ) ণিজন্ত

(ঘ)গবাক্ষ✔

৩। বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

(ক) সর্বনাম✔

(খ) অব্যয়

(গ) বিশেষ্য

(ঘ) বিশেষণ

৪। পৌনঃপুনিকতা বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি?

(ক) ঝির ঝির বাতাস বইছে

(খ) বার বার সে কামান গর্জে উঠল✔

(গ) ভয়ে গা ছমছম করছে

(ঘ) গরম গরম জিলাপি

৫। সুতি কাপড় অনেক দিন টিকে।’—এ বাক্যটি কিসের উদাহরণ?

(ক) কর্তৃবাচ্যের

(খ) কর্মবাচ্য

(গ)কর্মকর্তৃবাচ্য✔

(ঘ) ভাববাচ্য

৬। তারিখ বাচক শব্দের প্রথম চারটি কোন নিয়মে সাধিত?

(ক)হিন্দি✔

(খ) বাংলা

(গ) আরবি

(ঘ) ফারসি

৭। ‘পার্থক্য’ বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয় ?

(ক) অকুল পাথার

(খ) আট কপালপ

(গ) কপাল ফেরা

(ঘ)ইতর বিশেষ✔

৮। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?

(ক) লালন-পালন

(খ) ঝমঝম✔

(গ) লেন-দেন

(ঘ) ধামা ধামা

৯। উপজীবিকা অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?

(ক) চাষি

(খ) দোকানি

(গ) জেলে✔

(ঘ) দেমাকে

১০। তিলে তৈল আছে বাক্যে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তৃকারকে ৭মী

(খ) কর্মে ৭মী

(গ) অপাদানে ৭মী

(ঘ) অধিকরণে ৭মী✔

১১। ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

(ক) √দোল্‌ + না

(খ) √দুল + অনা✔

(গ) দোল + অনা

(ঘ) দুল + না

১২। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

(ক) অরুণরাঙা✔

(খ) চন্দ্রমুখ

(গ) মনমাঝি

(ঘ) ক্রোধানল

১৩। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাকে কোন ধ্বনি বলে?

(ক) অল্পপ্রাণ

(খ) মহাপ্রাণ✔

(গ) ঘোষ

(ঘ) অঘোষ

১৪। ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়।’— এখানে বাঘে-মহিষে কোন কর্তা?

(ক) মুখ্যকর্তা

(খ) প্রযোজ্য কর্তা

(গ) ব্যতিহার কর্তা✔

(ঘ) প্রযোজক কর্তা

১৫। ‘মরি মরি। কী সুন্দর প্রভাতের রূপ।’—এখানে অনশ্বয়ী অব্যয়ে কী প্রকাশ পেয়েছে?

(ক) স্বীকৃতি

(খ) সমর্থন

(গ) সম্মতি

(ঘ) উচ্ছ্বাস✔

১৬। যোগবৃঢ় শব্দ কোনটি?

(ক) সন্দেশ

(খ) বাবুয়ানা

(গ) কর্তব্য

(ঘ) পঙ্কজ✔

১৭। গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) দুই✔

(খ) তিন

(গ) চার

(ঘ) পাঁচ

১৮। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?

(ক) ১১ টি

(খ) ৩৯ টি

(গ) ৪৯ টি

(ঘ) ৫০ টি✔

১৯। ‘বেলে মাটি’ কোন ধরনের নাম বিশেষণের উদাহরণ?

(ক) রূপবাচক

(খ) গুণবাচক

(গ) উপাদান বাচক✔

(ঘ) অবস্থা বাচক

২০। পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে কী বলে?

(ক) বিপ্রকর্ষ

(খ) অপিনিহিতি✔

(গ) স্বরাগম

(ঘ) অভিশ্রুতি

২১। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন– ক্যে কোন ক্রিয়া রয়েছে?

(ক) যৌগিক ক্রিয়া

(খ) প্রযোজক ক্রিয়া✔

(গ) মিশ্র ক্রিয়া

(ঘ) নাম ধাতুর ক্রিয়া

২২। টপ + টপ > টপাটপ – এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?

(ক) অপিনিহিতি

(খ) বিষমীভবন

(গ) সমীভবন✔

(ঘ) অসমীকরণ

২৩। ‘শীতার্ত’ শব্দটির সঠিক সহিবিচ্ছেদ কোনটি?

(ক) শীত + ঋত✔

(খ) শীত + আর্ত

(গ) শিত + ঋত

(ঘ) শিত + আর্ত

২৪। ‘সূর্য’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

(ক) নিশাকর

(খ) অবনী

(গ) দিবাকর✔

(ঘ) বিধু

২৫। বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়?

(ক) পাটি✔

(খ) খানি

(গ) টুকু

(ঘ) টো

২৬। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?

(ক) দুই

(খ) তিন✔

(গ) চার

(ঘ) পাঁচ

২৭। নীল যে পদ্ম = নীলপদ্ম কোন সমাস?

(ক) দ্বন্দ্ব

(খ) দ্বিগু

(গ) বহুব্রীহি

(ঘ) কর্মধারয়✔

২৮। ‘সীমার মাঝে অসীম তুমি।’ এখানে ‘মাঝে’ অনুসর্গ কী অর্থ প্রকাশ করেছে?

(ক) একদেশিক

(খ) ক্ষণকাল

(গ) মধ্যে✔

(ঘ) ব্যাপ্তি

২৯। ফারসি উপসর্গ কোনটি?

(ক) নিম্‌✔

(খ) প্রতি

(গ) খাস

(ঘ) ইতি

৩০। ‘ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি —তাকে এক কথায় কী বলে?

(ক) অবিমৃষ্যকারী

(খ) অবিসংবাদিত

(গ) ইতিহাসবেত্তা✔

(ঘ) ঐতিহাসিক

এসএসসি ২০২২ বাংলা ২য় সমাধান রাজশাহী বোর্ড

১। কোন বাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়?

(ক) ভাববাচ্য✔

(খ) কর্তৃবাচ্য

(গ) কর্মকর্তৃবাচ্য

(ঘ) কর্তৃবাচ্য

২। রহমান বলল, আমি এখনই আসছি।—এটি পরোক্ষ উক্তিতে কী হবে?

(ক) রহমান বলল যে, আমি তখনই যাচ্ছি

(খ) রহমান বলল যে, সে তখনই আসছে

(গ) রহমান বলল যে, সে তখনই যাচ্ছে✔

(ঘ) রহমান বলল যে, আমি এখনই যাচ্ছি

৩। কৃত্রিম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) অকৃত্রিম✔

(খ) ভেজাল

(গ) স্বাভাবিক

(ঘ) আসল

৪। কোনো কথকের বাক্ কর্মের নাম কী?

(ক) বাক্য

(খ) উক্তি✔

(গ) বচন

(ঘ) বাচ্য

৫। যোগরুঢ় শব্দ কোনটি?

(ক) গবেষণা

(খ) মধুর

(গ) মহাযাত্রা✔

(ঘ) কর্তব্য

৬। ‘ক’ ধ্বনির উচ্চারণ স্থান কোনটি?

(ক) অগ্রতালু

(খ) জ্বিহ্বামূল✔

(গ) অগ্রদন্তমূল

(ঘ) পশ্চাৎ দন্তমূল

৭। ‘আমলে আনা’ বাগধারাটির অর্থ কী?

(ক) গুরুত্ব দেওয়া✔

(খ) ভূষিত হওয়া

(গ) মনোযোগী হওয়া

(গ) চৈতন্য হওয়া

৮। পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে কী বলে?

(ক) অন্তর্হতি✔

(খ) অভিশ্রুতি

(গ) অপিনিহিতি

৯। সন্ধির নিয়ম অনুসারে শুদ্ধ শব্দ কোনটি?

(ক) নিরব

(খ) দূর্যোগ

(গ) মনকষ্ট

(ঘ) মনীষা✔

১০। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ভাষার কোন রীতিতে সীমাবদ্ধ থাকে?

(ক) চলিত রীতিতে

(খ) প্রমিত রীতিতে

(গ) কথ্য রীতিতে✔

(ঘ) সাধু রীতিতে

১১। বিরুক্ত শব্দ কীরূপ অর্থ প্রকাশ করে?

(ক) অভিন্ন

(খ) সংকুচিত

(গ) ভিন্নতর

(ঘ) সম্প্রসারিত✔

১২। ‘থেকে থেকে শিশুটি কাঁদছে।’ দ্বিরুক্ত পদ কোনটি বোঝায়?

(ক) ভাবের প্রগাঢ়তা

(খ) স্বল্পকাল স্থায়ী

(গ) কালের বিস্তার✔

(ঘ) অনুরূপ কিছু

১৩। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

(ক) তস্কর✔

(খ) নিস্কর

(গ) দুস্তর

(ঘ) দুষ্কর

১৪। তারিখবাচক শব্দ কোনটি?

(ক) নবম

(খ) ১১

(গ) একুশে✔

(ঘ) উনিশ

১৫। ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কোনটি বোঝায়?

(ক) নির্দিষ্টতা

(খ) অনির্দিষ্টতা✔

(গ) ব্যাপকতা

(ঘ) সুনির্দিষ্টতা

১৬। ‘পরীক্ষা’ শব্দের ‘পরি’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করছে?

(ক) বিশেষ রূপ

(খ) অতিক্রম

(গ) শেষ

(ঘ) সম্যকরূপে✔

১৭। ‘সিংহাসন’ সমস্ত পদটি কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

(ক) রুপক

(খ) মধ্যপদলোপী✔

(গ) উপমিত

(ঘ) উপমান

১৮। ‘ভাব’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?

(ক) জমিদারি✔

(খ) পাগলামি

(গ) ঘরামি

(ঘ) রেশমি

১৯। ‘দোলনা’ শব্দের প্রকৃতি + প্রত্যয় কী হবে?

(ক) √দুল্ + অনা✔

(খ) √দোল্ + না

(গ) √দুলি + না

(ঘ) √দোল + অনা

২০। বৃদ্ধির নিয়মে গঠিত হয়েছে কোনটি?

(ক) চেনা

(খ) কর্তা

(গ) ধোয়া

(ঘ) কার্য✔

২১। জাতিবাচক বিশেষ্য পদ কোনটি?

(ক) দল

(খ) সৌরভ

(গ) নদী✔

(ঘ) বিশ্বনবি

২২। কোন অব্যয় পদ স্বাধীনভাবে অর্থ প্রকাশের উপযোগী?

(ক) অনুসর্গ অব্যয়

(খ) অনন্বয়ী অব্যয়

(গ) সমুচ্চয়ী অব্যয়✔

(ঘ) অনুকার অব্যয়

২৩। কোন ধাতুটির ক্রিয়াপদ বাক্যে উহ্য বা অনুক্ত থাকতে পারে?

(ক) থাক্

(খ) রাখ্

(গ) আছ্✔

(ঘ) ধর্

২৪। নিচের কোনটি নিত্য সমাস?

(ক) ঊনপাঁজুরে

(খ) আরক্তিম

(গ) পরিপূর্ণ

(ঘ) গ্রামান্তর✔

২৫। কোনটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?

(ক) সাপুড়ে সাপ খেলায়

(খ) এখন যেতে পার

(গ) ছেলেটা কথা শোনে

(ঘ) বেশ এক ঘুম ঘুমিয়েছি

২৬। ‘সোনার বাটি’ সম্বন্ধ পদে কী সম্বন্ধ বিদ্যমান?

(ক) উপাদান✔

(খ) হেতু

(গ) অংশ

(ঘ) ভগ্নাংশ

২৭। অপাদান কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ রয়েছে কোনটিতে?

(ক) তাকে আসতে বল

(খ) বাড়িতে কেউ নেই

(গ) পাপে বিরত হও✔

(ঘ) ট্রেন ঢাকা ছাড়ল

২৮। আছ তুমি প্রভু জগৎ মাঝারে। এখানে অনুসর্গটি কোন অর্থের দ্যোতক?

(ক) সক্ষমতা

(খ) একদেশিক

(গ) নিকটে

(ঘ) ব্যাপ্তি✔

২৯। বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম কী?

(ক) আকাঙ্ক্ষা

(খ) আসক্তি

(গ) যোগ্যতা✔

(ঘ) অর্থবাচকতা

৩০। শব্দের অর্থের অপকর্ষ ঘটেছে কোনটিতে?

(ক) শ্রীরামকৃষ্ণ পরমহংস

(খ) জ্যাঠামি করো না✔

(গ) ইনি আমার বৈবাহিক

(ঘ) ছাত্রটির মাথা ভালো

এসএসসি ২০২২ বাংলা ২য় সমাধান দিনাজপুর বোর্ড

সেট গ

১। ঘ) শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন।

২। ঘ) ভালো করে পড়লে সফল হবে।

৩। ক) র,এর

৪। ঘ) অধীকরনের ৭মী

৫। ক) ব্যাপ্তি

৬। খ) বাহুল্য

৭। ক) সরল বাক্য

৮। গ। বিশ্বজনীন

৯। ঘ) মণিকাঞ্চন যোগ

১০। ঘ) সলিল

১১।খ। সৎকাজ

১২। গ) অবিনশ্বর

১৩। ঘ) কর্মকতৃ বাচ্য

১৪। ক) আগের দিন

১৫। ক) শিশধ্বনী

১৬। ঘ) স্বরসজ্ঞতী

১৭। ক) স্বরসন্ধী

১৮। খ) ঈ -কার

১৯। গ) অনুভূতি

২০। গ) ক্রমবাচক

২১। খ) টাক টুক

২২।খ) সাহিত্যসভা

২৩।ক) দ্বন্দ্ব সমাস

২৪। খ) ২১

২৫। ঘ) লা

২৬।ক) আনি

২৭। খ) কেষ্টা

২৮। খ) রুঢ় বা রুঢ়ি শব্দ

২৯।ঘ) সমষ্টি বাচক

৩০। গ) সিকি পথ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download