এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান
সকল বোর্ড-২০২২
আরো পড়ুনঃ- এসএসসি বাংলা ২য় পত্র বহুনির্বাচনী প্রশ্ন সমাধান সকল বোর্ড-২০২২
যশোর বোর্ড প্রশ্ন সমাধান
১। মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল?
উত্তরঃ (খ) মতলব মিয়া
২। উদ্দীপকের ‘রহিমা’ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
উত্তরঃ (ঘ) মধুর মায়ের
৩। (ঘ) i, ii ও iii
উত্তরঃ
৪। ‘আমি অত প্যাঁচের ধার ধারি না’ – সংলাপটি কার?
উত্তরঃ (খ) খোদেজা
৫। ‘সবদেশে সবকালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞ্যাতি’ – এখানে ‘তিনি’ বলতে কাকে বোঝানে হয়েছে?
উত্তরঃ (ঘ) জগতের সৃষ্টিকর্তাকে
৬। স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায়-
উত্তরঃ
৭। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের সমাপ্তিতে কোন বিষয়টি ব্যক্ত হয়েছে?
উত্তরঃ
৮। এক কোঁচ ভরা কোন ফল ঝামুর ঝুমুর বাজে?
উত্তরঃ (ঘ) বেথুল
৯। ১৯৭১ সালের ২৫ শে মে কোন কবির জন্মজয়ন্তী ছিল?
উত্তরঃ (গ) কাজী নজরুল ইসলাম
১০। রানার কাঁধে কী নিয়ে ছুটে চলে?
উত্তরঃ (ক) জানা-আজানার বোঝা
১১। মমতাদি নিজেকে ‘বামুনদি’ ডাকতে নিষেধ করেছিল কেন?
উত্তরঃ (ঘ) আত্মমর্যাদাবোধ থেকে
১২। উদ্দীপকের চুমকির সাথে ‘বঙ্গবাণী’ কবিতায় কাদের সাদৃশ্য পাওয়া যায়?
উত্তরঃ (খ) দেশী ভাষার অতৃপ্তদের
১৩। চুমকির মত যারা, তাদের প্রতি ‘বঙ্গবাণী’ কবিতায় প্রকাশিত হয়েছে–
উত্তরঃ
১৪। সবশেষে অসহায় সুভা আত্ম-সমর্পণ করেছে কার কাছে?
উত্তরঃ (ক) ধরণীর কাছে
১৫। সনেটের অষ্টকে কি থাকে?
উত্তরঃ (ঘ) ভাবের প্রবর্তনা
১৬।
উত্তরঃ
১৭। বিশ্বসাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন?
উত্তরঃ (খ) নাটক
১৮। নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরের বর্ণাত্মক রচনাকে কী বলা হয়?
উত্তরঃ (গ) কথিকা
১৯। মুক্তিযুদ্ধের সময়ে ‘জয়বাংলা’ স্লোগান কীসের প্রতীক?
উত্তরঃ (ক) ঐক্য ও সংহতির
২০। ‘দেবতার গ্রাস’ কবিতাটি কার লেখা?
উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২১। ‘মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না’-কুন্তি বুধাকে এ কথা বলেছে কেন?
উত্তরঃ (খ) অনুপ্রাণিত করতে
২২। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে আমানুর রশিদ হচ্ছেন–
উত্তরঃ
২৩। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে আমানুর রশিদের মাঝে প্রাধান্য পেয়েছে-
উত্তরঃ
২৪। লেখক আবদুর রহমানের ঠোঁট দুটো দেখতে পাননি, কারণ আবদুর রহমান-
উত্তরঃ (খ) নরদানব আকৃতির
২৫। ‘পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল’- এখানে ‘এই সব গল্প’ দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে?
উত্তরঃ
২৬।
উত্তরঃ
২৭। সূর্যাস্ত আইন’ প্রণীত হয় কত সালে?
উত্তরঃ (গ) ১৭৯৩
২৮। ‘আকিঞ্চন’ শব্দের অর্থ কী?
উত্তরঃ (ঘ) চেষ্টা
২৯। বহিপীরের যুক্তিতে সামান্য স্নেহের অভাবে কী ঘটে?
উত্তরঃ
৩০। হযরত মুহম্মদ (স.) এর মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হযরত ওমর (রা.) উন্মাদের কারণ কী ছিল?
উত্তরঃ (খ) ভক্তি-শ্রদ্ধা
সিলেট বোর্ড প্রশ্ন সমাধান
১। ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন কে?
(ক) তিতুমীর
(খ) হাজী শরীয়ত✔
(খ) জয়নুল
(ঘ) ঈশা খা
২। বেশি আস্কারা দিও না, জ্বালিয়ে মারবে’—’মমতাদি’ গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) কৃতজ্ঞতা
(খ) সতর্কতা✔
(গ) মমতা
(ঘ) দায়িত্ব
৩। এক একবার দম ফেললে একশটা বেমারি বেরিয়ে যাবে’—এ কথার দ্বারা ‘প্রবাস বন্ধু’ ভ্রমণ কাহিনিতে কী বোঝানো হয়েছে?
(ক) মনোমুগ্ধকর দৃশ্য ধরে
(খ) নির্মল প্রকৃতি✔
(গ) ঋতু বৈচিত্র্য
(ঘ) জীবনযাত্রা
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
খোকন দীর্ঘদিন যাবত অসুস্থ। উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য তার বাবার নেই। তাই সন্তানকে হারানোর শঙ্কায় খোকনের বাবা শুধুই চোখের জল ফেলেন।
৪। উদ্দীপকের মূলভাব কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
(ক) জীবন-সঙ্গীত
(খ) মানুষ
(গ) পল্লিজননী✔
(ঘ) আমার পরিচয়
৫। ফুটে ওঠা ভাবটি হলো—
- রোগ মুক্তির লক্ষণ
- সন্তানের মুমূর্ষু অবস্থা
iii. অকৃত্রিম স্নেহ কোনটি সঠিক?
(ক) i
(খ) iii
(গ) i ও ii
(ঘ) ii & iii✔
৬। নিমগাছ পড়ে ‘লক্ষ্মী বউটার ঠিক এক দশা- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) নারীর অবহেলা ও অনাদরের জীবন✔
(খ) নিমগাছের উপকারী দিক
(গ) নারীর রূপ লাবণ্য ও গুণ
(ঘ) নিমগাছের প্রয়োজনীয়তার দিক
৭। সোহরাব রিক্সাচালক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করে জীবন দিয়েছেন। আমরা তাঁর এই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।
উদ্দীপকের সোহরাবের সাথে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতার কোন চরিত্রের মিল রয়েছে?
(ক) সগীর আলী
(খ) কেষ্ট দাস
(গ) মতলব মিয়া
(ঘ) বুস্তম শেখ✔
৮। ‘নিমগাছ’ কোন ধরনের রচনা?
(ক) গীতি কবিতা
(খ) ছোট গল্প
(গ) প্রতীকী গল্প✔
(ঘ) ব্যঙ্গ কবিতা
৯। রানারের কাছে পৃথিবীটা ‘কালো ধোঁয়া’ মনে হয় কেন?
(ক) মেঘাচ্ছন্ন থাকায়
(খ) সূর্য না ওঠায়
(গ) দুঃখ বেদনায়
(ঘ) অভাবের তাড়নায়✔
১০। নিজের বোঝা নিজে বইব। বুধার এ বক্তব্যে কী ফুটে উঠেছে?
(ক) সাহস
(খ) সচেতনতা
(গ) আত্মবিশ্বাস
(ঘ) স্বনির্ভরতা✔
১১। সুভার চোখের ভাষা কেমন?
(ক) সুবিস্তৃত
(খ) ইঙ্গিতবাহী
(গ) যে অসীম উদার✔
(ঘ) বিষাদশান্ত
১২। ‘সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে’—বলতে লেখক কী বুঝিয়েছেন?
(ক) মানসিক প্রয়তা অর্জন
(খ) মানবিক চেতনা সৃষ্টি✔
(গ) বুদ্ধিবৃত্তিকে জাগানো
(ঘ) মানসিক সুস্থতা লাভ
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
সৎ মায়ের সাথে থাকা হনুফার আয়ে সংসার চলে। অর্থের লোভে সৎ মা হনুফাকে আশি বছরের বৃদ্ধ রমিজ আলির সাথে বিয়ে দেয়। হনুফা পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। সে পুলিশকে বলে, “আমি এ বিয়ে মানি না।”
১৩। উদ্দীপকের হনুফার সাথে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের মিল রয়েছে?
(ক) তাহেরা✔
(খ) খোদেজা
(গ) হাতেম আলি
(ঘ) হাশেম আলি
১৪। ফুটে উঠা চরিত্রটি হল—
- প্রতিবাদী
ii.অনমনীয়
iii. আত্মনিমগ্ন
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii✔
(ঘ) ii ও iii
১৫। বুধার মতে, কোনটির কথা মনে করলে যুদ্ধ করা যায় না?
(ক) খাওয়ার
(খ) অসুখের
(গ) ভয়ের✔
(ঘ) মরণের
১৬। ‘সখিনা বিবির কপাল ভাঙল বলতে কী বোঝানো হয়েছে?
(ক) স্বামী হারানো
(খ) নির্যাতিত হওয়া✔
(গ) বাড়ি পুড়ে যাওয়া
(ঘ) সন্তান হারানো
১৭। বাড়িতে কে আছে আপনার?” তাহেরাকে এ প্রশ্ন করে কে?
(ক) হাশেম আলি✔
(খ) খোদেজা
(গ) হাতেম আলি
(ঘ) বহিপীর
১৮। ‘তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি’—এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) উপাসনালয়গুলোতে মানুষ থাকে
(খ) উপাসনালয়গুলো ভণ্ডদের দখলে
(গ) ভণ্ডরা তাদের স্বার্থ উদ্ধার করছে✔
(ঘ) উপাসনালয়ে প্রভুর কর্তৃত্ব নেই
১৯। নাটক সচরাচর কয়টি অঙ্কে বিভক্ত থাকে?
(ক) ২
(খ) ৩
(গ) 8✔
(ঘ) ৫
২০। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) প্রকৃতির অবিনশ্বরতা✔
(খ) বিস্ময়কর সৌন্দর্য
(গ) অসাধারণ ঐশ্বর্য
(ঘ) ক্ষয়িষ্ণু হওয়া
২১। ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’—বলতে কী বোঝানো হয়েছে?
(ক) স্রষ্টা সব ভাষা বোঝেন✔
(খ) আরবি ভাষা স্রষ্টার নিকট প্রিয়
(গ) মরমী সাধনা সব ভাষায় করা যায়
(ঘ) সব ভাষা স্রষ্টার নিকট গ্রহণযোগ্য
২২। ‘১৬ ই ডিসেম্বর ১৯৭১’ দিনটি ছিল—
(ক) শুক্রবার
(খ) রবিবার
(গ) সোমবার
(ঘ) বৃহস্পতিবার✔
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
মৌমাছি, মৌমাছি, কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ঐ ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ।
২৩। উদ্দীপকের মৌমাছির সাথে “আম আঁটির ভেঁপু” গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?
(ক) দুর্গা✔
(খ) অপু
(গ) হরিহর
(ঘ) সর্বজয়া
২৪। উক্ত চরিত্রের যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে তা হলো—
- চঞ্চলতা
- দুরন্তপনা
iii. কর্মনৈপুণ্য
কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii✔
(ঘ) ii ও iii
২৫। মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধে মহানবি (স.) কে কোন ক্ষেত্রে কুসুম কোমল বলা হয়েছে?
(ক) বিশ্বস্ততায়
(খ) সত্য সাধনায়
(গ) রূপ লাবণ্যে
(ঘ) করুণায়✔
২৬। ‘আর কি হে হবে দেখা? এতে কী প্রকাশ পেয়েছে?
(ক) স্মৃতি
(খ) আকাঙ্ক্ষা
(গ) সংশয়✔
(ঘ) প্রহসন
২৭। সজিব রাজিবকে বলল, ” পড়ালেখা করে ডিগ্রিই নিয়েছো তুমি, মানুষ হতে পারনি। অর্থের পিছে অন্ধের মতো ছুটতে ছুটতে তোমার নৈতিক অধঃপতন ঘটে আত্মিক মৃত্যু হয়েছে।” উদ্দীপকের বিষয়বস্তু কোন রচনার সাথে সঙ্গতিপূর্ণ?
(ক) বই পড়া
(খ) শিক্ষা ও মনুষ্যত্ব✔
(গ) প্রবাস বন্ধু
(ঘ) সাহিত্যের রূপ ও রীতি
২৮। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে আশ্চর্যবীর বলা হয়েছে কাকে?
(ক) বুধাকে✔
(খ) শাহাবুদ্দিনকে
(গ) মিঠুকে
(ঘ) আলিকে
২৯। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর বক্তব্য শোনার জন্য মানুষ কোথায় অপেক্ষা করছিল?
(ক) রেসকোর্স ময়দানে✔
(খ) পল্টন ময়দানে
(গ) টিএসসির মোড়ে
(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
৩০। ‘বৃথা জন্ম এ সংসারে চরণে প্রকাশিত ভাব কী?
(ক) ব্যর্থতা
(খ) হতাশা✔
(গ) শ্রদ্ধা
(ঘ) আকাঙ্ক্ষা
দিনাজপুর বোর্ড প্রশ্ন সমাধান
১। ‘নিমগাছ’ গল্পের মূলভাব কী?
(ক) ভেষজগুণ সত্ত্বেও নিষের যত্নহীনতা
(খ) অবদান সত্ত্বেও নারীর অবমূল্যায়ন✔
(গ) নিমের নান্দনিক সৌন্দর্য ও সহনশীলতা
(ঘ) নারীর আত্মত্যাগ ও মুক্তির আনন্দ
২। হাতেম আলির কোন কথা সত্যি নয়?
(ক) তিনি অসুস্থ✔
(খ) তিনি জমিদার
(গ) তাঁর একছেলে
(ঘ) তিনি টাকার জন্য শহরে এসেছেন
৩। ‘মানুষ’ কবিতায় মোল্লা ও পুরোহিতের আচরণে প্রকাশ পায়-
- অমানবিকতা
- স্বার্থপরতা
iii. ধর্মান্ধতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✔
(খ) i ও iiiii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪। ‘প্রবাসবন্ধু’ রচনায় আব্দুর রহমান চরিত্রে পাই—
(ক) মহানুভবতা
(খ) দারিত্বহীনতা
(গ) স্বদেশপ্রেম✔
(ঘ) অসহযোগিতা
‘কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবার সমান রাঙা।’
৫। উদ্দীপকে ‘আমার পরিচয়’ কবিতার কোন দিক ফুটে উঠেছে?
(ক) সাম্যবাদ✔
(খ) প্রতিবাদ
(গ) প্রেরণা
(ঘ) দেশপ্রেম
৬। মমতাদির কাজে সকলে খুশি হলেন কেন ?
(ক) কাজে শৃঙ্খলা ও ক্ষিপ্রতা ছিল✔
(খ) কাজে পটু ছিল
(গ) কাজে আগ্রহ ছিল
(ঘ) কাজে একনিষ্ঠতা ছিল
৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতার অষ্টকের মিল বিন্যাস কোনটি?
(ক) কখখক কখখক✔
(খ) গঘ গঘ গঘ ঘগ
(গ) কখকখ কখখক
(ঘ) কখকখ কখকখ
৮। ‘জীবন-সঙ্গীত’ কবিতার মানুষের আয়ুকে কীসের সাথে তুলনা করা হয়েছে?
(ক) মনোহর মূর্তি
(খ) শৈবালের নীর✔
(গ) সমর-সাগর-তীর
(ঘ) সমরাঙ্গন
৯। ‘সোনার স্বপ্নের সাধ বলতে কবি জীবনানন্দ দাশ কী বুঝিয়েছেন?
(ক) প্রকৃতির রহস্যময় সৌন্দর্য
(খ) মানুষের শাশ্বত সৌন্দর্যবোধ
(গ) প্রাকৃতিক সৌন্দর্যের নিত্যতা
(ঘ) নান্দনিক সৌন্দর্যের চিরন্তনতা✔
১০। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে কথাটির দ্বারা বোঝানো হয়েছে—
- স্বাধীনতা নিকটবর্তী
- দেশ শীঘ্রই স্বাধীন হবে
iii. পাক বাহিনীর পরাজয় আসন্ন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iiiii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✔
১১। রানারের চলার গতির সঙ্গে কবি কীসের সাদৃশ্য খুঁজে পান?
(ক) হরিণের✔
(খ) তারার
(গ) সূর্যের
(ঘ) আলোর
১২। কাজী নজরুলের কবিতাকে বিশিষ্টতা দান করেছে নিচের কোনটি?
(ক) বাংলা-উর্দু শব্দের ব্যবহার
(খ) ইংরেজি ও বাংলা শব্দের ব্যবহার
(গ) হিন্দি ও সংস্কৃত শব্দের ব্যবহার
(ঘ) আরবি-ফারসি শব্দের ব্যবহার✔
১৩। বহিপীরের বাড়ি কোথায়?
(ক) সুনামগঞ্জ✔
(খ) ডেমরা
(গ) লক্ষ্মীপুর
(ঘ) চাঁদপুর
১৪। ‘কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না – এখানে কর্তা কারা?
(ক) পাকিস্তানী শাসকগোষ্ঠী✔
(খ) বুদ্ধিজীবীরা
(গ) মুক্তিযোদ্ধারা
(ঘ) রাজনীতিবিদরা
১৫। বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ বলা হয় কবে?
(ক) ৭ মার্চ ১৯৭১
(খ) ৫ এপ্রিল ১৯৭১✔
(গ) ১০ এপ্রিল ১৯৭১
(ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭১
১৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার বিষয়টি প্রকাশ পেয়েছে?
(ক) অত্যুজ্জ্বল দেশপ্রেম✔
(খ) শৈশবস্মৃতি
(গ) নদীর প্রতি ভালোবাসা
(ঘ) প্রকৃতির প্রতি মমতা
১৭। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানুষের জীবনকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
(ক) কারাগারের কয়েদির
(খ) লেফাফা দুরস্তির
(গ) পিঞ্জরাবদ্ধ পাখির
(ঘ) দোতলা ঘরের✔
১৮। আমার পরিচয় কবিতায় বাঙালি জাতির বীজমন্ত্র হলো—
- সাম্যবাদিতা
- অসাম্প্রদায়িকতা
iii. প্রতিবাদী সত্তা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✔
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৯। ‘যে কথা ভাবিতে পরাণ শিহরে কোন কথা?
(ক) সংসারের
(খ) ছেলের মৃত্যুর✔
(গ) নিঃসঙ্গ জীবনের
(ঘ) আয়-রোজগারের
২০। “পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল”—কথাটির যারা বোঝানো হয়েছে—
- সুভার প্রতি পিতামাতার অপত্যস্নেহ
- সুভার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার দুশ্চিন্তা
iii. সুভার প্রতিবন্ধিতায় পিতামাতার উদ্বেগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii✔
(ঘ) i, ii ও iii
২১। ‘আমার জীবনেও এতদিনে সত্যিসত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে—কথাটি দ্বারা বোঝানো হয়েছে—
- যুদ্ধের ভয়াবহতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে
- লেখিকা নিজেকে নিরাপত্তাহীন ভাবছেন
iii. পুত্রশোকে কাতর হয়ে পড়েছেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii✔
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২২। হরিহরের পক্ষে গ্রামছাড়া সহজ নয় কেন?
(ক) অনেক দেনা আছে বলে
(খ) বংশানুক্রমিকভাবে স্থায়ী বলে
(গ) বাড়ি বিক্রি করতে দেরি হবে বলে
(ঘ) জাত বৈষম্যের কারণে
২৩। সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে মহাকাব্য ও উপন্যাসের সাদৃশ্য কোথায়?
(ক) যুদ্ধের বর্ণনায়
(খ) দীর্ঘ ঘটনার সন্নিবেশে✔
(গ) আঙ্গিক গঠনে
(ঘ) রচনাকালে
২৪। শরীর মোচড়াতে মোচড়াতে কার চোখের মণি স্থির হয়ে যায়?
(ক) বুধার বাবার
(গ) বুধার মার
(গ) তালেবের
(ঘ) শিলুর✔
২৫। তাহেরা নদীতে কী ভাসতে দেখে?
(ক) পদ্মফুল
(খ) শাপলাফুল
(গ) কচুরিপানা✔
(ঘ) পলাশ
২৬। “সেসব কাহার জন্য জন্ম নির্ণয় ন জানি- কাদের সম্পর্কে এ উক্তি?
(ক) নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশ যায়
(খ) বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে✔
(গ) দেশি ভাষায় বিদ্যালাভ করে যে তৃপ্ত নয়
(ঘ) যারা বাংলাকে হিন্দুয়ানী ভাষা বলে মনে করে
২৭। কাবুল থেকে হাজামোল্লা গ্রামের দূরত্ব কত?
(ক) দেড় মাইল
(খ) দুই মাইল
(গ) আড়াই মাইল✔
(ঘ) তিন মাইল
২৮। ‘রানার’ কবিতায় নতুন খবর কোথায় পৌঁছাতে হবে?
(ক) অগ্রগতির ‘মেলে
(খ) শহরে
(গ) ডাকঘরে
(ঘ) মানুষের কাছে✔
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : জাতির জীবনধারা গঙ্গা-যমুনার মতো দুই ধারায় প্রবাহিত। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপর দিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উঁচু জীবনের অধিকারী হতে পারে না।
২৯। উদ্দীপকের দ্বিতীয় দিকটির কথা তোমার পাঠ্য কোন রচনায় খুঁজে পাওয়া যায়?
(ক) বইপড়া
(খ) শিক্ষা ও মনুষ্যত্ব✔
(গ) আমার পরিচয়
(ঘ) জীবন সংগীত
৩০। উদ্দিষ্ট দিকটি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে?
(ক) সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হবো✔
(খ) আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক
(গ) সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
(ঘ) সংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা।
রাজশাহী বোর্ড প্রশ্ন সমাধান
১। ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্যে ফুটে উঠবে?
(ক) মাঠ
(খ) নদী
(গ) চালতাফুল✔
(ঘ) লক্ষ্মীপেঁচা
উদ্দীপকটি ২ নং প্রশ্নের উত্তর দাও :
কোভিড-১৯ এ পরিবারের সকলকে হারিয়ে ফরিদ শোকে স্তব্ধ। তবুও সে মনোবল হারায় না, নতুন করে বাঁচার চেষ্টা করে। ২। উদ্দীপকের ফরিদ ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিরূপ?
(ক) আলি
(খ) বুধা✔
(গ) মিঠু
(ঘ) ফুলকলি
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
অংশ এক:
পরের কারণে মরণেও সুখ; ‘সুখ’ ‘সুখ’ করি কেঁদ না আর, যতই কাঁদিবে, ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার।
অংশ দুইঃ
কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া সমর অজ্ঞান সংসার এই,
যাও বীরবেশে কর গিয়া রণ; যে জিনিবে সুখ লভিবে সে-ই।
৩। উদ্দীপকের অংশ এক-এর ভাবটি নিচের কোন চরণে ফুঠে উঠেছে?
(ক) কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়✔
(খ) করো না সুখের আশ, পরো না দুখের
(গ) মানব জনম সার, এমন পাবে না আর ফাঁস
(ঘ) সহায় সম্পদ বল, সকলি ঘুচায় কাল কবিতার
৪। উদ্দীপকের অংশ দুই এর বক্তব্যটি জীবন-সঙ্গীত’ যে ভাবটির সাথে সাদৃশ্যপূর্ণ
- সংগ্রামশীলতা
- জীবনের ক্ষণস্থায়িত্ব
iii. কর্মোদ্দীপনা
নিচের কোনটি সঠিক?
৪। উদ্দীপকের অংশ দুই এর বক্তব্যটি জীবন-সঙ্গীত কবিতার যে ভাবটির সাথে সাদৃশ্যপূর্ব—
- সংগ্রামশীলতা
- জীবনের ক্ষণস্থাত্বি
iii. কর্মোদ্দীপনা
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) ii
(গ) i ও ii✔
(ঘ) i ও iii
৫। মমতাদি’ গল্পে ছেলেটির মুখে, ‘বামুনদি’ ডাকশুনে মমতাদি চমকে হাসি বন্ধ করল কেন?
(ক) আত্মসম্মানে আঘাত লাগায়✔
(খ) আচমকা ডাক দেয়ায়
(গ) গৃহকর্মে ব্যস্ত থাকায়
(ঘ) ছেলের কথা মনে পড়ায়
৬। ‘আমার পরিচয়’ কবিতায় কবি আমাদের লোক-সাহিত্যের ঐতিহ্য বোঝাতে উল্লেখ করেছেন—
- কমলার দীঘি
- মহুয়ার পালা
iii. চর্যাপদ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✔
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
৭। ‘সুভা’ গল্পে প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
(ক) বাকপ্রতিবন্ধীর প্রতি সহানুভূতির কারণে
(খ) প্রতিদিন পান সাজিয়ে আনত বলে
(গ) বিশেষ কাজে সাহায্য করার কারণে
(ঘ) মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত বলে✔
৮। চিকিৎসার অজুহাতে কে শহরে গিয়েছিলেন?
(ক) হাশেম আলি
(খ) খোদেজা
(গ) হাতেম আলি✔
(ঘ) বহিপীর
৯। রানির বুধাকে কাকতাড়ুয়া খেলা খেলতে নিষেধ করার কারণ কী?
(ক) আহাদ মুন্সির অত্যাচারের ভয়
(খ) মিলিটারির গুলি করার সম্ভাবনা
(গ) কাকতাড়ুয়া খেলাটি বিপজ্জনক
(ঘ) অসুস্থ হওয়ার আশঙ্কা
১০। ‘নিমগাছ’ গল্পে বিজ্ঞরা নিমগাছের কোনটির পক্ষে বলেন?
(ক) হাওয়ার✔
(খ) কচি ডালের
(গ) কচি পাতার
(ঘ) নরম ছালের
১১। ‘বই পড়া’ প্রবন্ধ অনুসারে “সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব।”—বাক্যে ‘পাপমুক্ত’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) সর্ববিষয়ে জ্ঞান অর্জন
(খ) মনের সংকীর্ণতা মুক্তি✔
(গ) ধার্মিকতা ও পুণ্যলাভ
(ঘ) সাহিত্য পাঠে অভ্যস্ততা
১২। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবির কাছে অন্তির ছলনা কোনটি?
(ক) স্নেহের তৃষ্ণা
(খ) নিশার স্বপন
(গ) মায়া- মন্ত্রধ্বনি✔
(ঘ) কপোতাক্ষের কলকল ধ্বনি।
১৩। ‘মানুষ’ কবিতার কোন চরণটিতে ডুবারির ক্ষোভ প্রকাশ পেয়েছে?
(ক) দ্বার খোলো বাবা, খাইনি তো সাত দিন!
(খ) আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভূ
(গ) আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু।
(ঘ) ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয় ! ✔
১৪। ‘বঙ্গবাণী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
(ক) নূরনামা✔
(খ) শিহাবুদ্দিননামা
(গ) নসীৎনামা
(ঘ) শহরনামা
১৫। ‘পল্লিজননী’ কবিতায় ছেলেটি তার মাকে যত্ন করে কোনটি রাখতে বলেছে।
(ক) ট্যাপের মোয়া
(খ) পুতুল
(গ) হুডুমের কোলা
(ঘ) লাটাই✔
১৬। ‘প্রবাস বন্ধু’ গল্পের লেখক কোন খাবারটি ফিরিয়ে দিয়েছিলেন?
(ক) অ্যাখরোট
(খ) আঙুর
(গ) ফালুদা✔
(ঘ) সবুজ চা
১৭। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় এতিম হলো—
- সাকিনা বিবি
- হরিদাসী
iii. অবুঝ শিশু
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) iii✔
(গ) i ও ii
(ঘ) ii ও iii
১৮। ‘ওই যে বাড়িগুলো পুড়িয়েছিস, এটাও যুদ্ধ। সুধাকে এ কথাটি কে বলেছে?
(ক) মিঠু
(খ) শাহাবুদ্দিন✔
(গ) আলি
(ঘ) ফুলকলি
১৯। দুর্গা সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? দুর্গার এ কথার কী প্রকাশ পেয়েছে?
(ক) আকুলতা
(খ) ভীরুতা✔
(গ) কৌতূহল
(ঘ) দূরন্তপনা
২০। “ব্যবসায়ী হামিদকে অপহরণ করে বুকে পিস্তল ঠেকিয়ে জাল দলিলে স্বাক্ষর নেয় এলাকার সন্ত্রাসী।”
উদ্দীপকটি ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন ঘটনাকে ইঙ্গিত করে?
(ক) বুদ্ধিজীবীনের কাছ থেকে বিবৃতি আদায় করার✔
(খ) জোর করে স্কুল-কলেজ খোলা রাখার
(গ) পদস্থ ব্যক্তিদের ধরে নিয়ে প্রোগ্রাম করানোর
(ঘ) গোয়েবলসের নির্লজ্জ মিথ্যা ভাষণের
২১। ছন্দোবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে, যা লিখিত হয় তাকে বলা হয়-
(ক) ট্রাজেডি
(খ) কমেডি
(গ) কবিতা✔
(ঘ) প্রবন্ধ
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
বেদখল হয়ে যাচ্ছে তাহের চৌধুরীর অনেক জমি। তিনি জমি রক্ষায় আদালতে যান। মামলা চালানোর জন্য তিনি দূর সম্পর্কের আত্মীয় কেরামত মিয়ার কাছ থেকে টাকা ধার চান। কিন্তু কেরামত মিয়া কঠিন শর্তে টাকা ধার দিতে রাজি হন।
২২। উদ্দীপকের তাহের চৌধুরীর সাথে ‘বহিপীর নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
(ক) আনোয়ার উদ্দিন
(খ) হাশেম আলি
(গ) বহিপীর
(ঘ) হাতেম আলি✔
২৩। কেরামত মিয়া যে বৈশিষ্ট্যের কারণে বহিপীরের প্রতিনিধিত্ব করছে—
- সুযোগ সন্ধানী মনোভাব
- অর্থের প্রতি লোভ
iii. স্বার্থপর মনোবৃত্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i✔
(খ) ii
(গ) i ও iiiii
(ঘ) ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৪ নং প্রশ্নের উত্তর দাও : রমিজ উদ্দিন হঠাৎ অসুস্থ হলে ব্যবসা দেখাশোনা করতে পারেন না। সুস্থ হয়ে ফিরে এলে দেখেন, তাঁর অনুপস্থিতিতে কর্মচারী মোহন নিষ্ঠার সাথে ব্যবসা চালিয়ে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করেছেন।
২৪। নিচের কোন চরণে উদ্দীপকের মোহনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
(ক) পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌছে দিয়েছে ‘মেলে’
(খ) কাজ নিয়েছে সে নতুন খবর আনার
(গ) বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে
(ঘ) আরো জোরে, আরো জোরে, এ রানার দুর্বার দুর্জয়
২৫। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে হাসান ইমাম কোন নামে সংবাদ পাঠ করতেন?
(ক) আবু মোহাম্মদ আলী
(খ) আহমেদ চৌধুরী
(গ) সালেহ আহমদ✔
(ঘ) আলমগীর কবির
২৬। ‘ধ্বজা’ অর্থ কী?
(ক) গৌরব
(খ) অসারতা
(গ) পতাকা✔
(খ) আশা
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :
অংশ একঃ
অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি
খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি।
অংশ দুই:
ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি,
মানুষেরে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। ২৭। মহানবি (স.) এর কোন কথায় উদ্দীপকের অংশ এক-এর ভাবটি ফুটে উঠেছে?
(ক) আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই✔
(খ) এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর
(গ) মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ
(ঘ) আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত
২৮। উদ্দীপকের অংশ দুই-এ মহানবি (স.) এর যে গুণটি ফুটে উঠেছে—
- সাম্য
- মানবতা
iii. মহানুভবতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✔
২৯। “স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতায় লালসালু’ কীসের প্রতীক?
(ক) ঐক্যের
(খ) সংহতির
(গ) বিপ্লবের
(ঘ) দেশপ্রেমের
৩০। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ অনুসারে শিক্ষার সুফল কখন ব্যক্তিগত হয়ে পড়বে?
(ক) সুশৃঙ্খল সমাজ গঠন না করলে
(খ) অর্থ উপার্জনকেই জীবনের লক্ষ্য ভাবলে
(গ) ক্ষুধা-তৃষ্ণাকে গুরুত্ব না দিলে✔
(ঘ) জীবসত্তার ঘরে ব্যস্ত থাকলে
ঢাকা বোর্ড প্রশ্ন সমাধান
১। ‘নিমগাছ’ গল্পে নতুন ধরনের লোকটি কে?
(ক) লক্ষী বউ
(খ) বিজ্ঞ ব্যক্তি
(গ) কবিরাজ
(ঘ) কবি✔
২। রাইফেল চালানোর কথা শুনে আবদুর রহমানের একগাল হাসি প্রমাণ করে তার
(ক) আন্তরিকতা✔
(খ) বুদ্ধিমত্তা
(গ) সাহসিকতা
(ঘ) সাবলীলতা
৩। ‘জীবন সঙ্গীত’ কবিতায় ‘এ জীবন নিশার স্বপন বলতে জীবনের কোন দিকটিকে বোঝানো হয়েছে?
(ক) ক্ষণস্থায়িত্ব
(খ) স্বপ্নময়তা✔
(গ) কচনা
(ঘ) হতাশা
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় যখন এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে অন্যত্র চলে যাচ্ছে তখনই বিশ্ব বিদ্যালয়ের ছাত্র রফিক গোপনে জুম মিটিং-এর মাধ্যমে এলাকার যুবকদের সংঘঠিত করে প্রতিবাদী করে তুলছে।
৪। উদ্দীপকের রফিক ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মনোভাব ধারণ করেছে?
(ক) বুধা
(খ) শাহাবুদ্দিন✔
(গ) মিঠু
(ঘ) আলি
৫। সাদৃশ্যপূর্ণ চরিত্রে প্রকাশ পেয়েছে—
- বুদ্ধিমত্তা ii. দেশপ্রেম iii. সাহসিকতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii✔
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬। ‘বঙ্গবাণী’ কবিতার মূল সুর
- মানবপ্রেম
- ভাষাপ্রেম
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii✔
(ঘ) i, ii ও iii
৭। ‘রানার’ কবিতায় রানারের প্রিয়ার একা শয্যার বিনিন্দ্র রজনী জাগার কারণ কী
(ক) ক্ষুধা
(খ) পরিশ্রম
(গ) ভীতি
(ঘ) অভিমান✔
৮। ‘মমতাদি’ গল্পে মমতাদির চোখের অবস্থা কেমন
ছিলো?
(ক) নিষ্প্রভ
(খ) অনুজ্জ্বল
(গ) অচঞ্চল✔
(ঘ) নিস্পলক
৯। “তাই করা হোক’ ‘একাত্তরের দিনগুলি’ রচনায় লেখিকার একথা বলার কারণ কী?
(ক) দেশপ্রেম
(খ) সন্তান বাৎসল্য✔
(গ) আত্মমর্যাদাবোধ
(ঘ) স্বাধীকার চেতনা
১০। বুধায় মা-বাবা কীভাবে মারা যান?
(ক) যুদ্ধে
(খ) ক্ষুধায়
(গ) কলেরায়✔
(ঘ) আগুনে
১১। ‘আমি কি বকরি ঈদের গরু ছাগল না কী? – এখানে তাহেরার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? i. প্রতিবাদ
- স্বকীয়তা
iii. অহমিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✔
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর পাও দরিদ্র পরিবারের অল্প বয়সী মেয়ে সালমাকে এলাকার মোড়ল বিয়ের জন্য প্রচষ্টো চালান। কিন্তু সালমা ও এলাকাবাসীর মনোভাব বুঝতে পেরে মোড় পিছিয়ে আসেন।
১২। উদ্দীপকের মোড়ল ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের মানসিকতা ধারণ করেছে?
(ক) হাতেম আলি
(খ) হাশেম আলি
(গ) বহিপীর✔
(ঘ) হকিকুল্লাহ
১৩। উদ্দীপকের মোড়লের সাথে উক্ত চরিত্রের সাদৃশ্যের ভিত্তি হলো—
- কৌশল
- বাস্তবজ্ঞান
iii. অসহায়ত্বের সুযোগ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii✔
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৪। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ অনুসারে মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে?
(ক) দুই✔
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
১৫। কোনটিকে নাটকের প্রাণ বলা হয়?
(ক) ভাষা
(খ) চরিত্র
(গ) কাহিনী
(ঘ) সংলাপ✔
১৬। সুভা গল্পে সুভা কোন ধরনের প্রতিবন্ধী ?
(ক) বৃদ্ধি
(খ) শ্রবণ
(গ) দৃষ্টি
(ঘ) বাক✔
১৭। আজকের বাজারে কোন শ্রেণির লোকের অভাব নেই?
(ক) বিদ্ধান
(খ) বিদ্যাদাতা✔
(গ) বিদ্যাগ্রহীতা
(ঘ) বিদ্যানুরাগী
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বই পড়ার খুব শখ হাসানের। কিন্তু বাবা মারা যাবার কারণে তা আর হয়ে উঠেনি। অনেকদিন পর তার আবার ইচ্ছে হলো বই পড়তে এবং নতুন করে আরম্ভ করলো।
১৮। উদ্দীপকের হাসান ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
(ক) রুমী
(খ) জামী
(গ) লেখিকা✔
(ঘ) শরীফ
১৯। উদ্দীপকের হাসানের সাথে উক্ত চরিত্রের সাদৃশ্যপূর্ণ কাজ—
(ক) বাগান করা
(খ) রান্না করা
(গ) বই পড়া
(ঘ) ডায়েরি লেখা✔
২০। ‘কপোতাক্ষ নদ’ কবিতার অষ্টকের মিলবিন্যাস কী?
(ক) কখ খক কখ খক
(খ) কখ কখ কখ কখ
(গ) কখ খগ কখ খগ
(ঘ) কখ কখ কখ খক✔
২১। ‘আম আঁটির ভেঁপু’ গল্পে অপু কোন জিনিসটি কলের পুতুলের মতো লুকিয়ে ফেললো?
(ক) চুপড়ির কড়ি✔
(খ) তেলের ভাঁড়
(গ) নুনের বৈয়াম
(ঘ) নারকেলের মালা
২২। আমেরিকার ‘নিউজউইক পত্রিকা বঙ্গবন্ধুকে কী বলে আখ্যায়িত করেন?
(ক) জনতার কবি
(খ) রাজনীতির কবি✔
(গ) দার্শনিক কবি
(ঘ) ঐতিহাসিক কবি
২৩। ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার শাহবাজপুরের জোয়ান কৃষক কে?
(ক) কেষ্ট দাস
(খ) সগীর আলী✔
(গ) মতলব মিয়া
(ঘ) রত্তম শেষ
২৪। ‘পল্লীজননী’ কবিতায় কোথায় বসে কানাকুয়ো ডাকে?
(ক) সুপারি বন
(খ) বাঁশবন✔
(গ) পচা ডোবা
(ঘ) এদো ডোবা
২৫। ‘আমি তো মরে যাব, রেখে যাব সবই’ গানের কথার সাথে সেইদিন এই মাঠ’ কবিতার কোন ভাবের সঙ্গতি আছে?
(ক) মৃত্যু চেতনা
(খ) প্রকৃতির বহমানতা✔
(গ) মানুষের স্বপ্নময়তা
(ঘ) কৃত্রিমতার ধ্বংস
২৬। ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার—এখানে কবি চেতনা হলো—
- বিদ্রোহ
- প্রতিবাদ
iii. প্রতিশোধ
নিচের কোন সঠিক?
(ক) i ও ii✔
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৭। ‘আমার পরিচয়’ কবিতায় কীসের সাথে ধর্মীয় চেতনা যুক্ত?
(ক) কৈবর্ত বিদ্রোহ✔
(খ) সার্বভৌম বারোভূঁইয়া
(গ) ফরায়েজি আন্দোলন
(ঘ) রাষ্ট্রভাষা আন্দোলন
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি বিখ্যাত রচনায় ফটিক নামক এক দুরন্ত বালকের করুণ পরিণতির কথা সহজ-সরল ভাষায়, অল্পকথায়, নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করেছেন।
২৮। উদ্দীপকে উল্লিখিত রচনা সাহিত্যের কোন শাখার বৈশিষ্ট্য বহন করে?
(ক) উপন্যাস
(খ) ছোটগল্প✔
(গ) নাটক
(ঘ) প্রবন্ধ
২৯। উক্ত সাদৃশ্যের ভিত্তি হলো—
- ভাষার ব্যবহার
- সমাপ্তির কৌশল
iii. চরিত্র-সন্নিবেশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii✔
(ঘ) i, ii ও iii
৩০। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে বর্ণিত কোন ঘটনা মহানবীর রাজনৈতিক দূরদর্শিতার পরিচায়ক?
(ক) হিজরত
(খ) মক্কা বিষয়
(গ) হুদায়বিয়ার সন্ধি✔
(ঘ) অন্ধব্যক্তির প্রতি আচরণ
কুমিল্লা বোর্ড প্রশ্ন সমাধান
১। চলে মুসাফির’ কোন জাতীয় রচনা?
(ক) ভ্রমণ কাহিনী✔
(খ) অনুবাদ গ্রন্থ
(গ) কাব্যগ্রন্থ
(ঘ) কাহিনীকাব্য
উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
গভীর ধেয়ানে বসিল বাবর শান্ত অচঞ্চল, প্রার্থনারত হাতদুটি তাঁর নয়নে অশ্রুজল ।
২। উদ্দীপকে প্রকাশ পেয়েছে ‘পল্লিজননী’ কবিতার
(ক) অগ্রিম মাতৃস্নেহ
(খ) সন্তান বাৎসল্য
(গ) আরোগ্য লাভের আকৃতি✔
(ঘ) রোগমুক্তির লক্ষণ
৩। উদ্দীপকে ফুটে উঠা ভাবটি পল্লিজননী’ কবিতার যে চরণে বিদ্যমান তা হলো
(ক) নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান,
ছেলেরে তাহার ভালো করে দাও কানে জননীর প্রাণ ।
(খ) যা কেবল বসি রুগন ছেলের মুখ পানে আঁখি মেলে
ভাসা ভাসা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে ।
(গ) ভালো করে নাও আল্লা-রসুল। ভালো করে দাও পীর✔
কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর!
(ঘ) যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে,
বালাই বলাই ভালো হবে যাদু মনে মনে জাল বোনে।
৪। আলোর স্পর্শে কী কেটে যাবে?
(ক) আঁধার
(খ) কালোরাত্রি
(গ) মনের কালিমা
(ঘ) দুঃখের কাল✔
৫। তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার শেষ চরণ কোনটি?
(ক) তুমি আসবে বলে, হে স্বাধীনতা
(খ) তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা✔
(গ) সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা
(ঘ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
৬। করুণ কেরানি বলা হয়েছে কাদের?
(ক) স্বভাবে করুণ
(খ) আবেগে করুণ
(গ) করুণভাবে জীবনযাপনকারী✔
(ঘ) চাকুরীজীবি
৭। মুক্তিযোদ্ধা আলী ও মিঠু কখন গ্রামে এলো?
(ক) সকালে
(খ) রাতে
(গ) সন্ধ্যা রাতে
(ঘ) রাতের আঁধারে✔
৮। বুধা ফজু মিয়ার পা ধরে সালাম করে তো দৌড় দেয় কেন?
(ক) বেলা পড়ে আসবে✔
(খ) ওকে বাড়ি ফিরতে হবে
(গ) সন্ধ্যার আঁধার হয়েছে
(ঘ) বুধা ও ফজু মিয়ার চেতনাগত নিজের কারণে
৯। ঝড় উঠেছিল কখন?
(ক) সন্ধ্যায়
(খ) সকালপ
(গ) দুপুর রাতে
(ঘ) শেষ রাতে✔
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
মোড়ল ধূর্ত প্রকৃতির লোক। বয়স বেড়েছে অথচ স্বভাব বদলায়নি। বুড়ো বয়সে শামসুদ্দিনের মেয়েকে বিয়ে করার ব্যবস্থা করে। কিন্তু মেয়েটি বিয়ের রাতেই রাশেদের সাথে পালালে মোড়ল তা মেনে নেয়।
১০। উদ্দীপকের শেষ অবস্থা মোকাবিলার মাধ্যমে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের মিল আছে?
(ক) হাতেম আলি
(খ) হাশেম আলি
(গ) বহিপীর✔
(ঘ) হকিকুল্লাহ
১১। শেষ অবস্থার মোকাবিলায় উভয় চরিত্রের যে বৈশিষ্ট্যকে নির্দেশ করে তা হলো—
- বুদ্ধিমত্তা
- মানবিক চেতনা
iii. বাস্তবজ্ঞানসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
(ক) i
(খ) iii
(গ) i ও ii✔
(ঘ) i ও iii
১২। চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টিকে কী বলে?
(ক) রাবরি
(খ) পান্তুয়া✔
(গ) রসমালাই
(ঘ) চমচম
১৩। ইংরেজি ‘runner :–এর আভিধানিক অর্থ কী?
(ক) যিনি দৌড়ান✔
(খ) ডাক হরকরা
(গ) সংবাদ বাহক
(ঘ) দৌড়বিদ
১৪। বিপুল নির্বাক প্রকৃতির কাছে সুভা কী পায়?
(ক) মুক্তির স্বাদ
(খ) মুক্তির আনন্দ✔
(গ) মুক্তির সনদ
(ঘ) অকৃত্রিম ভালোবাসা
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর পাত
বারট্রান্ড রাসেল বলেছেন, ‘সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে। নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়।
১৫। উদ্দীপকটির মূলভাবের সঙ্গে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?
(ক) শিক্ষা ও মনুষ্যত্ব
(খ) বই পড়া✔
(গ) সুভা
(ঘ) সাহিত্যের রূপ ও রীতি
১৬। উক্ত উদ্দীপকের আলোকে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো—
(ক) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত✔
(খ) আমাদের বই পড়তে হবে।
(গ) বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই
(ঘ) সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ
১৭। তেলের ভাঁড় ছুঁলে মা মারবে যে? আমার কাপড় যে বাসি’? অপুর এ উক্তিতে তৎকালীন সমাজের কোন চিত্রটি ফুটে উঠেছে?
(ক) বিধিবন্ধ সংস্কার
(খ) সংস্কার
(গ) কুসংস্কার✔
(ঘ) প্রচলিত নিয়মকানুন
১৮। কারা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ ?
(ক) কবিরাজ
(গ) বিজ্ঞরা
(গ) কবিরাজরা✔
(ঘ) পাড়ার লোকেরা
১৯। মানবসত্তা’ বলতে লেখক বুঝিয়েছেন—
- মানষের অস্তিত্ব
- শিক্ষার মাধ্যম
iii. মনুষ্যত্ব
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) iii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii✔
২০। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণ কাহিনীর লেখক শীতকালটা পানশিরে কাটাতে চান কেন?
(ক) নিজের প্রাণ বাঁচাবার জন্য✔
(খ) আবদুর রহমানের খুশির জন্য
(গ) আস্ত দুম্বা খাওয়ার জন্য
(ঘ) নিজের আয়ু বাড়াবার জন্য
২১। চড় খাওয়ার বিষয়টি দিদি গোপন রেখেছিলেন কেন?
(ক) লজ্জা পেয়ে
(খ) চাকরি যাওয়ার ভয়ে
(গ) আত্মসম্মানের জন্য✔
(ঘ) বিপদের আশঙ্কায়
২২। নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি বলতে কী বুঝ?
(ক) গোয়েবলসের মতো বিবৃতি✔
(খ) বেয়নেটের মুখে দেওয়া বিবৃতি
(গ) বিবৃতি দেওয়ানোর কূটকৌশল
(ঘ) বুদ্ধিজীবী ও শিল্পীদের দেওয়া বিবৃতি
২৩। গ্রন্থকারের ব্যক্তিগত জীবন-দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনীকে অবলম্বন করিয়া একটি বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয়।- উদ্দীপকে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উছেছে?
(ক) ছোটগল্প✔
(খ) নাটক
(গ) কবিতা
(ঘ) উপন্যাস
২৪। বাণীকন্ঠের পেছনে শত্রু লাগার কারণ-
- রাণীকন্ঠের স্বচ্ছল অবস্থা
- কারও কাছে সম্পত্তি বিক্রি করবে না
iii. দুই বেলাই তারা মাছ ভাত খায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii✔
(ঘ) i, ii ও iii
২৫। ‘নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়। কবি আবদুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তি করেছেন?
(ক) যারা নিজের দেশ ও ভাষা সম্পর্কে বিভ্রান্ত✔
(খ) যারা নিজের আসল পরিচয় সম্পর্কে সন্দিহান
(গ) শিকড়হীন পরগাছা স্বভাবের লোকদের
(ঘ) যারা নিজের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সংকীর্ণমনা
২৬। ‘প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারিরূপ কর তুমি।”- এখানে বারিরূপ কর কে কাকে দেয়?
(ক) প্রজা রাজাকে✔
(খ) কবি কপোতাক্ষকে
(গ) পর্বত নদীকে
(ঘ) নদ সাগরকে
২৭। কবি হেমচন্দ্রের মতে আমাদের জীবন কীসের?
(ক) শৈবালের নীর✔
(খ) শৈবালের শিশির বিন্দু
(গ) নয়নের নীর
(ঘ) পদ্মপত্রে নীর
২৮। ‘মানুষ’ কবিতায় স্বার্থপর কে?
(ক) মোল্লা সাহেব✔
(খ) ভূখারি
(গ) গজনি মামুদ
(খ) কালাপাহাড়
২৯। মোল্লা ক্ষিপ্ত হয়ে ভুখারিকে কোথায় গিয়ে মরতে বলেছে?
(ক) ভাগাড়ে
(খ) পথে-ঘাটে
(গ) গো-ভাগাড়ে✔
(ঘ) জাহান্নামে
৩০। কবি শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলেছেন?
(ক) কদম ফুল
(খ) চালতা ফুল✔
(গ) শিউলি ফুল
(ঘ) হিজল ফুল
চট্টগ্রাম বোর্ড প্রশ্ন সমাধান
১। ‘আম আঁটির ভেঁপু” গল্পটি শিশু কিশোরদের মনে কিসের অনুপ্রেরণা যোগায়?
(ক) আনন্দিত জীবনের
(খ) বিস্ময় ও কৌতূহলের
(গ) প্রকৃতিমুখী হওয়ার
(ঘ) চিরায়ত শৈশবের✔
২। ‘নিমগাছ’ গল্পটি ‘নিমগাছ’ প্রতীকের সূত্রে লেখক যে বিষয়টির প্রতি ইঙ্গিত দিয়েছেন—
- নারীর মানবিক মর্যাদা
- নারীর পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি
iii. নারীর অপরিসীম আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✔
(খ) i ও iii
(গ) iii
(ঘ) i, ii ও iii
৩। “ শোন মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে”— ছেলের কথায় ফুটে উঠেছে—
(ক) আদর
(খ) আবদার✔
(গ) দাবি
(ঘ) ফরিয়াদ
৪। ‘মমতাদি’ গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
(ক) মমতাদির কাজের ক্ষিপ্রতা ও দক্ষতা
(খ) মমতাদির অসহায়ত্ব ও আত্মমর্যাদাবোধ
(গ) গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ✔
(ঘ) মমতাদির প্রতি সম্মান ও সহমর্মিতা
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
যখন হানাদার বধ সংগীতে
ঘৃণার প্রবল মন্ত্রে জাগ্রত
স্বদেশের তরুণ হাতে
নিত্য বেজেছে অবিরাম
মেশিন গান, মর্টার গ্রেনেড
৫। উদ্দীপকের ‘তরুণ’ “তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতায় করে প্রতিরূপ?
(ক) মোল্লাবাড়ির বিধবা
(খ) মতলব মিয়া
(গ) হরিদাসী
(ঘ) হাড্ডিসার অনাথ কিশোরী✔
৬। উদ্দীপকের চেতনা তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতার সাথে যে দিক থেকে মিল রয়েছে—
(ক) পাকিস্তানি বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংস যজ্ঞ
(খ) নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ
(গ) সংযামী বাঙালির অপরিসীম আত্মত্যাগ
(ঘ) স্বাধীনতার জন্য বাঙালির প্রতিরোধ ও আত্মত্যাগের শাশ্বত চিত্র✔
৭। কুন্তির দুচোখে ঝিলিক কেন?
(ক) অনেক নিন পর বুধার সাথে দেখা হওয়ায়✔
(খ) বুধার জন্য কিছু করতে পারার
(গ) বুধার বাবা-মার কবরে ফুলগাছ লাগাতে পারা
(ঘ) বুধার যুদ্ধে যাবার কথা শোনায়
৮। বাঙালির অমর অজরপ্রিয় শব্দ কোনটি?
(ক) মুক্তির সংগ্রাম
(খ) জয়বাংলা✔
(গ) বজ্রকণ্ঠ বাণী
(ঘ) স্বাধীনতা
৯। ‘ধী’ শব্দের অর্থ কী?
(ক) ধারী
(খ)
(গ) বুদ্ধি✔
(ঘ) শক্তিধারী
১০। ‘বহিপীর’ নাটকে প্রধান চরিত্র নয় কোনটি?
(ক) খোদেজা✔
(খ) হাশেম আলি
(গ) হাতেম আলি
(ঘ) বহিপীর
১১। “সে বড়ো খুশি বাৎ হবে হুজুর”
লেখককে আবদুর রহমান এ কথা বলেছিল কেন?
(ক) কাবুলের হাওয়া লেখকের পছন্দ হয়েছি
(খ) সাহেব রাত্রে বাড়িতেই খাবেন
(গ) লেখকের খাবার পছন্দ হয়েছিল
(ঘ) লেখক শীতকালটা পানশিরে কাটাবেন✔
১২। বাঙালি পাঠক-সমাজকে লেখায় মগ্নযুদ্ধ করে ভয় করেন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
(গ) শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়✔
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
১৩। বুধার কয় ভাই-বোন কলেরায় মারা যায়?
(ক) চার✔
(খ) পাঁচ
(গ) তিন
(ঘ) দুই
১৪। “মুহম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য তাহাদেরও ভাগ্য”— কার মনে পড়ল?
(ক) আয়েশা (রা.) এঁর
(খ) আবু বকর (রা.) এঁর
(গ) উমর (রা.) এঁর✔
(ঘ) খালিন এঁর
১৫। ‘সেই সিন এই মাঠ’ কবিতার কবি বিস্ময়কর নিপুণতায় কোন বিষয়টি উপস্থাপন করেছেন?
(ক) গভীর জীবনবোধ ও জীবন তৃষ্ণ
(খ) মানবসৃষ্ট সভ্যতার ক্ষয়িষ্ণু দিক
(গ) প্রকৃতির চিরকালীন সৌন্দর্য✔
(ঘ) মানুষের মৃত্যুর স্বাভাবিকতা
১৬। “সুসার” শব্দের প্রকৃত অর্থ কোনটি?
(ক) অভিভূত
(খ) সচ্ছলতা✔
(গ) যা বিকাশ ঘটায়
(ঘ) গোছানোভাব
১৭। ‘বঙ্গবাণী’ কবিতায় কৰি আবদুল হাকিম তীব্র ক্ষোভে যে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন তা হল
(ক) নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়
(খ) সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি
(গ) হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ
(ঘ) যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী
১৮। ‘সুভা’ গল্পে ‘চির নিস্তব্ধ হৃদয় উপকূল’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) শান্ত হৃদয়
(খ) কূলের সদৃশ্য✔
(গ) হৃদয়ের কিনার
(ঘ) হৃদয়ের মহত্ত
১৯। হরিহরের বাড়িটা অনেক দিন মেরামত হয় নাই, ফলে—
- সামনের দিকের রোয়াক ভাঙ্গা
- ঘরের দোর-জানালার কপাট সব ভাঙ্গা
iii. জানালার কপাট নারিকেলের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা আছে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✔
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
“অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন। হাজারো কর্ম-ব্যস্ততার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের স্মৃতি-বিজড়িত বিদ্যাপীঠে, প্রদ্ধাভরে স্মরণ করেন তাঁর দীক্ষা গুরুদের। যাদের কাছে তিনি হাতে খড়ি নিয়েছিলেন।
২০। উদ্দীপকে অমর্ত্য সেন ও মাইকেল মধুসূদন দত্তের মধ্যে সাদৃশ্য কিসে?
(ক) স্মৃতি কাতরতায়✔
(খ) স্বজাত্যবোধে
(গ) দেশপ্রেমে
(ঘ) মহানুভবতায়?
২১। উক্ত নিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে যে চরণে—
(ক) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
(খ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে! ✔
(গ) মুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে।
(ঘ) লইছে যে তব নাম বঙ্গের সংগীতে।
২২। “না বলিয়া উপায় কী, কিন্তু ইহা প্রলাপ বকার মতো”— বহিপীর কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন?
(ক) তাহেরাকে জোর করে রাজি করাতে না পেরে
(খ) ‘পুলিশ ডাকার ব্যাপারে হকিকুল্লাহর প্রত্যুত্তর শুনে
(গ) হাতেম আলি টাকা নিতে অস্বীকৃত হওয়ায়
(ঘ) হাশেম আলির আচরণ লক্ষ করে
২৩। বাংলা ভাষার ছোটাগল্পের অনুপ্রেরণা এসেছে কোন সাহিত্য থেকে?
(ক) পাশ্চাত্য সাহিত্য✔
(খ) নাট্য সাহিত্য
(গ) মধ্যযুগীয় সাহিত্য
(ঘ) গ্রিক সাহিত্য
২৪। “চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য
কাঁঠফাটা রোধ সেঁকে চামড়া”
উদ্দীপকের অনুভূতির সাথে রানারের জীবনের সাদৃশ্য হলো-
(ক) দায়িত্বশীলতা✔
(খ) দারিদ্র্যে
(গ) পেশার প্রয়োজনীয়তা
(ঘ) নিরন্তর চেষ্টায়
২৫। জীবন’ কবিতার ‘পদাঙ্ক’ শব্দটির অর্থ কী?
(ক) পায়ের চিহ্ন✔
(খ) আত্মত্যাগ
(গ) খ্যাতির সমৃদ্ধির চিহ্ন
(ঘ) কোনো মহৎ ব্যক্তির কৃতকর্ম
২৬। বুধার কল্পনায় ভেসে ওঠে
- তেপান্তরের মাঠ
- রাজপুত্র কোটাল পুত্র
iii. পঙ্খীরাজ ঘোড়া
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii✔
২৭। ‘বৃষ্টি ও বিদ্রোহীগণ’ সৈয়দ শামসুল হকের কোন ধরনের রচনা?
(ক) উপন্যাস✔
(খ) গল্পগ্রন্থ
(গ) কাব্যগ্রন্থ
(ঘ) শিশুতোষ উপন্যাস
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
গ্রেনেড উঠেছে হাতে…… কবিতার হাতে রাইফেল
এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে যার সঙ্গে যে রকম, সে রকম খেলবে বাঙ্গালী
খেলেছি, মেরেছি সুখে—কান কেটে দিয়েছি তোদেী
২৮। উদ্দীপকের কবিতাংশটিতে ‘একাত্তরের দিনগুলি রচনার কোন অংশের সাথে মিল রয়েছে?
(ক) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মীনের তৎপরতার কথা
(খ) মুক্তিফৌজের গেরিলা তৎপরতার কথা✔
(গ) পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যের
(ঘ) বেয়নেটের মুখে সই নেওয়ার ঘটনার
২৯। উক্ত ঘটনায় প্রকাশ পায় —
- বাঙালির দেশাত্মবোধ
- স্বাধিকার চেতনা
- যুদ্ধ জয়ের আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
(ক) ii
(খ) i ও ii
(গ) i ও iiiii
(ঘ) i, ii ও iii✔
৩০। “অপরের মাথায় সুরঙ্গ কাটিয়া প্রবেশ না করিলে যেন মনের কথা জানা যায় না” উক্তিটিতে প্রকাশ পেয়েছে বহিপীরের-
(ক) রাগ
(খ) ক্ষোভ
(গ) বিচক্ষণতা
(ঘ) ধূর্ততা✔
বরিশাল বোর্ড প্রশ্ন সমাধান
১। ‘বই পড়া’ প্রবন্ধে প্রমথ চৌধুরীর মতে, আমাদের
নির্জীব করেছে কোনটি?
(ক) অর্থ
(খ) শিক্ষা✔
(গ) শিক্ষক
(ঘ) অভিভাবক
২। ‘মানুষ মুহম্মদ (সাঃ)’ প্রবন্ধে উল্লিখিত কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে?
(ক) বদর
(খ) ওহোদ
(গ) আহযাব
(ঘ) খয়বর✔
৩। নিচের কোন বাক্যে দেশের প্রতি বুধার গভীর ভালোবাসা এবং আত্মত্যাগের মানসিকতার পরিচয় মেলে?
(ক) লোকে জানুক যে, আমি স্বাধীনতা যুদ্ধে শহিদ হয়েছি✔
(খ) মেশিনগান বল, আমার নাম মেশিনগান
(গ) দেখো সেপাইগুলো ওটার ভেতর থেকে আর উঠতে চাইবেনা
(ঘ) আপনি তো শান্তি কমিটির চেয়ারম্যান… শান্তি কই?
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘তারাও যায়
সময় বদলের পক্ষে শত্রুর মুখোমুখি
স্বাধীনতা যুদ্ধে তাই
বৈঠা আর রাইফেল এক হয়ে গিয়েছিল
৪। উদ্দীপকের ছিদাম ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতায় কার প্রতিনিধিত্ব করে?
(ক) তেজি তরুণ✔
(খ) মতলব মিয়া
(গ) রোস্তম শেখ
(ঘ) সগীর আলী
৫ । ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা” কবিতার বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে তা হলো—
- মহান মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ
- মানবতা বিরোধীদের বিরুদ্ধে মানবিক মূল্যবোধের উৎসারণ
iii. দেশ প্রেমিকরা দেশের সংকটে নিষ্ক্রিয় থাকেনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii✔
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৬। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের উপন্যাস সম্পর্কে নিচের কোন মন্তব্যটি যথার্থ?
(ক) গদ্য ও নাতিদীর্ঘ আকারে লিখিত রচনা
(খ) জীবনের খণ্ডাংশের রস-নিবিড় উপস্থাপন
(গ) বিচিত্র চরিত্রের সমন্বয়ে গদ্যে লিখিত দীর্ঘ গল্প✔
(ঘ) চিন্তাশ্রয়ী ও মননশীল যুক্তিনিষ্ঠ রচনা
৭। ‘প্রেম প্রীতি আর ভালোবাসা
ছোট ছোট কিছু ভীরু আশা
কিছু হাসি কিছু চোখের পানি
এই নিয়ে চিরদিন হয় কাহিনি,
উদ্দীপকের বক্তব্য ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে সাহিত্যের কোন শাখাকে নির্দেশ করে?
(ক) ছোট গল্প
(খ) মহাকাব্য✔
(গ) কবিতা
(ঘ) উপন্যাস
৮। ‘মমতাদি’ গল্পে মমতাদির কর্ম ও জীবিকার প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে কোন বাক্যে?
(ক) ‘তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী
(খ) বেশি অস্কারা দিওনা জ্বালিয়ে মারবে।
(গ) তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে
(ঘ) তুমি ইচ্ছে করলে এ বেলাই কাজ ছেড়ে দিতে পারো।✔
৯। নিম গাছের কোন অংশ যকৃতের জন্য উপকারী?
(ক) ছাল
(খ) পাতা✔
(গ) ডাল
(ঘ) শিকড়
১০। সুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল?
(ক) বাণীকন্ঠের
(খ) তার মায়ের
(গ) প্রতাপের✔
(ঘ) প্রতিবেশীর
১১। অপু কলের পুতুলের মতো তাড়াতাড়ি কোন জিনিসগুলো লুকিয়ে ফেলে?
(ক) শুকনো নাটা ফল
(খ) জারানো আমের চাকলা
(গ) গঙ্গা-যমুনা খেলার খাপড়া
(ঘ) লক্ষ্মীর চুপড়ির কড়ি✔
১২। ‘আমার পরিচয়’ কবিতায় উল্লিখিত ‘কমলার দীঘি’ কী?
(ক) পালাগান✔
(খ) প্রত্নতত্ত্ব
(গ) দেবালয
(ঘ) সরোবর
১৩। ‘রানার’ কবিতার কোন পঙক্তিতে নির্যাতিত শ্রমজীবী মানুষের বঞ্চনার কথা ব্যক্ত হয়েছে?
(ক) ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
(খ) ‘রানার’ এ বোঝা টানার দিন কবে শেষ হবে? ✔
(গ) জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে
(ঘ) পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে।
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ
আমি দেই তারে বুক ভরা গান;
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।’
১৪। উদ্দীপকে কথকের সঙ্গে ‘মানুষ মুহাম্মদ (সঃ)’ প্রবন্ধে মহানবি (সঃ)-এর কোন কথার ভাবগত মিল রয়েছে?
(ক) ‘আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক, মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য।’
(খ) ‘ভাইসব, তোমাদের সম্বন্ধে আমার আর✔
কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত।’
(গ) ‘তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছে : এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।’
(ঘ) ‘তোমার পতাকা যদি দিয়েছ প্রভু, হীন আমি,
তুচ্ছ আমি… তাহা বহন করার শক্তি আমায় দাও।’
১৫। উক্ত মিলের কারণ; মহানবি (সঃ) এর-
- ক্ষমাশীলতা ও মহানুভবতা
- পারস্পরিক সৌহার্দ্য ও সৌজন্যবোধ
iii. আত্মবিশ্বাস ও সত্যসাধনা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii✔
১৬। বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর তাৎক্ষণিক রাজি হলো না কেন?
(ক) পাওনাদারের ভয়ে
(খ) আত্মসম্মানবোধের কারণে✔
(গ) জাত ভেদের কারণে
(ঘ) আর্থিক নিরাপত্তার অভাবে
১৭। ‘বৃদ্ধ মায়ের দেখভালের দায়িত্ব দিয়েছিল কাজের মেয়ের উপর। বাসা ফাঁকা পেয়ে বৃদ্ধার উপর নির্যাতন করে বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। আব্দুর রহমানের কোন উক্তিতে উদ্দীপকের কাজের মেয়ের মানসিকতার বিপরীত দিক ফুটে উঠেছে?
- ‘আমার রান্না হুজুরের পছন্দ হয়নি
- ‘সে বড়ো খুশির বাত হবে হুজুর’
iii. ‘তবে ভালো করে খেলেন না কেন’?
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii✔
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১৮। আনন্দ উপভোগ করা যায় না।’—এখানে ‘পায়ের কাঁটা’ কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
(ক) অন্নবস্ত্রের চিন্তা
(খ) প্রাণীত্বের বাঁধন
(গ) পথের প্রতিবন্ধকতা✔
(ঘ) মনুষ্যত্বের আহ্বান
১৯। ‘পল্লিজননী’ কবিতায় রুগ্ন ছেলে তার মাকে সাতনরি সিকায় কী রাখতে বলেছিল?
(ক) ট্যাপের মোয়া✔
(খ) গুড়ের পাটালি
(গ) হুডুমের কোলা
(ঘ) বেথুল ফল
২০। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় হাত-পা বাঁধা, গুলিতে মরা লাশ দেখা গিয়েছিল কোথায়?
(ক) পুকুরে
(খ) ক্যাম্পে
(গ) নদীতে✔
(ঘ) রাস্তায়
২১। কপোতাক্ষ নদের জলকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
(ক) নিশার স্বপন
(খ) স্নেহের তৃষ্ণা
(গ) মায়া-মন্ত্রধ্বনি
(ঘ) মাতৃ দুগ্ধ✔
২২। ‘বহিপীর’ নাটকটি কার লেখা?
(ক) সিকান্দার আবু জাফর
(খ) আলাউদ্দীন আল আজাদ
(গ) সৈয়দ শামছুল হক
(ঘ) সৈয়দ ওয়ালী উল্লাহ্✔
২৩। “মোসলমানের আড়ঙ দেখিতে নাই’—পল্লিজননীর এ কথার মধ্যদিয়ে মূলত প্রকাশ পেয়েছে তার-
(ক) কুসংস্কারাছন্নতা
(খ) কূটকৌশল
(গ) অসহায়ত্ব✔
(ঘ) ধর্মভীরুতা
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ এবং ২৫নং প্রশ্নের উত্তর দাও:
অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল। মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি ।
হাতে হেরিকেন।
কোমরে বাচ্চা।
চোখে মুখে কী এক অস্থির আতঙ্ক!’
২৪। কাকতাড়ুয়া উপন্যাসের বোঝা বহনের ক্ষেত্রে কোন চরিত্রটি উদ্দীপকের উল্লিখিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে?
(ক) নোলক বুয়া
(খ) ফজু চাচা
(গ) হরি কাকু✔
(ঘ) আতা ফুফু
২৫। উদ্দীপকের মূলভাবের মধ্য দিয়ে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো—
- মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের অসহায়ত্ব
- পাকবাহিনীর অত্যাচারে উদ্বাস্তু মানুষের ভোগান্তি
iii. মুক্তিপাগল জনতার ঐক্য ও সংগ্রামী চেতনার
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii✔
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
২৬। ‘মানুষ’ কবিতায় কবি ইতিহাসের বিখ্যাত যোদ্ধাদের আহ্বান করেছেন—
- ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের সম্মান জানানোর জন্য
- উপাসনালয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য
iii. ধর্ম ব্যবসায়ীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii✔
(ঘ) i, ii ও iii
২৭। ‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়-রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে!
উদ্দীপকের ভাবের বিপরীত চিত্র ফুটে উঠেছে ‘সেই দিন এই মাঠ’ কবিতার কোন পংক্তিতে?
(ক) সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে ✔
(খ) এশিরিয়া ধুলো আজ-বেবিলন ছাই হয়ে আছে
(গ) সেই দিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি
(ঘ) পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল
২৮। ‘গণ সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি: ‘ এখানে ‘সূর্য’ বলতে কোনটি বোঝায়?
(ক) জনগণ✔
(খ) তেজদ্বীপ্তি
(গ) নক্ষত্র
(ঘ) নেতা
২৯। ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি কোন ক্ষেত্রে নিত্য নিজ কাজ করে যেতে বলেছেন?
(ক) সংসারে✔
(খ) সমরাঙ্গণে
(গ) পৃথিবীতে
(ঘ) কর্মক্ষেত্রে
৩০। কবি আব্দুল হাকিম বাংলায় সাহিত্য রচনা করেন কাদের জন্য?
(ক) বাংলা ভাষা বিদ্বেষীদের জন্য✔
(খ) যাদের মারফতে জ্ঞান নেই।
(গ) যাদের কিতাব পড়ার অভ্যাস নেই
(ঘ) আরবি-ফারসিতে অনুরাগীদের জন্য