নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান সপ্তম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

0
193

নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান সপ্তম অধ্যায়ের

 বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় – ৭: তরঙ্গ ও শব্দ

১. রবার প্যাড দ্বারা সুরেলি কাঁটায় আঘাত করলে-

  1. কাঁটাটি কাঁপতে থাকবে
  2. কাঁটাটি হাত দিয়ে ধরার সাথে সাথে কম্পন বন্ধ হয়ে যাবে

iii. কোনো শব্দ সৃষ্টি হবে না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২. তরঙ্গ প্রবাহের ক্ষেত্রে-

  1. শক্তি ও তথ্য সঞ্চারিত হয়
  2. তরঙ্গ বেগ মাধ্যমের কণাগুলোর সম্পন্দনের বেগ একই থাকে

iii. সাম্যাবস্থানে মাধ্যমের কণাগুলোর বেগ সবচেয়ে বেশি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৩. শব্দ দূষণের ফলে-

  1. মানুষের স্বাভাবিক স্নায়ু সংযোগ ব্যহত হয়
  2. পরিপাক যন্ত্রের কাজে বিশৃঙ্খলা দেখা দেয়

iii. কাজে মনোযোগ বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪. বায়ুর তাপমাত্রা বাড়লে শব্দের বেগ-

ক) বাড়ে

খ) কমে

গ) স্থির থাকে

ঘ) বাড়াতেও পারে কমতেও পারে

সঠিক উত্তর: (ক)

৫. 200C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?

ক) 344ms-1

খ) 344cms-1

গ) 340ms-1

ঘ) 340cms-1

সঠিক উত্তর: (ক)

৬. কোন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুটি নির্দিষ্ট সময় পরপর গতিপথের কোনো বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে?

ক) চলন গতি

খ) স্পন্দন গতি

গ) পর্যাবৃত্ত গতি

ঘ) সরলদোলকের গতি

সঠিক উত্তর: (গ)

৭. নিচের কোনটিতে শব্দের বেগ সবচেয়ে বেশি?

ক) পেট্রোল

খ) কার্বনডাই অক্সাইড

গ) মাটি

ঘ) পিতল

সঠিক উত্তর: (ঘ)

৮. শব্দ তরঙ্গের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি?

ক) অক্সিজেন

খ) কেরোসিন

গ) পানি

ঘ) লোহা

সঠিক উত্তর: (ঘ)

৯. অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলো স্পন্দন দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত হয়?

ক) 900

খ) 450

গ) 00

ঘ) 300

সঠিক উত্তর: (গ)

১০. কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক?

ক) ms

খ) m

গ) ms-1

ঘ) cm

সঠিক উত্তর: (খ)

১১. কম্পমান সুরশলাকার গতি-

  1. পর্যাবৃত্ত গতি
  2. স্পন্দন গতি

iii. সরলরৈখিক গতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১২. হাতি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন তরঙ্গের মাধ্যমে?

ক) আলোক

খ) বেতার

গ) শব্দেতর

ঘ) শব্দোত্তর

সঠিক উত্তর: (গ)

১৩. বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ কতগুণ বেশি?

ক) প্রায় ২ গুণ

খ) প্রায় ৩ গুণ

গ) প্রায় ৪ গুণ

ঘ) প্রায় ৫ গুণ

সঠিক উত্তর: (গ)

১৪. জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কী তরঙ্গ বলে?

ক) পর্যাবৃত্ত

খ) যান্ত্রিক

গ) তাড়িত চৌম্বক

ঘ) চৌম্বক

সঠিক উত্তর: (খ)

১৫. পানির তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে কিভাবে থাকে?

ক) সমান্তরালে

খ) 450 কোণে

গ) সমকোণে

ঘ) যে কোন কোণে

সঠিক উত্তর: (গ)

১৬. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-

  1. শব্দেতর কম্পনের সীমা 1Hz -20Hz
  2. শব্দোত্তর স্পনের সীমা 20000Hz-30000Hz

iii. শ্রাব্যতার পাল্লা 20Hz-20000Hz

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

১৭. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-

  1. শব্দ চলাচলের জন্য সময়ের প্রয়োজন
  2. লোহাতে শব্দের বেগ বাতাসের চেয়ে 15 গুণ

iii. 300C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 350ms-1

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৮. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হচ্ছে-

  1. তীব্রতা বা প্রাবল্য
  2. তীক্ষ্মতা বা পীচ

iii. গুণ বা জাতি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৯. সময় t এবং শব্দের বেগ v হলে সমুদ্রের গভীরতা d নির্ণয়ের ক্ষেত্রে-

  1. শব্দ সর্বমোট d দূরত্ব অতিক্রম করে
  2. d=vt/2

iii. শব্দ সর্বমোট d দূরত্ব অতিক্রম করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

২০. শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের-

ক) সমানুপাতিক

খ) বর্গমূলের সমানুপাতিক

গ) বর্গের সমানুপাতিক

ঘ) ব্যস্তানুপাতিক

সঠিক উত্তর: (গ)

২১. বাতাসে শব্দের বেগ 332ms-1 হলে মানুষের শ্রাব্যতার উর্ধ্বসীমায় তরঙ্গদৈর্ঘ্য-

  1. 0.0166m
  2. 0.0266m

iii. 1.66cm

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২২. কম্পমান বস্তুর পূর্ণকম্পনে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ কর্তৃক অতিক্রান্ত দূরত্বকে কী বলে?

ক) বিস্তার

খ) তরঙ্গবেগ

গ) তরঙ্গ দৈর্ঘ্য

ঘ) তরঙ্গচূড়া

সঠিক উত্তর: (গ)

২৩. তরঙ্গ দৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করা হয়?

ক) L

খ) λ

গ) y

ঘ) T

সঠিক উত্তর: (খ)

২৪. সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য ব্যবহৃত যন্ত্র হলো-

  1. SONAR
  2. ফ্যাদোমিটার

iii. ব্যারোমিটার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৫. পানিতে সৃষ্ট তরঙ্গ-

  1. যান্ত্রিক তরঙ্গ
  2. মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে

iii. সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৬. 200C তাপমাত্রায় লোহায় শব্দের বেগ কত?

ক) 344.ms-1

খ) 1450.ms-1

গ) 5130.ms-1

ঘ) 6015.ms-1

সঠিক উত্তর: (গ)

২৭. মানবদেহের অভ্যন্তরে শব্দোত্তর কম্পনের সাহায্যে ছবি তোলার প্রক্রিয়াকে কী বলে?

ক) এক্স-রে

খ) স্ক্যানিং

গ) আল্ট্রাসোনোগ্রাফি

ঘ) ফিজিওথেরাপি

সঠিক উত্তর: (গ)

২৮. কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হয় না?

ক) কঠিন মাধ্যমে

খ) তরল মাধ্যমে

গ) বায়বীয় মাধ্যম

ঘ) ভ্যাকিউয়াম বা শূন্য মাধ্যম

সঠিক উত্তর: (ঘ)

২৯. শব্দের আধিক্য মানবদেহে কোন সমস্যার সৃষ্টি করে?

ক) ক্যান্সার

খ) আলসার

গ) আমাশয়

ঘ) টিউমার

সঠিক উত্তর: (খ)

৩০. অনুভূতির বিচারে শ্রুতিমধুর শব্দ কোনটি?

ক) সুরবিহীন শব্দ

খ) সুরবর্জিত শব্দ

গ) সুরযুক্ত শব্দ

ঘ) পর্যাবৃত্ত কম্পন

সঠিক উত্তর: (গ)

৩১. ধান ক্ষেতে বাতাস বয়ে গেলে শীষের উপর দিয়ে ঢেউ এগিয়ে যায়। কোন গতির ফলে এমন হয়?

ক) স্পন্দন গতি

খ) পর্যায় গতি

গ) রৈখিক গতি

ঘ) কৌনিক গতি

সঠিক উত্তর: (খ)

৩২. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-

  1. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য তিনটি
  2. শব্দের তীব্রতার একক Vms-2

iii. যে শব্দ যত জোরে হয় তার তীব্রতা তত বেশি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩৩. পুকুরের পানিতে ঢিল ছুড়লে ঢেউ কিনারায় পৌঁছে কিভাবে?

ক) পানির কণার স্থানান্তরের মাধ্যমে

খ) আন্দোলন স্থানান্তরের মাধ্যমে

গ) ঢিল স্থানান্তরের মাধ্যমে

ঘ) পুকুরের দৈর্ঘ্য হ্রাসের মাধ্যমে

সঠিক উত্তর: (খ)

৩৪. একটি অনুপ্রস্থ তরঙ্গের তরঙ্গ পাদ ও তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কত?

ক) λ

খ) 2λ

গ) λ/2

ঘ) λ/4

সঠিক উত্তর: (গ)

৩৫. অনুদৈর্ঘ্য তরঙ্গের-

  1. একটি তরঙ্গশীর্ষ ও একটি তরঙ্গপাদ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত
  2. একটি সংকোচন ও একটি প্রসারণ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত

iii. এটি মাধ্যমের কণার স্পন্দনের দিকের সাথে সমান্তরালে চলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩৬. দশা বলতে-

  1. তরঙ্গ দৈর্ঘ্যের সম্যক অবস্থা বুঝায়
  2. গতির সম্যক অবস্থা বুঝায়

iii. গতির যেকোনো মুহূর্তের অবস্থা বোঝায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩৭. লোহাতে শব্দের বেগ 5130ms-1 এবং তরঙ্গদৈর্ঘ্য 2m হলে কম্পাঙ্ক কত হবে?

ক) 2565Hz

খ) 2000Hz

গ) 2665Hz

ঘ) 1256Hz

সঠিক উত্তর: (ক)

৩৮. সংকোচন ও প্রসারণ হয় কোন তরঙ্গের ক্ষেত্রে?

ক) তাড়িত চৌম্বক তরঙ্গ

খ) আলোক তরঙ্গ

গ) শব্দ তরঙ্গ

ঘ) অনুদৈর্ঘ্য তরঙ্গ

সঠিক উত্তর: (গ)

৩৯. অনুদৈর্ঘ্য তরঙ্গের সর্বনিম্ন রাশিকে কী বলে?

ক) তরঙ্গ শীর্ষ

খ) তরঙ্গ পদ

গ) সংকোচন

ঘ) প্রসারণ

সঠিক উত্তর: (ঘ)

৪০. কম্পাঙ্কের একক- i. Hz ii. s-1 iii. s নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪১. কোনো ধরনের বস্তু নির্দিষ্ট সময় পর পর কোনো বস্তুকে অতিক্রম করে?

ক) গতিশীল

খ) স্থির

গ) ভারী

ঘ) হালকা

সঠিক উত্তর: (ক)

৪২. অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে কীভাবে থাকে?

ক) 450 কোণে

খ) সমকোণে

গ) সমান্তরালে

ঘ) যেকোনো কোণে

সঠিক উত্তর: (গ)

৪৩. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-

  1. তরঙ্গ শীর্ষ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দু
  2. সংকোচন হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের সর্বোচ্চ বিন্দু

iii. তরঙ্গ পাদ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের সর্বোচ্চ বিন্দু

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪৪. পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করা হয়?

ক) P

খ) F

গ) T

ঘ) S

সঠিক উত্তর: (গ)

৪৫. শব্দ 0.1s এ মোট কত মিটার দূরত্ব অতিক্রম করে?

ক) 33.2

খ) 36.2

গ) 332

ঘ) 336

সঠিক উত্তর: (ক)

৪৬. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-

  1. তীক্ষ্মতা উৎসের কম্পাঙ্কের ওপর নির্ভর করে
  2. মানুষের গলার স্বরযন্ত্রে ২টি স্বরতন্ত্রী রয়েছে

iii. কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্মতা বেশি হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪৭. শ্রাব্যতার সীমার ক্ষেত্রে-

  1. উৎসের কম্পাঙ্ক 20Hz থেকে 20000Hz হলে মানুষ শুনতে পায়
  2. কম্পাঙ্ক 20Hz এর কম হলে তাকে শব্দেতর কম্পন বলে

iii. কম্পাঙ্ক 20Hz এর বেশি হলে তাকে শব্দোত্তর কম্পন বলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪৮. কোনো তরঙ্গ একটি সুষম মাধ্যমে বাধা পেয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কী বলে?

ক) সমবর্তন

খ) প্রতিফলন

গ) প্রতিসরণ

ঘ) অপবর্তন

সঠিক উত্তর: (খ)

৪৯. নিচের তথ্যগুলো লক্ষ্য করো-

  1. ভ্যাকিউয়ামে শব্দের বেগ 0ms-1
  2. বায়ুর আর্দ্রতা কমে গেলে শব্দের বেগ কমে

iii. ভিজা বায়ুতে শব্দের বেগ বেশি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫০. পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কি বলে?

ক) পক্ষকাল

খ) গতিকাল

গ) আদিকাল

ঘ) পর্যায়কাল

সঠিক উত্তর: (ঘ)

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download