নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের
বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় – ৬: বস্তুর উপর তাপের প্রভাব
১. বায়ুশুন্য স্থানে বরফের গলনাঙ্ক কত?
ক) 00C
খ) 1000C
গ) 0.00780C
ঘ) 780C
সঠিক উত্তর: (গ)
২. ভিন্ন তাপমাত্রার দুই বা ততোধিক বস্তু পরস্পরের সংস্পর্শে থাকার ফলে-
- বেশি তাপমাত্রার বস্তুটি তাপ বর্জন ও কম তাপমাত্রার বস্তুটি তাপ গ্রহণ করে
- তাপ অধিক তাপমাত্রাবিশিষ্ট বস্তু থেকে কম তাপমাত্রাবিশিষ্ট বস্তু থেকে কম তাপমাত্রাবিশিষ্ট বস্তুতে প্রবাহিত হবে
iii. তাপ কম তাপমাত্রাবিশিষ্ট বস্তু থেকে বেশি তাপমাত্রাবিশিষ্ট বস্তুতে প্রবাহিত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৩. পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে কী বলে?
ক) আপাত প্রসারণ
খ) প্রকৃত প্রসারণ
গ) আয়তন প্রসারণ
ঘ) ক্ষেত্র প্রসারণ
সঠিক উত্তর: (ক)
৪. 1m3 আয়তনের কঠিন পদার্থের তাপমাত্রা 1K বৃদ্ধির ফলে যতটুকু আয়তন বৃদ্ধি পায় তাকে ঐ বস্তুর উপাদানের কী বলে?
ক) আয়তন প্রসারণ সহগ
খ) ক্ষেত্র প্রসারণ সহগ
গ) আয়তন প্রসারণ
ঘ) দৈর্ঘ্য প্রসারণ
সঠিক উত্তর: (ক)
৫. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে কী বলে?
ক) 1 কেলভিন
খ) 1 ক্যালরি
গ) 1 ফারেনহাইট
ঘ) 1 সেলসিয়াস
সঠিক উত্তর: (ক)
৬. পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে-
- তরল পদার্থের ঐ অংশের চাপ অপরিবর্তিত থাকবে
- তরল পদার্থের সবদিকের চাপ কমে যাবে
iii. তরল পদার্থের সবদিকের চাপ সমানভাবে সঞ্চালিত হবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭. ভেজা কাপড় রোদে শুকিয়ে যায় কারণ-
- বাষ্পীভবনের জন্য
- তাপমাত্রার জন্য
iii. স্বত:বাষ্পীভবনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৮. ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?
ক) ০
খ) 32
গ) 273
ঘ) -273
সঠিক উত্তর: (খ)
৯. তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সকল স্থান থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
ক) গলন
খ) স্ফুটন
গ) গলনাঙ্ক
ঘ) স্ফুটনাঙ্ক
সঠিক উত্তর: (খ)
১০. ফারেনহাইট স্কেলের উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
ক) 100
খ) 212
গ) 373
ঘ) 32
সঠিক উত্তর: (খ)
১১. তাপমাত্রিক ধর্মগুলো হচ্ছে- i. আয়তন ii. রোধ iii. চাপ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১২. কোনটিতে তাপীয় প্রসারণ কম?
ক) পানি
খ) অক্সিজেন
গ) নাইট্রোজেন
ঘ) হিলিয়াম
সঠিক উত্তর: (ক)
১৩. অসম তাপমাত্রার দুটি বস্তু তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে কীসের আদান প্রদান হয়?
ক) তাপ গ্রহণ
খ) তাপ বর্জন
গ) তাপমাত্রা গ্রহণ
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর: (খ)
১৪. 1500g সীসার তাপমাত্রা 700C বাড়াতে কত জুল তাপের প্রয়োজন?
ক) 13650
খ) 1300
গ) 13560
ঘ) 13500
সঠিক উত্তর: (ক)
১৫. গরমের দিনে নতুন মাটির কলসিতে পানি রাখলে ঐ পানি ঠান্ডা হয় কেন?
ক) কলসির গায়ে ছিদ্র থাকে না বলে
খ) কলসির গায়ে ছিদ্র থাকে বলে
গ) বাষ্পায়ন সৃষ্টি হয় না বলে
ঘ) মাটি থেকে ঠান্ডা শোষণ করতে পারে বলে
সঠিক উত্তর: (খ)
১৬. প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে কী বলে?
ক) নিম্ন স্থিরাঙ্ক
খ) উর্ধ্ব স্থিরাঙ্ক
গ) ত্রৈধবিন্দু
ঘ) সুপ্ততাপ
সঠিক উত্তর: (ক)
১৭. তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের কোনটি বৃদ্ধি পায়?
ক) দৈর্ঘ্য
খ) ক্ষেত্রফল
গ) আয়তন
ঘ) সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
১৮. যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তাকে কী বলে?
ক) অ্যামিটার
খ) ভোল্টমিটার
গ) থার্মোমিটার
ঘ) ক্যালরিমিটার
সঠিক উত্তর: (ঘ)
১৯. কোন পদার্থটির উপর চাপ বৃদ্ধি করলে এর গলনাঙ্ক বাড়ে?
ক) বরফ
খ) তামা
গ) বিসমাথ
ঘ) অ্যান্টিমনি
সঠিক উত্তর: (খ)
২০. জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ কত?
ক) 4200
খ) 2100
গ) 2000
ঘ) 230
সঠিক উত্তর: (গ)
২১. তরলের প্রসারণ বলতে কোনটিকে বুঝায়?
ক) তরলের আয়তন প্রসারণকে
খ) তরলের ক্ষেত্র প্রসারণকে
গ) তরলের দৈর্ঘ্য প্রসারণকে
ঘ) তরলের দৈর্ঘ্য প্রসারণ সহগকে
সঠিক উত্তর: (ক)
২২. পানির আপেক্ষিক তাপ কত Jkg-1K-1?
ক) 4200
খ) 2100
গ) 2000
ঘ) 130
সঠিক উত্তর: (ক)
২৩. মোম তরলে রূপান্তরের সময়-
- আয়তন বেড়ে যায়
- আয়তন কমে যায়
iii. চাপ বাড়লে গলনাঙ্ক বেড়ে যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
২৪. তাপমাত্রিক ধর্মগুলো হলো- i. আয়তন ii. রোধ iii. চাপ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৫. পদার্থের তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
ক) বাষ্পীভবন খ) ঘনীভবন
গ) গলন
ঘ) পুন:শিলীভবন
সঠিক উত্তর: (ক)
২৬. তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে কী বলে?
ক) গলন
খ) স্ফুটন
গ) বাষ্পীভবন
ঘ) পাতন
সঠিক উত্তর: (ক)
২৭. থার্মোমিটারের মধ্যে কোন পদার্থ ব্যবহার করা হয়?
ক) তাপমিতিক পদার্থ
খ) কুপরিবাহী
গ) অর্ধপরিবাহী
ঘ) অন্তরক
সঠিক উত্তর: (ক)
২৮. সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত?
ক) 100
খ) 0
গ) 212
ঘ) 373
সঠিক উত্তর: (খ)
২৯. 300C তাপমাত্রায় একটি ধাতব পাত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ সহগ কত?
ক) 11×10-6K-1
খ) 33.33×10-4K-1
গ) 3.33×10-4K
ঘ) 16.7×10-6K-1
সঠিক উত্তর: (খ)
৩০. কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে কী বলে?
ক) দৈর্ঘ্য প্রসারণ
খ) আয়তন প্রসারণ সহগ
গ) আয়তন প্রসারণ
ঘ) আয়তন সংকোচন
সঠিক উত্তর: (গ)
৩১. তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়াকে কী বলে?
ক) বাষ্পায়ন
খ) স্ফুটন
গ) উর্ধ্বপাতন
ঘ) গলন
সঠিক উত্তর: (ক)
৩২. কোনো বস্তুর আপেক্ষিক তাপ কোনটির উপর নির্ভর করে?
ক) ভর
খ) আয়তন
গ) উপাদান
ঘ) ঘনত্ব
সঠিক উত্তর: (গ)
৩৩. দুটি বস্তু A এবং B কে পরস্পরের তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে তাপের আদান-প্রদান কোন শর্তে হবে?
ক) বস্তুদ্বয়ের তাপমাত্রা একই কিন্তু তাপের পরিমাণ ভিন্ন হয়
খ) বস্তুদ্বয়ের তাপমাত্রা এবং তাপের পরিমাণ উভয়ই সমান হয়
গ) বস্তুদ্বয়ের তাপমাত্রা ভিন্ন অথচ তাপের পরিমাণ সমান বা অসমান
ঘ) বস্তুদ্বয় তাপ কুপরিবাহী হয়
সঠিক উত্তর: (গ)
৩৪. প্রকৃত প্রসারণকে কী দ্বারা প্রকাশ করা হয়?
ক) Va
খ) Vg
গ) Vr
ঘ) Rr
সঠিক উত্তর: (গ)
৩৫. বস্তুর দৈর্ঘ্য প্রসারণ Δi(A)=?
ক) 0.033m
খ) 100.033m
গ) 99.96m
ঘ) 33×106m
সঠিক উত্তর: (ক)
৩৬. একটি লোহার ও একটি পিতলের সদৃশ পাতকে পাশাপাশি একসাথে জোড়া দিয়ে একটি দ্বিধাতব পাত তৈরি করা হলে কক্ষ তাপমাত্রায় কী ঘটবে?
ক) নিচের দিকে বেঁকে যায়
খ) সোজা থাকে
গ) উপরের দিকে বেঁকে যায়
ঘ) অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর: (খ)
৩৭. তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের-
- তাপের পরিমাপের উপর নির্ভর করে
- তাপীয় অবস্থার উপর নির্ভর করে
iii. আয়তন ও আকৃতির উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৮. ত্বরণের উপরিতলের ক্ষেত্রফলের বৃদ্ধির সাথে বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয়?
ক) হ্রাস পায়
খ) বৃদ্ধি ও হ্রাস উভয়ই ঘটে
গ) বন্ধ হয়ে যায়
ঘ) বৃদ্ধি পায়
সঠিক উত্তর: (ঘ)
৩৯. 1kg পানির তাপমাত্রা 1K কমালে যে পরিমাণ তাপ নির্গত হয় তা দিয়ে কতটুকু বরফের তাপমাত্রা 1K বৃদ্ধি করা যাবে?
ক) 0.1kg
খ) 0.5kg
গ) 2kg
ঘ) 10kg
সঠিক উত্তর: (গ)
৪০. কীভাবে তাপ প্রবাহিত হয়?
ক) উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে
খ) উষ্ণতর বস্তু থেকে উষ্ণতর বস্তুর দিকে
গ) শীতলতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে
ঘ) উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে
সঠিক উত্তর: (ক)
৪১. তাপমাত্রার এস.আই. একক কী?
ক) ফারেনহাইট
খ) ক্যালরি
গ) কেলভিন
ঘ) সেলসিয়াস
সঠিক উত্তর: (গ)
৪২. দুটি পাত্রে সমান ভরের পানির তাপমাত্রা ভিন্ন হলে তাপের কী ঘটবে?
ক) যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ বেশি
খ) যে পাত্রের তাপমাত্রা কম তার তাপ বেশি
গ) যে পাত্রের তাপমাত্রা বেশি তার তাপ কম
ঘ) উভয় পাত্রের পানির তাপ সমান
সঠিক উত্তর: (ক)
৪৩. তাপমাত্রিক ধর্ম হচ্ছে- i. আয়তন ii. রোধ iii. চাপ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৪. পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা- i. 273K ii. 373K iii. 173K নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
৪৫. মৌলিক ব্যবধানকে নানাভাবে ভাগ করে তাপমাত্রার কোন স্কেল তৈরি করা হয়?
ক) সেলসিয়াস স্কেল
খ) ফারেনহাইট স্কেল
গ) কেলভিন স্কেল
ঘ) উপরের সবকয়টি
সঠিক উত্তর: (ঘ)
৪৬. তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে যখন তাপমাত্রা স্ফুটনাংকে চলে আসে তখন কোনটি স্থির থাকে?
ক) তাপ
খ) তাপমাত্রা
গ) গলনাংক
ঘ) হিমাংক
সঠিক উত্তর: (খ)
৪৭. তাপধারণ ক্ষমতার একক কী?
ক) JK-1
খ) JS-1
গ) J
ঘ) J-1
সঠিক উত্তর: (ক)
৪৮. আপেক্ষিক তাপ-
- এর একক হচ্ছে Jkg-1K-1
- জলীয় বাষ্পের 2000Jkg-1K-1
iii. তামার 400Jkg-1K-1
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৯. কোনো বস্তুর তাপমাত্রা 277K হলে ফারেনহাইট স্কেলে এর মান কত?
ক) 36.9
খ) 37.2
গ) 38.9
ঘ) 39.2
সঠিক উত্তর: (ঘ)
৫০. পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির প্রভাব উল্লেখযোগ্য?
ক) তাপ
খ) চাপ
গ) সময়
ঘ) তাপমাত্রা ও চাপ
সঠিক উত্তর: (ক)
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ১ম অধ্যায়ের বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায়ের বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায়ের বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৪র্থ অধ্যায়ের বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান সপ্তম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৮ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ৯ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান ১০ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর