নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

0
171

নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের বহুনির্বাচনি

ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

এস.এস.সি পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ

১. একটি হাইড্রলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 cm2 ও 25cm2। ছোট পিস্টনে 100N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?

ক) 500N

খ) 25N

গ) 2500N

ঘ) 125N

সঠিক উত্তর: (ক)

২. সঞ্চায়ক কোষ ব্যবহৃত হয়- i. গাড়িতে ii. মাইকে iii. ঘড়িতে নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩. একটি লম্বা পাত্র পানিপূর্ণ করে পাত্রের গায়ে বিভিন্ন উচ্চতায় পার্শ্বনল লাগিয়ে দিলে দেখা যাবে সবচেয়ে নিচের নল দিয়ে নির্গত পানির দ্রুতি সবচেয়ে বেশি। এ থেকে কী বুঝা যায়?

ক) পানির চাপ গভীরতার সাথে বৃদ্ধি পায়

খ) পানির চাপ গভীরতার সাথে কমতে থাকে

গ) পানির চাপ সকল গভীরতায় একই থাকে

ঘ) পানির চাপ গভীরতার সমান হয়

সঠিক উত্তর: (ক)

৪. বস্তুর ওজন W1 প্লবতা W2 হলে এবং বস্তু তরলে ভাসলে-

  1. W1 < W2
  2. W1 = W2

iii. W1 > W2

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৫. কোন সমীকরণটি ধাক্কা ও চাপের সম্পর্ক নির্দেশ করে।

ক) P = F x A

খ) F = P/A

গ) F = P x A

ঘ) A + P = F

সঠিক উত্তর: (গ)

৬. প্লাজমার উৎস- i. সূর্য ii. গ্রহ iii. নক্ষত্র নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৭. গ্যাস ও তরল পদার্থের ক্ষেত্রে-

  1. কণাগুলো এলোমেলো ছোটাছুটি করে
  2. পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়

iii. পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৮. চাপ বেশি পাওয়ার জন্য-

  1. বেশি বল প্রয়োগ করতে হবে
  2. পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমাতে হবে

iii. বল ও পৃষ্ঠতলের ক্ষেত্রফল উভয়ই বাড়াতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৯. কঠিন পদার্থের ক্ষেত্রে-

  1. কণাগুলো খুব কাছাকাছি থাকে
  2. কণাগুলোর মাঝে তীব্র আকর্ষণ বল কাজ করে

iii. কণাগুলো পাত্রের আকার ধারণ করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১০. কোন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল কাজ করে না?

ক) কঠিন                       খ) তরল

গ) গ্যাসীয়

ঘ) ক ও গ

সঠিক উত্তর: (গ)

১১. ঘনত্ব কীসের উপর নির্ভরশীল-

ক) বস্তুর উপাদান

খ) বস্তুর তাপমাত্রা

গ) বস্তুর উপাদান ও তাপমাত্রা

ঘ) বস্তুর উচ্চতা

সঠিক উত্তর: (গ)

১২. মারিয়ানা ট্রেপ সমুদ্রের গভীরতম (10863 m) স্থান। সমুদ্রের পানির ঘনত্ব 1025kgm-3 হলে মারিয়ানা ট্রেন্সের তলদেশে পানির চাপ কত?

ক) 1.09x107Pa

খ) 1.09x108Pa

গ) 1.5x108Pa

ঘ) 1. 9x108Pa

সঠিক উত্তর: (খ)

১৩. স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বস্তুর-

  1. একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে
  2. একক ক্ষেত্রফলে উদ্ভুত বলকে পীড়ন বলে

iii. পীড়ন ও স্থিতিস্থাপক গুণাঙ্কের একক একই

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৪. P ঘনত্বের তরলের অভ্যন্তরে h গভীরতায় কোনো বিন্দুতে চাপের মান কত হবে?

ক) Hpg

খ) Hp

গ) Hp2g

ঘ) hg/p

সঠিক উত্তর: (ক)

১৫. বরফের ঘনত্ব কত (kmg-3)?

ক) 920

খ) 500

গ) 300

ঘ) 1000

সঠিক উত্তর: (ক)

১৬. সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায় ততোই হ্রাস পায় কোনটি?

ক) বায়ুমন্ডলীয় ওজন

খ) বায়ুস্তম্ভের ঘনত্ব

গ) বায়ুমন্ডলীয় চাপ

ঘ) সবকয়টি

সঠিক উত্তর: (গ)

১৭. প্লাজমার বৃহৎ উৎস কোনটি?

ক) সূর্য

খ) চন্দ্র

গ) পারমাণবিক চুল্লী

ঘ) পৃথিবীর বায়ুমণ্ডল

সঠিক উত্তর: (ক)

১৮. বায়ুর ঘনত্ব কত (kgm-3)?

ক) 2.50

খ) 1.29

গ) 300

ঘ) 500

সঠিক উত্তর: (খ)

১৯. বলের একককে ক্ষেত্রফলের একক দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়?

ক) ঘনত্বের একক

খ) চাপের একক

গ) শক্তির একক

ঘ) কাজের একক

সঠিক উত্তর: (খ)

২০. প্লাজমার উৎসা হলো- i. সূর্য ii. গ্রহ iii. নক্ষত্র নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২১. নিচের কোনটি দিয়ে সঞ্চয়ী কোষে এসিডের ঘনত্ব পরিমাণ করা হয়?

ক) হাইড্রোমিটার

খ) হাইড্রোলিক প্রেস

গ) ব্যারোমিটার

ঘ) ভোল্টমিটার

সঠিক উত্তর: (ক)

২২. প্লাজমার উৎস কোনটি?

ক) গ্রহ

খ) উপগ্রহ

গ) ধূমকেতু

ঘ) নক্ষত্র

সঠিক উত্তর: (ঘ)

২৩. মাপচোঙ দিয়ে কী পরিমাপ করা হয়?

ক) ভর

খ) ক্ষেত্রফল

গ) আয়তন

ঘ) ঘনত্ব

সঠিক উত্তর: (গ)

২৪. কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটাতে চেষ্টা করলে-

  1. ঐ বস্তুর অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক বল প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে
  2. এর আকার ও আকৃতির পরিবর্তনের বাঁধা সৃষ্টি হয়

iii. এর আকার ও আকৃতির দ্রুত পরিবর্তন হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২৫. শিল্প-কারখানায় ধাতব পদার্থ কাটতে কি ব্যবহার করা হয়?

ক) করাত

খ) ছুরি

গ) গ্যাস

ঘ) প্লাজমা

সঠিক উত্তর: (ঘ)

২৬. “বস্তু কর্তৃক হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান”-এটি কার নীতি?

ক) গ্যালিলিও

খ) প্যাসকেল

গ) আর্কিমিডিস

ঘ) আইনস্টাইন

সঠিক উত্তর: (ক)

২৭. ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া কেমন হবে?

ক) ঝড়

খ) বৃষ্টিপাত

গ) জলোচ্ছ্বাস

ঘ) শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া

সঠিক উত্তর: (ঘ)

২৮. ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে নিচের কোনটি বাড়তে থাকে?

ক) তাপমাত্রা

খ) তাপ

গ) জলীয় বায়ু

ঘ) পানি

সঠিক উত্তর: (গ)

২৯. সঞ্চায়ক কোষে ব্যবহৃত হয়-

  1. নাইট্রিক এসিড
  2. সালফিউরিক এসিড

iii. হাইড্রোক্লোরিক এসিড

নিচের কোনটি সঠিক?

ক) ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩০. পদার্থের আণবিক গতিতত্ত্ব অনুযায়ী-

  1. অণুগুলো সর্বদা গতিশীল
  2. কঠিন পদার্থের অণুগুলো খুব দূরে দূরে থাকে

iii. বায়বীয় পদার্থের অণুগুলো বেশ দূরে দূরে থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৩১. ঘনত্বের মাত্রা কোনটি?

ক) ML-3

খ) LT-2

গ) ML3

ঘ) ML-2

সঠিক উত্তর: (ক)

৩২. প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

ক) F2/F1=A1/A2

খ) F2/F1=A2/A1

গ) F1F2=A1A2

ঘ) F1/F2=A2/A1

সঠিক উত্তর: (খ)

৩৩. কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে কী বলে?

ক) ভর

খ) ওজন

গ) আয়তন

ঘ) ক্ষেত্রফল

সঠিক উত্তর: (গ)

৩৪. কখন বস্তু পানিতে সম্পূর্ণ ডুবে যাবে?

ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হলে

খ) বস্তুর ওজন বস্তুর সমায়তনের পানির ওজনের চেয়ে কম হলে

গ) বস্তুর ওজন বস্তুর সমায়তনের পানির ওজনের চেয়ে বেশি হলে

ঘ) বস্তু পানিতে অদ্রবণীয় হলে

সঠিক উত্তর: (গ)

৩৫. একটি আয়তাকার ব্লককে 1000kgm-3 ঘনত্বের পানির মধ্যে ডুবনো হলে, পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা হয় 5cm। ব্লকের উপরিতলে পানির চাপ কত?

ক) 490Nm-2               খ) 490Nm-1

গ) 409Nm-2

ঘ) 409Nm-1

সঠিক উত্তর: (ক)

৩৬. সঞ্চয়ী কোষে কোন এসিড ব্যবহার করা হয়?

ক) হাইড্রোক্লোরিক এসিড

খ) নাইট্রিক এসিড

গ) কার্বনিক এসিড

ঘ) সালফিউরিক এসিড

সঠিক উত্তর: (ঘ)

৩৭. প্রতি 1m2 ক্ষেত্রফলের উপর 1N বল লম্বভাবে ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?

ক) 1W

খ) 1Pa

গ) 1Cd

ঘ) 1J

সঠিক উত্তর: (খ)

৩৮. স্থিতিস্থাপক বস্তুর-

  1. উপর বল প্রয়োগ করলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে না
  2. উপরকার বল অপসারণ করা হলে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে যায়

iii. উপর প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বৃদ্ধি করা হলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তনও বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩৯. স্থির তরলের গভীরতা বৃদ্ধি পেলে-

  1. তরলের উপর প্রযুক্ত চাপ বৃদ্ধি পায়
  2. কোনো বস্তুর প্লবতা অপরিবর্তিত থাকে

iii. তরলের ঘনত্ব হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪০. 100 N বল 1m2 ক্ষেত্রের উপর ক্রিয়া করলে, চাপ কত?

ক) 100Pa

খ) 10Pa

গ) 1000Pa

ঘ) 200Pa

সঠিক উত্তর: (ক)

৪১. প্লাজমার বড় উৎস কোনটি?

ক) চন্দ্র

খ) সূর্য

গ) সমুদ্র

ঘ) পাহাড়

সঠিক উত্তর: (খ)

৪২. তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় কেন?

ক) নিম্নমুখী বলের জন্য

খ) ঊর্ধ্বমুখী বলের জন্য

গ) পৃষ্ঠটানের জন্য

ঘ) বায়ুরচাপের জন্য

সঠিক উত্তর: (খ)

৪৩. সমআয়তনের মধু ভর্তি জগ এবং পানি ভর্তি জগের মধ্যে কোনটি বেশি ভারী মনে হবে?

ক) মধু

খ) পানি

গ) সমান ভারী হবে

ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর: (ক)

৪৪. সোনার তৈরি একটি মুকুটের বাতাসে ওজন 41.94N, পানিতে ওজন 39.20N, মুকুটের উপাদানের ঘনত্ব কত?

ক) প্রায় 11234kgm-3

খ) প্রায় 15284kgm-3

গ) প্রায় 16307kgm-3

ঘ) প্রায় 17235kgm-3

সঠিক উত্তর: (খ)

৪৫. প্লবতা কোনদিকে ক্রিয়া করে?

ক) পার্শ্বের দিকে

খ) নিচের দিকে

গ) উপরের দিকে

ঘ) কেন্দ্রের দিকে

সঠিক উত্তর: (গ)

৪৬. এক লিটার পানিকে বরফে পরিণত করলে এর আয়তন কত?

ক) 0 লিটার

খ) 1/12 লিটার

গ) 11/12 লিটার

ঘ) 12/11 লিটার

সঠিক উত্তর: (ঘ)

৪৭. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলীয় চাপের কীরূপ পরবর্তন হয়?

ক) বৃদ্ধি পায়

খ) হ্রাস পায়

গ) অপরিবর্তিত থাকে

ঘ) হ্রাস বা বৃদ্ধি উভয়ই ঘটে

সঠিক উত্তর: (খ)

৪৮. বায়ুমণ্ডলের-

  1. ওজন আছে
  2. চাপ আছে

iii. চাপ পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে 105N প্রায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪৯. কোন বস্তুর ঘনত্ব কোনটির উপর নির্ভর করে?

  1. বস্তুর উপাদান
  2. বস্তুর তাপমাত্রা

iii. বস্তুর দৈর্ঘ্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৫০. একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টনের ব্যাস ছোট পিস্টনের ব্যাসের দ্বিগুণ। ছোট পিস্টনের উপর 100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল ক্রিয়া করবে?

ক) 200N

খ) 300N

গ) 400N

ঘ) 500N

সঠিক উত্তর: (গ)

 

নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের

জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

প্রশ্নঃ- বিকৃতি কোন ধরনের রাশি?

উত্তর : বিকৃতি একটি স্কেলার রাশি।

প্রশ্নঃ- বল বৃদ্ধিকরণ নীতির মূল ভিত্তি কি?

উত্তর : বল বৃদ্ধিকরণ নীতির মূল ভিত্তি হচ্ছে প্যাসকেলের সূত্র।

প্রশ্নঃ- পানির (4°C এ) ঘনত্ব কত?

উত্তর : পানির (4°C এ) ঘনত্ব 1000 kgm-3

প্রশ্নঃ- বরফ এর ঘনত্ব কত?

উত্তর : বরফ এর ঘনত্ব 920 kgm-3

প্রশ্নঃ- গ্লিসারিন এর ঘনত্ব কত?

উত্তর : গ্লিসারিন এর ঘনত্ব 1260 kgm-3

প্রশ্নঃ- বায়ুর ঘনত্ব কত?

উত্তর : বায়ুর ঘনত্ব 1.29 kgm-3

প্রশ্নঃ- ঘনত্ব কোনটির উপর নির্ভশীল?

উত্তর : বস্তুর ও তাপমাত্রা।

প্রশ্নঃ- সোনার ঘনত্ব কত?

উত্তর : 19300 kgm-3।

প্রশ্নঃ- কোনটির ঘনত্ব সবচেয়ে কম?

উত্তর : বায়ু।

প্রশ্নঃ- কর্কের ঘনত্ব কত?

উত্তর : 1.29 kgm-3।

প্রশ্নঃ- গ্লিসারিনের ঘনত্ব কত?

উত্তর : 1260 kgm-3।

প্রশ্নঃ- বেলুনের মধ্যে কোন গ্যাস থাকে?

উত্তর : হাইড্রোজেন।

প্রশ্নঃ- কোনটির ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি কম?

উত্তর : হাইড্রোজেন।

প্রশ্নঃ- সঞ্চায়ী কোষে ব্যবহৃত সালফিউরিক এসিডের ঘনত্ব কত?

উত্তর : 1.5×10³ থেকে 1.3›10¯³

প্রশ্নঃ- কোন যন্ত্র দিয়ে ঘনত্ব মাপা হয়?

উত্তর : হাইড্রোমিটার।

প্রশ্নঃ- পচা ডিম পানিতে ভাসার কারণ কী?

উত্তর : পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে।

প্রশ্নঃ- কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে?

উত্তর : চাপ।

প্রশ্নঃ- এক প্যাসকেল = কত?

উত্তর : 1Nm¯²

প্রশ্নঃ- চাপের মাত্রা সমীকরণ কী?

উত্তর : ML¯¹T¯²

প্রশ্নঃ- বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে কীসের একক পাওয়া যায়?

উত্তর : চাপ।

প্রশ্নঃ- চাপের একক কি?

উত্তর : Nm¯²।

প্রশ্নঃ- 1N বল 1m² ক্ষেত্রের ওপর ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে?

উত্তর : 1Nm¯²।

প্রশ্নঃ- 10N বল 2m² ক্ষেত্রে প্রযুক্ত হলে চাপ কত হবে?

উত্তর : 5PA।

প্রশ্নঃ- ধাক্কা ও চাপের সমীকরণ কী?

উত্তর : F = P x A।

প্রশ্নঃ- সমান আয়তনের এক টুকরা লোহা এবং এক টুকরা কর্ক পানিতে ছেড়ে দিলে কোনটি ভেসে থাকবে?

উত্তর : কর্ক।

প্রশ্নঃ- টরিসেলির পরিক্ষায় ব্যবহৃত কাচের নলটি কিরূপ থাকে?

উত্তর : পুরু ও এক মূখ খোলা।

প্রশ্নঃ- কোন নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট তরলের ক্ষেত্রে সম্পর্কটি কি হবে?

উত্তর : P ∞ h।

প্রশ্নঃ- টারসেলির শূন্যস্থানে কী থাকে?

উত্তর : সামান্য পারদ বাষ্প।

প্রশ্নঃ- প্লাজমা টর্চ দ্বারা কী করা হয়?

উত্তর : ধাতব পদার্থ কাটা।

প্রশ্নঃ- স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কী?

উত্তর : Nm¯²।

প্রশ্নঃ- কার সূত্রকে বলবৃদ্ধিকরণ নীতি বলা হয়?

উত্তর : প্যাসকেলের।

প্রশ্নঃ- কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

উত্তর : 277 K।

প্রশ্নঃ- কিসের ঘনত্ব সবচেয়ে কম?

উত্তর : বরফ।

প্রশ্নঃ- স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর কিসের একক অভিন্ন?

উত্তর : চাপ।

প্রশ্নঃ- সোনার তৈরি একটি নিরেট সিলিন্ডারের আয়তন 20cm³। সিলিন্ডারটির ভর কত?

উত্তর : 386 g।

প্রশ্নঃ- তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক কী?

উত্তর : তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে।

প্রশ্নঃ- মৃত সাগর (Dead Sea) কোথায় অবস্থিত?

উত্তর : মৃত সাগর (Dead Sea) জর্ডানে অবস্থিত।

প্রশ্নঃ- ব্যারোমিটার কি?

উত্তর : ব্যারোমিটার হলো বায়ুর চাপ পরিমাপক যন্ত্র।

প্রশ্নঃ- চাপ কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে।

প্রশ্নঃ- স্থিতিস্থাপকতা কাকে বলে?

উত্তর : বল প্রয়োগে যদি কোন বস্তুর আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তন ঘটে, তাহলে বস্তুর যে ধর্মের জন্য প্রযুক্ত বল সরিয়ে নেওয়ার পর বস্তুটি তার আগের অবস্থা ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে।

প্রশ্নঃ- পীড়ন কী?

উত্তর : বস্তুর একক ক্ষেত্রফলের উদ্ভূত বাধাদানকারী বলের মানকে পীড়ন বলে।

প্রশ্নঃ- ঘনত্ব কাকে বলে?

উত্তর : বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।

প্রশ্নঃ- প্লবতা কী?

উত্তর : কোন কঠিন বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে কোন স্থির, তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে বল অনুভব করে তাকে প্লবতা বলে।

প্রশ্নঃ- বায়ুমণ্ডলীয় চাপ কী?

উত্তর : বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্টে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ঐ স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে।

প্রশ্নঃ- হুকের সূত্রটি লিখ।

উত্তর : স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক।

প্রশ্নঃ- টরিসেলির শূন্যস্থান কি?

উত্তরঃ পারদ থার্মোমিটারের কাঁচনলে যে পারদ স্তম্ভ দাঁড়িয়ে থাকে তার উপর নলের বদ্ধ প্রান্ত পর্যন্ত স্থান শূন্য থাকে। এই শূন্যস্থান হলো টরিসেলির শূন্যস্থান।

প্রশ্নঃ- বল, চাপ ও ক্ষেত্রফলের সম্পর্ক কী?

উত্তর : কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। ধরা যাক, A ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল F। তাহলে, p = F/A অর্থাৎ, চাপ = বল/ক্ষেত্রফল।

লক্ষণীয় যে, ক্ষেত্রফল A যত কম হয়, চাপ p তত বেশি হয় এবং F যত বেশি হয়, চাপ p তত বেশি হয়।

প্রশ্নঃ- প্যাসকেলের সূত্রটি লিখ।

উত্তর : আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বল প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটিই প্যাসকেলের সূত্র।

প্রশ্নঃ- আপেক্ষিক গুরুত্ব কাকে বলে?

উত্তর : কোন বস্তুর ওজন ও 4°C তাপমাত্রায় সমআয়তন পানির ওজনের অনুপাতকে বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। একে ‘S’ দ্বারা সূচিত করা হয়। আপেক্ষিক গুরুত্ব একটি অদিক রাশি এবং একই রাশির অনুপাত বলে এর কোন একক নেই।

প্রশ্নঃ- আর্কিমিডিসের নীতি কি?

উত্তর : আর্কিমিডিসের নীতি হচ্ছে- “কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।”

প্রশ্নঃ- গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য লিখ।

উত্তর : গ্যাসের গতিতত্ত্বের দুটি স্বীকার্য নিম্নরূপ :

১. পদার্থের অণুগুলো সর্বদা গতিশীল।

২. যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে পদার্থের অণু বলে।

প্রশ্নঃ- চাপের একক কী?

উত্তর : চাপের একক প্যাসকেল।

প্রশ্নঃ- একই আয়তনের পানি ও মধু কোনটি ভারি হবে এবং কেন ব্যাখ্যা কর।

উত্তর : একই আয়তনের পানি ও মধুর মধ্যে মধু ভারি হবে, কারণ মধুর ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি।

প্রশ্নঃ- 5 Pa চাপ বলতে কী বুঝ?

উত্তর : 1m2 ক্ষেত্রফলের উপর 5N বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে 5 Pa (প্যাসকেল) বলে।

প্রশ্নঃ- তামার আয়তন প্রসারণ সহগ 50.1×10-6K-1 বলতে কি বুঝায়?

উত্তর : তামার আয়তন প্রসারণ সহগ 50.1×10-6K-1 বলতে বুঝায়, 1 m3 আয়তনের তামার কোন বস্তুর তাপমাত্রা 1 K বৃদ্ধি করলে উহার আয়তন 50.1×10-6 m3 বৃদ্ধি পায়।

প্রশ্নঃ- ভালো ডিম পানিতে ডুবে যায়, কিন্তু পঁচা ডিম পানিতে ভাসে কেন?

উত্তর : ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পঁচা ডিম পানিতে ভাসে। কারণ পচা ডিমের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম বলে তা পানিতে ভাসে।

প্রশ্নঃ- মৃত সাগরে মানুষ ডুবে যায় না কেন?

উত্তর : মৃত সাগরের পানির ঘনত্ব বেশি থাকার কারনে মানুষ ডুবে যায় না।

প্রশ্নঃ- দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার উল্লেখ কর।

উত্তর : দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার : ১. বেলুন উড়ানোর কাজে; ২. ডিমের শুদ্ধতা পরীক্ষার কাজে।

প্রশ্নঃ- স্থিতিস্থাপকতা কী?

উত্তর : বাইরে থেকে বল প্রয়োগে কোনো বস্তুর আকার বা আয়তনের পরিবর্তনের সময় বস্ত্র যে ধর্মের জন্য ঐ পরিবর্তনে বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারণ করলে বিকৃত বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে বা আসতে চায় তাকে স্থিতিস্থাপকতা বলে।

প্রশ্নঃ- তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতার মান কত?

উত্তর : তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের সমান।

প্রশ্নঃ- ইস্পাতের ইয়ং-এর গুণাঙ্ক 2 × 1010 Nm-2 বলতে কী বোঝায়?

উত্তর : ইস্পাতের ইয়ং-এর গুণাঙ্ক 2 × 1010 Nm-2 বলতে বোঝায় যে, 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ইস্পাতের তারের দৈর্ঘ্য বরাবর স্থিতিস্থাপক সীমার মধ্যে 2 × 1010 N বল প্রয়োগ করা হলে তারটির দৈর্ঘ্য বিকৃতি একক পরিমাণ হবে।

প্রশ্নঃ- বিকৃতির সংজ্ঞা দাও।

উত্তর : বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে।

প্রশ্নঃ- বস্তুর আপেক্ষিক গুরুত্বের সাথে ঘনত্বের সম্পর্ক কি?

উত্তর : কোন বস্তুর ঘনত্ব = বস্তুর আপেক্ষিক গুরুত্ব × 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download