ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২

0
285

Dhaka Electric Supply Company Ltd. (DESCO) Deputy

Assistant Engineer Question Solution-2022

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (কারিগরি)

পরীক্ষার তারিখঃ- ১৬ সেপ্টেম্বর ২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১। সন্ধি বিচ্ছেদ করুন: জনৈক উত্তরঃ জন + এক

২। বিপরীত শব্দ লিখুন: পুরস্কার উত্তরঃ তিরস্কার

৩। বানান শুদ্ধ করুন: মনযোগ উত্তরঃ মনোযোগ

৪। এক কথায় প্রকাশ করুন: যিনি বকুতা পানে পটু উত্তরঃ বাগ্মী

৫। বাগধারাটির অর্থ লিখুন: তাসের ঘর উত্তরঃ ক্ষণস্থায়ী

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

৬। Fill in the blanks with the appropriate option as directed:

  1. a) My neighbor is………….. Engineer. (Appropriate article) উত্তরঃ An
  2. b) I was born …………… September 9th (Appropriate preposition) উত্তরঃ On
  3. c) Where ……….. he live? (Right form of the verb) উত্তরঃ Does

৭। Correct the following sentences:

  1. a) Why you went there? উত্তরঃ Why did you go there?
  2. b) We haven’t seen you for 2010. উত্তরঃ We haven’t seen you since 2010.

পাওয়ার সেক্টর প্রশ্ন সমাধানঃ-

৮। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় এবং কোন নদীর তীরে অবস্থিত? উত্তরঃ বাগেরহাট জেলায়, পশুর নদীর তীরে

৯। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী এবং আমাদের দেশের বাসাবাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত? উত্তরঃ কিলোওয়াট-ঘণ্টা এবং বিদ্যুতের ফ্রিকুয়েন্সি ৫০ হার্জ

১০। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এবং কী পাওয়ার সাইকেল ব্যবহার করা হয়? উত্তরঃ টুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ধানখালীতে অবস্থিত। কয়লা (তাপ) পাওয়ার সাইকেল ব্যবহার করা হয়

১১। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে কী ধরনের টারবাইন ব্যবহার করা হয় ও তার নাম লিখুন। উত্তরঃ কাপলান টারবাইন

১২। বাংলাদেশে লোডশেডিং এর মূল দুইটি কারণ লিখুন। উত্তরঃ বিদ্যুৎ এর যা চাহিদা তার তুলনায় যদি উৎপাদন কম এবং টেকনিক্যাল বিভিন্ন ফল্টের কারণে অনেক সময় লোডশেডিং হয়।

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১৩। “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি কে রচনা করেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৪। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কোন মোঘল সম্রাট চালু করেন? উত্তরঃ সম্রাট আকবর

১৫। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন “বীরশ্রেষ্ঠ” উপাধি লাভ করেন? উত্তরঃ ৭ জন

১৬। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? উত্তরঃ লুই আই কান

১৭। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? উত্তরঃ ভোলা

১৮। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তরঃ প্রাকৃতিক গ্যাস

১৯। কত বছর পরপর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তরঃ ৫ বছর পর পর

২০। “অপারেশন সার্চ লাইট” কত সালে সংঘটিত হয়? উত্তরঃ ১৯৭১ সালের ২৫ শে মার্চ

২১। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোন তারিখে? উত্তরঃ ১৯৭২ সালের ১০ জানুয়ারি

২২। বাংলাদেশের “ডেল্টা প্লান” কত সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে?  উত্তরঃ ১ম ধাপ ২০৩১ সালের মধ্যে ২০৩১ থেকে ২০৫০ সাল নাগাদ পরিকল্পনার দ্বিতীয় ধাপ, এবং এরপর তৃতীয় ধাপ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২১০০ সাল।

২৩। জাতীয় শিশু দিবস কত তারিখে পালন করা হয়? উত্তরঃ ১৭ মার্চ

২৪। “মুজিবনগর” কোন জেলায় অবস্থিত? উত্তরঃ মেহেরপুর জেলায়

২৫। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? উত্তরঃ নাফ নদী

২৬। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরঃ চাকমা

২৭। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি? উত্তরঃ ১০ টি

২৮। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? উত্তরঃ সুন্দরবন

২৯। বাংলাদেশের মান সময় গ্রীনিচ মান সময় অপেক্ষা কত ঘণ্টা অগ্রবর্তী? উত্তরঃ ৬ ঘণ্টা

৩০। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? উত্তরঃ ৪১ টি [পিলার ৪২টি]

৩১। ফুটবল বিশ্বকাপ-২০২২ এ কতটি দেশ অংশগ্রহণ করবে? উত্তরঃ ৩২টি দেশ

৩২। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তরঃ নাটোর জেলা

৩৩। ৯ জন ছাত্রের গড় বয়স ৯ বছর। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স ১০ হলে, নতুন ছাত্রের বয়স কত নির্ণয় করুন। উত্তরঃ ১৯ বছর

৩৪। একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৬ কি. মি. যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় গতিবেগ নির্ণয় করুন। উত্তরঃ ২ কি.মি./ঘণ্টা

৩৫। একটি গরু ৩০০০০ টাকায় বিক্রি করায় ২০% ক্ষতি হয়। গরুটির ক্রয় মূল্য নির্ণয় করুন। উত্তরঃ ৩৭৫০০ টাকা

৩৬। এক ব্যক্তির মোট আয় ৯০০০০ টাকা। তিনি তার আয়ের ৪/৫ অংশ ব্যয় করেন। তার কাছে কত টাকা জমা থাকে?  উত্তরঃ  ১৮০০০ টাকা

৩৭। সমাধান করুন: 12x² × 2 – 6 = 0 উত্তরঃ x=3/4 or -2/3

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download