নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৮ম অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

0
324

নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৮ম অধ্যায়ের

 বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

এস.এস.সি পদার্থ বিজ্ঞান অধ্যায় – ৮: আলোর প্রতিফলন

১. উত্তল দর্পণের কোন দিকের পৃষ্ঠে পারা লাগানো হয়?

ক) ভিতরের দিকে

খ) বাহিরের দিকে

গ) ক ও খ উভয়ই

ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: (ক)

২. উত্তল দর্পণ আলোক রশ্মিকে কী করে?

ক) অভিসারী করে

খ) বিস্তৃত করে

গ) অপসারী করে

ঘ) অবমিত করে

সঠিক উত্তর: (গ)

৩. কোনো লক্ষ্যের দৈর্ঘ্য l এবং বিম্বের দৈর্ঘ্য l′ হলে রৈখিক বিবর্ধন, m=?

ক) m=ll′

খ) m=l/l′

গ) m=l′/l

ঘ) m=l+l′

সঠিক উত্তর: (গ)

৪. বিম্বের আকার নির্ভর করে-

  1. দর্পণের উপর
  2. বস্তুর অবস্থানের উপর

iii. লেন্সের ধরনের উপর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৫. ভাল সমতল দর্পণের বৈশিষ্ট্য-

  1. দর্পণের পুরুত্ব কম এবং সুষম হতে হবে
  2. দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে

iii. দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৬. দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন?

ক) সমতল দর্পণ

খ) অপসারী দপর্ণ

গ) উত্তল দর্পণ

ঘ) অবতল দর্পণ

সঠিক উত্তর: (ঘ)

৭. দীপ্তিহীন বস্তু-

  1. অন্ধকারে বিড়ালের চোখ
  2. আলোকিত সিনেমার পর্দা

iii. টেবিল

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) iii

গ) ii

ঘ) i ও iii

সঠিক উত্তর: (খ)

৮. সমতল দর্পণে 10cm উচ্চতাবিশিষ্ট লক্ষ্যবস্তুর পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে কত হওয়া প্রয়োজন?

ক) 20cm

খ) 15cm

গ) 10cm

ঘ) 5cm

সঠিক উত্তর: (ঘ)

৯. উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব অবাস্তব এবং আকার লক্ষ্যবস্তুর-

ক) সমান

খ) বিবর্ধিত

গ) খর্বিত

ঘ) উপরের সব কয়টি

সঠিক উত্তর: (গ)

১০. দর্পণ হিসেবে কাজ করে-

  1. অমসৃণ বরফ
  2. পারা লাগানো কাচ

iii. পরিষ্কার পারদ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

১১. একটি কাচের ফাপা গোলকের খানিকটা অংশ কেটে নিয়ে যদি তার এক পৃষ্ঠে পারা লাগানো হয়, তবে তাতে কী তৈরি হয়?

ক) সমতল দর্পণ

খ) প্রতিবিম্ব

গ) থার্মোকাপল

ঘ) গোলীয় দর্পণ

সঠিক উত্তর: (ঘ)

১২. আলোক বাধাপ্রাপ্ত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা কোনটি?

ক) প্রতিসরণ

খ) প্রতিফলন

গ) অপবর্তন

ঘ) বিচ্ছুরণ

সঠিক উত্তর: (খ)

১৩. কোন বিন্দুতে বস্তু রাখলে রৈখিক বিবর্ধন 1 হবে?

ক) C

খ) F

গ) L

ঘ) 2F

সঠিক উত্তর: (ঘ)

১৪. সরল পেরিস্কোপ তৈরিতে কোন প্রকারের দর্পণ ব্যবহৃত হয়?

ক) উত্তল দর্পণ

খ) অবতল দর্পণ

গ) গোলীয় দর্পণ

ঘ) সমতল দর্পণ

সঠিক উত্তর: (ঘ)

১৫. সরল পেরিস্কোপে দর্পণকে কত ডিগ্রী কোণ করে রাখতে হয়?

ক) 900

খ) 450

গ) 300

ঘ) 600

সঠিক উত্তর: (খ)

১৬. জ্যামিতিক উপায়ে কোনো সরল বিস্তৃত বস্তুর বিশ্বের অবস্থান নির্ণয়ের জন্য বস্তুটির কী করতে হয়?

ক) সর্বোচ্চ বিন্দুর বিম্ব অঙ্কন করা হয়

খ) সর্বনিম্ন বিন্দুর বিম্ব অঙ্কন করা হয়

গ) সকল বিন্দুর বিম্ব অঙ্কন করা হয়

ঘ) সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুদ্বয়ের বিম্ব অঙ্কন করা হয়

সঠিক উত্তর: (ক)

১৭. নিচের তথ্যসমূহ লক্ষ্য কর:

  1. আলোর ব্যতিচার ও সমবর্তন ঘটে
  2. আলো সর্বদা তরঙ্গের ন্যায় আচরণ করে না

iii. সকল তলে আলোর সুষম প্রতিফলন ঘটে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৮. কাচের উপর প্রলেপ লাগানোকে বলে-

  1. পারা লাগানো
  2. সিলভারিং

iii. সেন্টারিং

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

১৯. একটি বস্তুর দৈর্ঘ্য 0.3m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধণ 0.2 হলে, বিম্বের দৈর্ঘ্য কত?

ক) 0.6m

খ) 0.06m

গ) 6m

ঘ) 60m

সঠিক উত্তর: (খ)

২০. বিপজ্জনক বাঁকে কত কোণে সমতল দর্পণ বসানো হয়?

ক) 500

খ) 450

গ) 300

ঘ) 150

সঠিক উত্তর: (খ)

২১. দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণকে দাঁতের বেশ নিকটে ধরা হলে দর্পণে দাঁতের একটি-

  1. অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়
  2. বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়

iii. অবাস্তব ও খর্বিত প্রতিবিম্ব গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

২২. কোন রঙের তল সব রঙের আলো প্রতিফলিত করে?

ক) সাদা

খ) লাল

গ) সবুজ

ঘ) হলুদ

সঠিক উত্তর: (ক)

২৩. সমতল দর্পণের রৈখিক বিবর্ধন কত?

ক) 0

খ) 1/2

গ) 1

ঘ) 2

সঠিক উত্তর: (গ)

২৪. বিবর্ধন m হলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হবে-

  1. m=-1
  2. m=1

iii. m>1

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৫. যে মসৃণ সমতল পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?

ক) বাস্তব প্রতিবিম্ব

খ) অবাস্তব প্রতিবিম্ব

গ) সমতল দর্পণ

ঘ) গোলীয় দর্পণ

সঠিক উত্তর: (গ)

২৬. জ্যামিতিক উপায়ে কোনো সরল বিস্তৃত বস্তুর বিম্বের অবস্থান নির্ণয়ের জন্য বস্তুটির কী করতে হয়?

ক) সর্বোচ্চ বিন্দুর বিম্ব অংকন করা হয়

খ) সর্বনিম্ন বিন্দুর বিম্ব অংকন করা হয়

গ) সকল বিন্দুর বিম্ব অংকন করা হয়

ঘ) সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুরদ্বয়ের বিম্ব অংকন করা হয়

সঠিক উত্তর: (ঘ)

২৭. লঞ্চের সার্চ লাইটে ব্যবহার করা হয়-

ক) সমতলোত্তল দর্পণ

খ) সমতল দর্পণ

গ) উত্তল দর্পণ

ঘ) অবতল দর্পণ

সঠিক উত্তর: (ঘ)

২৮. লক্ষ্যবস্তু অবতল দর্পণের মেরুতে থাকলে বিম্বের প্রকৃতি কীরূপ হবে?

ক) সদ ও সোজা

খ) অসদ ও সোজা

গ) সদ ও উল্টা

ঘ) অসদ ও উল্টা

সঠিক উত্তর: (খ)

২৯. উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সেমি. হলে ফোকাস দূরত্ব কত?

ক) 10cm

খ) 7cm

গ) 3.5cm

ঘ) 28cm

সঠিক উত্তর: (খ)

৩০. 6 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণে বস্তুর সমান আকারের বাস্তব ও উল্টো বিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে দর্পণের সম্মুখে কোথায় রাখতে হবে?

ক) 3 cm

খ) 6 cm

গ) 12 cm

ঘ) 18 cm

সঠিক উত্তর: (গ)

৩১. অবতল দর্পণে লক্ষ্যবস্তুর কোন অবস্থানের জন্য বিম্ব সদ ও উল্টা অথবা অসদ ও সোজা এবং অত্যন্ত বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে?

ক) লক্ষবস্তু অসীমে

খ) লক্ষবস্তু বক্রতার কেন্দ্রে

গ) লক্ষবস্তু প্রধান ফোকাসে

ঘ) লক্ষবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে

সঠিক উত্তর: (গ)

৩২. সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব-

  1. আকারে লক্ষ বস্তুর সমান
  2. পর্দায় গঠন করা যায়

iii. দর্পণ থেকে বসতুর দূরত্বের সমান দূরত্বে গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৩৩. নিচের কোনটিকে বিভিন্ন প্রয়োজনে নাক-কান-গলা বিভাগের চিকিৎসকরা ব্যবহার করে থাকেন?

ক) অবতল দর্পণ

খ) টেলিস্কোপ

গ) পেরিস্কোপ

ঘ) সমতল দর্পণ

সঠিক উত্তর: (ক)

৩৪. কোন দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হয়?

ক) উত্তল দর্পণ

খ) অবতল দর্পণ

গ) সমতল দর্পণ

ঘ) গোলীয় লেন্স

সঠিক উত্তর: (গ)

৩৫. পাহাড়ী রাস্তায় গাড়িচালনার জন্য অনেক সময় কত কোণে বাঁক নিতে হয়?

ক) 900

খ) 300

গ) 1800

ঘ) 2700

সঠিক উত্তর: (ক)

৩৬. অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য-

  1. অবাস্তব বিম্ব গঠন করে
  2. বাস্তব বিম্ব গঠন করে

iii. উভয় বিম্ব গঠন করে

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩৭. শূন্যস্থানে আলোর বেগ কত?

ক) 3.0×108ms-1

খ) 30×106ms-1

গ) 300000000kms-1

ঘ) 3×106ms-1

সঠিক উত্তর: (ক)

৩৮. অবতল দর্পণে লক্ষবস্তু প্রধান ফোকাস ও মেরুর মধ্যে থাকলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কী রকম হবে?

ক) দর্পণের পিছনে, অসদ, সোজা ও বিবর্ধিত

খ) অসীমে, অসদ, সোজা ও বিবর্ধিত

গ) বক্রতার কেন্দ্রে, সদ, উল্টা ও লক্ষ্যবস্তুর সমান

ঘ) বক্রতার কেন্দ্রে ও অসীমের মধ্যে, সদ, উল্টা ও বিবর্ধিত

সঠিক উত্তর: (ক)

৩৯. উত্তল দর্পণ ব্যবহৃত হয়- i. গাড়িতে ii. দন্ত পরীক্ষায় iii. শপিংমলে নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৪০. নিচের কোনটি ডুবোজাহাজের পেরিস্কোপে ব্যবহার করা হয়?

ক) অবতল দর্পণ

খ) সমতল দর্পণ

গ) উত্তল দর্পণ

ঘ) প্রিজম

সঠিক উত্তর: (ঘ)

৪১. সমতল দর্পণ ব্যবহৃত হয়-

  1. পেরিস্কোপ তৈরিতে
  2. টেলিস্কোপ তৈরিতে

iii. ওভারহেড প্রজেক্টর তৈরিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪২. উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব-

  1. এর আকার লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়
  2. দর্পণের পিছনে গঠিত হয়

iii. অবাস্তব ও সোজা হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৪৩. কোন স্টীমারের সার্চ লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?

ক) সমতল দর্পণ

খ) উত্তল দর্পণ

গ) অবতল দর্পণ

ঘ) গোলীয় দর্পণ

সঠিক উত্তর: (গ)

৪৪. বিম্বের আকার বস্তুর তুলনায় বড় হল বিবর্ধনের মান হবে?

ক) 1 এর সমান

খ) 1 এর চেয়ে বড়

গ) 1 এর চেয়ে ছোট

ঘ) 1 এর সাথে সম্পর্ক নেই

সঠিক উত্তর: (খ)

৪৫. একটি অবতল দর্পণের বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে একটি লক্ষ্যবস্তু অবস্থিত, রৈখিক বিবর্ধন হবে-

  1. 1 এর চেয়ে ছোট
  2. 1

iii. 1 এর চেয়ে বড়

নিচের কোনটি সঠিক?

ক) i

খ) ii

গ) iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

৪৬. প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে-

  1. বাস্তব প্রতিবিম্ব
  2. অবাস্তব প্রতিবিম্ব

iii. বাস্তব ও অবাস্তব লক্ষ্যবস্তু

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪৭. সরল পেরিস্কোপে কয়টি দর্পণ থাকে?

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

সঠিক উত্তর: (ক)

৪৮. চোখে প্রবিষ্ট আলো কোথায় প্রতিবিম্ব সৃষ্টি করে?

ক) অক্ষিগোলকে

খ) রেটিনায়

গ) কর্ণিয়ায়

ঘ) অ্যাকুয়াস হিউমারে

সঠিক উত্তর: (খ)

৪৯. কোন বস্তুর ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন বুঝা যায় না?

ক) ঘনবস্তু

খ) মানুষ

গ) প্রতিসম বস্তু

ঘ) অপ্রতিসম বস্তু

সঠিক উত্তর: (গ)

৫০. গোলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে কী বলে?

ক) মেরু

খ) বক্রতার কেন্দ্র

গ) প্রধান ফোকাস

ঘ) ফোকাস তল

সঠিক উত্তর: (খ)

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download