SSC ICT MCQ Questions and Answers-2019
PDF Download
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১। অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়?
উ: (খ) i ও iii
২। ট্রাবল শ্যূটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য?
উ: (ঘ) হার্ডওয়্যার
৩। ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত?
উ: (গ) শব্দ বা অডিও
৪। উদ্দীপকের কোন কোন ফিল্ডের ডেটা বর্ণানুক্রমিক পদ্ধতিতে বিন্যাস করা যায়?
উ: (ঘ) Name and Zilla
৫। উদ্দীপকের যশোর জেলার তথ্য দেখার জন্য কোন কমান্ডটি সঠিক?
উ: (ক) Selection —> equals “Jessore”
৬। কোনটির আবিষ্কারের ফলে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আন্ত:সংযোগ বিকশিত হতে শুরু করেছে?
উ: (ক) Arpanet
৭। বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে?
উ: (খ) ই পর্চা
৮। ‘তথ্য অধিকার আইন ২০০৯’ এর সপ্তম ধারায় কতটি বিষয়কে এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে?
উ: (ক) ২০
৯। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে-
উ: (ঘ) i, ii ও iii
১০। উদ্দীপকের আলোকে “?” সেলের ঠিকানা কী?
উ: (ঘ) C2
১১। উক্ত সেলের সঠিক সূত্র কোনটি?
উ: (ক) A2 * B2% + A2
১২। শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করার জন্য বিবনের কোন আইকন ব্যবহার করা হয়?
উ: (ঘ) Toggle filter
১৩। স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি?
উ: (গ) /
১৪। ইন্টার অ্যাকটিভ মাল্টিমিডিয়া কোনটি?
উ: (খ) ওয়েব পেইজ
১৫। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি?
উ: (গ) ক্লীপ আর্ট
১৬। পৃষ্ঠার নম্বর দেবার কভার কোনটি?
উ: (ক) Insert —> Header footer
১৭। এডাবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ কোনটি?
উ: (খ) ছবি সম্পাদনা
১৮। ইলাস্ট্রেরে অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড হলো?
উ: (ক) i ও ii
১৯। ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম কী?
উ: (গ) কালো তীব্র
২০। পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে?
উ: (খ) গ্রাফিক্স ডিজাইন
২১। ইলাস্ট্রেটরে টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায়?
উ: (খ) ৩
২২। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়-
উ: (খ) i ও iii
২৩। কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে?
উ: (ঘ) কপিরাইট আইন
২৪। কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কী করতে হবে?
উ: (ঘ) COMS ব্যাটারি পরিবর্তন
২৫। কম্পিউটারের সাথে সঙ্গতিপূর্ণ ক্যারিয়ারের নাম কী?
উ: (ঘ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ প্রশ্ন সমাধান ২০২৪
- ২০১৮-সালের এসএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বহুনির্বাচনি প্রশ্ন উত্তর