SSC Bangla 1st Paper Question Solution-2020
PDF Download
ময়মনসিংহ বোর্ড
সেট ” ক ”
০১| কপোল শব্দের অর্থ কী?
উত্তরঃ গাল
০২| হে মোর দুর্ভাগা দেশ! যাদের করেছো অপমান অপমানে…..এখানে কাছের কথা বলা হয়েছে?
উত্তরঃ শ্রমজীবী মানুষের কথা
০৩| আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়?
উত্তরঃ হাসপাতালের
০৪| মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় কেন?
উত্তরঃ মৃত্যুর ভয়ে
০৫| পিঁড়েয় বসে পেঁড়োর খবর—-এটা কী?
উত্তরঃ প্রবাদবাক্য
০৬| শীতকালটা আমি পানশিরেই কাটাবো—-কেন?
উত্তরঃ প্রাণ বাঁচানোর জন্য
০৭| সিনথিয়া বাগানে বেশ কটা হাই-ব্রীড টি রোজের গাছ আছে।সিনথিয়ার বাগানের সাথে মিল আছে কার বাগানের?
উত্তরঃ জাহানারা ইমামের
০৮| হরিহরের ঘরের দোর জানালার কপাট কিসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা ছিল?
উত্তরঃ নারকেলের দড়ি
০৯| ধরা ছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন কে?
উত্তরঃ মমতাদি
১০| ঝর্ণা কার অভিসারে ছুটে চলে?
উত্তর: (খ) সৌন্দর্য পিপাসুর
১১| নিমগাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সাথে চলে যায়—এখানে লোকটা কে?
উত্তরঃ কবি
১২| চলো আমরা এগিয়ে যাই, আমাদের সাথে যাবে,শহিদ মিনার, গণঅভ্যুথান……উদ্দীপকটিতে নিচের কোন কবিতার ভাব ফুটে উঠেছে? উত্তরঃ আমার পরিচয়
১৩| কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?….পঙক্তিদ্বয়ে ফুটে উঠেছে?
উত্তরঃ দেশপ্রেম,স্মৃতিকাতরতা
১৪| হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়—এখানে “ভণ্ড”বলা হয়েছে কাদের?
উত্তরঃ ধর্মের নামে স্বার্থান্বেষীদের
১৫| সংসারে সংসারী সাজ,করো নিত্য নিজ কাজ—কেন?
উত্তরঃ জগতের উন্নতির জন্য
১৬| বাহিরেতে নাচে জোনাকির আলোয় থমথম কালো রাত—কী অর্থ প্রকাশ করে?
উত্তরঃ ঘোর আন্ধার
১৭| ভারতে এক মহিলার মুরগির ঘরে সন্ধ্যায় চিতাবাঘ ঢুকে পড়েছে।….বাঘ মহিলাকে আঘাত করলে কুকুর রক্ষা করে…কুকুর নিয়তি গল্পের প্রতিনিধি?
উত্তরঃ বেঙ্গল টাইগারের
১৮| প্রতিবেশির আঁধার ঘরে জ্বালতে পারে আলো—কারা আলো জ্বালতে পারে?
উত্তরঃ দরিদ্র মানুষেরা
১৯| “ভিস্তি”শব্দের অর্থ কী?
উত্তরঃ চামড়ার থলে
২০| শালিক শুক বুলায় মুখ—কোথায়?
উত্তরঃ থল-ঝাঁঝির মখমলে
২১| উপন্যাসের প্রধান উপজীব্য হলো প্লট। ঐ প্লট বা আখ্যান ভাগ তৈরি হয়ে উঠে গল্প…..উপন্যাস মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠে?
উত্তরঃ সহজ-সরল প্রাঞ্জল/পাঠক নিজেকে খুঁজে পায়/সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে।
২২| স্বাধীনতা ভীষণ আনন্দের। স্বাধীনতা খুব দরকার। উদ্দীপকে “স্বাধীনতা” শব্দের অর্থ কী?
উত্তরঃমুক্তির স্বাদ পাওয়া
২৩| উদ্দীপকের সাথে কার অনুভূতির মিল আছে?
উত্তরঃ বুধার
২৪| আবার আসিবে ফিরে ধান সিঁড়িটির তীরে…..উদ্দীপকের সাথে নিচের কোন কবিতার মিল আছে?
উত্তরঃ সেই দিন এই মাঠ
২৫| ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়….. উদ্দীপকটির মিল পাওয়া যায় নিচের কোন পঙক্তির সাথে?
উত্তরঃ ঘরেতে অভাব;পৃথিবীটাকে তাই মনে হয় কালো ধোঁয়া
২৬| পলি ভাবির চোখের সামনে মুক্তিযুদ্ধের সময় নাপাক সেনারা…… উদ্দীপকে “কাকতাড়ুয়া”উপন্যাসে কোন চরিত্রের সাদৃশ্য আছে? উত্তরঃ বুধার
২৭| তুমি রাজনীতির কবি,তুমি বাংলার জন্য দিয়েছো সবই….কবিতায় কোন দিকটি নির্দেশ করে?
উত্তরঃ স্বাধীনতার ডাক/আত্মত্যাগের কথা/বাঙালি জাতিকে প্রেরণাদানের কথা
২৮| উত্তম কথা,কেন বলেছেন পীর সাহেব?—উক্তিটি কার?
উত্তরঃ হাশেমের
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও..
লিমা আট বছর বয়সে মাকে হারায়………….
২৯| উদ্দীপকে লিমার সাথে সাদৃশ্য রয়েছে কোন চরিত্রে?
উত্তরঃ তাহেরা
৩০| উদ্দীপকের চরিত্রটি….?
উত্তরঃ নারী আন্দোলনের প্রতীক/ নারী জাগরণের প্রতীক
চট্টগ্রাম বোর্ড
বাংলা প্রথম পত্র প্রশ্ন সমাধান
সেট-গ
পরীক্ষার তারিখ: ০৩/০২/২০২০
উত্তরসমূহ :
১। পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির ‘মেলে’।-এখানে ‘মেলে’ শব্দের অর্থ কী?
উত্তর: (গ) ডাকে
২। ‘বইপড়া’ প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফুর্তি লাভের উপায় কী?
উত্তর: (খ) মনকে সজাগ ও সরল রাখা
৩। সাহিত্যের কোন রূপের মূল লক্ষ্য গল্প বলা?
উত্তর: (গ) মহাকাব্য
৪। ‘বহিপীর’ নাটকের অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি?
উত্তর: (ঘ) তাহেরা
৫। ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে?
উত্তর: (ঘ) মায়ের
৬। দারোয়ানটা কাঙালির গায়ে হাত দিলনা কীসের ভয়ে?
উত্তর: (গ) অশৌচের
৭। ঝর্ণা কার অভিসারে ছুটে চলে?
উত্তর: (খ) সৌন্দর্য পিপাসুর
৮। উদ্দীপকের সাথে কোন কবিতার ভাবের মিল লক্ষ্য করা যায়?
উত্তর: (ঘ) আমি কোন আগন্তুক নই
৯। উক্ত ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
উত্তর: (গ) খোদার কসম আমি ভিনদেশি পথিক নই
১০। “আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহার নিত্যদিনকার আহার্য”-এ কথায় প্রকাশ পেয়েছে হযরতের-
উত্তর: (খ) সামান্যতাবোধ
১১। দাদুর কাছে গল্প শুনে ঐশী জানতে পারে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেন।
উদ্দীপকের দাদুর সঙ্গে কার তুলনা চলে?
উত্তর: (ঘ) নির্মলেন্দু গুণ
১২। কানাকুয়োর ডাক, বাদুর পাখার ঝাপটানি পল্লি মায়ের মনে কোন আশঙ্কা তৈরি করে?
উত্তর: (খ) ছেলেকে হারানোর
১৩। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তর: (খ) জলাঙ্গী
১৪। ‘জীবন সংগীত’ কবিতায় কবি কোন লক্ষ্যে কাজ করতে বলেছেন?
উত্তর: (গ) বৈরাগ্য থেকে মুক্তি
১৫। উদ্দীপকের ভাব নিচের কোন চরণের ভাবের সাদৃশ্যপূর্ণ?
উত্তর: (খ) তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে
১৬। এরূপ সাদৃশ্যের কারণ-
উত্তর: (ঘ) দেশ প্রেম, আত্মত্যাগ, প্রতিশোধ
১৭। মন মাঝি তোর বৈঠা নেরে- গানটি কোন ধরনের?
উত্তর: (ঘ) ভাটিয়ালী
১৮। ‘উড় খই গোবিন্দায় নম:’-‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের কার্যকলাপে উক্ত প্রবাদটি যথার্থ?
উত্তর: (গ) হকিকুল্লাহ
১৯। তাহা হইলে আজ তাঁহাকে কে মানিত? তাঁকে মানার কারণ কী?
উত্তর: (ক) আভিজাত্য গৌরব না থাকায়
২০। স্বাধীন বাংলা বেতারে কে খবর পড়েন?
উত্তর: (ক) হাসান ইমাম
২১। প্রত্নতাত্ত্ব ঐতিহ্যের প্রতীক কোনটি?
উত্তর: (খ) পাহাড়পুরের বৌদ্ধ বিহার
২২। পয়লা বৈশাখের ঐতিহ্য কীরূপ?
উত্তর: (খ) ধর্মনিরপেক্ষ
২৩। মেঘনা নদীর দক্ষ মাঝি কে?
উত্তর: (ঘ) মতলব মিয়া
২৪। মানুষ কীসের জন্য জীবন রাজি রাখে?
উত্তর: (খ) ধর্মের
২৫। ‘আম আঁটির ভেঁপু’ গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়?
উত্তর: (ক) সেজ ঠাক্রুণ
২৬। ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের দ্রোহী চরিত্র কোনটি?
উত্তর: (ঘ) সাহাবুদ্দিন
২৭। উদ্দীপকের কথক ‘তোমাকে পাওয়া জন্যে, হে স্বাধীনতা’ কবিতায় কার প্রতিনিধিত্ব করে?
উত্তর: (খ) মোল্লা বাড়ির বিধবা
২৮। উদ্দীপকে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, কবিতার যে বিষয়/ বিষয়গুলো প্রকাশ পেয়েছে-
উত্তর: (গ) স্বাধীনতার জন্য সাধারণ মানুষের আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের সংগ্রামী ভূমিকার প্রতি সহমর্মিতা
২৯। আব্দুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি?
উত্তর: (ক) পানশির
৩০। শিকারির জাল থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছিল না সিংহ। বাঘ, শেয়াল, হরিণ সবাই ভয়ে পালাল। অবশেষে এক নেংটি ইঁদুরের সাহায্যে প্রাণ বাঁচল সিংহের। নেংটি ইঁদুরের সাথে তুলনীয় চরিত্র কোনটি?
উত্তর: (গ) চামার-কুলপতি
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- এসএসসি বাংলা ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান সকল বোর্ড-২০২২
- ২০১৫-সালের এসএসসি পরীক্ষার বাংল ১ম পত্র সকল বোর্ডের বহুনির্বাচনি প্রশ্ন সমাধান
- এসএসসি বাংলা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্ন সমাধান-২০১৮