নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৪র্থ অধ্যায়ের বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

0
172

নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ৪র্থ অধ্যায়ের বহুনির্বাচনি

ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

এস.এস.সি পদার্থ বিজ্ঞান কাজ শক্তি ক্ষমতা ৪র্থ অধ্যায়

১. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস?

ক) বায়ুশক্তি

খ) সৌরশক্তি

গ) বায়োগ্যাস

ঘ) সবকয়টি

সঠিক উত্তর: (ঘ)

২. নিউক্লিয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অসুবিধা হচ্ছে –

  1. জ্বালানীর বর্জ্য অতিমাত্রায় তেজস্ক্রিয়
  2. চুল্লীতে উচ্চ তাপমাত্রা ও চাপ তৈরি হয়

iii. বিদ্যুৎ উৎপাদনে গ্রীন হাউজ গ্যাস বেশি উৎপন্ন হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩. একটি বস্তুকে সুতায় বেঁধে ঘুরালে কাজ হবে –

  1. ধনাত্মক
  2. অভিকর্ষ বলের দ্বারা

iii. শূন্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৪. পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে কি বলা হয়?

ক) তাপ বিদ্যুৎ

খ) গ্যাস বিদ্যুৎ

গ) স্থির বিদ্যুৎ

ঘ) জল বিদ্যুৎ

সঠিক উত্তর: (ঘ)

৫. কাজের পরিমাণ নির্ভর করে –

  1. প্রযুক্ত বলের উপর
  2. সরণের উপর

iii. দূরত্বের উপর

নিচের কোনটি সঠিক?

ক) i ও iii                      খ) ii ও iii

গ) i ও ii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৬. প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কী?

ক) পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড চাপ

খ) পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ

গ) পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড চাপ ও তাপ

ঘ) কোনটিই নয়

সঠিক উত্তর: (গ)

৭. কিসের মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পে শক্তি ও চৌম্বক শক্তির সমন্বয় ঘটানো হয়?

ক) চাকা

খ) রিং

গ) টার্বাইন

ঘ) ব্যাটারি

সঠিক উত্তর: (গ)

৮. কোন স্থির বস্তুতে বেগের সঞ্চার করা আর গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ হচ্ছে –

ক) দ্রুতি সৃষ্টি করা

খ) বেগ সৃষ্টি করা

গ) ত্বরণ সৃষ্টি করা

ঘ) স্পন্দন সৃষ্টি করা

সঠিক উত্তর: (গ)

৯. 1 Js-1 সমান কত?

ক) 1KJ

খ) 1W

গ) Wm-1

ঘ) JS-1

সঠিক উত্তর: (খ)

১০. কিসের সাহায্যে সূর্য রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায়?

ক) লেন্স

খ) দর্পণ

গ) উপরের দুটিই

ঘ) উপরের একটিও নয়

সঠিক উত্তর: (গ)

১১. শক্তির উৎসগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত কয়লা, যা –

  1. একটি জৈব পদার্থ
  2. পোড়ালে সরাসরি তাপ পাওয়া যায়

iii. তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                       খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১২. নিচের কোন রাশি দুটির একক অভিন্ন?

ক) তাপ, তাপমাত্রা

খ) কাজ, শক্তি

গ) কাজ, ক্ষমতা

ঘ) শক্তি, ক্ষমতা

সঠিক উত্তর: (খ)

১৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:

  1. বিভবশক্তি বস্তুর ভরের উপর নির্ভর করে
  2. গতিশক্তি বস্তুর বেগের উপর নির্ভর করে

iii. বিভবশক্তি বস্তুর উচ্চতার উপর নির্ভর করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

১৪. যেসকল জায়গায় ম্যাগমা উপরের দিকে উঠে ও নিচে নামে তাদেরকে বলা হয় –

ক) ম্যাগমা স্পট

খ) লঘু স্পট

গ) গুরু স্পট

ঘ) হট স্পট

সঠিক উত্তর: (ঘ)

১৫. বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ বেশি হলে –

ক) কাজ কম হবে

খ) কাজ বেশি হবে

গ) কাজের পরিমাণ স্থির থাকবে

ঘ) বস্তুর ভর বাড়বে

সঠিক উত্তর: (খ)

১৬. এসিড বৃষ্টিতে কেমন এসিড থাকে?

ক) শক্তিশালী এসিড

খ) খুব দুর্বল এসিড

গ) স্বাভাবিক এসিড

ঘ) খুব শক্তিশালী এসিড

সঠিক উত্তর: (খ)

১৭. পেট্রোলিয়াম থেকে নিচের কোনটি পাওয়া যায়?

ক) পাকা রাস্তায় দেওয়া পিচ

খ) কৃত্রিম বস্ত্র

গ) প্রসাধনী

ঘ) সবকয়টি

সঠিক উত্তর: (ঘ)

১৮. বিভব শক্তি বৃদ্ধি করতে হলে কীরূপ কাজ করতে হয়?

ক) বলের দিকে

খ) বলের বিপরীতে

গ) ধনাত্মক

ঘ) বলের লম্বদিকে

সঠিক উত্তর: (খ)

১৯. একটি সরল দোলকের ববের ভর 1.0 kg। একে সাম্যাবস্থান হতে 5m উঁচু কোনো বিন্দু হতে ছেড়ে দেওয়া হলে –

  1. ছাড়ার পূর্ব মুহূর্তে ববের বিভব শক্তি 9.8J
  2. সাম্যাবস্থান অতিক্রমের সময় ববের বেগ হবে 9.9 ms-1

iii. সাম্যাবস্থান অতিক্রমের সময় ববের গতিশক্তি সর্বোচ্চ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২০. ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিযার ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক) তড়িৎশক্তি

খ) রাসায়নিক শক্তি

গ) শব্দ শক্তি

ঘ) যান্ত্রিক শক্তি

সঠিক উত্তর: (খ)

২১. কীভাবে কাজের একক পাওয়া যায়?

ক) বলের একককে ত্বরণের একক দিয়ে গুণ করে

খ) বলের একককে সরণের একক দিয়ে ভাগ করে

গ) ক্ষমতার একককে সময়ের একক দিয়ে গুণ করে

ঘ) ক্ষমতার একককে সময়ের একক দিয়ে ভাগ করে

সঠিক উত্তর: (গ)

২২. আমরা যে সঙ্গীত শুনি তাতে কোন শক্তি থাকে?

ক) তাপ শক্তি

খ) আলো শক্তি

গ) শব্দ শক্তি

ঘ) বিদ্যুৎ শক্তি

সঠিক উত্তর: (গ)

২৩. কাজের একক কোনটি?

ক) জুল

খ) নিউটন

গ) কেলভিন

ঘ) ওয়াট

সঠিক উত্তর: (ক)

২৪. পেট্রো ও অলিয়াম শব্দ দুটি মিলে নিচের কোন শব্দটি হয়েছে?

ক) পেট্রোল

খ) পেট্রোনিয়া

গ) পেট্রোলিয়াম

ঘ) পেট্রোয়াম

সঠিক উত্তর: (গ)

২৫. কোনটি কাজের একক?

ক) জুল-মিটার

খ) নিউটন-(মিটার)২

গ) নিউটন-মিটার

ঘ) নিউটন/মিটার

সঠিক উত্তর: (গ)

২৬. এ বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল আজও মহাবিশ্বে সে পরিমাণ শক্তি আছে। এটাই শক্তির –

  1. অবিনশ্বরতা
  2. নিত্যতা

iii. সংরক্ষণশীলতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

২৭. পেট্রোলিয়াম কোন ভাষার শব্দ –

ক) ইংরেজী

খ) জাপানি

গ) ল্যাটিন

ঘ) বাংলা

সঠিক উত্তর: (গ)

২৮. সূর্য রশ্মিকে অভিসারী করে আগুন জ্বালানো যায় –

  1. পানির সাহায্যে
  2. লেন্সের সাহায্যে

iii. দর্পণের সাহায্যে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৯. বাতি জ্বলতে থাকলে শক্তির রূপান্তর কীরূপ হয়?

ক) বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে

খ) তাপ শক্তি আলোক শক্তিতে

গ) বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে

ঘ) বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে

সঠিক উত্তর: (গ)

৩০. একটি স্প্রিংকে তার দৈর্ঘ্য বরাবর সংকুচিত করে ছেড়ে দিলে এটি সংকোচন-প্রসারণের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর আন্দোলিত হওয়ার সময় স্প্রিংটির –

  1. বিভবশক্তি থাকবে
  2. গতিশক্তি থাকবে

iii. যান্ত্রিক শক্তি থাকবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩১. বাষ্পীয় ইঞ্জিন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক) যান্ত্রিক শক্তি তাপশক্তিতে

খ) তাপশক্তি আলোক শক্তিতে

গ) তাপশক্তি যান্ত্রিক শক্তিতে

ঘ) আলোক শক্তি শব্দ শক্তিতে

সঠিক উত্তর: (গ)

৩২. শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায় –

  1. শক্তির সৃষ্টি বা নিবাশ নেই। মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়
  2. অনাবয়নযোগ্য শক্তি দ্রুত নি:শেষ হয়ে যাবে, তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে

iii. শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও ii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩৩. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পড়ন্ত বস্তুর –

  1. গতিশক্তি বৃদ্ধি পায়
  2. বিভবশক্তি বৃদ্ধি পায়

iii. বিভবশক্তি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৩৪. E=mc2 সূত্রটিতে –

  1. E রূপান্তরিত শক্তি
  2. m শক্তিতে রূপান্তরিত ভর

iii. c আলোর বেগ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

৩৫. জোয়ার-ভাটার শক্তির সাহায্যে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে সফল কোন দেশ?

ক) ইংল্যান্ড

খ) যুক্তরাষ্ট্র

গ) ফ্রান্স

ঘ) রাশিয়া

সঠিক উত্তর: (গ)

৩৬. কর্মদক্ষতার প্রতীক কোনটি?

ক) η

খ) β

গ) γ

ঘ) α

সঠিক উত্তর: (ক)

৩৭. কয়লা কি ধরনের পদার্থ?

ক) অজৈব পদার্থ

খ) জৈব পদার্থ

গ) অজৈব ও জৈব উভয়ই

ঘ) উপরের একটিও না

সঠিক উত্তর: (খ)

৩৮. কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে বোঝায় –

ক) যন্ত্রে সর্বদা 90 J শক্তি দিতে হবে

খ) যন্ত্রে সর্বদা 100 J শক্তি দিতে হবে

গ) যন্ত্রে সর্বদা 90 J শক্তি দিলে তা লভ্য কার্যকর শক্তি 100 J

ঘ) যন্ত্রে 100 J শক্তি দিলে লভ্য শক্তি 90 J

সঠিক উত্তর: (ঘ)

৩৯. নিউক্লিয় সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয়?

ক) শব্দ শক্তিতে

খ) তাপশক্তিতে

গ) যান্ত্রিক শক্তি

ঘ) আলোক শক্তিতে

সঠিক উত্তর: (গ)

৪০. একটি বস্তুর ভর 6 kg। একে ভূ-পৃষ্ঠ থেকে 20 m উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে –

ক) 1179 J

খ) 1176 J

গ) 1167 J

ঘ) 1117 J

সঠিক উত্তর: (খ)

৪১. 70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1260 J হলে তার বেগ কত হবে?

ক) -18 ms-1

খ) 18 ms-1

গ) 6 ms-1

ঘ) -6 ms-1

সঠিক উত্তর: (গ)

৪২. 1260 J গতিশক্তিবিশিষ্ট কোনো দৌড়বিদের বেগ 6 ms-1 হলে তার ভর কত?

ক) 50 kg

খ) 60 kg

গ) 70 kg

ঘ) 120 kg

সঠিক উত্তর: (গ)

৪৩. বলের দ্বারা কাজের উদাহরণ হচ্ছে –

  1. গাছ থেকে ফল মাটিতে পড়া
  2. ছাদ থেকে এক ঢিল নিচে পড়া

iii. রকেটের উৎক্ষেপণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) ii ও iii

গ) i ও iii

ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৪৪. মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে –

ক) অজৈব যৌগ

খ) বায়োমাস

গ) বায়োগ্যাস

ঘ) মিথেন

সঠিক উত্তর: (খ)

৪৫. নিচের কোন ক্ষেত্রে কাজ হচ্ছে না –

ক) শিক্ষক ক্লাসে হেঁটে হেঁটে পড়াচ্ছেন

খ) শিলা চারটি বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে

গ) শিলা একটি ভারী ব্যাগকে সিঁড়ি দিয়ে উপরে উঠাচ্ছে

ঘ) রিয়াজ একটি ক্রিকেট বল ছুঁড়ছে

সঠিক উত্তর: (খ)

৪৬. এক সেকেন্ডে এক জুল কাজ হলে তা কিসের সমান?

ক) এক ওয়াট

খ) এক কিলোওয়াট

গ) এক ক্যালরি

ঘ) এক ভোল্ট

সঠিক উত্তর: (ক)

৪৭. শক্তির মাত্রা কোনটি?

ক) MLT1

খ) MLT-2

গ) ML2T-2

ঘ) ML2T-3

সঠিক উত্তর: (গ)

৪৮. বিভব শক্তি নির্ভর করে বস্তুর –

ক) উচ্চতার উপর

খ) আকারের উপর

গ) আয়তনের উপর

ঘ) তাপমাত্রার উপর

সঠিক উত্তর: (ক)

৪৯. কয়লা দিয়ে চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রধান সমস্যা হচ্ছে –

ক) ফসফরাসের ধোঁয়া নির্গমন করে

খ) সালফারের ধোঁয়া নির্গমন করে

গ) হাইড্রোজেন সালফাইডের ধোঁয়া নির্গমন করে

ঘ) কয়লার দাম বেশি

সঠিক উত্তর: (খ)

৫০. 30 kg ভরের বস্তুতে বল প্রয়োগে 10 ms-2 ত্বরণ সৃষ্টি করায় বস্তুটি 20 m দূরে সরে গেল। কৃতকাজ কত?

ক) 3000J

খ) 9000J

গ) 8000J

ঘ) 6000J

সঠিক উত্তর: (ঘ)

পদার্থ বিজ্ঞান – ৪র্থ অধ্যায় – কাজ শক্তি ক্ষমতা – জ্ঞান মূলক প্রশ্ন উত্তর

১। কাজ কাকে বলে? ✔

উত্তর: কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে গুনফলকে কাজ বলা হয়।

২।শক্তি কাকে বলে?

উত্তর: কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

৩। গতিশক্তি কাকে বলে?

উত্তর: কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতি শক্তি বলে।

৪। বিভব শক্তি কাকে বলে?

উত্তর:  কোন বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তার মাঝে যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে।

৫। যান্ত্রিক শক্তি কাকে বলে?

উত্তরঃ কোন বস্তুর অবস্থা বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে।

৬। নিউক্লিয়ার শক্তি কি?

উত্তর: নিউক্লিয়ার বিক্রিয়ায় উৎপন্ন শক্তিই নিউক্লিয়ার শক্তি।

৭। বায়ুশক্তি কাকে বলে?

উত্তরঃ পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহিতজনিত গতি শক্তিকে বায়ু শক্তি বলা হয়।

৮। রাসায়নিক শক্তি কি?

উত্তরঃ কোন তড়িৎ কোষে বা জৈব কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় তাকে রসায়নিক শক্তি বলে।

৯। সৌরশক্তি কি?

উত্তরঃ সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বলে সৌর শক্তি।

১০।  জিওথার্মাল শক্তি কি?

উত্তরঃ ভূ-গর্ভে নানা রকম ধাতু উত্তপ্ত ও গলিত আছে। সেখানে তাপের পরিমান অনেক বেশি। এই তাপ হতে যেই শক্তি পাওয়া যায় থাকে জিওথার্মাল শক্তি বলে।

১১। নবায়নযোগ্য শক্তি কাকে বলে?

উত্তরঃ যে সকল শক্তি অফুরন্ত অর্থাৎ যাদেরকে নবায়ন করা যায় তাদেরকে নবায়নযোগ্য শক্তি বলে।

১২। অনবায়নযোগ্য শক্তি কাকে বলে?

উত্তরঃ যে সকল শক্তির উৎস আর নতুন করে সৃষ্টি হওয়া সম্ভব নয়, সে সকল উৎস থেকে প্রাপ্ত শক্তিকে অনবায়নযোগ্য শক্তি বলে।

১৩। শক্তির সংরক্ষণশীলতা নীতি কী? / শক্তির নিত্যতার সূত্র কী? / শক্তির সংরক্ষণশীলতা সূত্র কী?

উত্তর: শক্তির সংরক্ষণশীলতা নীতি- মহাবিশ্বে মোট শক্তির পরিমান নির্দিষ্ট বা অপরিবর্তনিয় অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তির শুধু রূপ পরিবর্তন হয় মাত্র।

১৪। ক্ষমতা কাকে বলে? / ক্ষমতা কি? / ক্ষমতার সংজ্ঞা লিখ।

উত্তর:  কাজ সম্পদনকারী উৎস প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ করে তাকে ঐ উৎসের ক্ষমতা বলে। অর্থাৎ কাজ করার হারকে ক্ষমতা বল।

১৫। এক জুল কাকে বলে?

উত্তর: কোন বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের দিকে এক মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমানকে এক জুল বলে।

১৬। ধনাত্মক কাজ বলতে কি বুঝ? / বলের দিকে কাজ বলতে কি বুঝ? / বলের দিকে কাজ বা ধনাত্মক কাজ বলতে কি বুঝ?

উত্তর: যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে চলে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে বলের দিকে কাজ বা ধনাত্মক কাজ বলে।

১৭। ঋণাত্মক কাজ বলতে কি বুঝ? / বলের বিরুদ্ধে কাজ বলতে কি বুঝ? / বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলতে কি বুঝ?

উত্তর: যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিকে চলে যায় বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকে তাহলে বলের সেই কাজ কে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলে।

১৮। কর্মদক্ষতা কাকে বলে?

উত্তর: কোন যন্ত্রের লভ্যকার্যকর ক্ষমতা এবং ঐ যন্ত্রে মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। একে সাধারণত শতকরা হিসাবে প্রকাশ করা

হয়।

১৯। ওয়াট কাকে বলে?

উত্তরঃ ওয়াট হচ্ছে ক্ষমতার একক। প্রতি সেকেন্ডে এক জুল কাজ করা বা শক্তি রূপান্তরের হারকে এক ওয়াট বলে।

২০। অশ্বক্ষমতা কাকে বলে?

উত্তরঃ অশ্বক্ষমতা হোল ক্ষমতার একটি একক । (1 HP = 746W )

২১। নিউক্লিয়ার চুল্লি কাকে বলে?

উত্তরঃ যে চুল্লীতে নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে নিউক্লিয়ার চুল্লি বলে।

২২। নিউক্লিয়ার বোমা কি?

উত্তরঃ এটি এমন এক ধরণের বোমা যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রাপ্ত প্রচন্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।

২৩। জলবিদ্যুৎ কাকে বলে?

উত্তরঃ নদীর বাঁধ দিয়ে পানি প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে বলা হয় জলবিদ্যুৎ।

২৪। বায়োমাস কাকে বলে?

উত্তর: বায়োমাস হল উদ্ভিদ বা প্রাণী উপাদান যা শক্তি উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। এটি নবায়নযোগ্য শক্তির একটি উৎস।

২৫। ম্যাগমা কাকে বলে?

উত্তরঃ ভূ-অভ্যন্তরের গভীরে তাপের পরিমাণ এত বেশি যে তা শীলাখন্ডকে গলিয়ে ফেলতে পারে। এ গলিত শীলাকে ম্যাগমা বলে।

২৬। ফটোগ্রাফিক কাগজ কী?

উত্তরঃ যে সকল কাগজ আলোর সংস্পর্শে এলে এক ধরনের অস্পষ্ট

প্রতিবিম্ব তইরি করতে পারে এবং পরে একে স্পষ্ট করে নেয়া যায় তাকে ফটোগ্রাফিক কাগজ বলে।

২৭। ফিশন কাকে বলে?

উত্তরঃ যে নিউক্লিয়ার বিক্রিয়ায় উচ্চ গতি ও শক্তি সম্পন্ন নিউট্রনের আঘাতে বড় নিউক্লিয়াস ভেঙ্গে ছোট ছোট একাধিক নিউক্লিয়াসে পরিনত হয় তাকে ফিশন

বিক্রিয়া বলে।

২৮। ফিউশন কাকে বলে?

উত্তরঃ যে নিউক্লিয়ার বিক্রিয়ায় কম ভরের দুটি নিউক্লিয়াস একীভূত হয়ে বৃহত্তম পারমানবিক ভরের মৌল সৃষ্টি করে এবং একই সাথে বিপুল পরিমান শক্তি উৎপন্ন করে তাকে ফিউশন বিক্রিয়া বলে।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download