নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায়ের বহুনির্বাচনি ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

0
280

নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায়ের বহুনির্বাচনি

ও জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় – গতি

০১। কোনকিছুর অবস্থান সঠিকভাবে জানার জন্য প্রয়োজন-

  1. প্রসঙ্গ বিন্দু থেকে ঐ অবস্থানের দুরত্ব
  2. প্রসঙ্গ বিন্দু থেকে ঐ অবস্থানের দিক

iii. প্রসঙ্গ বিন্দু থেকে ঐ অবস্থানের উচ্চতা

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii ও iii

(গ) i ও ii✔

(ঘ) i, ii, iii

০২। গতি কী?

(ক) প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন✔

(খ) প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে বস্তুর দিকের পরিবর্তন

(গ) প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে বস্তুর দুরত্বের পরিবর্তন

(ঘ) প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে বস্তুর আকার পরিবর্তন

০৩। ঘূর্ণন গতির উদাহরণ নয় কোনটি?

(ক) বৈদ্যুতিক পাখা

(খ) দোলনার গতি✔

(গ) ঘড়ির কাটা

(ঘ) আকাশের চাঁদ

০৪। ঘূর্ণন গতি একটি বিশেষ ধরণের-

(ক) সরল স্পন্দন গতি

(খ) বৃত্তাকার গতি

(গ) পর্যায়বৃত্ত গতি✔

(ঘ) চলন গতি

০৫। আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে বলা হয়-

(ক) ভেক্টর রাশি

(খ) স্কেলার রাশি

(গ) পরিমাপযোগ্য রাশি

(ঘ) রাশি✔

০৬। ভেক্টর রাশি প্রকাশ করতে কোনটি প্রয়োজন?

(ক) দিক

(খ) কোণ

(গ) মান ও দিক✔

(ঘ) কোণ ও দিক

০৭। নিচের কোনটি ভেক্টর রাশি?

(ক) ওজন✔

(খ) ভর

(গ) দুরত্ব

(ঘ) সময়

০৮। নিচের কোনটি ভেক্টর রাশি নয়?

  1. দুরত্ব
  2. সরণ

iii. ত্বরণ

নিচের কোনটি সঠিক?

(ক) i✔

(খ) iii

(গ) ii ও iii

(ঘ) i, ii, iii

০৯। সরণ এর কোনটি সঠিক?

  1. সরণ সরলরেখায় পরিমাপ করা হয়
  2. সরণ হচ্ছে শুরু থেকে শেষ অবস্থানের পার্থক্য

iii. এটি একটি ভেক্টর রাশি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii✔

১০। সরণের মাত্রা কী?

(ক) L✔

(খ) L-1

(গ) M

(ঘ) M-1

১১। দ্রুতি ও বেগের মধ্য পার্থক্য হচ্ছে-

  1. দ্রুতি স্কেলার রাশি ও বেগ ভেক্টর রাশি
  2. দ্রুতি হচ্ছে সময়ের সাথে দুরত্ব পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার

iii. দ্রুতি হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে সময়ের সাথে দুরত্ব পরিবর্তনের হার

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) i ও ii✔

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii

১২। নিচের কোন কথাটি সঠিক নয়?

(ক) বেগের মানটিই হচ্ছে দ্রুতি

(খ) দ্রুতি নির্ণয় করতে দিক ও মান উভয়েরই প্রয়োজন হয়।✔

(গ) বেগ নির্ণয় করতে দিক ও মান উভয়েরই প্রয়োজন হয়।

(ঘ) রৈখিক বেগ বিবেচনা করলে দ্রুতি ও বেগের মাঝে কোন পার্থক্য নেই।

১৩। ২০ সেকেন্ডে কোন বস্তু ৫০ মিটার পথ অতিক্রম করলে এর দ্রুতি কতো হবে?

(ক) 2.5 m/s ✔

(খ) 1000 m/s

(গ) 10 m/s

(ঘ) .01 m/s

১৪। গড় দ্রুতি কী?

(ক) মোট ত্বরণ এবং অতিক্রান্ত মোট দূরত্বের ভাগফল

(খ) অতিক্রান্ত মোট দূরত্ব এবং মোট ত্বরণের ভাগফল

(গ) অতিক্রান্ত মোট দূরত্ব এবং অতিবাহিত মোট সময়ের ভাগফল✔

(ঘ) অতিবাহিত মোট সময় এবং অতিক্রান্ত মোট দুরত্বের ভাগফল

১৫। দ্রুতি কী?

(ক) একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার

(খ) একক সময়ে বস্তুর ভরের পরিবর্তনের হার

(গ) নির্দিষ্ট সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার✔

(ঘ) নির্দিষ্ট সময়ে বস্তুর বেগ পরিবর্তনের হার

১৬। কোন বস্তু ঘুরাতে ঘুরাতে হঠাৎ ছেড়ে দিলে সেটা-

  1. সমবেগে যেতে থাকবে
  2. সমদ্রুতিতে যেতে থাকবে

iii. সমত্বরণে যেতে থাকবে

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii

(গ) iii

(ঘ) i ও ii✔

১৭। বস্তু সমবেগে গেলে এর কোন-

  1. দ্রুতি থাকে না
  2. ত্বরণ থাকে না

iii. মন্দন থাকে না

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii✔

(গ) i ও iii

(ঘ) i, ii ও iii

১৮। ত্বরণ কী?

(ক) সময়ের সাথে বেগের পরিবর্তনের হার✔

(খ) সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হার

(গ) সময়ের সাথের সরণের পরিবর্তনের হার

(ঘ) সময়ের সাথে দিক পরিবর্তনের হার

১৯। ত্বরণের মাত্রা কোনটি?

(ক) LT-2✔

(খ) LT2

(গ) LT-1

(ঘ) LT

২০। কোন বস্তু স্থির অবস্থান থেকে চলতে শুরু করলে নিচের কোনটি সঠিক?

(ক) বেগ = ত্বরণ × সময়✔

(খ) বেগ = সরণ × সময়

(গ) বেগ = দূরত্ব × সময়

(ঘ) বেগ = দ্রুতি × সময়

২১। সমত্বরণের উদাহরণ কোনটি?

(ক) মঙ্গল গ্রহের পৃষ্ঠের দিকে পড়ন্ত বস্তুর ত্বরণ

(খ) ভূ-পৃষ্ঠের দিকে পড়ন্ত বস্তুর ত্বরণ

(গ) অভিকর্ষজ ত্বরণ✔

(ঘ) সুপারসনিক উড়োজাহাজের ত্বরণ

২২। সমত্বরণে থাকা বস্তুর জন্য কোনটি সত্য?

(ক) s = vt

(খ) s = at +u✔

(গ) s = ua + t

(ঘ) s = uv

২৩। কোন বস্তুর আদিবেগ, শেষবেগ ও ত্বরণ দেওয়া থাকলে, সরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণ ব্যবহার করা যায়?

  1. s = ut + 1/2at2
  2. v = u + at

iii. s = Vt

নিচের কোনটি সঠিক?

(ক) i

(খ) ii ও iii

(গ) i ও ii✔

(ঘ) i, ii ও iii

২৪। একটি বাইসাইকেলের বেগ 5 মিনিটে শূন্য থেকে বেড়ে 13 কিলোমিটার/ঘন্টা হয়েছে। বাইসাইকেলের ত্বরণ কতো?

(ক) 1.2 × 10-2 m/s2✔

(খ) 1.2 × 102 m/s2

(গ) 1.2 × 10-4 m/s2

(ঘ) 1.2 × 104 m/s2

২৫। মন্দন কী?

(ক) ঋণাত্মক গতি

(খ) ঋণাত্মক দ্রুতি

(গ) বেগ পরিবর্তনের ঋণাত্মক হার✔

(ঘ) সরণ পরিবর্তনের ঋণাত্মক হার

২৬। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

  1. একই অবস্থান থেকে বিনা বাঁধায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।
  2. একই অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ ঐ সময়ের ব্যাস্তানুপাতিক।

i

২৬। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

  1. একই অবস্থান থেকে বিনা বাঁধায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।
  2. একই অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ ঐ সময়ের ব্যাস্তানুপাতিক।

iii. একই অবস্থান থেকে নির্দিষ্ট সময়ে বিনা বাঁধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব ঐ সময়ের বর্গের সমানুপাতিক।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii✔

(ঘ) i, ii ও iii

২৭। পড়ন্ত বস্তুর কয়টি সুত্র এবং কে আবিষ্কার করেন?

(ক) ২টি, আর্কিমিডিস

(খ) ৩টি, গ্যালিলিও✔

(গ) ৪টি, নিউটন

(ঘ) ৫টি, কোপার্নিকাস

২৮। কোনবস্তু ভূ-পৃষ্ঠের উপর থেকে ছেড়ে দিলে এর গতি বেড়ে যাওয়ার কারণ কী?

(ক) বস্তুর ভর

(খ) অভিকর্ষজ ত্বরণ

(গ) বস্তুর ভর ও অভিকর্ষ ত্বরণ✔

(ঘ) কোনটিই নয়

২৯। ভূ-পৃষ্ঠ থেকে যতো উপরের দিকে উঠা যায় ততই-

(ক) অভিকর্ষজ ত্বরণের মান বৃদ্ধি পায়

(খ) অভিকর্ষজ ত্বরণের মান কমে যায়✔

(গ) অভিকর্ষজ ত্বরণের মানের কোন পরিবর্তন হয় না

(ঘ) বস্তুর ভর কমে যায়

৩০। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কতো?

(ক) 0 m/s2✔

(খ) 9.8 m/s2

(গ) 9.81 m/s2

(ঘ) 9.79 m/s2

বিশেষ দ্রষ্টব্যঃ পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মূল পাঠ্যবই বারবার মনোযোগ সহকারে পড়ার কোন বিকল্প নেই।

পদার্থ বিজ্ঞান – ২য় অধ্যায় গতি – জ্ঞানমূলক প্রশ্ন উত্তর

১. গতি কাকে বলে? / গতি কী?

উত্তরঃ– পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের ঘটনাই গতি।

২. স্থিতি কাকে বলে? / স্থিতি কী?

উত্তরঃ– সময় পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয় তখন তাকে স্থিতি বলে।

৩. প্রসঙ্গ কাঠামো কাকে বলে? / প্রসঙ্গ বিন্দু কাকে বলে?

অথবা, প্রসঙ্গ কাঠামো কী? / প্রসঙ্গ বিন্দু কী?

উত্তরঃ– যে বস্তু বা বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন বিবেচনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বা বিন্দু বলে।

৪. সরলরৈখিক গতি কী?

উত্তরঃ– কোনো কিছু যদি সরলরেখায় যায় তার গতিই সরলরৈখিক গতি।

৫. ঘূর্ণন গতি কী?

উত্তরঃ– কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেটাকে বলে ঘূর্ণন গতি।

৬. চলন গতি কী?

উত্তরঃ– কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেটা হচ্ছে চলন গতি।

৭. পর্যায়বৃত্ত গতি কী?

উত্তরঃ– কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে

অতিক্রম করে তাহলে সেটাকে পর্যায়বৃত্ত গতি বলে।

৮. সরল স্পন্দন গতি কী?

উত্তরঃ– পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে সরল স্পন্দন গতি বলে।

৯. দূরত্ব কাকে বলে? / দূরত্ব কী?

উত্তরঃ– একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে।

১০. সরণ কাকে বলে?

উত্তরঃ– একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে।

১১. দ্রুতি কী?

উত্তরঃ– সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে।

১২. বেগ কী?

উত্তরঃ– সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে।

১৩. তাৎক্ষণিক দ্রুতি কী?

উত্তরঃ– কোনো গতিশীল বস্তুর একটি নির্দিষ্ট মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে।

১৪.তাৎক্ষণিক বেগ কী?

উত্তরঃ– কোনো গতিশীল বস্তুর একটি নির্দিষ্ট মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে।

১৫. সুষম দ্রুতি কী?

উত্তরঃ– সময়ের সাথে সাথে যে দ্রুতির মান বা দিকের পরিবর্তন হয় না তাকে সুষম দ্রুতি বলে।

১৬. সুষম বেগ কী?

উত্তরঃ– সময়ের সাথে সাথে যে বেগের মান বা দিকের পরিবর্তন হয় না তাকে সুষম বেগ বলে।

১৭.অসম দ্রুতি কী?

উত্তরঃ– সময়ের সাথে সাথে যে দ্রুতির মান বা দিকের পরিবর্তন হয় তাকে অসম দ্রুতি বলে।

১৮. অসম বেগ কী?

উত্তরঃ– যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে  সময়ের সাথে সরণের মান বা দিকের অথবা উভয়েরই পরিবর্তন হয় তাকে সুষম বেগ বলে।

১৯. রাশি কাকে বলে?

উত্তরঃ– যা কিছুর পরিমাপ করা যায় তাকে রাশি বলে।

২০. স্কেলার রাশি কী?

উত্তরঃ– যে রাশিকে শুধু একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে।

২১. ভেক্টর রাশি কী?

উত্তরঃ– যে রাশিকে পরিপূর্ণ রূপে প্রকাশ করতে মান ও দিক উভয়ই বলে দিতে হয় তাকে ভেক্টর রাশি বলে।

২২. পরম স্থিতি কী?

উত্তরঃ– প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় এবং তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল তাকে পরম স্থিতি বলে।

২৩. পরম গতি কী?

উত্তরঃ– প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় এবং তার সাপেক্ষে যে বস্তু গতিশীল তার গতিকে পরম গতি বলে।

২৪. জড়তা কী?

উত্তরঃ– কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকে জড়তা বলে।

২৫. গতি জড়তা কী?

উত্তরঃ– গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে।

২৬. স্থিতি জড়তা কী?

উত্তরঃ– স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতি জড়তা বলে।

২৭. ত্বরণ কী?

উঃ সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।

২৮. মন্দন কী?

উত্তরঃ– সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে।

২৯. সুষম ত্বরণ কী?

উত্তরঃ– সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার যদি একই থাকে অর্থাৎ যে ত্বরণ এর মান বা দিক পরিবর্তন হয় না তাকে সুষম ত্বরণ বলে।

৩০.অসম ত্বরণ কী?

উত্তরঃ– সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনের হার যদি একই না থাকে অর্থাৎ যে ত্বরণ এর মান বা দিক পরিবর্তন হয় তাকে অসম ত্বরণ বলে।

৩১. গড়বেগ কাকে বলে?

উত্তরঃ– অসম বেগে চলা কোনো বস্তুর সরণকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়, তাকে গড়বেগ  বলে।

৩২. আবর্ত গতি কাকে বলে?

উত্তরঃ– যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তুকণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র

করে ঘোরে তখন সে বস্তুর গতিকে আবর্ত গতি বলে।

৩৩. গতির সমিকরণ কাকে বলে?

উত্তরঃ– সময়ের পরিবর্তনের সাপেক্ষে কোন বস্তুর গতি সংক্রান্ত বিভিন্ন বিয়য় যেসকল সমিকরণ দ্বারা উপস্থাপন করা হয় তাদেরকে গতির সমীকরণ বলা হয়।

৩৪. পড়ন্ত বস্তুর প্রথম সূত্র কী?

উত্তরঃ– স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে।

৩৫. পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কী?

উত্তরঃ– স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর যেকোনো সময়ের প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক । অর্থাৎ v µ t

৩৬. পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র কী?

উত্তরঃ– স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর যে কোনো সময়ের প্রাপ্ত সরণ ঐ সময়ের বর্গের সমানুপাতিক । অর্থাৎ h µ t2

৩৭. ঢাল বা স্লোপ কী?

উত্তরঃ– ঢাল হচ্ছে এমন একটি রেখা যা কোন রাশির দিক এবং কৌণিক মান বর্ণনা করে ।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download