নৌ-বাহিনীর লিখিত পরীক্ষায় আসা কমন প্রশ্ন উত্তর
পিডিএফ ডাউনলোড
১. বাংলাদেশ নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১০ ডিসেম্বর, ১৯৭২।
২. বাংলাদেশ নৌবাহিনীর একমাত্র মিসাইল ফ্রিগেট কোনটি?
উত্তরঃ বিএনএস ওসমান।
৩. বাংলাদেশ নৌবাহিনী কবে C-802 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
উত্তরঃ ১২ মে, ২০০৮ |
৪. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরী কী?
উত্তরঃ বিএনএস পদ্মা।
৫.দেশের বৃহত্তম যুদ্ধ জাহাজের নাম কী?
উত্তরঃ বিএনএস বঙ্গবন্ধু ।
৬. বিএনএস বঙ্গবন্ধুর পূর্ব নাম কি?
উত্তরঃ খালিদ বিন ওয়ালিদ (১২ জুন ২০০৭-৪ মে ২০০৯),
৭. বিএনএস বঙ্গবন্ধু কবে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযােজিত হয়?
উত্তরঃ ২০ জুন, ২০০১।
৮. বাংলাদেশ নেভাল একাডেমী কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামের পতেঙ্গায় ।
৯. বাংলাদেশ মেরিন একাডেমী কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামের জলদিয়ায়।
১০. বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট কতটি?
উত্তরঃ ৫টি; বিএনএস ওসমান, বিএনএস ওমর ফারুক, বিএনএস আবু বকর, বিএসএন আলী হায়দার ও বিএনএস বঙ্গবন্ধু
১১. বাংলাদেশ নৌবাহিনীতে প্রথম নারী ক্যাডেট নিয়োগ দেয়া হয় কবে?
উত্তরঃ ১২ জানুয়ারি, ২০০০।
১২. বাংলাদেশ নৌ-স্কাউটস কবে গঠিত হয়?
উত্তরঃ ২১ এপ্রিল, ১৯৭৬।
১৩. বাংলাদেশ নৌবাহিনী কোন দুটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে?
উত্তরঃ বিএনএস পদ্মা ও পলাশ।
১৪. নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠ কে?
উত্তরঃ মোহাম্মদ রুহুল আমিন।
১৫. বাংলাদেশ নৌবাহিনীর প্রথম ভাইস এডমিরাল কে?
উত্তরঃ সারওয়ার জাহান নিজাম।
১৬. বাংলাদেশ নৌবাহিনীর শাখা কতটি ও কি কি?
উত্তরঃ ৬ টি, নির্বাহী, ইঞ্জিনিয়ারি, সাপ্লাই,ইলেকট্রিক্যাল, শিক্ষা ও মেডিক্যাল শাখা।
১৭. বাংলাদেশ নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজ কতটি এবং কোথায়?
উত্তরঃ ৩টি (ঢাকা, চট্টগ্রাম ও খুলনা)।
১৮. বাংলাদেশ নৌবাহিনীর কেজি স্কুল কতটি?
উত্তরঃ ২টি; (চট্টগ্রাম ও খুলনা)।
১৯. বাংলাদেশ নৌবাহিনীর ইংলিশ মিডিয়াম স্কুল কতটি?
উত্তরঃ ২টি (ঢাকা ও চট্টগ্রাম)।
২০. বাংলাদেশ নৌ-বাহিনীর শ্লোগান কি?
উত্তরঃ শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়’।
২১. বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতীক কি?
উত্তরঃ কাছিবেষ্টিত নোঙর ও এর ওপর শাপলা।
২২. বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজের নাম কি?
উত্তরঃ বি ডব্লিউ ২০০০ এইচ (বিএনএস বঙ্গবন্ধু)।
২৩. বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশ নৌ বাহিনীর কততম ফ্রিগেট?
উত্তরঃ পঞ্চম।
২৪. বাংলাদেশ নৌ-বাহিনীতে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ‘বি.এন.এস. বঙ্গবন্ধু’ ফ্রিগেট সংযােজিত হয় কবে?
উত্তরঃ ১৬ জুন, ২০০১ সালে ।
২৫. ‘বি.এন.এস, বঙ্গবন্ধু’ ফ্রিগেট কোন দেশ থেকে কিনে আনে বাংলাদেশ?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া (ডায়উ কোম্পানি)।
২৬. ‘বি.এন.এস, বঙ্গবন্ধু এর মূল্যমান কত?
উত্তরঃ ৯৯.৯৭ মিলিয়ন মার্কিন ডলার।
২৭. ‘বি.এন.এস, বঙ্গবন্ধু’ এর ধারণ ক্ষমতা কত?
উত্তরঃ ২,৩২০ টন।
২৮. বাংলাদেশ নৌ-বাহিনীর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ঢাকায়।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী অফিস সহায়ক (গ্রেড-২) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২০
- বাংলাদেশ নৌবাহিনীর উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- নৌ পরিবহন মন্ত্রণালয় অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২