ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রশ্ন ১. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উদ্দেশ্য কয়টি ও কি কি ?
উত্তর- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্দেশ্য ৩ টি . যথাঃ
১. জাতীয় সম্পদ ও জনগনের সম্পত্তির ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনা ।
২. আহতের সংখ্যা কমিয়ে আনা
৩. নিহত বা মৃতের সংখ্যা কমিয়ে আনা ।
প্রশ্ন ২. কত সালে বাংলাদেশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গঠিত হয় ।
উত্তর – বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৯ এপ্রিল ১৯৮১ সালে গঠিত হয় ।
প্রশ্ন ৩. বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান কাজ কি কি ?
উত্তর – বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রধান কাজ ৩ টি যেমন-
১.অগ্নিনির্বাপণ করা ।
২. দূর্ঘটনা স্থলে চাপা পড়া / আটকে পড়া লোকদের উদ্ধার করা ।
৩. প্রাথমি চিকিৎসা ও আহত ব্যক্তি কে হাসপাতালে হস্তান্তর করা ।
প্রশ্ন ৪. বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের মূলনীতী কি কি ?
উত্তর – ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগে মূলনীতী ৩ টি ।যথা : ১. গতি, ২. সেবা, ৩. ত্যাগ
প্রশ্ন ৫ ফায়ার সার্ভিসের কার্যক্রম কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে এবং কি কি ?
উত্তর – ফায়ার সার্ভিসের কার্যক্রম ৩ টি । যথাঃ
১.সর্তকতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা ।
২.ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাহিনী সমূহ ।
৩.বিপর্যয়ো এর ত্রান ও পূর্ণর্বাস ব্যবস্থা করা ।
প্রশ্ন ৬ ফায়ার সার্ভিসের স্থানীয় সংগঠন কয় টি ও কি কি উত্তরঃ- ফায়ার সার্ভিসের স্থানীয় সংগঠন ৩ টি যেমন –
১.প্রথম শ্রেণীর ফায়ার ষ্টেশন
২. ২ য় শ্রেণীর ফায়ার ষ্টেশন ,
৩. নদী ফায়ার ষ্টেশন ।
প্রশ্ন ৭ Stage of Fire কত প্রকার ও কি কি ? উত্তর – আগুনের ক্রম পর্যায় ৪ টি । যথাঃ
১. প্রাথমিক স্তর
২.ক্রমবর্ধমান ভর
৩.পরিপূর্ন প্রজ্জলন স্তর
৪ পতন বা ক্ষয় প্রাপ্ত স্তর।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার পদের প্রশ্ন সমাধান-২০২২
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০১৬
- ফায়ার সার্ভিস লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন উত্তর