Directorate of Sports Office Assistant Cum-Computer Operator Exam Question Solution-2019

0
285

ক্রীড়া পরিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখঃ- ০৭-০৭-২০১৯

বাংলা প্রশ্ন উত্তর

প্রশ্নঃ- কোন বাগধারাটির অর্থ ভিন্ন?

উত্তরঃ- তাসের ঘর

প্রশ্নঃ- অনুকরণ করার ইচ্ছা-

উত্তরঃ- অনুচিকীর্ষা

প্রশ্নঃ- চাপে পড়ে কাবু হওয়া”-বাগধারাটির অর্থ কি?

উত্তরঃ- ঠেলার নাম বাবাজি

প্রশ্নঃ- দিতে হবে-কে এক কথায় কি বলে?

উত্তরঃ- দেয়

প্রশ্নঃ- সংযম শব্দের সন্ধি বিচ্ছেদ-

উত্তরঃ- সম+যম

প্রশ্নঃ- ’মালা শব্দের স্ত্রীলিঙ্গ-’

উত্তরঃ- মালিকা

প্রশ্নঃ- কোনটি সঠিক বানান?

উত্তরঃ- পুনরুজ্জীবন

প্রশ্নঃ- কোনটি সঠিক বানান?

উত্তরঃ- বাষ্পীয়

প্রশ্নঃ- ’অবনত’ শব্দটির বিপরীত শব্দ-

উত্তরঃ- উন্নত

প্রশ্নঃ- ঝুনা শব্দটির বিপরীত শব্দ-

উত্তরঃ- কচি

প্রশ্নঃ- সাপ-এর সমার্থক শব্দ নয়-

উত্তরঃ- অলক

প্রশ্নঃ- “Like priest, Like pupil”-এর বাংলা প্রবচন কি?

উত্তরঃ- যেমন গুরু তেমন চেলা

প্রশ্নঃ- চায়ের বাগান কোন সমাস?

উত্তরঃ- ষষ্ঠী তৎপুরুষ

প্রশ্নঃ- “ওখানে যাস না” যে অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে-

উত্তরঃ- আদেশ

প্রশ্নঃ- কোন শব্দের পুরুষবাচক শব্দ নেই

উত্তরঃ- সতীন

ইংরেজি প্রশ্ন উত্তর

প্রশ্নঃ- Prohibit শব্দটির বিপরীত শব্দ-

উত্তরঃ- Permit

প্রশ্নঃ- কোন বানানটি সঠিক?

উত্তরঃ- Commission

প্রশ্নঃ- কোন বানানটি সঠিক?

উত্তরঃ- Hippopotamus

প্রশ্নঃ- Himel Stared____me.

উত্তরঃ- with

প্রশ্নঃ- Her speech is void_____any meaning.

উত্তরঃ- of

প্রশ্নঃ- I don’t care_____your opinions.

উত্তরঃ- about

প্রশ্নঃ- Optimistic- শব্দটির বিপরীত শব্দ-

উত্তরঃ- pessimistic

প্রশ্নঃ- Quiet এর সমার্থক শব্দ-

উত্তরঃ- Silent

প্রশ্নঃ- Notorious এর সমার্থক শব্দ-

উত্তরঃ- Infamous

প্রশ্নঃ- “Karim really takes after his grandmother”- এখানে “Takes after” অর্থ-

উত্তরঃ- take care

প্রশ্নঃ- “Please look into the matter” এখানে “Look Into” বলতে বোঝানো হয়েছে-

উত্তরঃ- investigate

প্রশ্নঃ- কোনটি সঠিক বাগধারা?

উত্তরঃ- In accordance with

প্রশ্নঃ- “in view of the fact that” বাগধারাটির অর্থ

উত্তরঃ- Bacase

প্রশ্নঃ- “In very few cases” বাগধারাটির অর্থ-

উত্তরঃ- Seldom

প্রশ্নঃ- কোনটি সটিক বাক্য?

উত্তরঃ- He looks good.

গণিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ- ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

উত্তরঃ- ৮ টি

প্রশ্নঃ- ৬ টি পরপর সংখ্যা দেওয়া আছে। যদি প্রথম ৩ টি সংখ্যার যোগফল ১৮৩ হয়, তবে শেষ ৩টি সংখ্যার যোগফল কত?

উত্তরঃ- ১৯২

প্রশ্নঃ- কোনো সম্পত্তির ৮/৫ অংশের মূল্য ১,২০,০০০ টাকা হলে, সমদয় সম্পত্তির মূল্য কত?

উত্তরঃ- ৭৫,০০০

প্রশ্নঃ- এক ব্যাক্তি মাসিক বেতনের ১/৪০ অংশ মহার্ঘ্য ভাতা পান। তার মাসিক বেতন ১৬০০ টাকা হলে, তার ভাতা কত?

উত্তরঃ- ৪০

প্রশ্নঃ- ২টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে, বৃহত্তর সংখ্যাটি কত?

উত্তরঃ- ৭০

প্রশ্নঃ- √0.000009= কত?

উত্তরঃ- 0.003

প্রশ্নঃ- একটি মোবাইল ৭২০০ টাকায় বিক্রি করায় ২০% লাভ হয়। মোবাইলটির ক্রয়মূল্য কত?

উত্তরঃ- ৬০০০

প্রশ্নঃ- If P=5+√2, then p²=?

উত্তরঃ- 27+10 √2

প্রশ্নঃ- ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

উত্তরঃ- ২৫

প্রশ্নঃ- বার্ষিক ৬.৫% হারে সাধারণ সুদে ৭৫০ টাকার ৪ বছরের সুদ কত?

উত্তরঃ- ১৯৫

প্রশ্নঃ- a+b=6, a-b=4 হলে ab এর মান কত?

উত্তরঃ- 5

প্রশ্নঃ- ৭, ১৪, ২৮, ৫৬, – ক্রমধারায় পরবর্তী সংখ্যা কত?

উত্তরঃ- ১১২

প্রশ্নঃ- ১৫টি গরুর মূল্য ৫টি ঘোড়ার মূল্যের সমান। ২টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা হলে ১টি গরুর মূল্য কত?

উত্তরঃ- ৫০০

প্রশ্নঃ- একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৫২ টাকায় বিক্রয় করা হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?

উত্তরঃ- ৬৯০

প্রশ্নঃ- পিতা ও মাতার বয়য়ের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

উত্তরঃ- ১৮

সাধারন জ্ঞান প্রশ্ন উত্তর

প্রশ্নঃ- আগড়তলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন-

উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

প্রশ্নঃ- বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়-

উত্তরঃ- কুষ্টিয়ার মেহেরপুরে

প্রশ্নঃ- রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ- পাবনা

প্রশ্নঃ- মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত-

উত্তরঃ- করতোয়া

প্রশ্নঃ- মিয়ানমার থেকে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে-

সাঙ্গু, নাফ, মাতামুহুরী

প্রশ্নঃ- আমেরিকার গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন-

উত্তরঃ- আব্রাহাম লিংকন

প্রশ্নঃ- ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ- কাতার

প্রশ্নঃ- ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আয়োজক দেশ-

উত্তরঃ- ইংল্যান্ড ও ওয়েলস

প্রশ্নঃ- আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা-

উত্তরঃ- আবদুল গাফফার চৌধুরী

প্রশ্নঃ- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-

উত্তরঃ- ১৯২১ সালে

প্রশ্নঃ- দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক-

উত্তরঃ- লর্ড ক্লাইভ

প্রশ্নঃ- ইতালির রাজধানীর নাম-

উত্তরঃ- রোম

প্রশ্নঃ- oic এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ- জেদ্দা

প্রশ্নঃ- চীনের মুদ্রার নাম কি?

উত্তরঃ- ইউয়ান

প্রশ্নঃ- মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায়-

উত্তরঃ- ১৯৮২ সালে

প্রশ্নঃ- বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ- কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশীট, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের মতো প্রোগামগুলো তৈরি করেছে? উত্তরঃ- উত্তরঃ- মাইক্রোসফট

প্রশ্নঃ- কোনটি স্প্রেডশীট সফটওয়্যার?

উত্তরঃ- এক্সেল

প্রশ্নঃ- LAN এর পূর্ণরূপ কি?

উত্তরঃ- local area network

প্রশ্নঃ- Control+[ কমান্ড নিয়ে কি করা হয়?

উত্তরঃ- Font সাইজ ছোট করা হয়

প্রশ্নঃ- Control+B কমান্ড নিয়ে কি করা হয়?

উত্তরঃ- Bold করা হয়

প্রশ্নঃ- Control+C এই কমান্ড দিয়ে কি করা হয়?

উত্তরঃ- কপি করা হয়

প্রশ্নঃ- কম্পিউটারে ব্যবহৃত দ্রুততম মেমরি-

উত্তরঃ- ডিস্ক ড্রাইভ

প্রশ্নঃ- কম্পিউটারের যে অংশ তথ্য সংগ্রহ করতে সাহায্য করে-

উত্তরঃ- ডিস্ক ড্রাইভ

প্রশ্নঃ- মাউস কোন ধরনের ডিভাইস-

উত্তরঃ- ইনপুট ডিভাইস

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download