বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর
পিডিএফ ডাউনলোড
(১) বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
(২) বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
(৩) বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
(৪) বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
(৫) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
(৬) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
(৭) ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৮) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
(৯) বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
(১০) সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি – ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান। ১৪ এপ্রিল ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়।
(১১) বঙ্গবন্ধু উপাধি – ২৩ফেব্রু ১৯৬৯সালে । তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে ।
(১২) জাতির জনক – ৩মার্চ ১৯৭১। আ, স, আব্দুর রব। পল্টন ময়দানে
(১৩) রাজনীতির কবি(Poet of politics) – ৫ এপ্রিল ১৯৭১ সালে মার্কিন সাময়িকী> ‘নিউজ উইক‘ ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে।
(১৪) আওয়ামী মুসলিম লীগ গঠন – ২৩জুন ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। সম্পাদক হন ১৬নভে:১৯৫৩।
(১৫) শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন – ১৯৬৬।
(১৬) বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি করেন ১২ জানু, ১৯৭২।
(১৭) পাকিস্তানি কারাগার থেকে মুক্তি – ৮জানু, ১৯৭২।
(১৮) স্বদেশ প্রত্যাবর্তন – ১০ জানুয়ারি ১৯৭২।
(১৯) আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার – ২২ ফেব্রু ১৯৬৯।
(২০) বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি পেশ। – ৫-৬ফেব্রু ১৯৬৬।
(২১) ছয় দফা দিবস – ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও কারফিউ জারী করা হয়।
(২২) ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
(২৩) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
(২৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(২৫) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
(২৬) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
(২৭) কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
(২৮) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
(২৯) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি চিতি।
(৩০) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(৩১) বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
(৩১) বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
(৩২) ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
(৩৩) ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
(৩৪) যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
(৩৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
(৩৬) ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
(৩৭) বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(৩৮) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
(৩৯) বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
(৪০) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
(৪১) ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
(৪২) বাংলাদেশ -এর নামকরণ করেন – ৫ডি: ১৯৬৯।
(৪৩) ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
(৩৩) বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
(৪৪) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
(৪৫) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
(৪৬) বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
(৪৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
(৪৮) বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
(৪৯) বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
(৫০) বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
(৫১) বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
(৫২) বঙ্গবন্ধুর কতজন খুনীকে এ পর্যন্ত ফাঁসি দেওযা হয়?
উত্তর: ৬জন। সর্বশেষ তথ্য-আগস্ট ২০২০
(৫৩) প্রথম বাঙালি হিসেবে জাতিসংঘে ভাষণদেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৫৪) বিবিসি জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হয় কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (২০০৪ সালে)।
(৫৫) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রথম লেখা কী?
উত্তরঃ ‘অসাপ্ত আত্মজীবনী’।
(৫৬) শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করে কবে?
উত্তরঃ ১৭ মার্চ ১৯২০ সালে।
(৫৭) শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করে কবে?
উত্তরঃ ১৫ আগস্ট ১৯৭৫ সালে।
(৫৮) বঙ্গবন্ধুর ডাক নাম কী ছিল?
উত্তরঃ খোকা।
(৫৯) বঙ্গবন্ধুর উপাধি কী ছিল?
উত্তরঃ শেখ সাহেব, শেখ মুজিব, মিয়া ভাই।
(৬০) বঙ্গবন্ধুর ভাই বোন কতজন ছিল?
উত্তরঃ ৪ বোন ২ ভাই তিনিসহ।
(৬১) বঙ্গবন্ধুর জন্মস্থান কোথায়?
উত্তরঃ টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
(৬২) বঙ্গবন্ধুর পিতার নাম কী ছিল?
উত্তরঃ শেখ লুৎফর রহমান।
(৬৩) বঙ্গবন্ধুর মাতার নাম কী ছিল?
উত্তরঃ সায়েরা খাতুন।
(৬৪) বঙ্গবন্ধু প্রথম শিক্ষা জীবন শুরু করে কোথায়?
উত্তরঃ গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ।
(৬৫) বঙ্গবন্ধু এসএসসি পাশ করে কত সালে?
উত্তরঃ ১৯৪২ সালে (মিশনারি স্কুল, গোপালগঞ্জ)।
(৬৬) বঙ্গবন্ধু বিএ পাশ করে কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে (ইসলামিয়া কলেজ, কলকাতা)।
(৬৭) বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে কোথায় থাকতেন?
উত্তরঃ বেকার হোস্টেল (২৪নং কক্ষ), কলকাতা।
(৬৮) বঙ্গবন্ধু প্রথম কারাভোগ করে কত সালে?
উত্তরঃ ১৯৩৯ সালে।
(৬৯) বঙ্গবন্ধু রাজনীতি কখন শুরু করে?
উত্তরঃ ছাত্র জীবনে।
(৭০) বঙ্গবন্ধু ‘আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
উত্তরঃ ২৩ জুন ১৯৪৯ সালে।
(৭১) বঙ্গবন্ধু রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন শুরু করে কবে?
উত্তরঃ ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে।
(৭২) বঙ্গবন্ধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উত্তরঃ ১৯৫৩ সালে।
(৭৩) যুক্তফ্রন্ট কত সালে গঠন হয়?
উত্তরঃ ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে।💯
(৭৪) বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট নির্বাচনে কোন আসন থেকে বিজয়ী হন?
উত্তরঃ গোপালগঞ্জ আসন।💯
(৭৫) বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তরঃ যুক্তফ্রন্ট (১৯৫৪ সালে)।
(৭৬) বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলটির নাম কী?
উত্তরঃ কম্বাইন্ড অপজিশন পার্টি (১৯৬৪ সালে)।
(৭৭) বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয় কত সালে।
উত্তরঃ ১৯৬৬ সালে।💯
(৭৮) বঙ্গদেশে অসহযোগের ডাক দেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৭৯) বাঙালির মুক্তির সনদ কী?
উত্তরঃ ছয়দফা আন্দোলন (১৯৬৬ সালে)।
(৮০) বঙ্গবন্ধু উপাধি কোথায় দেওয়া হয় কোথায়?
উত্তরঃ রেসকোর্স ময়দান, ঢাকা।
(৮১) ‘বঙ্গবন্ধু’ জাতির জনক উপাধি লাভ করে কত সালে।
উত্তরঃ ১৯৭১ সালে।
(৮২) ৭ মার্চ ১৯৭১ সালে ঐতিহাসিক ভাষণ দেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৮৩) ছয়দফা দাবি উত্থাপন করেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৮৪) ছয়দফা দাবি কোথায় উত্থাপন করেন?
উত্তরঃ লাহোর, পাকিস্তান।
(৮৫) বঙ্গবন্ধু ছয়দফা প্রথম কবে ঘোষণা করে?
উত্তরঃ ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
(৮৬) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সর্বশেষ লেখা কী?
উত্তরঃ ‘আমার দেখা নয়া চীন’।
(৮৭) ‘আমার দেখা নয়াচীন’ বইটির ভূমিকা লিখেছেন কে?
উত্তরঃ শেখ হাসিনা।
(৮৮) ‘আমার দেখা নয়াচীন’ ভ্রমণকাহিনী রচিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৪ সালে।
(৮৯) ‘আমার দেখা নয়াচীন’ বইটি প্রকাশিত হয় কত সালে?
উত্তরঃ ২০২০ সালে।
(৯০) আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহিত হয় কবে?
উত্তরঃ ১৮ মার্চ ১৯৬৬ সালে।
(৯১) বঙ্গবন্ধু আনুষ্ঠানিক ভাবে “ছয়দফা’ কবে ঘোষণা করে?
উত্তরঃ ২৩ মার্চ ১৯৬৬ সালে।
(৯২) কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তরঃ লাহোর প্রস্তাব।
(৯৩) ছদফার প্রথম দফা কী ছিল?
উত্তরঃ স্বায়ত্বশাসন।
(৯৪) আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের হয়?
উত্তরঃ ৩ জানুয়ারি ১৯৬৮ সালে।
(৯৫) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন?
উত্তরঃ ৩৫ জন।
(৯৬) আগরতলা ষড়যন্ত্র মামলার ১নং আসামী কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(৯৭) আগরতলা ষড়ন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়?
উত্তরঃ রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(৯৮) আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয় কবে।
উত্তরঃ ২২ ফ্রেবুয়ারি ১৯৬৯ সালে।
(৯৯) বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরণ করে কবে?
উত্তরঃ ৫ ডিসেম্বর ১৯৬৯ সালে ।
(১০০) শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি পান কবে।
উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
(১০১) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণদেন কোথায়?
উত্তরঃ রেসকোর্স ময়দান।
(১০২) ‘অসাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশিত হয় কত সালে?
উত্তরঃ ২০১২ সালে।
(১০৩) বঙ্গবন্ধুর নামে চেয়ারস্থাপন করে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তরঃ ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইনস্টিটিউট থ্যাইল্যান্ড।
(১০৪) বঙ্গবন্ধুর রচিত বইসমূহের নাম কী?
উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনমোচা, আমার দেখা নয়াচীন।
(১০৫) বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তরঃ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(১০৬) বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে কখন?
উত্তরঃ ২৬ মার্চ ১৯৭১ সালে প্রথম প্রহরে।
(১০৭) মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু গ্রেফতার হয় কখন?
উত্তরঃ ২৬ মার্চ ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর।
(১০৮) মুজিবনগর সরকার গঠন হয় কবে?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে।
(১০৯) মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১১০) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১১১) বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পায় কবে?
উত্তরঃ ৮ জানুয়ারি ১৯৭২ সালে।
(১১২) বঙ্গবন্ধু মুক্তির পর কোন দুটি দেশ হেেয় দেশে ফেরেন?
উত্তরঃ যুক্তরাজ্য ও ভারত।
(১১৩) বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
(১১৪) বঙ্গবন্ধু দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে কবে?
উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
(১১৫) বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণদেন কবে?
উত্তরঃ ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।
(১১৬) বঙ্গবন্ধু শান্তির জন্য ‘জুলিওকুরি পদক’ লাভ করে কবে?
উত্তরঃ ১০ অক্টোবর ১৯৭২ সালে (ফ্রান্স)।
(১১৭) বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হয় কখন?
উত্তরঃ ১৫ আগস্ট ১৯৭৫ সালে (ভোরের প্রহরে)।
(১১৮) বঙ্গবন্ধুর স্বপরিবারে কারা হামলা করে?
উত্তরঃ সেনাবাহিনীর এক দল ঘাতক।
(১১৯) বঙ্গবন্ধুর স্বপরিবার কোথায় নিহত হয়?
উত্তরঃ ৩২ নম্বর বাসভবন, ধানমন্ডি, ঢাকা।
(১২০) বঙ্গবন্ধু স্বপরিবারের বেঁচে যাওয়া ২জনের নাম কী?
উত্তরঃ শেখ হাসিনা ও শেখ রেহেনা।
(১২১) শেখ হাসিনা ও শেখ রেহেনা তখন কোথায় ছিলেন?
উত্তরঃ পশ্চিম জার্মানি।
(১২২) বঙ্গবন্ধুর কতজন খুনীকে আদালত মৃত্যুদÐাদেশ দেন?
উত্তরঃ ১২ জন।
(১২৩) বঙ্গবন্ধুর রাজনীতিতে অভিষেক হয় কখন?
উত্তরঃ ১৯৪৪ সালে (ছাত্রলীগের সম্মেলনে কুষ্টিয়া)।
(১২৪) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তরঃ আইন বিভাগ।
(১২৫) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৯ সালে।
(১২৬) বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন কেন?
উত্তরঃ চতুর্থ শেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ।
(১২৭)মুজিব শব্দের অর্থ কি?
উত্তর: উত্তরদাতা।
(১২৮)বঙ্গবন্ধুর পিতার নাম কি?
উত্তর: শেখ লুৎফর রহমান
(১২৯)বঙ্গবন্ধুর মাতার নাম কি?
উত্তর: মোসাম্মৎ সায়েরা খাতুন।
(১৩০)বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি?
উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম রেণু)।
(১৩১)শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল?
উত্তর: খোকা।
(১৩২)‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(১৩৩)বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
(১৩৪)বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
(১৩৫)বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
(১৩৬)বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
(১৩৭)বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
(১৩৮)বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
(১৩৯)বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
(১৪০)বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
(১৪১)বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
(১৪২)১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
(১৪৩)১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
(১৪৪)যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
(১৪৫)বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
(১৪৬)১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
(১৪৭)বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
(১৪৮)আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
(১৪৯)বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
(১৫০)কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
(১৫১)ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
(১৫২)‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
(১৫৩)আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
(১৫৪)আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
(১৫৫)শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
(১৫৬)শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
(১৫৭)কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
(১৫৮)বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
(১৫৯)বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।
(১৬০)বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
(১৬১)বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
(১৬২)১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
(১৬৩)বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
(১৬৪)বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
(১৬৫)বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
(১৬৬)বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
(১৬৭)বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর:১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
(১৬৮)বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
(১৬৯)বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
(১৭০)মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
উত্তরঃ ১০ই এপ্রিল ১৯৭১।
(১৭১)মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় কর তারিখে?
উত্তরঃ ১৭ই এপ্রিল ১৯৭১।
(১৭২)ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের কোন মাসে?
উত্তরঃ ফেব্রুয়ারি মাসে।
(১৭৩)বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করেন কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে।
(১৭৪)২১ ফেব্রুয়ারি ১৯৫২ বঙ্গবন্ধু কোন কারাগারে বন্ধি ছিলেন?
উত্তরঃ ফরিদপুর কারাগার।
(১৭৫)২৬ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কি?
উত্তরঃ অপারেশন বিগ বার্ড।
(১৭৬)বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ উপাধি দেয়া হয় কত তারিখে?
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১
(১৭৭)কে বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ উপাধি দেয়?
উত্তরঃ আ স ম আবদুর রব।
(১৭৮)বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশ সফর করেন?
উত্তরঃ ভারত, ৬-৭ ফেব্রুয়ারি ১৯৭২।
(১৭৯)বঙ্গবন্ধু সর্বশেষ কোন দেশ সফর করেন?
উত্তরঃ জ্যামাইকা; ১৯৭৫।
(১৮০)বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ১৯ নভেম্বর ২০০৯।
(১৮১)বঙ্গবন্ধু কবে সংবিধান স্বাক্ষর করেন?
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭২।
(১৮২)বঙ্গবন্ধু ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেন কবে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি ১৯৭৫।
(১৮৩)বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তরঃ পঞ্চম তফসিলে
(১৮৪)স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
উত্তরঃ সপ্তম তফসিলে
—🟤🟤 সংগৃহীত……..
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড
- অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
- সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর