বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর এর অফিস সহকারী
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
পদের নামঃ- অফিস সহকারী
পরীক্ষার তারিখঃ- ০৬-০৩-২০২১
বাংলা প্রশ্ন সমাধান
১. ‘সংখ্যা’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ
ক) সম্ + খা✔
খ) সমঃ + খা
গ) সম্ +খা
ঘ) সং + খা
২. ‘অন্য ভাষায় রূপান্তরিত’ এর এক কথায় প্রকাশ
ক) অনুবাদ
খ) ভিন্নভাষা
গ) রূপান্তর
ঘ) অনূদিত✔
৩. ‘সকলের জন্য প্রযোজ্য’ এর এক কথায় প্রকাশ
ক) সর্বজনীন✔
খ) সার্বজনীন
গ) সর্বজনিন
ঘ) সর্বজণীন
৪. ‘উভয় সংকট’ কোন বাগধারার অর্থ?
ক) ঠোঁট কাটা
খ) শাঁখের করাত✔
গ) রাবনের চিতা
ঘ) মিছরির ছুরি
৫. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী?
ক) আশার কথা
খ) সৌভাগ্যের বিষয়✔
গ) মজা পাওয়া
ঘ) আনন্দের বিষয়
৬. ‘রিক্সা’ কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে?
ক) আরবি
খ) ফারসি
গ) জাপানি✔
ঘ) চীনা
৭. ‘স্মৃতিসৌধ’ কোন সমাসের উদাহরণ?
ক) কর্মধারয়✔
খ) দিগু
গ) দ্বন্দ্ব
ঘ) বহুব্রীহি
৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ গ্রন্থটির লেখক কে?
ক) হুমায়ূন আহমেদ
খ) হুমায়ূন আজাদ
গ) সৈয়দ সামসুল হক✔
ঘ) শওকত ওসমান
৯. ‘লাল-নীল দীপাবলী’ গ্রন্থের লেখক কে?
ক) হুমায়ূন আহমেদ
খ) হুমায়ূন আজাদ✔
গ) সৈয়দ সামসুল হক
ঘ) শওকত ওসমান
১০. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোথায়?
ক) সর্বনাম ও ক্রিয়া✔
খ) সর্বনাম ও অব্যয়
গ) অব্যয় ও বিশ্লেষণ
ঘ) ক্রিয়া ও অব্যয়
১১. সঠিক বানান কোনটি?
ক) সমিচিন
খ) সমিচীন
গ) সমীচিন
ঘ) সমীচীন✔
১২. সঠিক বানান কোনটি?
ক) শ্রদ্ধাঞ্জলি✔
খ) শ্রদ্ধাঞ্জলী
গ) স্রদ্ধাঞ্জলী
ঘ) স্রদ্ধাঞ্জলি
১৩. ‘তিলে তৈল আছে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) অপাদানে সপ্তমী
খ) অধিকরণে সপ্তমী✔
গ) ক্রিয়ার সপ্তমী
ঘ) করণে সপ্তমী
১৪. ‘চঞ্চল’ এর বিপরীত শব্দ কোনটি?
ক) স্থির✔
খ) দুষ্ট
গ) বহমান
ঘ) চঞ্চলা
১৫. বাচ্য প্রধানত কত প্রকার?
ক) ৩ প্রকার✔
খ) ৫ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৬ প্রকার
১৬. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক) খুকী
খ) বাঘিনী
গ) নাপিত্যনী
ঘ) সতীন✔
১৭. কোনটি পুরুষ ও স্ত্রীবাচক দুই বোঝায়?
ক) ভেড়া
খ) বাঘ
গ) মোরগ
ঘ) পাখি✔
১৮. কোনটি চলিত ভাষার শব্দ?
ক) এই✔
খ) যাহা
গ) তাহার
ঘ) কেউ
১৯. ছন্দের জাদুকর বলা হয় কাকে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত✔
২০. বাংলাদেশে কাকে সব্যসাচী লেখক বলা হয়?
ক) শামসুর রহমান
খ) সৈয়দ শামসুল হক✔
গ) হেলাল হাফিজ
ঘ) নির্মলেন্দু গুণ
ইংরেজি প্রশ্ন সমাধান
- Change the Gender ‘Dog’.
ক) Bich
খ) Beach
গ) Vixen
ঘ) Bitch✔
- Change the Gender ‘Fox’.
ক) Foxen
খ) Foxin
গ) Ox
ঘ) Vixen✔
- Tooth এর Plural কোনটি?
ক) Tooths
খ) Teeth✔
গ) Toothes
ঘ) Teeths
- Fill in the blank: Karim died —–Covid-19
ক) by
খ) of✔
গ) in
ঘ) on
- Fill in the blank: He is ——- weak to walk
ক) to
খ) of
গ) too✔
ঘ) by
- Fill in the blank: It is 10 O’ clock —— my watch
ক) to
খ) of
গ) too
ঘ) by✔
- Fill in the blank: Divide the Mangoes ——- the boys
ক) among✔
খ) of
গ) too
ঘ) by
- Fill in the blank: The cat is fond ——- milk
ক) in
খ) by
গ) on
ঘ) of✔
- Fill in the blank: It has been raining ——- morning
ক) in
খ) since✔
গ) for
ঘ) of
- Fill in the blank: Rumi went ——– laughing.
ক) away✔
খ) to
গ) for
ঘ) in
- ‘Kith and kin’ এর অর্থ-
ক) পাড়াপড়শী
খ) আত্মীয়-স্বজন✔
গ) বাবা-মা
ঘ) ভাই-বোন
- ‘Birds of same Feather’ means-
ক) Same kind of bird
খ) Persons of similar nature✔
গ) Birds of prey
ঘ) Persons of weak nature
- What is the meaning of ‘‘Crocodile Tears’’?
ক) চিৎকার করে কান্না
খ) হঠাৎ উদয়
গ) কুমিরের কান্না
ঘ) মায়া কান্না✔
- What is the meaning of ‘‘Black and White’’?
ক) লিখিত ভাবে✔
খ) সাদা-কালো
গ) মুখে মুখে
ঘ) দ্বন্দ্ব
- ‘তার ঠান্ডা লেগেছে’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
ক) He feels cold
খ) He has caught cold✔
গ) Cold has caught him
ঘ) He cot cold
- ‘নাচতে না জানলে উঠান বাঁকা’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
ক) A bad worker do nothing
খ) A bad workman quarrels with his tools✔
গ) A bad worker create disturb
ঘ) কোনটিই নয়
- ‘আমি, তুমি ও সে স্কুলে যাবো’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
ক) You, he and I will go to school✔
খ) He, you and I will go to school
গ) I, you and he will go to school
ঘ) You, I and he will go to school
- ‘ঘুমন্ত শিশুটিকে ঘুমাতে দাও’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
ক) Let sleeping baby to sleep
খ) Let the sleeping baby sleep✔
গ) Sleeping baby sleep
ঘ) Let the baby sleep
- ‘সে গতকাল ঢাকা এসেছে’ এর ইংরেজি অনুবাদ কোনটি?
ক) He came to Dhaka tomorrow
খ) He came to Dhaka yesterday✔
গ) He come to Dhaka tomorrow
ঘ) He come to Dhaka yesterday
- ‘দুয়ে দুয়ে চার হয়’ ইংরেজি অনুবাদ কোনটি?
ক) Two and Two makes four✔
খ) Two and Two make four
গ) Two and Two made four
ঘ) None
গণিত প্রশ্ন সমাধান
১. যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলে
ক) রম্বস
খ) সামন্তরিক
গ) আয়তক্ষেত্র
ঘ) ট্রাপিজিয়াম✔
২. বৃত্তের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো
ক) কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব সর্বদাই সমান✔
খ) কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব অর্ধেক
গ) কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব অসমান
ঘ) কোনটিই নয়
৩. ত্রিভুজের তিন কোণের সমষ্টি
ক) ১৮০ ডিগ্রী✔
খ) ২৬০ ডিগ্রী
গ) ৩৬০ ডিগ্রী
ঘ) ১৯০ ডিগ্রী
৪. যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
ক) ট্রাপিজিয়াম
খ) রম্বস
গ) ঘুড়ি✔
ঘ) বর্গ
৫. বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে?
ক) ব্যাস✔
খ) চাপ
গ) ব্যাসার্ধ
ঘ) পরিধি
৬. ১ শতক সমান কত বর্গফুট?
ক) ৪৩৫.৬ বর্গফুট✔
খ) ৪৩৬.৬ বর্গফুট
গ) ৪৩৭.৬ বর্গফুট
ঘ) ৪৩৮.৬ বর্গফুট
৭. ১ মাইল সমান কত গজ?
ক) ১৭৬০ গজ✔
খ) ১৭৭০ গজ
গ) ১৭৬৫ গজ
ঘ) ১৭৭৭ গজ
৮. a2+2ab−2b−1 কোনটি?
ক) (a-b)(a+2b+1) ✔
খ) (a+1)(a+2b+1)
গ) (a+1)(a+2b-1)
ঘ) (a-1)(a-2b-1)
৯. 4ab এর মান কোনটি?
ক) (a+b)2−(a−b)2✔
খ) (a+b)2+(a−b)2
গ) (a−b)2+(a−b)2
ঘ) (a+b)2+(a+b)2
১০. 0.1×0.1×0.10.1×0.1×0.1 এর মান কোনটি?
ক) 1
খ) 0.01
গ) 0.001✔
ঘ) 100
১১. ৫৫৫ এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত?
ক) 5
খ) 50✔
গ) 55
ঘ) 500