Bangladesh Fire Service & Civil Defence Station Officer
Written Questions Solution-2016
পদের নামঃ- স্টেশন অফিসার ও স্টাফ অফিসার
পরীক্ষার তারিখঃ- ২৭-০৫-২০১৬
১) অনুচ্ছেদ লিখুন: “ভুমকম্পের ঝুঁকিতে বাংরাদেশ-প্রস্তুতি ও করণীয় ।
উত্তরঃ- নিজে চেষ্টা করুন।
২) শুদ্ধ বানান লিখুন:
ক) বিপনী – বিপণী
খ) মুমূর্ষু [সাধারণ ভুল: মুমুর্ষ, মুমুর্ষু, মুমুর্ষূ]
গ) প্রতিস্ঠান – প্রতিষ্ঠান
ঘ) মাষ্টার – মাস্টার
ঙ) ভিষন – ভীষণ
চ) ইতঃস্তত – ইতস্তত
ছ) অদিতী – অদিতি
৩) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: মধুমাখা, শতাব্দী, মৃগশিশু ।
ক) মধুমাখা মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ
খ) শতাব্দী শত অব্দের সমাহার দ্বিগু সমাস
গ) মৃগশিশু মৃগীর শিশু ষষ্ঠী তৎপুরুষ
৪) কারক ও বিভক্তি নির্ণয় করুন:
ক) লোকমুখে খবর পেলাম> অপাদানে ৭মী
খ) তিলে তৈল আছে> অধিকরণ কারক,সপ্তমী বিভক্তি
গ) আমারি সোনার ধানে গিয়েছে ভরি > করণে ৭মী
ঘ) তর্কে বিরত হও > অপাদানে ৭মী
৫) বাংলায় অনুবাদ করুন:
Life expectancy for Japanese had been rising decades, but it has stagnated in recent years. It inched up in 2010 and 2011, and was flat in 2012 and 2013 . Recent research has documented surprising increases in death rates among less educated Japanese .
উত্তরঃ- জাপানিরদের গড় আয়ু বৃদ্ধির হার দশকের মধ্যে ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তা থেমে গেছে।এটা ২০১০ এবং ২০১১ সালে কিছুটা বৃদ্ধি এবং ২০১২ এবং ২০১৩ সালে তা সমতা হয়েছে । সাম্প্রতিক গবেষণায় কম শিক্ষিত জাপানিদের মাঝে মৃত্যু হার বিষ্ময়কর বৃদ্ধি তা নথিভূক্ত করা হয়েছে।
৬) Write a paragraph on ” Green House Effect”.
Green house effect is a threat for the existing human beings, animals, plants and above all, all the phenomena of the world. It is associated with the global warming. The temperature of the world is increasing gradually. Carbon dioxide is the main culprit which is being deposited gradually in the atmosphere. It is generally produced when the fossil fuel is burnt. Carbon dioxide entraps the heat in the atmosphere. As a result, the temperature of the world is on the increase. CFC contributes devastatingly to the greenhouse effect. The refrigerator which is used in our daily life is also producing CFC. CFC is also used in manufacturing goods, packaging commercial products, in aerosol etc. This CFC is responsible to a great extent for greenhouse effect. The adverse effect of the greenhouse is very disastrous. It is feared that by the mid-century the world temperature will increase 4 degree Celsisus. The polar ice caps have started to melt. Sea level is rising. Consequently, the lower regions of the world will go under water, and the southern regions of Bangladesh will also go under water. This catastrophic disaster must be checked. It is to be done to save our existence.
৭) Make sentences with meaning: Beggar description, A bolt from the blue, Tooth and nail.
উত্তরঃ-
ক) Beggar description (অবর্ণনীয় হওয়া) His miseries are berggar description.
খ) A bolt from the blue (বিনা মেঘে বজ্রপাত) The news of the teen-ager Shawon to be a blot from the blue.
গ) Tooth and nail (প্রাণপনে চেষ্টা করা) He tried tooth and nail for the position.
৮) Change sentences as directed:
- a) Iron is more useful than any other metal. ( Positive degree).
Ans:- Very few metals are so useful as Iron.
- b) Promises should be kept ( make it active voice).
Ans:- Keep promise
- c) He finished his exercise and put away his books. ( make simple).
Ans:- Finishing exercise he put away his book.
৯) Translate into English.
ভেীগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ অত্যন্ত দুর্যোগপ্রবণ দেশ । এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম । প্রাকৃতিক দুর্যোগ কৃষি খাতে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে ।
উত্তরঃ-
Because of geographical position Bangladesh is very disastrous country. Besides because of climate change Bangladesh is one of the most hazardous country of the world. Nature disaster causes most harm to the agricultural sector.
১০) প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
ব্যাখ্যা:
দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য = ৪০ মিটার
প্রস্থ = ৩০ মিটার
∴ ক্ষেত্রফল = (৪০ X ৩০) = ১২০০ বর্গমিটার
রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = {৪০ – (২X১)} মিটার
= ৩৮ মিটার।
” ” প্রস্থ = {৩০ – (২X১)} মিটার
= ২৮ মিটার
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৩৮X ২৮) বর্গমিটার
= ১০৬৪ বর্গমিটার
∴ রাস্তাটির ক্ষেত্রফল = (১২০০ – ১০৬৪) বর্গ মিটার
= ১৩৬ বর্গ মিটার
১১) প্রশ্ন: একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে ৫২৫ টাকা । যদি শার্টের মূল্য ১০% বাড়ে ও প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে। শার্ট ও প্যান্টের প্রতিটির পূর্বমূল্য নির্ণয় করুন।
ধরি, শার্টের মূল্য S ও প্যান্টের মূল্য P.
তাহলে, S + P = ৫২৫ বা, P = ৫২৫ – S
আবার, ১.১S + ০.৯৫P = ৫২৫
বা, ১.১S + ০.৯৫(৫২৫ – S) = ৫২৫
বা, ১.১S + ০.৯৫x৫২৫ – ০.৯৫S = ৫২৫
বা, ০.১৫S = ৫২৫ – ০.৯৫x৫২৫
বা, S = ২৬.২৫/০.১৫ = ১৭৫ টাকা
সুতরাং, শার্টের মূল্য ১৭৫ টাকা ও প্যান্টের মূল্য (৫২৫ – ১৭৫) = ৩৫০ টাকা।
১২) প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
ব্যাখ্যা:
মনে করি, দশ বছর পূর্বে ক – এর বয়স ছিল ৭x এবং খ – এর ২x বছর
সুতরাং, বর্তমানে ক – এর বয়স হবে ৭x + ১০ বছর
খ – এর ” ” ২x + ১০ বছর
প্রশ্নমতে,
৭x + ১০ + ২x + ১০ = ৭৪
বা, ৯x + ২০ = ৭৪
বা, ৯x = ৫৪
সুতরাং, x = ৬
সুতরাং, ক – এর বর্তমান বয়স ৭*৬ + ১০ = ৫২ বছর
খ – এর ” ” ২*৬ + ১০ = ২২ বছর
সুতরাং, ১০ বছর পর পিতার বয়স ও খ – এর বয়সের অনুপাত হবে (৫২ + ১০):(২২ + ১০) = ৬২:৩২ = ৩১:১৬
১৩) প্রশ্নঃ- ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে । ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?
ব্যাখ্যাঃ এখানে ৫ জন বালক = ৩ জন পুরুষ
∴ ১ জন বালক = ৩/৫ জন পুরুষ
∴ ১০ জন বালক = ৩/৫ ×১০ জন পুরুষ , =৬ জন পুরুষ
এখন মোট পুরুষের সংখ্যা = ৪ + ৬ = ১০ জন
৩ জন পুরুষ একটি কাজ করে = ২০ দিনে
∴ ১ জন পুরুষ একটি কাজ করে = ২০ × ৩ দিনে
∴ ১০ জন পুরুষ একটি কাজ করে = (২০ × ৩)/১০ দিনে
= ৬ দিনে
∴ নির্নেয় সমাধান = ৬ দিন।
১৪) সংক্ষিপ্ত উত্তর দিন:
ক) বুদ্ধিজীবি স্মৃতিসেীধ, মিরপুর এর স্থপতি কে?
উত্তরঃ- মোস্তফা হারুন কুদ্দুস।
খ) বাংলাদেশের জাতীয় সঙ্গীত “ আমার সোনার বাংলা” সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ- ১৯০৫ সালে “বঙ্গদর্শন ” পত্রিকায় প্রকাশিত হয়।
গ) আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় বনভূমি রয়েছে কোন জেলায়?
উত্তরঃ- বাগেরহাট জেলায়
ঘ) ঢাকার প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? কোন সালে প্রকাশিত হয়?
উত্তরঃ- ঢাকাপ্রকাশ বাংলাদেশের ঢাকা শহরের প্রথম বাংলা সংবাদপত্র যা বাংলা তারিখ ২৫ ফাল্গুন, ১২৬৭ (মার্চ ৭, ১৮৬১) প্রথম প্রকাশিত হয়।
ঙ) WiMax এবং BSTI এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- Worldwide Interoperability for Microwave Access এবং Bangladesh Standards and Testing Institution
চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) কবে গঠিত হয়?
উত্তরঃ- ১৯৭২ সালে ।
ছ) “অসমাপ্ত আত্মজীবনী “ কার আত্মজৈবনিক রচনা?
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জ) মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ- ওরা ১১ জন (১৯৭২)
ঝ) বাংলাদেশের প্রথম ইন্টারনেটভিত্তিক সংবাদ সংস্থার নাম কি?
উত্তরঃ- bdnews24.com
ঞ) ফরাসি বিপ্লবের মূল শ্লোগান কি ছিল?
উত্তরঃ- ভ্রাতৃত্ব, সমতা ও স্বাধীনতা
ট) ডিএনএ- র গঠন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তরঃ- জেমস ডি. ওয়াটসন
ঠ) বিশ্বে সর্বাধিক বিদেশি ভাষার দেশ কোনটি?
উত্তরঃ- যুক্তরাষ্ট্র (২০৬)
ড) VIRUS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- Vital Information Resources Under Siege
ঢ) বিশ্ববিখ্যাত রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা এবং এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- রয়টার্স( ইংরেজি: Reuters) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা । এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠা করেন পল জুলিয়াস রয়টার
ণ) UNEP কবে প্রতিষ্ঠিত হয় এবং সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ- ১৯৭২ সালে নাইরোবি, কেনিয়া।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার পদের প্রশ্ন সমাধান-২০২২
- ফায়ার সার্ভিস লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ৪০ টি প্রশ্ন উত্তর
- ফায়ার সার্ভিস নিয়োগ পরীক্ষার প্রস্তুতি