বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

0
1033

বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত ও মৌখিক

পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

১. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে?

উত্তরঃ  ১৯৭১ সালে।

২. বাংলাদেশ সেনবাহিনীর প্রকাশনা কতটি ও কী কী?

উত্তরঃ  ৩টি। সেনাবার্তা (Shena Barta),

  • সেনা
  • প্রবাহ (Shena Probaho) ও
  • আর্মি জার্নাল (Army Journal)।

৩. বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন?

উত্তরঃ  ৩ জন।

  • সিপাহী মোস্তফা কামাল,
  • সিপাহী হামিদুর রহমান,
  • ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।

৪. ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ  মেজর গণি।

৫. মেজর গণিকে কোন যুদ্ধে ‘টাইগার’ উপাধি দেয়া হয়েছিল?

উত্তরঃ  ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে।

৬. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে?বা, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান কে?

উত্তরঃ  প্রেসিডেন্ট।

৭. বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কী?

উত্তরঃ  সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে।

৮. সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কী?

উত্তরঃ  বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্ট।

৯. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কী?

উত্তরঃ  জেনারেল এম. এ. জি. ওসমানী।

১০. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?

উত্তরঃ  ২১ নভেম্বর।

১১. বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কী?

উত্তরঃ  ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং ওপর কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা।

১২. বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে?

উত্তরঃ  ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর কুমিল্লা,যশোর, চট্টগ্রাম, রংপুর, সৈয়দপুর, বগুড়া,খুলনা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান,ঘাটাইল ও রাজশাহী।

১৩. সামরিক অস্ত্রশস্ত্র ও সাজসরঞ্জাম বিভাগকে কী বলা হয়?

উত্তরঃ  অর্ডিন্যান্স বিভাগ ।

১৪. বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তরঃ  তেজগাঁও (বিজয় সরণির পাশে)

১৫. জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত?

উত্তরঃ  খুলনায়।

১৬. বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি?

উত্তরঃ  ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

১৭. বাংলাদেশ মিলিটারি একাডেমী কোথায় অবস্থিত?

উত্তরঃ  চট্টগ্রামের ভাটিয়ারীতে (পূর্বে কুমিল্লায় ছিল)।

১৮. বাংলাদেশ মিলিটারি একাডেমী প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ  ১১ জানুয়ারি, ১৯৭৪ সালে কুমিল্লায় ।

১৯. বাংলাদেশ মিলিটারি একাডেমী কুমিল্লা থেকে চট্টগ্রামের ভাটিয়ারীতে স্থানান্তরিত করা হয় কত সালে?

উত্তরঃ  ১৯৭৬ সালে।

২০. বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ প্রাপ্তক কমিশন অফিসারের প্রথম পদবি কী?

উত্তরঃ  সেকেন্ড লেফটেন্যান্ট।

২১. গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানোর স্থানকে কী বলে?

উত্তরঃ  ব্লাক আউট।

২২. সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের নৌ-বাহিনীর পদকে কী বলে?

উত্তরঃ  এডমিরাল ।

২৩. বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কবে?

উত্তরঃ  ১৯৭৫ সালে।

২৪. সর্বশেষ কবে বাংলাদেশে সামরিক শাসন জারি হয়?

উত্তরঃ  ১৯৮২ সালে।

২৫. ‘সোর্ড অব অনার’ সম্মান প্রদান করা হয় কাকে?

উত্তরঃ  সেনাবাহিনীর ক্যাডেটদেরকে।

২৬. বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথা থেকে?

উত্তরঃ  আর্মি স্টাফ কলেজ।

২৭. বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায় অবস্থিত?

উত্তরঃ  ঢাকার মিরপুর সেনানিবাসে।

২৮. Inter Service Selection Board (ISSB) কী?

উত্তরঃ  সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড।

২৯. বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ  ঢাকায়।

৩০. বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কী?

উত্তরঃ  ফিল্ড মার্শাল।

৩১. বাংলাদেশের সামরিক সদর দফতর কোথায়?

উত্তরঃ  ঢাকার কুর্মিটোলায় ।

৩২. টাস্কফোর্স’ কী?

উত্তরঃ  সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দল।

৩৩. বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে?

উত্তরঃ  সুরাইয়া বেগম।

৩৪. প্রথমবারের মতো ‘সোর্ড ভুব অনার’ এ ভূষিত মহিলা কে?

উত্তরঃ  মারজিয়া ইসলাম।

৩৫. সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিশনপ্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় কত সালে?

উত্তরঃ  ২০০০ সালে।

৩৬. বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো কতজন মহিলা সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন?

উত্তরঃ  ২০ জন।

৩৭. স্থল বাহিনীর একটি প্লাটুনে কত সৈন্য থাকে?

উত্তরঃ  ৪৬ জন।

৩৮. সি-ব্যাট কী?

উত্তরঃ  বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া।

৩৯. বাংলাদেশ মিগ-২৯ যুদ্ধ বিমান কিনে কোন দেশ হতে?

উত্তরঃ  রাশিয়া।

৪০.  মিগ-২৯’ বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় কবে?

উত্তরঃ  ২৩ মার্চ, ২০০২ সালে ।

৪১. সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কী নামে পরিচিত?

উত্তরঃ  অপারেশন ক্লিনহার্ট ।

৪২. বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়?

উত্তরঃ  ১টি (যুক্তরাষ্ট্র)।

৪৩. ২০০৫ সালে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ৯ জন সেনা সদস্য কোন দেশে মারা যান?

উত্তরঃ  কঙ্গোর ইতুরি প্রদেশে (২৫ ফেব্রুয়ারি ২০০৫)।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download