BADC Assistant Engineer Exam Question Solution-2022

0
212

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উপ-সহকারী

প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

পদের নামঃ- উপ-সহকারী প্রকৌশলী

পরীক্ষার তারিখঃ- ২৬ আগস্ট ২০২২

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১। বাক্যের মৌলিক উপাদান কী?

ক) বর্ণ

খ) ভাব

গ) ধ্বনি

ঘ) শব্দ

উত্তরঃ ঘ) শব্দ

২। নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে কোনটি বিশেষ্য?

ক) বিস্ময়

খ) ভগ্ন

গ) মধুর

ঘ) রেশমী

উত্তরঃ ক) বিস্ময়  [বিস্ময় শব্দের বিশেষণ হলো বিস্মিত]

৩। কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?

ক) স্বাধীনতার পুরষ্কার

খ) একুশে পদক

গ) বাংলা একাডেমি পদক

ঘ) জাতীয় চলচ্চিত্র পুরষ্কার

উত্তরঃখ) একুশে পদক

৪। ‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারায় সমাস?

ক) মধ্যপদলোপী

খ) উপমেয়-উপমান

গ) উপমান

ঘ) উপমিত

উত্তরঃ ক) মধ্যপদলোপী

৫। কোন বানানটি  সঠিক?

ক) মন্ত্রীপরিষদ

খ) মন্ত্রিপরিষদ

গ) মন্ত্রিপরিশদ

ঘ) মন্ত্রিপরিসদ

উত্তরঃ খ) মন্ত্রিপরিষদ

ইংরেজি প্রশ্ন সমাধানঃ-

৬। Who wrote ‘Beauty is truth, truth is beauty’?

ক) Shakespeare

খ) Wordsworth

গ) Keats

ঘ) Eliot

উত্তরঃ গ) Keats

৭। Which one is always used as singular?

ক) Staff

খ) Horse

গ) Bread

ঘ) Custom

উত্তরঃ গ) Bread

৮। What is the superlative degree of ‘bad’?

ক) Worst

খ) bast

গ) Worse

ঘ) best

উত্তরঃ ক) Worst

৯। Which one is not a flower?

ক) Magnolia খ) Cosmos গ) Lily ঘ) Cosmic

উত্তরঃ ঘ) Cosmic

১০। “The rape of Bangladesh” is written by

ক) Viggo Olsen

খ) Anthony Mascarenhas

গ) Rehman Sobhan

ঘ) Alamgir Kabir

উত্তরঃ খ) Anthony Mascarenhas

গণিত প্রশ্ন সমাধানঃ-

১১। কোন সংখাটি বৃহত্তম?

ক) ০)১০০০

খ) ০)১০০

গ) ০)০০১০

ঘ) ০)০০০১

উত্তরঃ ক

১২। a – 1/a = 3 হলে ‍a2 + 1/a2 = ?

ক) 11

খ) 12

গ) 14

ঘ) 16

উত্তরঃ ক

১৩। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

ক) ৩

খ) ১৩

গ) ৭

ঘ) ৯

উত্তরঃ ঘ

১৪। 13^3/4% এর সমান

ক) 11/80

খ) 11/20

গ) 1/9

ঘ) 1/8

উত্তরঃ  ক

১৫। ৫০ পয়সার ৫০ দিনের সুদ ৫০ পয়সা হলে দৈনিক সুদ কত?

ক) ১ টাকা

খ) ০)১ টাকা

গ) ০)০১ টাকা

ঘ) ১০ টাকা

উত্তরঃ গ

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-    

১৬। বাংলাদেশের ‘জাতীয় সংগীত’ রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে?

ক) বনফুল

খ) সোনারতরী

গ) সন্ধ্যাসংগীত

ঘ) গীতবিতান

উত্তরঃ ঘ

১৭। বাংলাদেশের টাকার জাদুঘর কোথায় অবস্থিত?

ক) বাংলাদেশ ব্যাংকের অধীন শাখা, মতিঝিল

খ) বাংলাদেশ ব্যাংকের টেনিং একাডেমী, মিরপুর

গ) বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, মিরপুর

ঘ) বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ

উত্তরঃ খ

১৮। ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম?

ক) ২য়

খ) ৩য়

গ) ৪ র্থ

ঘ) ৫ম

উত্তরঃ খ

১৯। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায়?

ক) ফরিদপুর

খ) রংপুর

গ) জামালপুর

ঘ) শেরপুর

উত্তরঃ ক

২০। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

ক) কৃত্রিম সার প্রয়োগ

খ) পানি সেচ

গ) মাটিতে নাইট্রোজেন ধরে রাখা

ঘ) প্রাকৃতিক গ্যাস প্রয়োগ

উত্তরঃ খ

২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে জাতির পিতা ঘোষণা করা হয়?

ক) ১৭ মার্চ ১৯৭১

খ) ২ মার্চ ১৯৭১

গ) ৩ মার্চ ১৯৭১

ঘ) ৭ মার্চ ১৯৭১

উত্তরঃ গ

২২। ‘মুজিব বর্ষে’র সময়কাল হলো-

ক) ১৭ মার্চ ২০২০ – ১৭ মার্চ ২০২১

খ) ১৭ মার্চ ২০২০ – ২৬ মার্চ ২০২১

গ) ১০ জানুয়ারি ২০২০ – ১৭ মার্চ ২০২১

ঘ) ১৭ মার্চ ২০২০ – ১৬ ডিসেম্বর ২০২১

উত্তরঃ ঘ

২৩। “ইউনেস্কো-বাংলাদেশ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ আন্তর্জাতিক পুরস্কার” যে বিষয়ে ঘোষিত হয়েছে-

ক) নারীর ক্ষমতায়ন

খ) সমাজকল্যাণ

গ) দারিদ্র দূরীকরণ

ঘ) সৃষ্টিশীল অর্থনীতি

উত্তরঃ ঘ

২৪। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে?

ক) UNESCO

খ) UNICEF

গ) UNHCR

ঘ) WEP

উত্তরঃ ক

২৫। সম্প্রতি কোন দিবসকে ‘গণহত্যা দিবস’ হিসেবে সরকার অনুমোদন করেছে?

ক) ১৬ ই ডিসেম্বর

খ) ২৫ শে মার্চ

গ) ২১ শে ফেব্রুয়ারি

ঘ) ২৬ শে মার্চ

উত্তরঃ  খ

২৬। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?

ক) ফিনিশীয় সভ্যতা

খ) পারসিক সভ্যতা

গ) হিব্রু সভ্যতা

ঘ) ব্যাবিলনীয় সভ্যতা

উত্তরঃ গ

২৭। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট?

ক) ILO

খ) UNESCO

গ) IMF

ঘ) FAO

উত্তরঃ ঘ

২৮। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম-

ক) মহাসাগর

খ) সাগর

গ) উপসাগর

ঘ) কোনটি নয়

উত্তরঃ গ

২৯। ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ এর প্রথম প্রস্তাবনা কী?

ক) দারিদ্র্য দূরীকরণ

খ) খাদ্য নিরাপত্তা

গ) নারীর ক্ষমতায়ন

ঘ) জলবায়ু পরিবর্তন

উত্তরঃ ক

৩০। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?

ক) সুইজারল্যান্ড

খ) ইংল্যান্ড

গ) যুক্তরাষ্ট্র

ঘ) ব্রাজিল

উত্তরঃ ক

বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধানঃ-

৩১। পানির গভীরতা মাপার জন্য যে Servey করা হয় তাকে বলা হয়-

ক) Contour

খ) Fly levelling

গ) Sounding

ঘ) Water levelling

উত্তরঃ গ

৩২। দুটি বলের লব্ধি শূন্য হবে, বল দুটি-

ক) পরস্পর সমান হলে

খ) পরস্পর সমকোণে ক্রিয়া করলে

গ) পরস্পর একই সরলরেখা বরাবর ক্রিয়া করলে

ঘ) সমান বিপরীতমুখী হলে

উত্তরঃ খ

৩৩। Moment of Inertia-এর একক হলো-

ক) mm4

খ) mm3

গ) mm5

ঘ) mm2

উত্তরঃ ক

৩৪। Reynold’s Number কত হলে Flow Turbulent হয়?

ক) <2000

খ) 2000-4000

গ) >4000

ঘ) <4000

উত্তরঃ গ

৩৫। একটি শ্যাফট 300rmp এ 5 kw পাওয়ার সঞ্চারিত করে। উক্ত শ্যাফটে আরোপিত টর্ক কত?

ক) 149.15 N-m

খ) 159.15 N-m

গ) 169.15 N-m

ঘ) 129.15 N-m

উত্তরঃ

৩৬। Energy consumption of a 100 watt bulb for ten hours is—-

ক) 1000 Kwh

খ) 100 Kwh

গ) 1 Kwh

ঘ) 1 Kw

উত্তরঃ 1 KWh

৩৭। 10 মিটার উপর থেকে পড়ে কোনো বস্তুর মাটিতে আঘাত করার বেগ হচ্ছে-

ক) 30 m/sec

খ) 40 m/sec

গ) 14 m/sec

ঘ) 24 m/sec

উত্তরঃ

৩৮। প্যারালাল সার্কিটে এ লোড বাড়াইলে সার্কিটের- (ক) ভোল্টেজ বৃদ্ধি পায়

(খ) ভোল্টেজ হ্রাস পায়

(গ) কারেন্ট বৃদ্ধি পায়

(ঘ) কারেন্ট হ্রাস পায়

উত্তরঃ ভোল্টেজ হ্রাস পায়

৩৯। ট্রান্সমিশন লাইনের সার্জ ভোল্টেজ নির্ধারণে নিচের কোনটি ব্যবহৃত হয়?

ক) লাইটেনিং অ্যারেস্টর

খ) বুখলেজ রিলে

গ) কোনটিই না

ঘ) ক ও খ উভয়ই

উত্তরঃ

৪০। বৈদ্যুতিক ফিউজের রেটিং এর একক কোনটি?

ক) ভোল্ট

খ) অ্যাম্পিয়ার

গ) ফ্যারাড

ঘ) হেনরী

উত্তরঃ

৪১। The atmospheric pressure at sea level is-

ক) 1000 KN/m²

খ) 103 KPa

গ) 103 Kg/cm²

ঘ) 981 cm/s²

উত্তরঃ

৪২। Which pump is suitable for small discharge and high heads?

ক) Centrifugal pump

খ) Axial pump

গ) Mixed flow pump

ঘ) Reciprocating pump

উত্তরঃ Centrifugal pump

৪৩। 1 H.P is equal to-

ক) 75 Kg-m/s

খ) 764 Watt

গ) 550 Joule/s

ঘ) None of these

উত্তরঃ 746 watts

৪৪। The contour lines of different elevations-

ক) cross each other

খ) cross each other

গ) do not cross

ঘ) cross each otherat right angles at 45⁰ angles each other at random

উত্তরঃ

৪৫। Bernoulli’s equation is applied for-

ক) venturimeter

খ) Orifice meter

গ) Pitot tube

ঘ) all of these

উত্তরঃ

৪৬। স্টেনসাইল বল প্রয়োগে যে গুণের জন্য পদার্থকে রূপান্তরিত করা সম্ভব, তাকে বলে-

ক) প্লাস্টিসিটি

খ) ইলাস্টিসিটি

গ) ডাকটিলিটি

ঘ) টাফনেস

উত্তরঃ

৪৭। একটি 5m উচ্চতার পানির ট্যাংকের তলায় অবস্থিত নজল (Nozzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর-

ক) 9.90 m/s

খ) 19.80 m/s

গ) 99.9 m/s

ঘ) 5.90 m/s

উত্তরঃ

৪৮। একটি পাম্প 0.003 m³/s হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা 80% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি-

ক) 0.716 KW

খ) 0.55181 KW

গ) 0.2231 KW

ঘ) 0.8932 KW

উত্তরঃ

৪৯। ডিজেল ইঞ্জিনের অপর নাম কি?

ক) SI ইঞ্জিন

খ) CI ইঞ্জিন

গ) স্টিম ইঞ্জিন

ঘ) পাম্প

উত্তরঃ

৫০। একটি রেফ্রিজারেশনের ঠান্ডা করার ক্ষমতা 10 KW। রেফ্রিজারেশনের কম্প্রেসরের পাওয়ার 8 KW হলে তার COP কত?

ক) 5.2

খ) 2.5

গ) 3.20

ঘ) 1.25

উত্তরঃ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download