লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কয় প্রকার ও কি কি? পিডিএফ ডাউনলোড

0
197

লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কয় প্রকার ও কি কি?

পিডিএফ ডাউনলোড

উঃ যে সকল শব্দ দ্বারা পুরুষ, স্ত্রী ও অচেতন বস্তুকে চিহ্নিত করা যায়, তাকে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার যথা-

  1. পুংলিঙ্গ
  2. স্ত্রীলিঙ্গ
  3. ক্লীবলিঙ্গ
  4. উভয় লিঙ্গ

লিঙ্গ প্রসঙ্গে আর একটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে—কেবলমাত্র প্রাণীবাচক শব্দগুলি পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গের পর্যায়ে পড়ে। অপ্রাণীবাচক শব্দ ক্লীবলিগের অন্তর্গত। সংস্কৃত ব্যাকরণে উভয় লিঙ্গ বলে কোন কিছু নেই; কিন্তু ইংরেজি ব্যাকরণে Common Gender অর্থাৎ উভয় লিঙ্গ আছে।

প্রশ্নঃ- পুংলিঙ্গ কাকে বলে?

উত্তরঃ- যেসব শব্দ পুরুষ জাতিকে বোঝায়, তাদের পুংলিঙ্গ বলে। যেমন—মানুষ, শিক্ষক, ছাত্র, গোয়ালা, সিংহ ইত্যাদি।

প্রশ্নঃ- স্ত্রী লিঙ্গ কাকে বলে?

উত্তরঃ- যেসব শব্দ স্ত্রী জাতিকে বোঝায়, তাদের স্ত্রীলিঙ্গ বলে। যেমন— মা, ছাত্রী, শিক্ষিকা, সিংহী, ইত্যাদি।

প্রশ্নঃ- ক্লীবলিঙ্গ কাকে বলে?

উত্তরঃ- এমন কিছু শব্দ আছে যাদের দ্বারা পুরুষ অথবা স্ত্রী না বুঝিয়ে অচেতন বস্তুকে বোঝায়, তাদের ক্লীবলিঙ্গ বলে। যেমন—গাছ, ফুল, জামা, বাড়ি, পর্বত, বৃক্ষ ইত্যাদি।

প্রশ্নঃ- উভয় লিঙ্গ কাকে বলে?

উত্তরঃ- যেসব শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কে যোঝানো হয়, তাদের উভয় লিঙ্গ বলে। যেমন— ডাক্তার, শিশু, বন্ধু, কবি, শিল্পী ইত্যাদি।

প্রশ্নঃ- নিত্য পুংলিঙ্গ কাকে বলে? নিত্য পুংলিঙ্গের উদাহরণ দাও।

উত্তরঃ- কতগুলি পুংলিঙ্গ শব্দ আছে যাদের কোন স্ত্রীলিঙ্গ হয় না। এদের নিত্য পুংলিঙ্গ বলে।

যেমন- কাপুরুষ, পুরােহিত, মৃতদার, কৃতদার, কবিরাজ, বিপত্নীক ইত্যাদি।

প্রশ্নঃ- নিত্য স্ত্রীলিঙ্গ কাকে বলে? নিত্য স্ত্রীলিঙ্গের উদাহরণ দাও।

উত্তরঃ- আবার কতকগুলি স্ত্রীলিঙ্গ শব্দ আছে যাদের পুংলিঙ্গ হয় না। এদের নিত্য স্ত্রীলিঙ্গ বলে।

যেমন— দেবতা, যোগিনী, বিধবা, সধবা, সতীন, ধাই, এ যোগে, অবীরা, দুগ্ধবতী, গর্ভবতী, তড়িৎ, বিদ্যুৎ, সত্মা, অবলা, প্রতিমা, যামিনী ইত্যাদি।

প্রশ্নঃ- উভয় লিঙ্গ শব্দ কাকে বলে? উভয় লিঙ্গ শব্দের উদাহরণ দাও।

উত্তরঃ- বাংলায় কতকগুলি শব্দ আছে যাদের উভয় লিঙ্গ শব্দ বলা হয়।

যেমন- শিশু, সন্তান, দমপতি, শাবক, বাচ্চা, ছানা, ছাগলছানা ইত্যাদি।

প্রশ্নঃ- পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করার নিয়ম

উত্তরঃ- পুংলিঙ্গ শব্দকে প্রধানত তিনভাবে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করা হয়। যথা—

  1. স্ত্রী প্রত্যয় যোগে
  2. ভিন্ন শব্দ দ্বারা
  3. স্ত্রী-বোধক শব্দ যোগে।
  1. স্ত্রী প্রত্যয় যোগে

পুংলিঙ্গ শব্দের পরে আ, ঈ, আনী, ইত্যাদি প্রত্যয় যোগ করে স্ত্রী লিঙ্গে রূপান্তর করা যায়। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো-

‘আ’ প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
মহাশয়মহাশয়াপ্রিয়প্রিয়া
শ্রেষ্ঠশ্রেষ্ঠাঅধমঅধমা
পাপিষ্ঠপাপিষ্ঠাউত্তমউত্তমা
শারদীয়শারদীয়ানবীননবীনা
অশ্বঅশ্বাবয়স্কবয়স্কা
ভীতভীতাকৃপণকৃপণা
মাননীয়মাননীয়াপূজনীয়পূজনীয়া
চঞ্চলচঞ্চলাশীষ্যশীষ্যা
ক্ষুদ্রক্ষুদ্রামনোহরমনোহরা
রমনীয়রমণীয়াশিক্ষিতশিক্ষিতা
দরিদ্রদরিদ্রাচতুরচতুরা
লজ্জিতলজ্জিতাকোমলকোমলা
নির্মলনির্মলাকোকিলকোকিলা
নিন্দিতনিন্দিতাহীনহীনা
কল্যাণীয়কল্যাণীয়াঅপমানিতঅপমানিতা

কিছু কিছু ‘অক’ ভাগান্ত পুংলিঙ্গ শব্দের স্ত্রীলিঙ্গ করার সময় ‘অক’ স্থানে ‘ইক’ হয় এবং শেষে ‘আ’ যোগে হয়। যেমন-

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
বালকবালিকাপালকপালিকা
শিক্ষকশিক্ষিকাসাধকসাধিকা
গায়কগায়িকাপাচকপাচিকা
সেবকসেবিকাবাহকবাহিকা
নায়কনায়িকাশ্যালকশ্যালিকা
অধ্যাপকঅধ্যাপিকাপরিচালকপরিচালিকা
অভিভাবকঅভিভাবিকাগ্রাহকগ্ৰাহিকা
লেখকলেখিকাঘোষকঘোষিকা
চালকচালিকাসম্পাদকসম্পাদিকা

‘ঈ’ প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
নদনদীমৃগমৃগী
মানবমানবীঘোটকঘোটকী
ঈশ্বরঈশ্বরীপুত্রপুত্রী
কিশোরকিশোরীবৈষ্ণববৈষ্ণবী
দাসদাসীছাত্রছাত্রী
তরুণতরুণীকাকাকাকী
গরুগৌরীদৌহিত্রদৌহিত্রী
দানবদানবীচাতকচাতকী

সহচর   সহচরী  সুন্দর     সুন্দরী’আনী’ প্রত্যয় যোগে

পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
শিবশিবানীমহেন্দ্রমহেন্দ্রানী
ভবভবানীমাতুলমাতুলানী
বরুণবরুণানীইন্দ্রইন্দ্রানী
  1. ভিন্ন শব্দ দ্বারা:-
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
পিতামাতাজনকজননী
স্বামীস্ত্রীযুবক/যুবাযুবতী
পুত্রকন্যাসভাপতিসভানেত্রী
বরবধূপুরুষনারী
বাপমাভ্রাতাভগিনী
রাজারানীকর্তাগিন্নী
  1. স্ত্রীবোধক শব্দ যোগে:-
পুংলিঙ্গস্ত্রীলিঙ্গপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
কবিমহিলা কবিপ্রভুপ্রভুপত্নী
ঔপন্যাসিকমহিলা ঔপন্যাসিকশিল্পীমহিলা শিল্পী
কর্মীমহিলা কর্মীসাহিত্যিকমহিলা সাহিত্যিক
কৃষক পুত্রকৃষক দুহিতামুনিমুনি পত্নী
বেটাছেলেমেয়েছেলেবোনপোবোনঝি
ডাক্তারলেডি ডাক্তারকামারকামার বৌ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download