বিভিন্ন মন্ত্রণালয় এর সহকারী ম্যানটেনেন্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

0
180

বিভিন্ন মন্ত্রণালয় এর সহকারী ম্যানটেনেন্স ইঞ্জিনিয়ার পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন  সমাধান-২০২২

Various Ministries Assistant Maintenance Engineer Exam Question Solution 2022.

পদের নামঃ- সহকারী ম্যানটেনেন্স ইঞ্জিনিয়ার

পরীক্ষার তারিখঃ-  ২৪-০৫-২০২২

১. ‘ভোরের পাখি‘ কার ছদ্ম নাম?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর

খ) বিহারীলাল চক্রবর্তী✔

গ) কায়কোবাদ

ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত

২. Which protocol assigns IP address to the client connected in the Internet?

ক) DHCP✔

খ) IP

গ) RFC

ঘ) WWW

৩. Swimming is conducive _______health.

ক) for

খ) in

গ) at

ঘ) to✔

৪. Which one is the correct passive form of “He has done a great job?”

ক) A great job have been done by him

খ) A great job have been doing by him.

গ) A great job has been done by him. ✔

ঘ) A great job has been doing by him.

৫. Choose the correct answer-

ক) The gold is a precious metal

খ) A gold is a precious metal

গ) Gold is a precious metal✔

ঘ) Gold is precious metal

৬. The emf generated in a dc generator is directly proportional to

ক) Flux per pole

খ) No, of oples

গ) Spped of armature

ঘ) all above✔

৭. The phrase ‘an apple of discord’ means-

ক) a sour apple

খ) an important matter

গ) an unexpected gift

ঘ) an object of quarrel

৮. “Impossible is a word to be found in a fools dictionary” উক্তিটি কার?

ক) Plato

খ) Nepoleon✔

গ) Che Guevara

ঘ) Einstein

৯. ’প্রাগৈতিহাসিক’ গল্পটি কার রচনা?

ক) শাহেদ আলী

খ) রাশশেখর বসু

গ) মানিক বন্দ্যোপাধ্যায়✔

ঘ) হাসান আজিজুল হক

১০. প্লেগ মহামারী/ব্ল্যাক ডেথ শুরু হয় কোথায়?

ক) স্পেন

খ) ফ্রান্স

গ) ইটালি✔

ঘ) রাশিয়া

১১. স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগোর নকশা করেন কে?

ক) রামেন্দ্র মজুমদার

খ) প্রদীপ চক্রবর্তী

গ) সব্যসাচী হাজরা

ঘ) ক এবং খ উভয়টি✔

১২. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি

ক) ধ্বনি✔

খ) শব্দ

গ) বর্ণ

ঘ) অক্ষর

১৩. Alice is one of the tallest girls ( Make is comparative)

ক) Alice is taller than any other girl. ✔

খ) Alice is taller girl.

গ) Alice is taller than most other girls.

ঘ) Alice is taller than rest of the girls.

১৪. ’ আমার দেখা নয়াচীন’ গ্রন্থের রচয়িতা কে?

ক) জামিল চৌধুরী

খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ

গ) আহমদ শরীফ

ঘ) শেখ মুজিবুর রহমান✔

১৫. Which of the following is a private IP adress?

ক) 12.0.0.1                  খ) 168.172.198.39

গ) 172.15.14.36

ঘ) 192.168.24.43✔

১৬. “মেঘদূত” কাব্যটি কার লেখা?

ক) দ্বিজমাধব

খ) বড়ুচন্ডীদাস

গ) চন্ডী দাস

ঘ) কালিদাস✔

১৭. সঠিক কোনটি?

ক) চলাকালীন সময়ে

খ) চলাকালে✔

গ) চলাকালের সময়ে

ঘ) চলাকালিন সময়ে

১৮. Which is the relationship between paging and virtual memory?

ক) Virtual memory came before paging

খ) When pags are created in disks, it is called a virtual memory?

গ) Virtual memory can never be implemented without paging✔

ঘ) Both have the same comcepts

১৯. Condition of electricity transmission is –

ক) high voltage transmission✔

খ) using heavy wire

গ) using copper conductor

ঘ) Using bundled conductor

২০. ’আনারস’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

ক) ওলন্দাজ

খ) তুর্কি

গ) পর্তুগিজ✔

ঘ) ফারসি

২১. Which of the following search algorithm requires less memory?

ক) Optimal Search

খ) Breadth -First Search

গ) Depth – First Search✔

ঘ) Linear Search

২২. Which of the following pairs is an example if intra-domain routing protocols?

ক) RIP, FTP

খ) BGP, SMTP

গ) ALOHA, RIP

ঘ) OSPF, RIP✔

২৩. An organization is granted a block; one address is 2.2.2.64/20. The organization needs 10 subnets. What is the subnet prefix length?

ক) /20

খ) /24✔

গ) /23

ঘ) 21

২৪. A stack is also called-

ক) Last In First Out✔

খ) First Last Out

গ) Last In Last Out

ঘ) First In First Out

২৫. বিশ্বে প্রথম দেশ হিসেবে করোনা গণটিকা প্রদান কার্যক্রম শুরু করে কোন দেশ?

ক) যুক্তরাজ্য✔

খ) যুক্তরাষ্ট্র

গ) জার্মানি

ঘ) ইটালি

২৬. Who wrote “The Solitary Reaper”?

ক) P.B Shelley

খ) William Wordswoth✔

গ) Alfred Tennyson

ঘ) Mathew Arnold

২৭. Which of the following amplifier is used in a digital to analog concerter ciruit?

ক) Non-inverting amplifier

খ) Summer circuit✔

গ) Voltage follower circuit

ঘ) Difference amplifier circuit

২৮. ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?

ক) আলাওল✔

খ) সৈয়দ সুলতান

গ) দৌলত উজির বাহরাম খান

ঘ) শেখ ফয়জুল্লাহ

২৯. ’ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ কি?

ক) ঢাকা বাজানো কাঠি

খ) কলুর বলদ

গ) মো-সাহেব✔

ঘ) বক ধার্মিক

৩০. আল্ট্রাভায়োলেট রশ্মি নিম্নের কোন রোগ সৃষ্টি করে?

ক) এইডস

খ) ব্রেন ক্যান্সার

গ) ব্লাড ক্যান্সার

ঘ) চর্ম ক্যান্সার✔

৩১. which of the following algorithms can not be designed without recursion?

ক) Fibonacci series

খ) Tower of Hanoi

গ) None of A and B✔

ঘ) Both A and B

৩২. If I had another pen, I ____you.

ক) would have helped you

খ) might have helped

গ) could help✔

ঘ) should help

৩৩. ‘দাতা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) দাত্রী

খ) দানকারী

গ) গ্রহীতা✔

ঘ) গৃহিতা

৩৪. ’তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে?

ক) অক্ষয় কুমার দত্ত✔

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) মোজাম্মেল হক

ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

৩৫. An example of a hierarchical data structure is a ____of environment.

ক) state✔

খ) situation

গ) rank

ঘ) size

৩৬. কোলেজন কি?

ক) একটি কার্বোহাইড্রেট

খ) একটি প্রোটিন✔

গ) একটি লিপিড

ঘ) একটি নিউক্লিক এসিড

৩৭. কোন ‘খবর’ শব্দের সমার্থক নয়?

ক) সন্দেশ

খ) গুজব✔

গ) বার্তা

ঘ) সংবাদ

৩৮. ”There must not be any partial dependency” Which of the following normal Forms holds this condition/

ক) INF

খ) 2NF✔

গ) 3NF

ঘ) BCNF

৩৯. জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে?

ক) বুলগেরিয়া

খ) সোমালিয়া

গ) লার্টভিয়া

ঘ) লিথুনিয়া✔

৪০. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?

ক) কুরিল দ্বীপপুঞ্জ✔

খ) গ্রেট বেরিয়ার দ্বীপ

গ) মার্শাল দ্বীপ

ঘ) দিয়াগো গরসিয়া দ্বীপ

৪১. Which of the following is the most commonly used encoding standard of Unicode?

ক) UTF-6

খ) UTF-7

গ) UTF-8✔

ঘ) UFT-9

৪২. Which of the following will not be treated as a cloud service?

ক) A VM rented from open based organization

খ) A mobile connecting to weather and map services

গ) ALMS service taken from a free service provider✔

ঘ) An web portal hosted for Public Service Commision

৪৩. Which is not Plural?

ক) Analysis✔

খ) Flora

গ) Seraphim

ঘ) Oxen

৪৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

ক) আগুনের পরশমনি✔

খ) খোয়াবনামা

গ) আরেক ফাল্গুন

ঘ) আর্তনাদ

৪৫. ”Quarterly” শব্দের অর্থ কি?

ক) সাপ্তাহিক

খ) পাক্ষিক

গ) মাসিক

ঘ) ত্রৈমাসিক✔

৪৬. Travelling Salesperson Problem is an example of –

ক) Ploynomial -time

খ) Np-Complete

গ) NP

ঘ) NP- Hard✔

৪৭. ক্যাপাসিয়া মডেল কি?

ক) শিশু শ্রম নিরসন মডেল

খ) বাল্য বিবাহ রোধ মডেল

গ) মাতৃমৃত্যু কমানো সফল মডেল✔

ঘ) গৃহকর্মী সুরক্ষা

৪৮. ’যে উপকারীর অপকার করে’ তাকে এক কথায় বলে-

ক) অকৃতজ্ঞ

খ) কৃতঘ্ন✔

গ) অপকারী

ঘ) শক্রঘ্ন

৪৯. The affected parameter by shunt capacitance are –

ক) real power

খ) reactive power

গ) frequency

ঘ) all of these✔

৫০. ‘ পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির লেখক কে?

ক) আব্দুল্লাহ আল মামুন

খ) সেলিম আল দীন

গ) সৈয়দ শামসুল হক✔

ঘ) মামুনুর রশীদ

৫১. What is the correct antonym of ‘Panic’?

ক) laugh

খ) relaxed✔

গ) sit

ঘ) meditate

৫২. ‘Put up with’ means-

ক) be excited

খ) complain

গ) hate

ঘ) tolerate✔

৫৩. A song expressing grief is called-

ক) Ballad

খ) Elegy

গ) Hymn

ঘ) Dirge✔

৫৪. Which of the following pairs of statements are not treated as identical by the compiler?

ক) int foot (int*i); int foo(inti[])

খ) a[i]=5; i[i]=5

গ) char c [10];char*c; ✔

ঘ) void bar(int); void bar (int x)

৫৫. The speed of a DC shunt motor is required to be more than full load speed . This is possible by-

ক) reducing the field current✔

খ) decreasing the armature current

গ) increasing the armature current

ঘ) None of the above

৫৬. বর্তমানে বিশ্বের কোন দেশটির সংবিধানকে -শান্তি সংবিধান বলা হয়?

ক) সুইজারল্যান্ড

খ) সুইডেন

গ) জার্মান

ঘ) জাপান✔

৫৭. Which of the following pairs is an example of routing protocols?

ক) ALOHA, SMTP

খ) BGP< RIP✔

গ) OSPF, FTP

ঘ) FTP,SMTP

৫৮. Survival is

ক) a/an- noun✔

খ) verb

গ) adjective

ঘ) adverb

৫৯. ২০২১ সাল থেকে বাংলাদেশে সরকার নতুন কোন পদক প্রদান করে?

ক) বঙ্গবন্ধু আন্তর্জাতাক কৃষি পুরষ্কার

খ) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা পুরুষ্কার✔

গ) শেখ হাসিনা আন্তর্জাতিক শান্তি পুরষ্কার

ঘ) শেখ রাসেল আইসিটি পুরষ্কার

৬০. কোন পাখিকে ‘অভ্রপুষ্ট’ বলা হয়?

ক) কাক

খ) কোকিল✔

গ) কবুতর

ঘ) কাকাতুয়া

৬১. Which of the following data structures follows the LIFO principle?

ক) Stack✔

খ) Linked List

গ) Queue

ঘ) Graph

৬২. বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত?

ক) ৩০ হাজার মেগাওয়াট✔

খ) ২২ হাজার মেগাওয়াট

গ) ১০ হাজার মেগাওয়াট

ঘ) ৮ হাজার মেগাওয়াট

৬৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ একটি –

ক) উপন্যাস✔

খ) কাব্যগ্রন্থ

গ) নাটক

ঘ) গল্পগ্রন্থ

৬৪. If we have a very small amount of additional memory , but a large number of items to sort, which of the following sorting algorithm should we use?

ক) Merge sort

খ) Heap sort✔

গ) Buble sort

ঘ) Bogo sort

৬৫. Every man will fall a _____to death.

ক) prey to✔

খ) pray

গ) victim

ঘ) virtual

৬৬. First language means- language.

ক) important

খ) main

গ) official

ঘ) natural✔

৬৭. The police was informed _____the matter.

ক) of✔

খ) about

গ) by

ঘ) into

৬৮. Which of the following pairs is an example of transport layer protocols of the OSI model?

ক) IP, ICMP

খ) ARP,IP

গ) TCP,IP

ঘ) UDP, IP✔

৬৯. ‘A cock and bull story’ means-

ক) An animal story

খ) A comedy

গ) A story about birds

ঘ) A false story✔

৭০. In a step down transformer, there is a charge of 15A in the load current. This results in changing of supply current of

ক) Less than 15 A✔

খ) Greater than 21 A

গ) More Than 21A

ঘ) None

৭১. The applied voltage of a certain transformer is increased by 50%, while the frequency is reduced by 50%. The maximum core flux density will

ক) become three times✔

খ) become 1.5 times

গ) become half

ঘ) remian the same

৭২. Would you mind _____a flok song?

ক) for

খ) singing ✔

গ) to sing

ঘ) sing

৭৩. এলিসি প্রাসাদ কোন দেশের প্রেসিডেন্টের বাসভবন?

ক) রাশিয়া

খ) ফ্রান্স✔

গ) বলিভিয়া

ঘ) ব্রাজিল

৭৪. ’চর্যাপদ’ আবিষ্কৃত হয় কত সালে?

ক) ১৯০৫ সালে

খ) ১৯০৬ সালে

গ) ১৯০৭ সালে✔

ঘ) ১৯০৮ সালে

৭৫. How long is an IPv6 adress?

ক) 32 Bit

খ) 128 Bits✔

গ) 64 Bits

ঘ) 132 Bits

৭৬. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবর কোন জেলায়?

ক) নওগাঁ

খ) নাটোর

গ) জয়পুর হাট

ঘ) চাঁপাই নবাবগঞ্জ ✔

৭৭. ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় মার্কিন ডলারে কত?

ক) ২১২৭

খ) ২২০৭

গ) ২২২৭✔

ঘ) ২০২৭

৭৮. If a processor has 8-bit register, what is the value of (11111111)2 represented in 2’s com plement form?

ক) 255

খ) -1 ✔

গ) 256

ঘ)

৭৯. What is Artificial Intelligence?

ক) Making a maching intelligent✔

খ) Putting your intelligence into computer

গ) Programming with your own intelligence

ঘ) Putting more memory into computer

৮০. In which of the following graphs can we

ক) Undirected Cyclic Graph

খ) Directed Cyclic graph

গ) Undirected Acyclic graph

ঘ) Directed Acyclic graph ✔

৮১. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?

ক) তৈরী পোষাক✔

খ) পাট

গ) মাছ

ঘ) চা

৮২. Impedence and capacitance of a transmission line depend upon-

ক) Current in the line alone

খ) voltage in the line alone

গ) Both A and B

ঘ) Physical configuration of conductors in space✔

৮৩. ওয়াটার লু কোথায় অবস্থিত?

ক) বেলজিয়াম✔

খ) ইংল্যান্ড

গ) ইটালি

ঘ) রাশিয়া

৮৪. When a step signal input is applied to an op-amp integrator, the output will be

ক) A Ramp✔

খ) A sinusoidal wave

গ) A Rectangular Wave

ঘ) A triangular wave with de bias

৮৫. The use of high speed circuit breaker –

ক) reduces the short circuit current

খ) increase the short circuit current

গ) improves system stability✔

ঘ) decrease system stability

৮৬. Which mode of memory access is the faster?

ক) Reference

খ) Pointer

গ) Double pointer

ঘ) DMA ✔

৮৭. বেসরকারি বিল কাকে বলে?

ক) সংসদ সদস্যদের উত্থাপিত বিল✔

খ) রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল

গ) বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল

ঘ) স্পীকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন।

৮৮. For seccessful operation of two single phase transformer connected in parallel, the most essential condition is that their

ক) Percentage impledances are equal

খ) Polarities are properly connected

গ) Turns ration are exactly equal✔

ঘ) KVA rating are equal

৮৯. Who wrote ‘Arms and the Man’?

ক) Ben Johnson

খ) T.S. Eliot

গ) G.B Show✔

ঘ) Joseph Conrad

৯০. Which of following statements is connected with manged switch?

ক) It can configure each port diffrently and make VLAN

খ) It can manage traffic like a router

গ) It can ensure transport lyer security

ঘ) None of the above

৯১. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা-

ক) গৃহদাহ

খ) মৃত্যুক্ষুধা

গ) কাশবনের কন্যা

ঘ) খোয়াবি

৯২. Generally the gain of a transistor amplfier falls at high frequency due to the

ক) Internal capacitance of the device✔

খ) coupling capacitor at the inout

গ) Skin effect

ঘ) coupling capacitor at the output

৯৩. Which of the following numbers is the next sequence number of (77)8(77)8 in Octal number system?

ক) 88

খ) 80

গ) 100✔

ঘ) 99

৯৪. He was guilty _____contempt of court.

ক) off

খ) of✔

গ) for

ঘ) against

৯৫. In an email address [email protected] , the portion ‘xxx’ indicates-

ক) Domain name✔

খ) TCp/IP layer name

গ) Domain Type

ঘ) Protocol name

৯৬. কোনটি বানানটি শুদ্ধ?

ক) দ্বন্দ্ব✔

খ) দন্দ

গ) দ্বন্দ

ঘ) দম্ব

৯৭. গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

ক) বৃষ্টিপাত কমে যাবে

খ) সাইক্লোনের প্রবণাতা বাড়বে

গ) উত্তাপ অনেক বেড়ে যাবে

ঘ) নিম্নভূমি নিমজ্জিত হবে✔

৯৮. Which of the following is not in connectin with blockchain technology?

ক) Centralized social network✔

খ) Peer-to-Peer social network

গ) Peer- to-Peer digital currency

ঘ) Distributed Ledger management

৯৯. Which of the following statement holds true for the divergence of electric and magnetic flux dendities?

ক) Both are zero✔

খ) These are zero for static flux dendities but non-zero for time -varying flux dendities

গ) It is zero for electric flux densities

ঘ) It is zero for magnetic flux densities

১০০. Put the right word in the following gap: Climatis a ________of environment.

ক) state ✔

খ) situation

গ) rank

ঘ) size

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download