প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর-২০২২

0
204

Primary Assistant Teacher Viva Preparation-2022

১. DPEd- এর পূর্ণরূপ কী?

উত্তরঃ- Diploma in Primary Education.

২. PTI এর পূর্ণরূপ ?

উত্তরঃ- Primary Teachers Training Institutes.

৩. PTI- এর বাংলা নাম কি?

উত্তরঃ- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট।

৪. ডিপিএড কোর্সের মেয়াদ কত?

উত্তরঃ- ১৮ মাস।

৫. ঢাকা পিটিআই এর অফিসিয়াল নাম?

উত্তরঃ- প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট।

৬. NCTB- এর পূর্ণরূপ কি?

উত্তরঃ- National Curriculum and Textbook Board.

৭. IER- এর পূর্ণরূপ ?

উত্তরঃ- Institute of Education and Research.

৮. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কে?

উত্তরঃ- মহাপরিচালক।

৯. বর্তমান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নাম কি?

উত্তরঃ- জনাব আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

১০. DPE- এর পূর্ণরূপ কি?

উত্তরঃ- Directorate of Primary Education.

১১. প্রাথমিক শিক্ষা কোন মন্ত্রণালয়ের অধীন?

উত্তরঃ- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

১২. MOPME- এর পূর্ণরূপ কি?

উত্তরঃ- Ministry of primary and mass education.

১৩. NAPE- এর পূর্ণরুপ?

উত্তরঃ- National Academy for primary education.

১৪. নেপ এর প্রধান কে?

উত্তরঃ- মহাপরিচালক।

১৫. নেপ এর মহাপরিচালকের নাম কি?

উত্তরঃ- জনাব মোঃ শাহ আলম।

১৬. নেপ কোথায় অবস্থিত ?

উত্তরঃ- ময়মনসিংহ।

১৭. প্রাথমিক শিক্ষার প্রান্তিক যোগ্যতা কয়টি?

উত্তরঃ- ২৯টি।

১৮. প্রাথমিক শিক্ষার মোট বিষয় কতটি?

উত্তরঃ- ১২টি।

১৯. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি?

উত্তরঃ- ৬৫,৬২০টি (কম-বেশি হতে পারে)।

২০. শিক্ষার ধারা কয়টি? কি কি?

উত্তরঃ- ৩টি। অনানুষ্ঠানিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা ও আনুষ্ঠানিক শিক্ষা।

২১. জাতীয় শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্য কয়টি?

উত্তরঃ- ৩০টি।

২২. শিক্ষক যোগ্যতা কাকে বলে?

উত্তরঃ- একজন শিক্ষকের যে পেশাগত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি থাকে। তাকে শিক্ষক যোগ্যতা বলে।

২৩.প্রাক-প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কয়টি?

উত্তরঃ- ১৭টি।

২৪. বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি?

উত্তরঃ- ড. দিপু মনি।
সংগৃহীত

আরো পড়ুনঃ-