বিগত সালে আসা গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ বহুনির্বাচনী
প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড
১. গৃহী শব্দের বিপরীত অর্থ কি?
ক)সঞ্চয়ী
খ)সন্ন্যাসী
গ)সংসারী
ঘ)সমন্বয়কারী
সঠিক উত্তরঃখ)সন্ন্যাসী
২.ক্ষীয়মাণ বিপরীত কি?
ক) বর্ধমান
খ) বৃদ্ধি
গ) বর্ধিষ্ণু
ঘ) আবদ্ধ
সঠিক উত্তরঃক)বর্ধমান
৩.জঙ্গম এর বিপরীত শব্দ??
ক) চলমান
খ) অরুণ্য
গ) পর্বত
ঘ) স্থাবর
সঠিক উত্তরঃঘ)স্থাবর
৪. সংসয় এর বিপরীত শব্দ?
ক) নির্ভয়
খ) নির্ভেজাল
গ) প্রত্যয়
ঘ) বিস্ময়
সঠিক উত্তরঃগ) প্রত্যয়
৫. তাপ শব্দের বিপরীত শব্দ?
ক) শৈত্য
খ) উত্তাপ
গ) শীতল
ঘ) উষ্ণ
সঠিক উত্তরঃক) শৈত্য
৬.অমৃত শব্দের বিপরীত শব্দ?
ক) তিক্ত
খ) মিষ্ট
গ) বিশাল
ঘ) গরল
সঠিক উত্তরঃঘ)গরল
৭.অনুরাগ শব্দের বিপরীত শব্দ??
ক) অনুগ্রহ
খ) অনুরক্ত
গ) বিরাগ
ঘ) বিরক্ত
সঠিক উত্তরঃগ) বিরাগ
৮. চপল শব্দের বিপরীত শব্দ?
ক) চালাক
খ) রাশভারী
গ) চালাক
ঘ) সরল
সঠিক উত্তরঃখ) রাশভারী
৯.অর্বাচীন শব্দের বিপরীত?
ক) নবীন
খ) নতুন
গ) প্রাচীন
ঘ) নতুন
সঠিক উত্তরঃগ) প্রাচীন
১০.সৌম্য এর বিপরীত শব্দ?
ক) শান্ত
খ) উগ্র
গ) সরল
ঘ) গরল
সঠিক উত্তরঃখ) উগ্র
১১.উচাটন এর বিপরীত শব্দ?
ক) ভেদাভেদ
খ) উঁচুনিচু
গ) উত্তাল
ঘ) প্রশান্ত
সঠিক উত্তরঃঘ) প্রশান্ত
১২. নির্মল শব্দের বিপরীত?
ক) অপরিষ্কার
খ) অনির্মল
গ) পংকিল
ঘ) শান্ত
সঠিক উত্তরঃগ) পংকিল
১৩. ঔদ্ধত্য শব্দের বিপরীত??
ক) স্তদ্ধ
খ) বিনয়
গ) গম্ভীর
ঘ) মাথা নত করা
সঠিক উত্তরঃখ) বিনয়
১৪. উৎকর্ষ শব্দের বিপরীত?
ক) অপকর্ষ
খ) উৎসর্গ
গ) উপস্থাপন
ঘ) নিম্নকর্ষ
সঠিক উত্তরঃক)অপকর্ষ
১৫. আদিষ্ট শব্দের বিপরীত?
ক) আদেশ
খ) নিষেধ
গ) উদ্যত
ঘ) হাজির
সঠিক উত্তরঃখ) নিষেধ
১৬.ঈর্ষা শব্দের বিপরীত শব্দ?
ক) ভালোবাসা
খ) ঘৃণা
গ) পছন্দ
ঘ) প্রীতি
সঠিক উত্তরঃ প্রীতি
১৭.ঋজু শব্দের বিপরীত শব্দ–
ক) সোজা
খ) সরল
গ) বক্র
ঘ) বাঁকা
সঠিক উত্তরঃ বক্র
১৮.একতা শব্দের বিপরীত শব্দ–
ক) সঙ্গী
খ) ছাড়াছাড়ি
গ) বিচ্ছিন্নতা
ঘ) একাগ্রতা
সঠিক উত্তরঃ বিচ্ছিন্নতা
১৯.ঐকমত্য শব্দের বিপরীত শব্দ–
ক) মতভেদ
খ) মতামত
গ) একমত
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ মতভেদ
২০.ওস্তাদ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) সহকারী
খ) সাগরেদ
গ) শিষ্য
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ সাগরেদ
২১.খুঁত শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) খাঁটি
খ) নির্মল
গ) নিখুঁত
ঘ) গরল
সঠিক উত্তরঃ নিখুঁত
২৩.চালু শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বুদ্ধিমান
খ) বোকা
গ) অচালু
ঘ) স্থির
সঠিক উত্তরঃ অচালু
২৩.ছায়া শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) রোদ্র
খ) শীতল
গ) কায়া
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ কায়া
২৪.জরিমানা শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) শাস্তি
খ) আক্কেল সেলামী
গ) বকশিস
ঘ) দণ্ড
সঠিক উত্তরঃ বকশিস
২৫.ডুবা শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) নিমজ্জিত
খ) ভাসা
গ) তলিয়ে যাওয়া
ঘ) হারিয়ে যাওয়া
সঠিক উত্তরঃ ভাসা
২৬.থামা শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) সচল
খ) স্থির
গ) চলা
ঘ) ধীর
সঠিক উত্তরঃ চলা
২৭.দাস শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) চাকর
খ) ভৃত্য
গ) প্রভু
ঘ) মালিক
সঠিক উত্তরঃ প্রভু
২৮.’ক্ষীয়মাণ’ এর বিপরীত শব্দ কোনটি?
ক) বৃদ্ধিপ্রাপ্ত
খ) বর্ধমান
গ) বৃদ্ধি
ঘ) বৃহৎ
সঠিক উত্তরঃ বর্ধমান
২৯.’প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) প্রীতিচী
খ) প্রচীতী
গ) প্রতিচী
ঘ) প্রতীচী
সঠিক উত্তরঃ প্রতীচী
৩০.’পাশ্চাত্য’ শব্দের বিপরীত শব্দ—
ক) পূর্ব-পশ্চিম
খ) পশ্চিমা
গ) প্রাচ্য
ঘ) প্রতীচ্য
সঠিক উত্তরঃ প্রাচ্য
৩১.‘‘সংশয়’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) নির্ভয়
খ) বিস্ময়
গ) প্রত্যয়
ঘ) দ্বিধা
সঠিক উত্তরঃ প্রত্যয়
৩২.’চিরন্তন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) পরলোক
খ) তিরোভাব
গ) ক্ষণকালীন
ঘ) পুরাতন
সঠিক উত্তরঃ ক্ষণকালীন
৩৩.’নিমগ্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) নিস্তেজ
খ) অপকর্ষ
গ) জাগরিত
ঘ) উদাসীন
সঠিক উত্তরঃ উদাসীন
৩৪.’অতিকায়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) অল্প
খ) অণু
গ) ক্ষুদ্রকায়
ঘ) বৃহৎ
সঠিক উত্তরঃ ক্ষুদ্রকায়
৩৫.’উচাটন’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) ইত্তাল
খ) উচুনিচু
গ) প্রশান্ত
ঘ) উর্ধ্বটান
সঠিক উত্তরঃ প্রশান্ত
৩৬.প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ?
ক) বিপন্ন
খ) হতাশ
গ) প্রতিপন্ন
ঘ) বিষণ্ন
সঠিক উত্তরঃ বিষণ্ন
৩৭.‘যশ’ শব্দটির বিপরীতার্থক হল?
ক) প্রতিযশ
খ) অপযশ
গ) খ্যাতি
ঘ) যশঃ
সঠিক উত্তরঃ অপযশ
৩৮.‘চড়াই’-এর বিপরীতার্থক শব্দ?
ক) উপত্যকা
খ) গিরি
গ) উৎরাই
ঘ) ঢিবি
সঠিক উত্তরঃ উৎরাই
৩৯.‘চুনোপুটি’ -এর বিপরীত শব্দ কি?
ক) বড় পুটি
খ) রুই কাতলা
গ) রাঘব বোয়াল
ঘ) শক্তিমান পুরুষ
সঠিক উত্তরঃ রুই কাতলা
৪০.‘ঔচিত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ?
ক) অনৌচিত্য
খ) অনুচিত্য
গ) হিম্মত
ঘ) ভয়ার্ত
সঠিক উত্তরঃ অনৌচিত্য
৪১.ঐহিক-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) পাঞ্জেরী
খ) রেনেসাঁ
গ) পারিত্রিক
ঘ) সম্মিলিত
সঠিক উত্তরঃ পারিত্রিক
৪২.‘নিরাকার’ এর বিপরীতার্থক শব্দ?
ক) আকার
খ) সাকার
গ) অদৃশ্য
ঘ) দৃশ্যমান
সঠিক উত্তরঃ সাকার
৪৩.বিয়োগান্ত এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) উৎফুল্ল
খ) মিলনার্থক
গ) মিলনান্ত
ঘ) সদানন্দ
সঠিক উত্তরঃ মিলনান্ত
৪৪.প্রাচ্য এর বিপরীত শব্দ কোনটি?
ক) পুরাতন
খ) প্রতীচ্য
গ) অনুন্নত
ঘ) সনাতন
সঠিক উত্তরঃ প্রতীচ্য
৪৫.নিচের কোনটি ইদানীং এর বিপরীত শব্দ?
ক) সেকেলে
খ) তখনকার গ) সমসাময়িক
ঘ) তদানিং
সঠিক উত্তরঃতদানিং
৪৬.তস্কর’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) লস্কর
খ) নিরীহ
গ) সাধু
ঘ) নির্লোভ
সঠিক উত্তরঃ সাধু
৪৭. ‘আর্দ্র’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) উষ্ণ
খ) শুষ্ক
গ) শীতল
ঘ) সিক্ত
সঠিক উত্তরঃ শুষ্ক
৪৮.‘গরল’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) মিষ্টি
খ) পানসে
গ) ঝাল
ঘ) অমৃত
সঠিক উত্তরঃ অমৃত
৪৯.‘যাযাবর’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) সর্বজনীন
খ) স্থায়ী
গ) সার্বিক
ঘ) স্থির
সঠিক উত্তরঃ স্থায়ী
৫০.‘প্রকৃতি’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) স্বাভাবিক
খ) বিকৃতি
গ) মৃদু
ঘ) উদ্বৃত
সঠিক উত্তরঃ বিকৃতি
৫১.‘ঔজ্বল্য’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) অন্ধকার
খ) কালো রাত
গ) ম্লানিমা
ঘ) অমানিশা
সঠিক উত্তরঃ ম্লানিমা
৫২.বিপরীতার্থক শব্দ নয়-
ক) কল্পনা-বাস্তব
খ) কপট-সরল
গ) ঔদার্য-কার্পণ্য
ঘ) গুপ্ত-মৌর্য
সঠিক উত্তরঃ গুপ্ত-মৌর্য
৫৩.‘হিত’ শব্দের বিপরীতার্থক শব্দ-
ক) বিহিত
খ) অহিত
গ) সুহৃদ
ঘ) বিপরীত
সঠিক উত্তরঃ অহিত
৫৪.‘উত্তপ্ত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
ক) শৈত
খ) শীত
গ) বরফ
ঘ) শীতল
সঠিক উত্তরঃ শীতল
৫৫. ’নন্দিত’ শব্দের বিপরীত শব্দ হচ্ছে-
ক) বন্দিত
খ) অনিন্দ্য
গ) নির্যিত
ঘ) নিন্দিত
সঠিক উত্তরঃ নিন্দিত