Social Development Foundation Cluster Facilitator Technical Question Solution-2020

0
203

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ক্লাস্টার ফ্যাসিলিটেটর

(টেকনিক্যাল) পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২০

পদের নামঃ- ক্লাস্টার ফ্যাসিলিটেটর(টেকনিক্যাল)

পরীক্ষার তারিখঃ- ২৭-১১-২০২২

১। সন্ধি বিচ্ছেদ করুন

ক) মতৈক্য

উত্তর- মত + ঐক্য

খ) গৃহোর্ধ্ব

উত্তর- গৃহ+ঊর্ধ্ব

গ) গবেষণা

উত্তর- গো + এষণা

২। এক কথায় প্রকাশ করুন

ক) অহংকার নেই যার -নিরহংকার

খ) উপকারীর অপকার করে যে -কৃতঘ্ন

গ) উপকারীর উপকার স্বীকার করে -কৃতজ্ঞ

৩। যে কারক ও বিভক্তি:

ক) বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে?

উত্তর-কর্তৃকারকে সপ্তমী

খ) ডাক্তার ডাকো

উত্তর- কর্মকারকে শূন্য

গ) জিজ্ঞাসিব জনে জনে

উত্তর- কর্মে ৭মী

৪। শব্দের বিপরীত অর্থ লিখুন

ক) অগ্র -পশ্চাৎ

খ) ইতর -ভদ্র

৫। Fill in the blanks:

ক) My sister has no interest __ music. Ans: in.

খ) He was accused __ theft. Ans: of.

গ) He left __ home. Ans: to.

ঘ) He prefers milk __ tea. Ans: to.

ঙ) You should abide __ the rules. Ans: by.

৬। Correct the sentences:

  1. a) He is sleeping for two hours.

Ans: He has been sleeping for two hours.

  1. b) Neither of the boys have returned.

Ans: Neither of the boys has returned.

  1. c) I have seen him yesterday.

Ans: I saw him yesterday.

  1. d) He speaks English like English.

Ans: He speaks English like the English.

  1. e) we are eating rice everyday.

Ans: we eat rice everyday.

৭। মুজিবনগর সরকার কবে গঠিত হয়?

উত্তর: ১৯৭১ সালের ১০ই এপ্রিল।

৮। মুক্তিযুদ্ধের সময় সারা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

উত্তর: ১১ টি।

৯। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কত?

উত্তর: শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

১০। মাছ উৎপাদনে বাংলাদশ বিশ্বে কততম?

উত্তর: দ্বিতীয়। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

১১। বাগদা চিংড়ি কোন পানিতে চাষ হয়?

উত্তর: লোনা পানিতে।

১২। ২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান: মনেকরি, ক্রয়মূল্য ক টাকা

২৫ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক টাকা

১ মিটার কাপড়ের ক্রয়মূল্য ক/২৫ টাকা

আবার, ২০ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক টাকা

১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য ক/২০ টাকা

লাভ হয় =বিক্রয়মূল – ক্রয়মূল্য = (ক/২০-ক/২৫) =(৫ক-৪ক)/১০০ =ক/১০০ টাকা

শতকরা লাভ ={(ক/১০০)/(ক/২৫)}×১০০ =২৫%

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download