প্রথম থেকে তৃতীয় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান একসাথে-২০২২

0
188

১ম থেকে ৩য় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান একসাথে-২০২২

১ম ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

পরীক্ষার তারিখঃ- ২২ এপ্রিল ২০২২

১। If the price is low, demand ___

(ক) will be increased

(খ) will increase

(গ) is increased

(ঘ) would be increased

উত্তরঃ will increase

২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?

(ক) 10

(খ) 15

(গ) 20

(ঘ) 12

উত্তরঃ 10

৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

(ক) ৭

(খ) ৫০

(গ) ৫১

(ঘ) ৬০

উত্তরঃ ৫১

৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?

(ক) মদনমোহন তর্কালংকার

(খ) কালিপ্রসন্ন সিংহ

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ মদনমোহন তর্কালংকার

৫। There is ___ milk in the bottle.

(ক) very little

(খ) small

(গ) very few

(ঘ) a little

উত্তরঃ A little

৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?

(ক) ১৭ আগস্ট ২০১৭

(খ) ২৭ জানুয়ারি ২০১৯

(গ) ১৭ জুন ২০২১

(ঘ) ১৭ নভেম্বর ২০১৬

উত্তরঃ  (ক) ১৭ আগস্ট ২০১৭

৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?

(ক) ৪

(খ) ৫

(গ) ৬

(ঘ) ৭

উত্তরঃ  ৪

৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?

(ক) অজ্ঞাতকুলশীল

(খ) বংশপরিচয়হীয়ন

(গ) কুলবংশহীন

(ঘ) অজ্ঞাতকুলীন

উত্তরঃ অজ্ঞাতকুলশীল

৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

(ক) 6

(খ) 3

(গ) 4

(ঘ) 5

উত্তরঃ 5

১০। What is an epic?

(ক) a novel

(খ) a long poem

(গ) a long prose composition

(ঘ) a romance

উত্তরঃ a long poem

১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

(ক) ৫০

(খ) ৬০

(গ) ৭০

(ঘ) ৮০

উত্তরঃ ৬০

১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) সূর্য পূর্বদিকে উদয়মান হয়।

(খ) সূর্য পূর্বদিকে উদিয়মান হয।

(গ) সূর্য পূর্বদিকে উদয় হয়।

(ঘ) সূর্য পূর্বদিকে উদিত হয়।

উত্তরঃ সূর্য পূর্বদিকে উদিত হয়

১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?

(ক) .০১

(খ) ১

(গ) .২               (ঘ) .১

উত্তরঃ .০১

১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

(ক) হাত করা

(খ) হাত গুটান

(গ) হাত থাকা

(ঘ) হাত আসা

উত্তরঃ হাত গুটান

১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

(ক) ৮৮৯৮

(খ) ৯৮৯৯

(গ) ৯৯৯৯

(ঘ) ৯১৯৯

উত্তরঃ  ৯৮৯৯

১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?

(ক) ১৯৬

(খ) ৯৮

(গ) ৯৬

(ঘ) ১৯২

উত্তর: (খ) ৯৮

১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?

(ক) সালফেট ও নাইট্রেট

(খ) ফসফেট ও নাইট্রোজেন

(গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম

(ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস

উত্তর:

১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?

(ক) লালন শাহ

(খ) হাসন রাজা

(গ) পাগলা কানন

(ঘ) রাধারমণ দত্ত

উত্তর: (ক) লালন শাহ

১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

(ক) ৭২০

(খ) ১২০০

(গ) ৫০০

(ঘ) ৬০০

উত্তর: (গ)  ৫০০

২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

(ক) ৩১

(খ) ৩৯

(গ) ৭১               (ঘ) ৪১

উত্তর: (ক) ৩১

২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-

(ক) সুনিশ্চিত

(খ) নির্বাচনযোগ্য নয়

(গ) বর্ণনাতীত

(ঘ) অনিশ্চিত

উত্তর: (গ)  বর্ণনাতীত

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

(ক) গমনের পশ্চাৎ

(খ) গমনের অগ্র

(গ) অনুরূপ গমন

(ঘ) পরস্পর গমন

উত্তর: (ক) গমনের পশ্চাৎ

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

(ক) গমনের পশ্চাৎ

(খ) গমনের অগ্র

(গ) অনুরূপ গমন

(ঘ) পরস্পর গমন

উত্তর: গমনের পশ্চাৎ

২৩। “To break the ice” means,

(ক) to end the hostility

(খ) to end up partnership you

(গ) to start quarreling

(ঘ) to start a conversation

উত্তর: (ঘ) to start a conversation

২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

(ক) মেধা+বিন

(খ) মেধা+ৰি

(গ) মেধাবী

(ঘ) মেধা+ আধী

উত্তর:(ক)  মেধা+বিন

২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে

(ক) শিল্প

(খ) কৃষি

(গ) সাহিত্য

(ঘ) বিজ্ঞান

উত্তর: (খ)  কৃষি

২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

(ক) ১০ ও ২৪

(খ) ১০ ও ১৬

(গ) ৭ ও ১১

(ঘ) ১২ ও ১৮

উত্তরঃ  ১০ ও ১৬

২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?

(ক) ষষ্ঠ

(খ) সপ্তম

(গ) চতুর্থ

(ঘ) পঞ্চম

উত্তরঃ

২৮।The correct spelling is ——–

(ক) Assignment

(খ) Assignernent

(গ) Asignment

(ঘ) Asignmment

উত্তর: (ক) Assignment

২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়?

(ক) সমুচ্চয়ী

(খ) অনুসর্গ

(গ) অনস্বী

(ঘ) অনুকার

উত্তর: অনুকার

৩০। “রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়”- কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?

(ক) রূপসা ডিঙা

(খ) রূপসী বাংলা

(গ) রূপসা নদী

(ঘ) গ্রামবাংলার নদী

উত্তর: গ্রামবাংলার নদী (উল্লেখ্য যে, উক্ত কবিতার চরণ জীবনানন্দ দাশের ” আবার আসিব ফিরে” কবিতা থেকে নেওয়া হয়েছে)

৩১। x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত?

(ক) ৪৫

(খ) ৩০

(গ) ৪০

(ঘ) ৩৫

উত্তর: ৩৫

৩২। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

(ক) ভূবন

(খ) শূণ্য

(গ) ত্রিভুজ

(ঘ) পূন্য

উত্তর: (গ) ত্রিভুজ

৩৩। ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?

(ক) আরোহন

(খ) মিলন

(গ) বিসর্জন

(ঘ) স্নান

উত্তর: বিসর্জন

৩৪। নিচের কোনটি বিদেশি শব্দ?

(ক) কান

(খ) কাজ

(গ) কাঁচি

(ঘ) কলম

উত্তর: কলম (আরবি)

৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত?

(ক) ৮১

(খ) ১০০০

(গ) ১০৯

(ঘ) ১০০

উত্তর: ১০০

৩৬। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?

(ক) মধ্যপ্রাচ্য

(খ) দূরপ্রাচ্য

(গ) আমেরিকা

(ঘ) দক্ষিণ এশিয়া

উত্তর: আমেরিকা

৩৭। জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়

(ক) ৪ মে

(খ) ২ এপ্রিল

(গ) ৪ এপ্রিল

(ঘ) ২ মে

উত্তর: ২ এপ্রিল

৩৮। Agomoni School is one of the best in the city.

(ক) school

(খ) schools

(গ) of It

(ঘ) high school

উত্তর: (খ) schools

৩৯। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?

(ক) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

(খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

(গ) ১৭ জানুয়ারি ১৯৬৮

(ঘ) ৫ জানুয়ারি ১৯৬৯

উত্তর: (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

৪০। The Principal will —– the answer scripts.

(ক) look into

(খ) took over

(গ) took for

(ঘ) look at

উত্তর: (খ) took over

৪১। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?

(ক) রাঙ্গামাটি

(খ) খাগড়াছড়ি

(গ) চট্টগ্রাম

(ঘ) ফরিদপুর

উত্তর: রাঙামাটি

৪২। বুদ্ধাঙ্ক (Q) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা-

(ক) Q>90

(খ) IQ>100

(গ) Q>130

(ঘ) Q150

উত্তর: IQ>130

৪৩। ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ

(ক) অহ+রহঃ

(খ) অহ +অঃহ

(গ) অহঃ+অহ

(ঘ) অহঃ+রহ

উত্তর: (গ) অহঃ + অহ

৪৪। I look forward to

(ক) have heard from you soon.

(খ) see you soon.

(গ) hear for you soon.

(ঘ) hearing from you soon.

উত্তর: (ঘ) hearing from you soon.

৪৫। I water the plants. The word ‘water is used as

(ক) Verb (খ) Adverb (গ) Noun (ঘ) Pronoun

উত্তর: (ক) Verb

৪৬। Are you doing anything special – the weekend?

(ক) by

(খ) in

(গ) at

(ঘ) on

উত্তর: (গ) at

৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?

(ক) ৫৯

(খ) ১০১

(গ) ৭৫

(ঘ) ১০২

উত্তর: ১০১

৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?

(ক) ২০০ মিটার

(খ) ৫০০ মিটার

(গ) ৪০০ মিটার

(ঘ) ৩০০ মিটার

উত্তর: ৪০০ মিটার

৪৯। ‘Once in a blue moon’ means-

(ক) hourly

(খ) always

(গ) very rarely

(ঘ) nearly

উত্তর: (গ) very rarely

৫০। ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার?

(ক) মুনির চৌধুরী

(খ) হুমায়ন আজাদ

(গ) মীর মশাররফ হোসেন

(ঘ) স্বর্ণকুমারী দেবী

উত্তর: মীর মশাররফ হোসেন

৫১। BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

(ক) ব্যাংকক

(খ) থিম্পু

(গ) ঢাকা

(ঘ) দিল্লী

উত্তর: (গ) ঢাকা

৫২। টর্নেডো শব্দটি এসেছে-

(ক) Toonida

(খ) Tunioda

(গ) Tonada

(ঘ) Tornada

উত্তর: tornado

৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?

(ক) ৫৫৫০

(খ) ৪৭৫০

(গ) ৫০০০

(ঘ) ৫২৫০

উত্তর: ৫০০০

৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?

(ক) ৯৭

(খ) ৮৩

(গ) ৮৭

(ঘ) ৯৩

উত্তর: ৯৭

৫৫। He came to Dhaka with a view to — a new place.

(ক) watch

(খ) Look

(গ) visit

(ঘ) visiting

উত্তর: (ঘ) visiting

৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?

(ক) কোনটিই নয়

(খ) ৫৬

(গ) ৬০

(ঘ) ৩২

উত্তর: ৩২

৫৭। Which of the following is the correct sentence?

(ক) He has said which is right.

(খ) What has he said is right.

(গ) What he has said is right.

(ঘ) He has said that what is right.

উত্তর: (গ) What he has said is right.

৫৮। “Leave no stone unturned” means

(ক) try every possible means

(খ) heavy stone

(গ) rare stone

(ঘ) impossible

উত্তর: (ক) try every possible means

৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

(ক) z/x<z/y

(খ) xz<yz

(গ) xz>yz

(ঘ) x/z>y/z

উত্তর: xz<yz

৬০। Choose the correct spelling—-

(ক) Achievment

(খ) Acheivment

(গ) Achievement

(ঘ) Achevement

উত্তর: Achievement

৬১। Remove শব্দটির Noun-

(ক) Remove

(খ) Removal

(গ) Re-movement

(ঘ) Removing

উত্তর: Removal

৬২। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?

(ক) আশ্রয়ন ও শিক্ষা সহায়তা

(খ) ত্রাণ ও পুনর্বাসন

(গ) নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা

(ঘ) মেট্রোরেল ও রূপপুর প্রকল্প

উত্তর: আশ্রয়ন ও শিক্ষা সহায়তা

৬৩। If I ——- you, I would not have done this.

(ক) are

(খ) was

(গ) am

(ঘ) were

উত্তর: were

৬৪। ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?

(ক) শঙ্খ ঘোষ

(খ) শেখ মুজিবুর রহমান

(গ) শওকত আলী

(ঘ) মমতাজউদ্দিন আহমেদ

উত্তর: শেখ মুজিবুর রহমান

৬৫। কালবৈশাখীর ইংরেজি-

(ক) Dark Westerlies

(খ) West Westerlles

(গ) North Westerlies

(ঘ) Black Westerlics

উত্তর: North Westerlies

৬৬। ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’-গানটির গীতকার-

(ক) শেখ ওয়াহিদ

(খ) কিরণ রায়

(গ) শাহ আবদুল করিম

(ঘ) কাঙ্গালিনী সুফিয়া

উত্তর: শেখ ওয়াহিদ

৬৭। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

(ক) পদ্মগোখরা

(খ) পদ্মপুরাণ

(গ) পদ্মাবতী

(ঘ) পদ্মরাগ

উত্তর: পদ্মগোখরা

৬৮। UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে?

(ক) ১৯৯৭

(খ) ১৯৯৯

(গ) ২০০০

(ঘ) ২০০১

উত্তর: ১৯৯৯

৬৯। ‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? .

(ক) গৌর+অব

(খ) গুরু+অব

(গ) শুরু+ঞ্চ

(ঘ) গুরু+ ষ্ণ

উত্তর: ঘ) গুরু+ ষ্ণ

৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছােট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

(ক) ২১ মিটার

(খ) ৫৬ মিটার

(গ) ৭ মিটার

(ঘ) ১৪ মিটার

উত্তর: ১৪ মিটার

৭১। Choose the correctly spelt word ——

(ক) Buro

(খ) Beauro

(গ) Bureau                   (ঘ) Burough

উত্তর: Bureau

৭২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)তে অভীষ্ট কয়টি?

(ক) ৩০

(খ) ১৭

(গ) ১৯

(ঘ) ২৩

উত্তর: ১৭

৭৩। বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?

(ক) বৈদেশিক বাণিজ্য

(খ) মুদ্রা বা অর্থ

(গ) রাজস্ব কর

(ঘ) কেন্দ্রীয় সরকার

উত্তর: কেন্দ্রীয় সরকার

৭৪। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?

(ক) ষষ্ঠ

(খ) সপ্তম

(গ) অষ্টম

(ঘ) নবম

উত্তর: অষ্টম

৭৫। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?

(ক) পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট

(খ) সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা

(গ) বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ

(ঘ) বরিশাল, খুলনা ও সাতক্ষীরা

উত্তর: সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা

৭৬। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?

(ক) ২০১৩

(খ) ২০১০

(গ) ২০১১

(ঘ) ২০১২

উত্তর: ২০১১

৭৭। Change the voice: “Where did you see him?”

(ক) Where he was seen by you?

(খ) Where was he seen by you?

(গ) Where did he seen by you?

(ঘ) Where was he see by you?

উত্তর: (খ) Where was he seen by you?

৭৮। প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

(ক) স্পিকার

(খ) জাতীয় সংসদ

(গ) রাষ্ট্রপতি

(ঘ) প্রধানমন্ত্রী

উত্তর: (গ) রাষ্ট্রপতি

৭৯। Learn the poem ——- heart.

(ক) by

(খ) within

(গ) in

(ঘ) with

উত্তর: (ক) by

৮০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?

(ক) ৯

(খ) ৮

(গ) ৪

(ঘ) ২

উত্তর: (ঘ) ২

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
পরীক্ষার তারিখঃ- ২০/০৫/২০২২

১। ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) জন্মভূমির প্রকৃতি

(খ) গাছের ছায়া

(গ) জন্মভূমির আশ্রয়

(ঘ) মায়ের কোল

উত্তরঃ- (গ) জন্মভূমির আশ্রয়

২। সকালে পাখিরা কিচিরমিচির করে ইংরেজিতে-

(ক) Birds cry at dawn

(খ) Birds sing at dawn

(গ) Birds twitter at dawn

(ঘ) Birds shout at dawn

উত্তরঃ (গ) Birds twitter at dawn

৩। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ :১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর?

(ক) ৯

(খ) ৫

(গ) ৬

(ঘ) ৮

উত্তরঃ- (গ) ৬

৪। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি।মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি।মি। পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে?

(ক) ১২

(খ) ১৩

(গ) ১৪

(ঘ) ১১

উত্তরঃ- (ঘ) ১১

৫। What does CV stand for?

(ক) Curriculum Vitae

(খ) Current Value

(গ) Curriculam Vitae

(ঘ) Curriculum Vites

উত্তরঃ- (ক) Curriculum Vitae

৬। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?

(ক) উত্তরা গণভবন

(খ) উত্তরবঙ্গ সংসদ ভবন

(গ) গণভবন

(ঘ) বঙ্গভবন

উত্তরঃ- (ক) উত্তরা গণভবন

৭। A state where all religions are respected_____

(ক) Good state

(খ) Secular

(গ) Holy country

(ঘ) Reactor

উত্তরঃ- (খ) Secular

৮। যদি  a + b + c = 0 হয় তবে a3 + b3 + c3 এর মান কত?

(ক) 1

(খ) 3abc

(গ) abc

(ঘ) 0

উত্তরঃ (খ) 3abc

৯। ফলের দোকন থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে?

(ক) ৯০

(খ) ৮০

(গ) ৮৫

(ঘ) ৯৫

উত্তরঃ- (ঘ) ৯৫

১০। ধ্বনি হলো –

(ক) ভাষার ক্ষুদ্রতম অংশ

(খ) অর্থবোধক শব্দসমষ্টি

(গ) ভাষার লিখিত রূপ

(ঘ) দুটি শব্দের মিলন

উত্তরঃ- (ক) ভাষার ক্ষুদ্রতম অংশ

১১। ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

(ক) ২৭

(খ) ২৮

(গ) ২৯

(ঘ) ২৫

উত্তরঃ (খ) ২৮

১২। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

(ক) ৬

(খ) ১০

(গ) ১২

(ঘ) ১৮

উত্তরঃ- (খ) ১০

১৩। সভয়ে লোকটি বলল, বাঘ আসছে এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ?

(ক) ক্রিয়া বিশেষণ

(খ) বিশেষণের বিশেষণ

(গ) নাম বিশেষণ

(ঘ) বিশেষ্যের বিশেষণ

উত্তরঃ- (ক) ক্রিয়া বিশেষণ

১৪। সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?

(ক) প্যারিস

(খ) নিউইয়র্ক

(গ) ফ্লোরিডা

(ঘ) দুবাই

উত্তরঃ- (খ) নিউইয়র্ক

১৫। A lot of news in those papers___unreliable।

(ক)are

(খ) is

(গ) were

(ঘ) being

উত্তরঃ- (খ) is

১৬। ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

(ক) বিশেষভাবে বিশ্লেষণ

(খ) সাধারণ সংশ্লেষণ

(গ) বিশেষভাবে সংযোজন

(ঘ) সাধারণ বিশ্লেষণ

উত্তরঃ- ক) বিশেষভাবে বিশ্লেষণ

১৭। A remedy for all diseases___.

(ক) polyglot

(খ) panace

(গ) were

(ঘ) being

উত্তরঃ- (খ) panace

১৮। ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?

(ক) তদ্ভব

(খ) তৎসম

(গ) অতৎসম

(ঘ) সংস্কৃত

উত্তরঃ- (গ) অতৎসম

১৯। He was brought to the police station for —।

(ক) judgement

(খ)  questioning

(গ) confinement

(ঘ) punishment

উত্তরঃ- (গ) confinement

২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন?

(ক) ২০০৯

(খ) ২০১২

(গ) ২০১০

(ঘ) ২০১১

উত্তরঃ- (গ) ২০১০

২১। ‘Syntax’ means —।

(ক) Supplementary text

(খ) Synchronizing act

(গ) Manner of speech

(ঘ) Sentence building

উত্তরঃ- (ঘ) Sentence

২২। ১৫ সেমি। ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি। হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি।?

(ক) ১২

(খ) ৮

(গ) ৯

(ঘ) ১০

উত্তরঃ- (গ) ৯

২৩। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ

(ক) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন

(খ) উদ্ভাবন ও বিজ্ঞান

(গ) ব্যবস্থাপনা ও উন্নয়ন

(ঘ) তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

উত্তরঃ- (ক) পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন

২৪। Which of the following is in plural form?

(ক) datum

(খ) radius

(গ) analysis

(ঘ) media

উত্তরঃ- (ঘ) media

২৫। ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’-

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) ধীরেন্দ্রনাথ দত্ত

(গ) ড। মুহম্মদ শহীদুল্লাহ

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ- (গ) ড। মুহম্মদ শহীদুল্লাহ

২৬। ‘Brain child’ means-

(ক) autistic child

(খ) special child

(গ) intelligent person

(ঘ) a person’s idea

উত্তরঃ- (গ) intelligent person

২৭। A sentence is a group of words that expresses a complete —.

(ক) thought

(খ) paragraph

(গ) predicate

(ঘ) fragment

উত্তরঃ- (ক) thought

২৮। To everyone’s surprise he got  — the examination.

(ক) over

(খ) passed

(গ) through

(ঘ) failed

উত্তরঃ- (খ) passed

২৯। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?

(ক) ২০১৫

(খ) ২০০৮

(গ) ২০১১

(ঘ) ২০১৪

উত্তরঃ- (গ) ২০১১

৩০। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখাহয়েছে মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকের মইয়ের অপর প্রাপ্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?

(ক) ৩০

(খ) ১০

(গ) ২০

(ঘ) ২৫

উত্তরঃ- (ক) ৩০

৩১। SMS – এর পূর্ণরূপ কী?

(ক) Short Multimedia Service

(খ) Short Message Server

(গ) Short Message System

(ঘ) Short Message Service

উত্তরঃ- (ঘ) Short Message Service

৩২। দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ।সা।গু ৮ হলে, তাদের ল।সা।গু হবে?

(ক) ২৯২

(খ) ৩১২

(গ) ২৬০

(ঘ) ২৮০

উত্তরঃ- (ঘ) ২৮০

৩৩। পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?

(ক) পাঠ্য+ণক

(খ) পাঠ+ আক

(গ) পঠ+ অনক

(ঘ)  পঠ্ +ণক

উত্তরঃ- পঠ+অক

৩৪। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন

(খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন

(গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন

(ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন

উত্তরঃ- (ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন

৩৫। ‘To read between the lines’ means।

(ক) To read only some lines

(খ) To read quickly to save time

(গ) To read carefully to find out any hidden meaning

(ঘ) To read carefully

উত্তরঃ- (গ) To read carefully to find out any hidden meaning

৩৬। What is the meaning of the word ‘Vice Versa?

(ক) Face to face

(খ) Namely

(গ) The terms being exchanged

(ঘ) For example

উত্তরঃ- (গ) The terms being exchanged

৩৭। The word ‘Decade’ means

(ক) decaying old age

(খ) a group of ten people

(গ)  period of ten years

(ঘ) rotten object

উ। (গ)  period of ten years

৩৮। বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন

(ক) মাওলানা ভাসানী

(খ) তাজউপি আহমেদ

(গ) শেখ হাসিনা

(ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী

উত্তরঃ- (গ) শেখ হাসিনা

৩৯। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?

(ক) দেশি

(খ) তদ্ভব

(গ) তৎসম

(ঘ) বিদেশি

উত্তরঃ- গ) তৎসম

৪০। নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত?

(ক) বনজ সম্পদ

(খ) খনিজ সম্পদ

(গ) মৎস্য সম্পদ

(ঘ) সমুদ্র সম্পদ

উত্তরঃ- ঘ) সমুদ্র সম্পদ

৪১। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে?

(ক) ৩৬০০

(খ) ২৪০০

(গ) ১২০০

(ঘ) ৩০০০

উত্তরঃ- (ক) ৩৬০০

৪২। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক-

(ক) রফিক আজাদ

(খ) শেখ হাসিনা

(গ) শেখ মুজিবুর রহমান

(ঘ) সৈয়দ শামসুল হক

উত্তরঃ- (গ) শেখ মুজিবুর রহমান

৪৩। ‘Oncology’ relates to —

(ক) ecology

(খ) environment

(গ) law

(ঘ) medicine

উত্তরঃ- ঘ) medicine

৪৪। কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?

(ক) দেশের প্রাকৃতিক সম্পদ

(খ) দেশের ভৌগলিক অবস্থান

(গ) দেশের আয়তন

(ঘ) মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার

উত্তরঃ- (ঘ) মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার

৪৫। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন?

(ক) নেপালের রাজদরবার

(খ) ভারতের গ্রন্থাগার

(গ) শ্রীলংকার গ্রন্থাগার

(ঘ) চীনের রাজদরবার

উত্তরঃ- ক) নেপালের রাজদরবার

৪৬। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত?

(ক) ২৮

(খ) ২৯

(গ) ২৫

(ঘ) ২৭

উত্তরঃ- (গ) ২৫

৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?

(ক) ভাওয়াইয়া

(খ) বাউল

(গ) মুর্শিদি

(ঘ) ভাটিয়ালি

উত্তরঃ- (খ) বাউল

৪৮। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?

(ক) ১৩

(খ) ১৪

(গ) ১৫

(ঘ) ১৬

উত্তরঃ- (গ) ১৫

৪৯। I need to install an ……. Fan in the kichen.

ক) adjust

খ) exhaust

গ) exsost

ঘ) egzost

উত্তরঃ- খ) exhaust

৫০। ’কিনডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ?

(ক) ইংরেজি

(খ) পর্তুগিজ

(গ) ওলন্দাজ

(ঘ) জার্মানী

উত্তরঃ- (ঘ) জার্মানী

৫১। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২ চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের হড় ৮৭ হয়?

(ক) ৮৯

(খ) ৮৮

(গ) ৮৬

(ঘ) ৯২

উত্তরঃ- (ক) ৮৯

৫২। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে?

(ক) ২৫-৩৫

(খ) ১০-২০

(গ) ২০-৩০

(ঘ) ৩০-৪০

উত্তরঃ- (খ) ১০-২০

৫৩। ’মাথা খাও, পত্র দিতে ভুলো না’ এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী?

(ক) দিব্যি দেওয়া

(খ) আস্কারা পাওয়া

(গ) জ্ঞান দেয়া                 (ঘ) অঙ্গ বিশেষ

উত্তরঃ- (ক) দিব্যি দেওয়া

৫৪। ‘পৃথিবীতে কে কাহার?’ এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) অপাদানে কারকে ৭মী বিভক্তি

(খ) কর্মকারকে ৭মী বিভক্তি

(গ) কর্মকারকে ৫মী বিভক্তি

(ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি

উত্তরঃ- (ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি

৫৫। Man did not know that the earth moves round the sun until it was ………

ক) Invented

খ) demonstrated

গ) discovered

ঘ) experimented

উত্তরঃ- গ) discovered

৫৬। কোন বানানটি শুদ্ধ?

(ক) আধ্যক্ষর

(খ) আদ্যাক্ষর

(গ) আদ্যোক্ষ

(ঘ) আদ্যক্ষর

উত্তরঃ- (ঘ) আদ্যক্ষর

৫৭। Can you tell me where……………?

(ক) Rahim lives

(খ) Rahim does live

(গ) lives Rahim

(ঘ) does Rahim live

উত্তরঃ- (ক) Rahim lives

৫৮। The minister told his officials to ………… a press conference।

(ক) prepare

(খ) speak

(গ) announce

(ঘ) arrange

উত্তরঃ- (ঘ) arrange

৫৯। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃ্দ্ধি পায় সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?

(ক) ৬

(খ) ৭

(গ) ৪

(ঘ) ৫

উত্তরঃ- (খ) ৭

৬০। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?

(ক) কাস্টমার কেয়ার

(খ) ব্যাংক

(গ) ই-অফিস

(ঘ) কল সেনটার

উত্তরঃ- গ) ই-অফিস

৬১। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪জন ছাত্র অবশিষ্ট থাকে ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত?

(ক) ৬০

(খ) ৪৪

(গ) ৪০

(ঘ) ৫৪

উত্তরঃ- (খ) ৪৪

৬২। শোন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে?

(ক) আপেল মাহমুদ

(খ) আলতাফ মাহমুদ

(গ) গৌরীপ্রসন্ন মজুমদার

(ঘ) অংশুমান রায়

উত্তরঃ- (গ) গৌরীপ্রসন্ন মজুমদার

৬৩। ৯ কোটি সমান কত?

(ক) ৯০ মিলিয়ন

(খ)’৯০ বিলিয়ন

(গ) ৯ বিলিয়ন

(ঘ) ৯ মিলিয়ন

উত্তরঃ- (ক) ৯০ মিলিয়ন

৬৪। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ?

(ক) সমতল পথে হাটা

(খ) গাছ থেকে নিচে নামা

(গ) একটি দেয়ালকে ধাক্কা দেওয়া

(ঘ) সিঁড়ি দিয়ে উপরে ওঠা

উত্তরঃ- (গ) একটি দেয়ালকে ধাক্কা দেওয়া

৬৫। কোন বানানটি শুদ্ধ?

(ক) বীকেন্দ্রীকরণ

(খ) বিকেন্দ্রীকরণ

(গ) বিকেন্দ্রিকরণ

(ঘ) বীকেন্দ্রিকরণ

উত্তরঃ- (খ) বিকেন্দ্রীকরণ

৬৬। ‘বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসব?

(ক) পার্বত্য চট্টগ্রাম

(খ) সিলেট

(গ) ময়মনসিংহ

(ঘ) রংপুর

উত্তরঃ- (ক) পার্বত্য চট্টগ্রাম

৬৭। একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি পাত্রটির ওজন কত কেজি?

(ক) ৮

(খ) ১০

(গ) ১২

(ক) পার্বত্য চট্টগ্রাম

উত্তরঃ- (ক) পার্বত্য চট্টগ্রাম

৬৮। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

(ক) গোতাবায়া রাজাপক্ষে

(খ) মাহিন্দা রাজাপক্ষে

(গ) সাজিথ প্রেমাদাসা

(ঘ) রনিল বিক্রমাসিংহে

উত্তরঃ- (ঘ) রনিল বিক্রমাসিংহে

৬৯। A stage of short sightedness……………..

(ক) Abortion

(খ) Myopia

(গ) Autopsy

(ঘ) Maternity

উত্তরঃ-

৭০। ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা’ – এখানে ‘রাশি রাশি’

(ক) অনুকার অব্যয়

(খ) সমষ্টিবাচক বিশেষ্য

(গ) নির্ধারক বিশেষণ

(ঘ) সাপেক্ষ সর্বনাম

উত্তরঃ- (গ) নির্ধারক বিশেষণ

৭১।  ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে?

(ক) Poland

(খ) Sweden

(গ) Finland

(ঘ) Denmart

উত্তরঃ- (গ) Finland

৭২। সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?

(ক) ক্রিয়া ও অব্যয়

(খ) অব্যয় ও ক্রিয়া

(গ) সর্বনাম ও বিশেষ্য

(ঘ) ক্রিয়া ও সর্বনাম

উত্তরঃ- (ঘ) ক্রিয়া ও সর্বনাম

৭৩। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

(ক) ৫৮

(খ) ৫৩

(গ) ৫৫

(ঘ) ৫৬

উত্তরঃ- (ঘ) ৫৬

৭৪। BMI এর পূর্ণরূপ-

ক)   Best Medicine of Integration

খ) Ballistic Missile Intivate

গ) Body Mass Index

ঘ) Bill Measurement Index

উত্তরঃ- গ) Body Mass Index Measurement Index

৭৫।  ‘উইকিপিডিয়া’ কী?

(ক) মুক্ত বিশ্বকোষ

(খ) স্মাট ফোন

(গ) উন্মুক্ত সফটওয়্যার

(ঘ) ডেটাবেইজ

উত্তরঃ- ক) মুক্ত বিশ্বকোষ

৭৬। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ –

(ক) ২০২১-২০২৫

(খ) ২০২৫-২০৩০

(গ) ২০২১-২০৪১

(ঘ) ২০২০-২০২৫

উত্তরঃ- গ) ২০২১-২০৪১

৭৭। শিক্ষা সফরে যওয়ার জন্য ২৪০০ টকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড় বহন করবে ঠিক হলো অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল বাসে কতজন ছাত্র গিয়েছিল?

(ক) ৬০

(খ) ৪০

(গ) ৪৮

(ঘ) ৫০

উত্তরঃ- (ক) ৬০

৭৮। শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত?

(ক) ৯৯৯

(খ) ৩৩৩১

(গ) ১০৯০

(ঘ) ১০৯৮

উত্তরঃ-

(ঘ) ১০৯৮

৭৯। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল উভয় বিষয়ে পাশ করল ৬০% উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

(ক) ১০

(খ) ১৫

(গ) ১২

(ঘ) ১১

উত্তরঃ- (ক) ১০

৮০। ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?

(ক) ১৪০০

(খ) ১২০০

(গ) ১৬০০

(ঘ) ১৫০০

উত্তরঃ- (গ) ১৬০০

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২

পরীক্ষার তারিখঃ- ০৩ জুন ২০২২

১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?

ক) ১২৫

খ) ১২৬

গ) ১২৩

ঘ) ১২৪

উত্তরঃ- গ

২। He is jealous — my prosperity)

ক) for

খ) of

গ) with

ঘ) over

উত্তরঃ- খ

৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১)৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

ক) ২৪

খ) ২৫

গ) ২১

ঘ) ২০

উত্তরঃ- ক

৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-

ক) শুধু সমকোণে দ্বিখন্ডিত করে

খ) সমকোণে সমদ্বিখন্ডিত করে

গ) সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

ঘ) শুধু সমদ্বিখন্ডিত করে

উত্তরঃ- খ

৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?

ক) ৫:৩

খ) ৪:৩

গ) ৩:৪

ঘ) ৫:২

উত্তরঃ- গ

৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?

ক) ১০৫

খ) ১০৮

গ) ৯০

ঘ) ১০০

উত্তরঃ- ক

৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

ক) রুপবাচক

খ) অংশবাচক

গ) অবস্থাবাচক

ঘ) গুণবাচক

উত্তরঃ- গ

৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক) ৫৫

খ) ৬৫

গ) ৭৫

ঘ) ৪৫

উত্তরঃ- গ

৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?

ক) ২৫

খ) ৪৯

গ) ১৩

ঘ) ৩৭

উত্তরঃ- গ

১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

ক) কনসার্ট ১৯৭১

খ) কনসার্ট ফর বাংলাদেশ

গ) কান্ট্রি কনসার্ট

ঘ) লিবারেশন কনসার্ট

উত্তরঃ- খ

১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

ক) ১৯৭৮

খ) ১৯৭০

গ) ১৯৮০

ঘ) ১৯৭৬

উত্তরঃ- ঘ

১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

ক) ৪

খ) ৮০

গ) ৭৮

ঘ) ১২

উত্তরঃ- ক

১৩। Which one is the correct passive form of “Who will do the work?”

ক) Who will be done the work?

খ) By whom will the work be done?

গ) By whom the work will be done?

ঘ) Who will done the work?

উত্তরঃ- খ

১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

ক) সুকান্ত ভট্টাচার্য

খ) কাজী নজরুল ইসলাম

গ) শামসুর রাহমান

ঘ) জীবনানন্দ দাশ

উত্তরঃ- ক

১৫। What is the adjective form of the word `People’?

ক) Popularity

খ) Popularize

গ) Populous

ঘ) Popular

উত্তরঃ- গ

১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

ক) ৮

খ) ৯

গ) ৬

ঘ) ৭

উত্তরঃ- ক

১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

ক) টুঙ্গিপাড়ার মিয়া ভাই

খ) চিরঞ্জীব মুজিব

গ) মুজিব একটি জাতির রূপকার

ঘ) ছিটমহল

উত্তরঃ- গ

১৮। A person who was before another person refers to—-)

ক) contemporary

খ) superior

গ) successor

ঘ) predecessor

উত্তরঃ- ঘ

১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

ক) ৮১

খ) ৪৫

গ) ২৭

ঘ) ৩৬

উত্তরঃ- ঘ

২০। The study of plants—-

ক) Biology

খ) Plantation

গ) Biography               ঘ) Botany

উত্তরঃ- ঘ

২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

ক) ১০

খ) ৬

গ) ৭

ঘ) ৮

উত্তরঃ- ঘ

২২। ব্যাকরণের কাজ কী?

ক) ভালো বক্তা তৈরি করা

খ) নতুন ভাষা তৈরি করা

গ) দ্রুত পড়া ও লেখা শেখানো

ঘ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা

উত্তরঃ- ঘ

২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শুন্য

খ) অপাদানে শুন্য

গ) অধিকরণে শুন্য

ঘ) কর্তায় শুন্য

উত্তরঃ- ক

২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

ক) হাব

খ) রিসোর্স

গ) সার্ভার

ঘ) অ্যাডস্টার

উত্তরঃ- খ

২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

ক) আগরতলা মামলা

খ) ভাষা আন্দোলন

গ) মুক্তিযুদ্ধ

ঘ) গণ অভ্যুত্থান

উত্তরঃ- গ

২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

ক) ১৯৫৪

খ) ১৯৫৯

গ) ১৯৬২

ঘ) ১৯৫২

উত্তরঃ- ঘ

২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

ক) শিকাগো আর্ট মিউজিয়াম

খ) প্যারিস মিউজিয়াম

গ) ব্রিটিশ মিউজিয়াম

ঘ) কায়রো মিউজিয়াম

উত্তরঃ- খ

২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?

ক) ৫০৮০

খ) ৬০৮০

গ) ৭০৮০

ঘ) ৪০৮০

উত্তরঃ- খ

২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-

ক) দুদিকে অপ যার

খ) দ্বীপের মত

গ) চার দিকে জল যার

ঘ) দুদিকে আবদ্ধ জল যার

উত্তরঃ- ক

৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

ক) সংকোচ

খ) পরোপকারিতা

গ) সাহসিকতা

ঘ) ভয়হীনতা

উত্তরঃ- ক

৩১। What is the synonym of ‘Competent’?

ক) Capable

খ) Prudent

গ) Circumspect

ঘ) Discreet

উত্তরঃ- ক

৩২। কোন শব্দটির বানান সঠিক?

ক) দোষণীয়

খ) দূষণীয়

গ) দুষনীয়

ঘ) দোষনীয়

উত্তরঃ- খ

৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

ক) জ্ঞান থাকতেও যিনি মূর্খ

খ) পান্ডিত্যে যিনি মূর্খ

গ) পন্ডিত হয়েও যিনি মূর্খ

ঘ) পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ

উত্তরঃ- গ

৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —

ক) নাইট্রোজেন

খ) আর্গন

গ) মিথেন

ঘ) প্রোপেন

উত্তরঃ- ঘ

৩৫। The Antonym of the word ‘awesome’ —

ক) majestic

খ) disgusting

গ) grand

ঘ)

উত্তরঃ- খ

৩৬। উত্তরঃ- ঘ

৩৭। উত্তরঃ- ক

৩৮। উত্তরঃ- ঘ

৩৯। উত্তরঃ- ক

৪০। উত্তরঃ- ঘ

৪১। উত্তরঃ- ক

৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

ক) স্ট্রাটোস্ফিয়ার

খ) আয়োনোস্ফিয়ার

গ) ট্রপোস্ফিয়ার

ঘ) ওজোনস্ফিয়ার

উত্তরঃ- ঘ

৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

ক) পূর্ব

খ) পশ্চিম

গ) উত্তর

ঘ) দক্ষিণ

উত্তরঃ- খ

৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-

ক) বিষের কষ্ট

খ) অর্থের কু প্রভাব

গ) বিষাক্ত তামা

ঘ) অহংকার

উত্তরঃ- খ

৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

ক) সহস্রাংশ

খ) পঞ্চমাংশ

গ) দশমাংশ

ঘ) শতাংশ

উত্তরঃ- দশমাংশ

৪৬। Which one is similar to Adult:Child

ক) Horse:Mare

খ) Cat:Kitten

গ) Swine:Saw

ঘ) Human:Animal

উত্তরঃ- খ

৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

ক) হাসান আজিজুল হক

খ) সৈয়দ শামসুল হক

গ) হুমায়ুন আজাদ

ঘ) জাহানারা ইমাম

উত্তরঃ- ঘ

৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

ক) ৫৭

খ) ২৭

গ) ১৭

ঘ) ১

উত্তরঃ- খ

৪৯। উত্তরঃ- গ

৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

ক) এমডিএল

খ) টিডিএল

গ) এলডিএল

ঘ)এইচডিএল

উত্তরঃ- ঘ

৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-

ক) ইউনেস্কো

খ) ইউনিসেফ

গ) ইউএনডিপি

ঘ) ইউএনএফপিএ

উত্তরঃ- ক

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Dowload