১৯৯৩-২০১৯ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা জ্যামিতি প্রশ্ন উত্তর

0
421

১৯৯৩-২০১৯ সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ

পরীক্ষায় আসা জ্যামিতি প্রশ্ন উত্তর

১. কোন ৩টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?

উত্তর:- ২,৪,৭

নোট:-(ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষায় বড় হলে ত্রিভুজ আঁকা যাবে আর ক্ষুদ্রতম হলে আঁকা যাবে না।)

২. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩। ত্রিভুজটি হবে-

উত্তর :- সমকোণী ত্রিভুজ।

নোট:-(একটি ত্রিভুজের দু’টি কোণের অনুপাত তৃতীয় অনুপাতের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।

৩. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?

উত্তর:- ৫০ডিগ্রি

৪. একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪,৫,ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তর:-৬

৫. সমকোণী ত্রিভুজের বাহুগোলোর অনুপাত কত?

উত্তর:-১৩:১২:৫

৬. স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা-

উত্তর:-১টি

৭. একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে?

উত্তর:-১৮০ ডিগ্রি

৮. ত্রকটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?

উত্তর:-২৪ একক

৯. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?

উত্তর:-৫ সেমি

১০. দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-

উত্তর:- প্রবৃদ্ধকোণ

১১. ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি –

উত্তর:- সমবাহু

১২. একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া পাওয়া যায়?

উত্তর:- ২ টি

১৩. দু’টি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৩৫ ডিগ্রি হলে অপরটির মান কত?

উত্তর:-৫৫

১৪. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরী করে?

উত্তর: ১২টি

১৫. একটি চর্তুভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। একে বলে-

উত্তর:- ট্রাপিজিয়াম

১৬. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০ ডিগ্রি হলে অপর কোণটি কত?

উত্তর:-৪০ ডিগ্রি

১৮. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে-

উত্তর:- আয়তক্ষেত্র

১৯. একটি বৃত্তের যেকোনো দু’টি বিন্দুর সংযোজক রেখাকে বলে-

উত্তর:- জ্যা

২০. কোনো ত্রিভুজের তিনটি বহিুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে-

উত্তর:-৩৬০ ডিগ্রি

২১. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে, এর অতিভূজের মান কত?

উত্তর:- ৫ সে.মি.

২২. ABC –এর কোণ A=৪৫ ডিগ্রি ও কোণ B=৩০ ডিগ্রি হলে কোণ C-এর মান কত ডিগ্রি?

উত্তর:-১০৫ ডিগ্রি

২৩. কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের পরিমাণ কত ডিগ্রি?

উত্তর:-৩৬০ ডিগ্রি

২৪. দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কী বলা হয়?

উত্তর:- বিপ্রতীপ কোণ

২৫. বৃত্তের যেকোনো দু’টি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি-

উত্তর:-জ্যা

২৬. ত্রিভুজের যেকোনো দু’টি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি-

উত্তর:- সমদ্বিবাহু ত্রিভুজ

২৭. একটি ত্রিভুজের একটি কোণ যদি ২য় কোণের তিনগুণ এবং ৩য় কোণ যদি ২য় কোণের চেয়ে ৩০ ডিগ্রি বড়ো হয় তবে কোণটি কত ডিগ্রি?

উত্তর:-৬০ ডিগ্রি

২৮. অতিভুজের বিপরীত থাকে-

উত্তর:- সমকোণ

২৯. যে চতুর্ভুজের সাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো নয়, তাকে কী বলে?

উত্তর:-রম্বস

৩০. ২৫৩ ডিগ্রি কোণকে কী কোণ বলে?

উত্তর:- প্রবৃদ্ধ কোণ

৩১. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

উত্তর:- ৯ গুণ

৩২. বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রন্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?

উত্তর:- দ্বিগুণ

৩৪. ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়-

উত্তর:- সূক্ষ্মকোণ

৩৫. কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাংশ দু’টির প্রত্যেকটিকে বলে-

উত্তর:-কর্ণ

৩৬. বৃত্তের পরিধি ও ব্যাসের অপুপাত-

উত্তর:-২২/৭

৩৭. দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?

উত্তর:- সম্পূরক কোণ

৩৮. ABC বৃত্তে AB ও CD দু’টি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?

উত্তর:-PB=PD

৩৯. একটি সমবাহু ত্রিভুজের একটি বহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তর:-৬৪√৩

৪০. সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

উত্তর:-স্থুলকোণ

৪১. বৃত্তের পরিধি ও ব্যাসের অপুপাত-

উত্তর:-২২/৭

৪২. সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে-

উত্তর:- একটি মাত্র ত্রিভুজ আঁকা যায়

৪৩. কোনো ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-

উত্তর:-৩৬০ ডিগ্রি

৪৪. দু’টি পরস্পরছেদী বৃত্তে কয়টি সাদারণ স্পর্শক আঁকা যেতে পারে?

উত্তর:- ২টি

৪৫.বৃত্তের পরিধি ও ব্যাসের অপুপাত-

উত্তর:-২২/৭

৪৬. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দু’টি কোণের সমান হলে ত্রিভুজটি-

উত্তর:-সমকোণী

৪৭. কোণ A = ৫০ ডিগ্রি। এর পূরক কোণ কত ডিগ্রি?

উত্তর:- ৪০ ডিগ্রি

৪৮. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:-১২০ ডিগ্রি

৪৯. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি-

উত্তর:- সমকোণী

৫০. কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:-ভরকেন্দ্র

৫১. কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- পরিকেন্দ্র

৫২. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বির্ধিত করেলে উৎপন্ন কোণদ্বয় হবে-

উত্তর:- স্থুলকোণ

৫৩. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি-

উত্তর:- সূক্ষ্মকোণ

৫৪. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- অন্তঃকেন্দ্র

৫৫. দুই সমকোণ থেকে বড়, কিন্তু চার সমকোণ থেকে ছোট, সে ধরনের কোণের নাম কী?

উত্তর:- প্রবৃদ্ধ কোণ

৫৬. দু’টি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ-

উত্তর:- সরল কোণ

৫৭. কোনো ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয়, তবে ত্রিভুজটিকে কী বলে?

উত্তর:- সমদ্বিবাহু

৫৮. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

উত্তর:- ৮

৫৯. বৃত্তের কেন্দ্র হতে ২৪ সে.মি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সে.মি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে-

উত্তর:- ১৩ সে.মি

৬০. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক কোণ-

উত্তর: এক সমকোণ

৬১. তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী ত্রিভুজ বলে?

উত্তর:- সদৃশ ত্রিভুজ

৬২. ত্রিভুজের যেকোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি-

উত্তর:- দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর

৬৩. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক কোণ-

উত্তর: এক সমকোণ

৬৪. ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে-

উত্তর:- ৫ সেমি

৬৫. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

উত্তর:-১২০

৬৬. ১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা-এর লম্ব দূরত্ব ৫ সেমি হলে জ্যা- এর দৈর্ঘ্য হবে-

উত্তর:- ২৪ সেমি

৬৭. একটি সুষম পঞ্চভূজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

উত্তর:-১০৮ ডিগ্রি

৬৮. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি হলে, এর অতিভূজের মান কত?

উত্তর:- ৫ সে.মি.

৬৯. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-

উত্তর:-৩৬০ ডিগ্রি

৭০. একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে-

উত্তর:- চারগুণ

৭১. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:- ১৩০ ডিগ্রি

৭২. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-

উত্তর:- ৯টি

৭৩. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- অন্তঃকেন্দ্র

৭৪. কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?

উত্তর:- ট্রাপিজিয়াম

৭৫. কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?

উত্তর:- ট্রাপিজিয়াম

৭৬. কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-

উত্তর:- সমদ্বিবাহু

৭৭. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সমলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?

উত্তর: চারগুণ

৭৮. বৃত্তস্থ সামন্তরিক একটি-

উত্তর: আয়তক্ষেত্র

৭৯. একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০ ডিগ্রি হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:- ৫০ ডিগ্রি

৮০.একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ ৪০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:-৮০ ডিগ্রি

৮১. সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডদ্বয়-

উত্তর:- পরস্পর সমান

৮২. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে-

উত্তর:- রম্বস

৮৩. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণ ৬০ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:-১২০ ডিগ্রি

৮৪. দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ-

উত্তর:- সরল কোণ

৮৫. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে-

উত্তর:- রম্বস

৮৬. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির-

উত্তর:-পূরক কোণ বলে

৮৭. ত্রিভুজের তিন বাহু, এর অন্তঃর্বৃত্তের-

উত্তর:- স্পর্শক

৮৮. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-

উত্তর:-ব্যাস

৮৯. স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-

উত্তর:- এক সমকোণ

৯০. একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন উপাত্তগেুলোর প্রয়োজন?

উত্তর:- এক বাহু ও এক কোণ

৯১. কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। এটি কোন ধরনের চতুর্ভুজ হবে?

উত্তর:- বর্গক্ষেত্র

৯২. কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- অন্তঃকেন্দ্র

৯৩. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-

উত্তর:- ৮টি

৯৪. সুষম য়ড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-

উত্তর:- ১২০ ডিগ্রি

৯৫. একটি ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ কের তাকে বলে-

উত্তর:- ভরকেন্দ্র

৯৬. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-

উত্তর:- ১০টি

৯৭. কোন ত্রিভুজের বাহু গুলেঅর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- পরিকেন্দ্র

৯৮. কোন ত্রিভুজের বাহু গুলেঅর লম্ব-দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

উত্তর:- পরিকেন্দ্র

৯৯. একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪৪ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা হবে-

উত্তর:- ১০টি

১০০. সমদ্বিবহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে-

উত্তর:-স্থুলকোণ

১০১. দু’টি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজ দু’টি সর্বময় হবে না-

উত্তর:- তিন কোণ

১০২. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি. হলে এর অতিভুজ এর মান কত?

উত্তর:- ৫ সে.মি

১০৩. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি –

উত্তর:- ৩৬০ ডিগ্রি

১০৫. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৫ ডিগ্রি হলে বিপরীত কোণটি হবে-

উত্তর:- ১০৫ ডিগ্রি

১০৬. অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে-

উত্তর:- ৩০ ডিগ্রি

১০৭. ত্রিভুজের যে-কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর-

উত্তর:- অর্ধেক

১০৮. ABC ত্রিভুজের AB = AC। কোণ A = 80 কোণ B=কত?

উত্তর:- ৫০ ডিগ্রি

১০৮. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১২ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তর:- 36√3 বর্গমিঃ

১০৯. কোন ক্ষেত্রগুলোর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে?

উত্তর:- বর্গক্ষেত্র ও রম্বস

১১০. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত?

উত্তর:-১১০ ডিগ্রি

১১১. ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিঃস্থ কোণটি-

উত্তর:- বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে

১১২. সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫ ডিগ্রি হলে এর বাহু সংখ্যা হবে-

উত্তর:- ৮টি

১১৩. সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-

উত্তর:- ৭২ ডিগ্রি

১১৪. ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি-

উত্তর:- সমবাহু

১১৫. ত্রিভুজের বৃহত্তম বাহুসংলগ্ন কোণদ্বয়-

উত্তর:- সূক্ষ্মকোণ

১১৬. একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ কত?

উত্তর:- ১৩৫ ডিগ্রি

১১৭. ’ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুিই সমকোণের সমান’ –কোন ক্ষেত্রে সত্য?

উত্তর:- সকল ত্রিভুজের ক্ষেত্রে

১১৮. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত?

উত্তর:- ১১০ ডিগ্রি

১১৯. কোনো বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর কয়টি স্পর্শ আঁকা যেতে পারে?

উত্তর:-২টি

১২০. বৃত্তের একই চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ ?

উত্তর:- দ্বিগুণ

১২১. একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?

উত্তর:- ২৪ একক

১২২. একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১২০ হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

উত্তর:- ৬

১২৩. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি-

উত্তর:- সমকোণী ত্রিভুজ

১২৪. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?

উত্তর:- ৩,৪ ও ৫

১২৫. ত্রিভুজের তিন বাহু, এর অন্তঃর্বৃত্তের-

উত্তর:- স্পর্শক

১২৬. সুষম য়ড়ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?

উত্তর:- ৬০ ডিগ্রি

১২৭. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

উত্তর:- ভূমি × উচ্চতা

১২৮. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

উত্তর:- ভূমি × উচ্চতা

১২৯. একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ১২ হলে প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?

উত্তর:- ৩০ ডিগ্রি

১৩০. এতটি চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণটির পরিমাণ কত?

উত্তর:- ১১০ ডিগ্রি

১৩১. সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি ১১৫ ডিগ্রি হলে অরটি কত?

উত্তর:- ৬৫ ডিগ্রি

১৩২. একটি ‍সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমাণ ২০ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত?

উত্তর:-১৮

১৩৩. ABC ত্রিভুজের BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হলো। কোণ ACD=105 ডিগ্রি হলে কোণ BAC + কোণ ABC =কত?

উত্তর:- ১০৫ ডিগ্রি

১৩৪. একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে?

উত্তর:- চারগুণ

১৩৫. ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হলো। কোণ BAD=১০০ ডিগ্রি হলে কোণ BCD =কত?

উত্তর:-৮০ ডিগ্রি

১৩৬. ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর –

উত্তর:- অর্ধেক

১৩৭. ত্রিভুজের যে কোন দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি-

উত্তর:- দুই সমকোণের বৃহত্তর

১৩৮. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

উত্তর:- ভূমি × উচ্চতা

১৩৯. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩ ও ৪ সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত?

উত্তর:- ৫ সেমি

১৪০. একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল কত?

উত্তর:- ৪৩২ বর্গ মিটার

১৪১. বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলোর সমষ্টি কত?

উত্তর:- ৩৬০ ডিগ্রি

১৪২. সামান্তরিকের দু’টি সন্নিহিত কোণের একটি ১১০ ডিগ্রি হলে অপরটি কত?

উত্তর:- ৭০ ডিগ্রি

১৪৩. ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় কোন প্রকার কোণ?

উত্তর:- সূক্ষ্মকোণ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Dowload