বাংলাদেশ কৃষি ব্যাংক সিনিয়র অফিসার পদের নিয়োগ
পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
পদের নামঃ- সিনিয়র অফিসার
পরীক্ষার তারিখঃ- ২৩-০১-২০১৭
Bangladesh Krishi Bank Sr. Officer-2017
BANGLA: 20
১. ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়?
ক) পূর্বাহ্ন
খ) মধ্যাহ্ন
গ) সন্ধ্যা
ঘ) গোধূলি✔
২. সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি?
ক) পত+অঞ্জলি=পতঞ্জলি
খ) অন্তঃ+লিন=অন্তর্লীন
গ) ষট+আনন=ষড়ানন✔
ঘ) তথা+এবত=তথৈবত
৩. ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) তুর্কী
খ) পর্তুগিজ✔
গ) ওলন্দাজ
ঘ) ফারসি
৪. ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে?
ক) প্রশ্নবোধক চিহ্ন
খ) বিস্ময় চিহ্ন ✔
গ) দাঁড়ি
ঘ) ড্যাশ
৫. ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
ক) অধিকরণে ২য়া✔
খ) অপাধানে ২য়া
গ) করণে ৭মী
ঘ) কর্মে ৫ম
৬. ‘অসুখ’ কোন সমাস?
ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) অব্যয়ীভাব
ঘ) বহুব্রীহি✔
৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়?
ক) কষ্টের উপর আরো কষ্ট
খ) দুরারোগ্য ব্যাধি
গ) বুড়োর ভীমরতি✔
ঘ) বুড়োর যৌবনপ্রাপ্তি
৮. পুত্রের নিকট মাতার পত্রের সম্ভোধন কোনটি হবে?
ক) পাকজনাবেষু
খ) শ্রদ্ধাস্পদ
গ) পাকজনাব
ঘ) স্নেহাসম্পদ✔
৯. কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
ক) বিদ্রোহী
খ) অগ্রপথিক
গ) কান্ডারী হুশিয়ার
ঘ) আনদন্দময়ীর আগমনে✔
১০. ‘সারেং বৌ’ বইটির লেখক কে?
ক) সৈয়দ মুজতবা আলী
খ) মুনীর চৌধুরী
গ) শহীদুল্লাহ কায়সার✔
ঘ) শওকত ওসমান
১১. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ
ক) যামিনী, আত্মা
খ) বিভাবরী, শীর্ণ✔
গ) নিশীথ, হৃদয়
ঘ) রজনী, অনুগ্রহ
১২. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-
ক) ইলিয়াস শাহ্
খ) আকবর✔
গ) বিজয় সেন
ঘ) লক্ষণ সেন
১৩. ‘শর্বরী’ কথাটির অর্থ?
ক) রাত✔
খ) শিকারী
গ) চাঁদ
ঘ) আলোক বর্তিকা
১৪. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ-
ক) সদালাপ
খ) অর্থহীন কথা
গ) সংক্ষিপ্ত আলোচনা
ঘ) সৌভাগ্য✔
১৫. None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃ
ক) কেউ না কিন্তু বোকাই ঠিক
খ) বোকাকে ঠিক ভাবলেই ভুল
গ) বোকার স্বর্গে বাস
ঘ) ভুল মানুষেরই হয়✔
১৬. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
ক) দুরাকাঙ্খা, বাল্মীকী, মূর্হুমুহু
খ) দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার
গ) ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ✔
ঘ) শিহরণ, মিথস্ক্রিয়া, ব্যভিচার
১৭. সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপধ্যায়✔
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৮. ‘বনফুল’ কার ছদ্মনাম?
ক) প্রমথ চৌধুরী
খ) বলাইচাঁদ মুখোপধ্যায়✔
গ) যতীনমোহন বাগচী
ঘ) মোহিতলাল
১৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক) সংশপ্তক
খ) ক্রীতদাসের হাসি
গ) চিলেকোঠার সেপাই
ঘ) একটি কালো মেয়ের কথা✔
২০. কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
ক) মণিকাঞ্চন যোগ
খ) সোনায় সোহাগা
গ) আদায়- কাঁচকলায়✔
ঘ) আমদুধে
Bangladesh Krishi Bank Sr. Officer-2017
General Knowledge Part:
- Where was the last battle against Pakistan occupation army fought in 1971?
Ans: Rayer Bazar.
- Who administered oath to Ministers of the Mujib Nagar Government on 17 April, 1971?
Ans: Prof. Yusuf Ali
- Where is the proposed Technology Bank for LDCs likely to be headquartered?
Ans: Turkey
- Nur Sultan Nazarvayeb is the Predident of
Ans: Kazakhstan
- The Asian Infrastucture Investment Bank (AIIB) headquarter is at:
Ans: Beijing
- Which of the following bank is not a scheduled bank according to the Bangladesh Bank Order, 1972?
Ans: Probashi Kallyan Bank
- The free trade area comprising Argentiba, Brazil, Paraguay, Uruguay and Venezuela is called
Ans: MERCOSUR
- The Bangladesh Banks (Nationalization) order was promulgated on:
Ans: 26 March 1972
- The anti-money laundering statute currently in force in Bangladesh was enacted in the year:
Ans: 2002
- Who won the Nobel Prize in economics in 2016?
Ans: Oliver Hart and Bengt Holstrom
- How many targets have been adopted under 17 SDG goals for transforming the world by 2030?
Ans: 169 targets
- Who among the following French war veterans seriously considered joining the Bangladesh Liberation war of 1971?
Ans: Andre Marlraux
- Who among the following reporter is known to have fist flashed in media the news of genocide in Dhaka under Operation Searchlight on the night following March 25 , 1971?
Ans: Simon Dring
- The last APEC summit was held in:
Ans: Peru
- The Uruguay Round negotiations led to the creation of
Ans: WTO
- Which of the following is the first private sector Bank of Bangladesh?
Ans: AB Bank
- Which of the following is the currency of Argentina?
Ans: Peso
- Black money is
Ans: income on which payment of tax is usually evaded
Bangladesh Krishi Bank Sr. Officer-2017
Math Part:
- Which number is the odd one in Oval A and Oval B respectively?
Ans: 42,52
- Look at the series: 31, 29, 24, 22, 17, __ What number should come next?
Ans: 15
- A watch which gains 5 seconds in 3 minutes was set right at 7am. In the afternoon on the same day, when the true time is 1 pm, the watch should indicate?
Ans: 1:10 pm
- What is the purchase price of an article if the profit for selling it for Tk. 250 is 25%?
Ans: Tk. 200
- Rectangular floor X and Y have equal area. If floor X is 12 feet by 18 feet, and floor Y is 9 feet wide. What is the length of floor Y in feet?
Ans: 24
- The sum of prime numbers that are greater than 60 but less than 70 is?
Ans: 128
- 0.1 + (0.1)^2 + (0.1)^3 = ?
Ans: 0.111
- A player’s average test score on 4 tests is 78. What must be his score on a 5th test for average score on 5 tests to be 80?
Ans: 88
- √{(16)(20)+(8)(32)} = ?
Ans: 24
- If Lalon loses 8 pounds, he will weigh twice as much as his sister. Together they now weigh 278 pounds. What is Lalon’s present weigh in pounds?
Ans: 188
- If a square mirror has a 20 inch diagonal, what is the approximate perimeter of the mirror, in inches?
40506080 (Correct Ans. is 56.56)
- If n = 3^8-2^8 , which of the following is NOT a factor of n?
Ans: 35
- In a town, 64 percent of the population is employed, and 48 percent of the population is employed males. What percentage of the employed people in that town is female?
Ans: 25%
- If (4-x)/(2+x) = x, what is the value of x^2 + 3x -4?
Ans: 0
- During a certain season, a team won 80% of its first 100 games and 50% of its remaining games. If the team won 70% of its games for the entire season, what was the total number of games the team played?
Ans: 150
- Of the 30 applicants for a job, 14 had at least 4 years experience, 18 had degrees and 3 had less than 4 years experience and did not have a degree. How many of the applicants had at least 4 years experience and a degree?
Ans: 5
- What is the difference between sixth and fifth terms of the sequence 2,4,7, ___ whose nth term is n + 2^(n-1)
Ans: 17
- If a two digit positive integer has its digits reversed the resulting integer differs from the original by 27. By how much does the two digits differ?
Ans: 3
- If x percent of 40 is y, then 10x equals?
Ans: 25y
- If (0.0015*10^m)/(0.03*10^k) = 5*10^7 then m-k = ?
Ans: 9
- If 3√x = 2√3 , what is the value of x?
Ans: 1.33
- If a and b are positive real numbers, then (a^0 – 3b^0)^5 = ?
Ans: -32
- 3^x + 3^x + 3^x = ?
Ans: 3^(x+1)