নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায়
বহুনির্বাচনি ও জ্ঞান মূলক প্রশ্ন উত্তর
অধ্যায় – ৫: বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু
১.বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
ক) দক্ষিণ
খ) পূর্ব
গ) দক্ষিণ-পশ্চিম
ঘ) দক্ষিণ-পূর্ব
সঠিক উত্তর: (ক)
২.লালমাই অঞ্চলের মাটি কেমন?
ক) লালচে
খ) লাল
গ) ধূসর
ঘ) নীলাভ
সঠিক উত্তর: (ক)
৩.নেপালে মূলত কয়টি ঋতু পরিলক্ষিত হয়?
ক) তিনটি
খ) দুটি
গ) চারটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (খ)
৪.বাংলাদেশের মোট বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয়ে থাকে?
ক) পাঁচ ভাগের দুই ভাগ
খ) পাঁচ ভাগের তিন ভাগ
গ) পাঁচ ভাগের চার ভাগ
ঘ) পাঁচ ভাগের পাঁচ ভাগ
সঠিক উত্তর: (গ)
৫.মধুপুর ও ভাওয়ারের সোপানভূমির মাটি কেমন?
ক) কালো, ছাই রঙের
খ) সাদা রঙের
গ) নীলাভ রঙের
ঘ) লালচে ও ধূসর
সঠিক উত্তর: (ঘ)
৬.টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৭.সিলেটের পাহাড়িয়া অঞ্চলে কী পরিমাণ মৌসুমি বৃষ্টিপাত হয়?
ক) ৩৩৮ সে.মি. খ) ৩৪০ সে.মি.
গ) ৩৪২ সে.মি. ঘ) ৩৪৪ সে.মি.
সঠিক উত্তর: (খ)
৮.সাম্প্রতিককারের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত –
- স্রোতজ সমভূমি
- চত্বরভূমি
iii. উপকূলীয় সমভূমি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৯.লিনিয়ামোট আসাম থেকে ডাকার কোন স্থাপ পর্যন্ত বিস্তৃত?
ক) নারায়ণগঞ্জ
খ) টঙ্গী
গ) পাগলা
ঘ) ডেমরা
সঠিক উত্তর: (গ)
১০.খুলনা বাংলাদেশের কোন ভূমিকম্প বলয়ে অবস্থিত?
ক) প্রথমটিতে
খ) দ্বিতীয়টিতে
গ) তৃতীয়টিতে
ঘ) চতুর্থটিতে
সঠিক উত্তর: (গ)
১১.বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ মোট ভূমির কত এলাকা নিয়ে গঠিত?
ক) ৫%
খ) ৬%
গ) ৭%
ঘ) ৮%
সঠিক উত্তর: (ঘ)
১২.ভাওয়ালের সোপানভূমির বিশেষ বৈশিষ্ট্য হলো –
- মাটির রং লালচে
- মাটির রং অনেকটা ধূসর
iii. মাটির রং বাদামি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)
১৩.বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত?
ক) ৪০০ মিটার
খ) ৬১০ মিটার
গ) ৫৫০ মিটার
ঘ) ৬০০ মিটার
সঠিক উত্তর: (খ)
১৪.নেপালে নভেম্বর হতে জানুয়ারি মাস পর্যন্ত –
- অত্যন্ত শুষ্ক থাকে
- আর্দ্র থাকে
iii. বৃষ্টিহীন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
১৫.বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যেসব এলাকায় অবস্থিত –
- রাঙ্গামাটি
- বান্দরবান
iii. খাগড়াছড়ি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬.জানুয়ারি মাসে নেপালের কাঠমুন্ডুতে তাপমাত্রা কত থাকে?
ক) ৯ ডিগ্রি সে.
খ) ১০ ডিগ্রি সে.
গ) ১১ ডিগ্রি সে.
ঘ) ১২ ডিগ্রি সে.
সঠিক উত্তর: (খ)
১৭.নেপালে কয়টি ঋতু পরিলক্ষিত হয়?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ক)
১৮.আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়?
ক) চত্বরভূমি
খ) প্লাবন সমভূমি
গ) স্রোতজ সমভূমি
ঘ) ব-দ্বীপ সমভূমি
সঠিক উত্তর: (ক)
১৯.বাংলাদেশের অবস্থান কোথায়?
ক) পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায়
খ) পদ্মার অববাহিকায়
গ) ঝিলাম ও গঙ্গার অববাহিকায়
ঘ) ইরাবতির অববাহিকায়
সঠিক উত্তর: (ক)
২০.ভূমিকম্প কিরূপ দুর্যোগ?
ক) সাধারণ
খ) স্বাভাবিক
গ) প্রাকৃতিক
ঘ) কৃত্রিম
সঠিক উত্তর: (গ)
২১.বঙ্গোপসাগরে সাধারণত নিম্নচাপ সৃষ্টি হয় –
- এপ্রিল মাসে
- জানুয়ারি মাসে
iii. মে মাসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২২.জুলাই মাসে কাঠমুন্ডুর তাপমাত্রা কত?
ক) ১০ ডিগ্রি সে.
খ) ২৪.৪ ডিগ্রি সে.
গ) ২৭.৪ ডিগ্রি সে.
ঘ) ২৮.৪ ডিগ্রি সে.
সঠিক উত্তর: (খ)
২৩.ভারতের মরু অঞ্চলের উত্তাপ কত ডিগ্রি সে. পর্যন্ত দেখা যায়?
ক) ২৩
খ) ২৭
গ) ৪৩
ঘ) ৪৮
সঠিক উত্তর: (ঘ)
২৪.মধুপুর ও ভাওয়ালের সোপান ভূমির অন্তর্ভুক্ত কোন জেলাগুলো?
ক) ঢাকা, ফরিদপুর, রাজবাড়ি
খ) ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ
গ) নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী
ঘ) বরগুনা, পটুয়াখালী, ভোলা
সঠিক উত্তর: (খ)
২৫.স্রোতজ সমভূমি বিস্তৃত –
- খুলনা জেলায়
- ফরিদপুর জেলায়
iii. পটুয়াখালী জেলায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
২৬.মায়ানমারে বর্ষাকালের ব্যাপ্তি কোন কোন মাসে?
ক) মে-সেপ্টেম্বর
খ) মে-অক্টোবর
গ) জুন-সেপ্টেম্বর
ঘ) জুন-অক্টোবর
সঠিক উত্তর: (খ)
২৭.মায়ানমারের গড় তাপমাত্রা গ্রীষ্মকালে কত ডিগ্রি সে. এ পৌঁছায়?
ক) ১৯
খ) ২৭
গ) ২৯
ঘ) ৩২
সঠিক উত্তর: (গ)
২৮.কোন পাহাড়টি উচ্চতায় সবচেয়ে নিচু?
ক) লালমাই
খ) চিকনাগুল
গ) খাসিয়া
ঘ) জয়ন্তিয়া
সঠিক উত্তর: (ক)
২৯.আকস্মিক পদ্ধতিতে ভূপরিবর্তনকারী শক্তির মধ্যে প্রধান –
- ভূমিধস
- আগ্নেয়গিরি
iii. ভূমিকম্প
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৩০.কত সালে বাংলাদেশের ভূমিকম্প বলয় সংবলিত মানচিত্র তৈরি করা হযেছে?
ক) ১৯৮০
খ) ১৯৮৫
গ) ১৯৮৯
ঘ) ১৯৯৫
সঠিক উত্তর: (গ)
৩১.কোনগুলো দক্ষিণ এশিয়ার নদী?
ক) মারে ডার্লিং, ইয়াংসিকিয়াং খ) টেমস, হোয়াংহো
গ) পদ্মা, ইরাবতি
ঘ) পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা
সঠিক উত্তর: (ঘ)
৩২.বাংলাদেশে অধিক বৃষ্টিপাতের ফলে অনেক সময় কী সৃষ্টি হয়?
ক) অতিবৃষ্টি ও ঝড়
খ) অতিবৃষ্টি ও অকাল বন্যা
গ) অনাবৃষ্টি ও দুর্যোগ
ঘ) বন্যা ও সুনামি
সঠিক উত্তর: (খ)
৩৩.মায়ানমারে উত্তর-পূর্ব আয়ন বায়ু শীতকালে কোন দিকে প্রবাহিত হয়?
ক) দক্ষিণ-পূর্ব
খ) দক্ষিণ-পশ্চিম
গ) উত্তর-পূর্ব
ঘ) উত্তর-পশ্চিম
সঠিক উত্তর: (খ)
৩৪.গ্রীষ্মকালে মায়ানমারে নিম্নচাপের সৃষ্টি হয় কেন?
ক) এ সময় সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে
খ) এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে
গ) এ সময় মায়ানমারে সূর্যের উত্তাপ কমে যায়
ঘ) এ সময় মায়ানমারের প্রাকৃতিক পরিবর্তন হয়
সঠিক উত্তর: (ক)
৩৫.ভারতের ওপর দিয়ে শীতকালে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
ক) পূর্ব মৌসুমি
খ) পশ্চিম মৌসুমি
গ) উত্তর মৌসুমি
ঘ) দক্ষিণ মৌসুমি
সঠিক উত্তর: (খ)
৩৬.বাংলাদেশের কোন জেলা ভূমিকম্পের ডেঞ্জার ফন্ট লাইনে অবস্থান করছে?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) রংপুর
ঘ) সিলেট
সঠিক উত্তর: (ঘ)
৩৭.বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত এবং বর্ষাকাল দেরিতে আসার কারণ কী?
ক) আবহাওয়ার পরিবর্তন
খ) পরিবেশের পরিবর্তন
গ) বনভূমি ধ্বংস
ঘ) জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর: (ঘ)
৩৮.জুন মাসের শেষে অতিরিক্ত তাপ ভারতের কোন এলাকায় প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি করে?
ক) পশ্চিমবঙ্গে
খ) উড়িষ্যায় গ) মেদিনীপুরে
ঘ) পাঞ্জাবে
সঠিক উত্তর: (ঘ)
৩৯.২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক) ১.৩৭
খ) ১.৩৮
গ) ১.৪২
ঘ) ১.৪৮
সঠিক উত্তর: (ক)
৪০.বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক) লালমাই
খ) মোদকমুয়াল
গ) তাজিনডং
ঘ) কিওক্রাডং
সঠিক উত্তর: (ঘ)
৪১.বিজ্ঞানীরা এ পর্যন্ত ভূমিকম্পের কয়টি কারণ চিহ্নিত করেছেন?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৪২.গ্রীষ্মকালে মায়ানমারের কোথায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়?
ক) ইয়াঙ্গুনে
খ) মান্দালয়ে
গ) ভামোতে
ঘ) টেনাসেরিমে
সঠিক উত্তর: (খ)
৪৩.বাংলাদেশে কোন ভূমিকম্প বলয়কে লঘু বলে বর্ণনা করা হয়েছে?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (গ)
৪৪.বর্ষাকালের সময় কোন কোন মাসে খুব বেশি গরম পড়ে?
ক) মে ও জুলাই
খ) এপ্রিল ও আগস্ট
গ) জুন ও সেপ্টেম্বর
ঘ) মে ও অক্টোবর
সঠিক উত্তর: (গ)
৪৫.বাংলাদেশে শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
ক) ২৮ ডিগ্রি সে.
খ) ২৯ ডিগ্রি সে.
গ) ৩০ ডিগ্রি সে.
ঘ) ৩১ ডিগ্রি সে.
সঠিক উত্তর: (খ)
৪৬.ভারতের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (গ)
৪৭.আসাদ কলকাতা যেতে চাইল। বাংলাদেশের কোন সীমান্ত এলাকা এর জন্য সুবিধাজনক?
ক) পশ্চিম দিক দিয়ে
খ) দক্ষিণ দিক দিয়ে
গ) পূর্ব দিক দিয়ে
ঘ) উত্তর দিক দিযে
সঠিক উত্তর: (ক)
৪৮.বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি?
ক) ৭০%
খ) ৭৫%
গ) ৮০%
ঘ) ৮৫%
সঠিক উত্তর: (গ)
৪৯.জলবায়ুর পরিবর্তনের ফলে –
- মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে
iii. বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫০.কোন ধরনের মাটি দ্বারা সমতল নদী অববাহিকা অঞ্চল সৃষ্ট?
ক) বালি
খ) কংকর মিশ্রিত
গ) পলি
ঘ) দোআঁশ
সঠিক উত্তর: (গ)
৫১.ভূ-পৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাব পড়ে?
ক) আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে
খ) ভূমিধসে
গ) ভূ-ত্বকের কম্পনে
ঘ) ভূমিকম্পের ঝাঁকুনিতে
সঠিক উত্তর: (ঘ)
৫২.ভূমিকম্পের বিপদ থেকে বাঁচতে হলে বিদ্যুৎ ও গ্যাস লাইন কী রকম রাখতে হবে?
ক) বন্ধ করে
খ) চলমান
গ) স্বাভাবিক
ঘ) ত্রুটিমুক্ত
সঠিক উত্তর: (ঘ)
৫৩.ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ অবস্থিত –
- ইন্ডিয়ান প্লেট সীমানায়
- মায়ানমার প্লেট সীমানায়
iii. ইউরোপিয়ান প্লেট সীমানায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৫৪.বাংলাদেশের কিছু অংশ দেবে যাচ্ছে কিংবা কিছু অংশ ওঠে যাচ্ছে এর ফলে –
- ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে
- ভূমিকম্পের সম্ভাবনা কমে যাচ্ছে
iii. খনিজ সম্পদ উত্তোলনে সমস্যা দেখা দিচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)
৫৫.বাংলাদেশের পশ্চিমে কী অবস্থিত?
ক) ভারতের নদীয়া
খ) ভারতের ত্রিপুরা
গ) ভারতের আসাম
ঘ) ভারতের পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর: (ঘ)
৫৬.পৃথিবীর ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৫৭.একটি পানির ঢাল প্রবাহিত হলে সর্বশেষ সেটি কোথায় গিয়ে পতিত হবে?
ক) মেঘনা নদীতে
খ) পদ্মা নদীতে
গ) যমুনা নদীতে
ঘ) বঙ্গোপসাগরে
সঠিক উত্তর: (ঘ)
৫৮.গ্রীষ্ম ঋতুতে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়?
ক) ২০ ডিগ্রি সে.
খ) ২১ ডিগ্রি সে.
গ) ২২ ডিগ্রি সে.
ঘ) ২৩ ডিগ্রি সে.
সঠিক উত্তর: (খ)
৫৯.North westerlies কী?
ক) দক্ষিণ-পশ্চিম বায়ু
খ) আশ্বিনা বায়ু
গ) উত্তর-পশ্চিম বায়ু
ঘ) কালবৈশাখী
সঠিক উত্তর: (ঘ)
৬০.ভারতের জলবায়ু বিচিত্র হওয়ার কারণ কী?
ক) দেশটি সাগরবেষ্টিত তাই
খ) দেশটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে
গ) দেশটিতে নদ-নদী কম
ঘ) এটি বিশাল আয়তনের দেশ
সঠিক উত্তর: (ঘ)
৬১.সমুদ্রে ভূমিকম্প আঘাত হানলে –
- সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যেতে পারে
- সমুদ্রের নিচে নেমে যাওয়া পানি ১৫-২০ মিটার উঁচু হয়ে কূলে আঘাত হানতে পারে
iii. অনেক সময় সুনামি আঘাত হানে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬২.নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সে.মি.
ক) ১৪৩
খ) ১৪৪
গ) ১৪৬
ঘ) ১৪৫
সঠিক উত্তর: (ঘ)
৬৩.বাংলাদেশের জলবায়ু –
- উষ্ণ
- শীতল
iii. সমভাবাপন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৬৪.ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৬৫.গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
ক) ২৭ ডিগ্রি সে.
খ) ২৯ ডিগ্রি সে.
গ) ৩০ ডিগ্রি সে.
ঘ) ৩৮ ডিগ্রি সে.
সঠিক উত্তর: (ঘ)
৬৬.ভূমিকম্পের অন্যতম কারণ কী?
ক) পৃথিবীর অভ্যন্তরের শূন্যস্থান পূরণ
খ) ভিত্তিশিলা ক্ষয় এবং ক্ষয়ের স্থানচ্যুতি
গ) ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ-আলোড়ন
ঘ) পৃথিবীর অভ্যন্তরের তরল পদার্থের স্থানান্তর
সঠিক উত্তর: (গ)
৬৭.ভূমিকম্পের সময় জনসাধারণের করণীয় নিজেকে –
- চিন্তামুক্ত রাখা
- ধীরস্থির রাখা
iii. শান্ত রাখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৮.নুড়ি, বালি ও কংকর মিশ্রিত লালচে মাটি কোথায় দেখা যায়?
ক) ঢাকা
খ) কুমিল্রা
গ) ভোলা
ঘ) বরগুনা
সঠিক উত্তর: (খ)
৬৯.বাংলাদেশে ভূমিকম্প বলয়ের কোনটি বিপজ্জনক?
ক) প্রথম বলয়
খ) দ্বিতীয় বলয়
গ) তৃতীয় বলয়
ঘ) চতুর্থ বলয়
সঠিক উত্তর: (খ)
৭০.বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে কোন প্লেটের সংঘর্ষের কারণে?
ক) লিনিয়ামোট
খ) টেকটনিক
গ) ইন্ডিয়ান
ঘ) কনসোর্টিয়াম
সঠিক উত্তর: (খ)
৭১.কোন দিকে বাংলাদেশের ভূখন্ড ক্রমশ ঢালু?
ক) উত্তর হতে দক্ষিণে
খ) পূর্ব হতে পশ্চিমে
গ) দক্ষিণ হতে উত্তরে
ঘ) পশ্চিম হতে পূর্বে
সঠিক উত্তর: (ক)
৭২.কোন মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে মায়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়?
ক) উত্তর-পূর্ব
খ) দক্ষিণ-পূর্ব
গ) উত্তর-পশ্চিম
ঘ) দক্ষিণ-পশ্চিম
সঠিক উত্তর: (ঘ)
৭৩.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
ক) চট্টগ্রাম
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) রাঙ্গামাটি
সঠিক উত্তর: (গ)
৭৪.সাধারণত টিলার উচ্চতা কত হয়ে থাকে?
ক) ১০-৩০ মিটার
খ) ৩০-৯০ মিটার
গ) ৪০-৮০ মিটার
ঘ) ৬০-৭০ মিটার
সঠিক উত্তর: (খ)
৭৫.কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়?
ক) ইস্পাত
খ) কংক্রিট ঢালাই
গ) ফেরো সিমেন্ট
ঘ) কাঠের ব্রেসিং
সঠিক উত্তর: (গ)
৭৬.বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ গঠিত –
- শেল পাথর দ্বারা
- চুনাপাথর দ্বারা
iii. কর্দম দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)
৭৭.বর্ষাকালে বাংলাদেশে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় সংঘটিত হয়?
ক) পাবনায়
খ) ঢাকায়
গ) কুমিল্রায়
ঘ) শ্রীমঙ্গলে
সঠিক উত্তর: (ক)
৭৮.বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ বিস্তৃত –
- ময়মনসিংহ জেলার উত্তরাংশে
- হবিগঞ্জ জেলার দক্ষিণাংশে
iii. সিলেট জেলার উত্তরাংশে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৯.মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল বিরাজ করে –
- বাংলাদেশে
- ভারতে
iii. মায়ানমারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮০.গড় হিসাবে বাংলাদেশে উষ্ণতম মাস কোনটি?
ক) মার্চ
খ) মে
গ) এপ্রিল
ঘ) জুন
সঠিক উত্তর: (গ)
বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু অধ্যায় – ৫:
জ্ঞান মূলক প্রশ্ন উত্তর
প্রশ্ন ১। জলবায়ু কী?
উত্তর : একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থাকে ভালবায়ু বলে।
প্রশ্ন ২। গ্লাইস্টোসিন কাল কী?
উত্তর : আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলে।
প্রশ্ন ৩। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে?
উত্তর : ভূঅভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে।
প্রশ্ন ৪। কালবৈশাখীর ঝড় কাকে বলে?
উত্তর : গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী হওয়ায় বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হতে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রভাবিত হয়। এ ঝড়কে কালবৈশাখী ঝড় বলে।
প্রশ্ন ৫। উপকেন্দ্র কী?
উত্তর : ভূকম্প বিজ্ঞানের পরিভাষায় উপকেন্দ্র হচ্ছে অবকেন্দ্র বা ফোকাসের সরাসরি উপরে অবস্থিত ভূপৃষ্ঠের উপরিতলের একটি বিন্দু, যেখানে ভূমিকম্প বা ভূগর্ভস্থ বিস্ফোরণ উৎপন্ন হয়।
প্রশ্ন ৬। টেকটনিক প্লেট কী?
উত্তর : টেকটনিক প্লেট হলাে বৈজ্ঞানিক তত্ত্ব যার ভূত্বক বা পৃথিবীর উপরিতলের বর্ণনা দেওয়া হয় এবং এটি বিজ্ঞানসম্মত অনুঘটক যা ভূমিকম্পের জন্য দায়ী।
প্রশ্ন ৭। টিলা কাকে বলে?
উত্তর : ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরের পাহাড়গুলােকে স্থানীয়ভাবে টিলা বলে।
প্রশ্ন ৮। প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উত্তর: প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে।
প্রশ্ন ৯। লালমাই পাহাড় বাংলাদেশের কোন ভূমিরূপের অন্তর্গত?
উত্তর : লালমাই পাহাড় বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সােপানসমূহ বা চত্বর ভূমিরূপের অন্তর্গত।
প্রশ্ন ১০। ভারত কোন জলবায়ু অঞলে অবস্থিত?
উত্তর : ভারত মৌসুমি জলবায়ু অঞলে অবস্থিত।
প্রশ্ন ১১। পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ কোনটি?
উত্তর : পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ হলাে বাংলাদেশ।
প্রশ্ন ১২। লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
উত্তর : লালমাই পাহাড়ের গড় উচ্চতা ২১ মিটার।
প্রশ্ন ১৩। নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তর : নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৪৫ সে.মি.।
প্রশ্ন ১৪। মিয়ানমারের জলবায়ু কোন ধরনের?
উত্তর : মিয়ানমারের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি ধরনের।
প্রশ্ন ১৫। বাংলাদেশের মোট ক্ষেত্রের পরিমাণ কত বর্গমাইল?
উত্তর : বাংলাদেশের মোট ক্ষেত্রের পরিমাণ ৫৬,৯৭৭ বর্গমাইল।
প্রশ্ন ১৬। ১৯৭৪ সালে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত একর ছিল?
উত্তর : ১৯৭৪ সালে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ০.২৮ একর ছিল।
প্রশ্ন ১৭। লালমাই পাহাড়ের আয়তন কত?
উত্তর : লালমাই পাহাড়ের আয়তন ৩৪ বর্গকিলোমিটার।
প্রশ্ন ১৮। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম?
উত্তর : জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম।
প্রশ্ন ১৯। বাংলাদেশে সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর : বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিওভং বা বিজয়।
প্রশ্ন ২০। বাংলাদেশের সমতল ভূমির আয়তন কত?
উত্তর : বাংলাদেশের সমতল ভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিলােমিটার।
প্রশ্ন ২১। চিকনাগুল কী?
উত্তর : বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের মধ্যে অন্যতম একটি পাহাড় হলো চিকনাগুল।
প্রশ্ন ২২। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উত্তর : বাংলাদেশের শীতলতম মাস হলাে জানুয়ারি।
প্রশ্ন ২৩। সিসমিক রিস্ক জোন কী?
উত্তর : কোনো একটি এলাকায় ভূমিকম্পের সম্ভাব্য মাত্রা এবং ঝুঁকি চিহ্নিত করে যে বলয় চিহ্নিত করা হয় তাকে সিসমিক রিভ জোন বলে।
প্রশ্ন ২৪। বাংলাদেশ কত ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত?
উত্তর : বাংলাদেশ ২০°৩৪’ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮’ উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত।
প্রশ্ন ২৫। উত্তরের পাহাড়গুলাে স্থানীয়ভাবে কী নামে পরিচিত?
উত্তর : উত্তরের পাহাড়গুলাে স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত।
প্রশ্ন ২৬। বাংলাদেশের জলবায়ু কী নামে পরিচিত?
উত্তর : বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু” নামে পরিচিত।
প্রশ্ন ২৭। বরেন্দ্রভূমির আয়তন কত?
উত্তর : বরেন্দ্রভূমির আয়তন ৯,৩২০ বর্গ কিলােমিটার।
প্রশ্ন ২৮। কোথায় সবচেয়ে বেশি ভূমিকম্প হয়?
উত্তর : প্রশান্ত মহাসাগরের বহিঃসীমানা বরাবর সবচয়ে বেশি ভূমিকম্প হয়।
প্রশ্ন ২৯। বাংলাদেশের ভূখণ্ড কোন দিকে ঢালু?
উত্তর : বাংলাদেশের ভূখন্ড,উত্তর হতে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু।
প্রশ্ন ৩০। বাংলাদেশের শীতকালের স্থায়িত্বকাল কী?
উত্তর : প্রতিবছর নভেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের শীতকালের স্থায়িত্বকাল।
প্রশ্ন ৩১। বাংলাদেশ কী ধরনের অঞ্চল?
উত্তর : বাংলদেশ পলল গঠিত একটি আর্ল অঞ্চল।
প্রশ্ন ৩২। বাংলাদেশের অবস্থান কোথায়?
উত্তর : এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান।
প্রশ্ন ৩৩। বাংলাদেশের উত্তরে কোন দেশ অবস্থিত?
উত্তর : বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অবস্থিত।
প্রশ্ন ৩৪। বাংলাদেশের দক্ষিণে কী অবস্থিত?
উত্তর : বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশ্ন ৩৫। বাংলাদেশের পূর্বে কোন দেশ অবন্ধিত?
উত্তর : বাংলাদেশের পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার অবস্থিত।
প্রশ্ন ৩৬। বাংলাদেশের পশ্চিমে কোন দেশ অবস্থিত?
উত্তর : বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
প্রশ্ন ৩৭। বাংলাদেশের মােট আয়তন কত?
উত্তর : বাংলাদেশের মােট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.।
প্রশ্ন ৩৮। বাংলাদেশের নদনদী কী কী?
উত্তর : বাংলাদেশের নদনদীগুলো হলো- পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী ইত্যাদি।
প্রশ্ন ৩৯। ২০০১ সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : ২০০১ সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ১২.৯৩ কোটি।
প্রশ্ন ৪০। ২০০১ সালের হিসাব অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর : ২০০১ সালের হিসাব অনুসারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব ৮৭৬ জন।
প্রশ্ন ৪১। ১৯৭৪ সালে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত ছিল?
উত্তর : ১৯৭৪ সালে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ছিল ২৮ একর।
প্রশ্ন ৪২। বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত?
উত্তর : বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ২৫ একর।
প্রশ্ন ৪৩। বাংলাদেশের বিভিন্ন ঋতুতে জলবায়ুর তারতম্য ঘটে কেন?
উত্তর : মৌসুমি বায়ুর কারণে এদেশের বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে।
প্রশ্ন ৪৪। বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
উত্তর : বাংলাদেশের জলবায়ু মােটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন।
প্রশ্ন ৪৫। এদেশের জলবায়ু কী নামে পরিচিত?
উত্তর : এদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু’ নামে পরিচিত।
প্রশ্ন ৪৬। বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশের ঋতুকে কত ভাগে ভাগ করা যায়?
উত্তর : বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশের ঋতুকে ছয়টি ভাগে ভাগ করা যায়।
প্রশ্ন ৪৭। বাংলাদেশে কখন গ্রীষ্মকাল হয়?
উত্তর : মার্চ হতে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল।
প্রশ্ন ৪৮। বাংলাদেশে কখন বর্ষাকাল হয়?
উত্তর : বাংলাদেশে জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল।
প্রশ্ন ৪৯। ভারত কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত?
উত্তর : ভারত মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থিত।
প্রশ্ন ৫০। ভারতে কখন শীতকাল স্থায়ী হয়?
উত্তর : ডিসেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতে শীতকাল স্থায়ী হয়।
প্রশ্ন ৫১। ভারতে কখন গ্রীষ্মকাল?
উত্তর : মার্চ হতে মে মাস পর্যন্ত ভারতে গ্রীষ্মকাল।
প্রশ্ন ৫২। ভারতে কখন বর্ষাকাল থাকে?
উত্তর : জুন হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল থাকে।
প্রশ্ন ৫৩। ভারতে কখন শরৎ ও হেমন্তকাল?
উত্তর : অক্টোবর-নভেম্বর দুমাস ভারতে শরৎ ও হেমন্তকাল।
প্রশ্ন ৫৪। কখন মিয়ানমারে গ্রীষ্মকাল?
উত্তর : মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত মিয়ানমারে গ্রীষ্মকাল।
প্রশ্ন ৫৫। নেপালে কখন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে?
উত্তর : জুন হতে সেপ্টেম্বর পর্যন্ত নেপালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে।
প্রশ্ন ৫৬। ভূমিকম্প কী?
উত্তর : ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ।
প্রশ্ন ৫৭। সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসেবে কাকে দায়ী করা হয়?
উত্তর : সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসেবে ভূমিকম্পকে দায়ী করা হয়।
প্রশ্ন ৫৮। ভূমিকম্পের দিক থেকে বাংলাদেশ কী ধরনের অল?
উত্তর : ভূমিকম্পের দিক থেকে বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চল।
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রথম অধ্যায় বহুনির্বাচনি ও জ্ঞান মূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি ও জ্ঞান মূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় তৃতীয় অধ্যায় বহুনির্বাচনি ও জ্ঞান মূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় চতুর্থ অধ্যায় বহুনির্বাচনি ও জ্ঞান মূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় বহুনির্বাচনি ও জ্ঞান মূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-ষষ্ঠ বহুনির্বাচনি ও জ্ঞান মূলক প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অষ্টম অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় দশম অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় একাদশ অধ্যায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর অধ্যায়-১২
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহুনির্বাচনি ও সৃজনশীল প্রশ্ন উত্তর অধ্যায়-১৩
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর অধ্যায়-১৪
- নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বহুনির্বাচনি প্রশ্ন উত্তর অধ্যায়-১৫