বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- সহকারী প্রকৌশলী
পরীক্ষার তারিখঃ- ২৮/০৫/২০২২
বাংলা প্রশ্ন সমাধান
১. `Adhoc’ এর অর্থ কী?
ক) দীর্ঘমেয়াদি
খ) সাময়িক
গ) পূবনির্ধারিত
ঘ) অনানুষ্ঠানিক✔
২. নিমরাজি শব্দে ‘নিম’ কোন ভাষায় উপসর্গ ?
ক) তৎসম
খ) ফারসি✔
গ) হিন্দি
ঘ) আরবি
৩. কোনটি শুদ্ধ?
ক) দারিদ্র
খ) দারিদ্রতা
গ) দারিদ্র্য✔
ঘ) দারিদ্য
৪. ‘খনার বচন’ কী সংক্রান্ত?
ক) কৃষি✔
খ) ব্যবসা
গ) শিল্প
ঘ) রাজনীতি
৫. ‘বিবর’ শব্দের অর্থ কী?
ক) বিরাট
খ) ছোট
গ) গর্ত✔
ঘ) হাওর
৬. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
ক) পরিশেষ
খ) শেষ লেখা✔
গ) জন্মদিন
ঘ) পুশ্চ
৭. বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
ক) এগারটি
খ) নয়টি
গ) দশটি✔
ঘ) আটটি
৮. পৃষ্ঠ প্রদর্শন কোন সমাস?
ক) দ্বিতীয়া তৎপুরুষ✔
খ) তৃতীয় তৎপুরুষ
গ) পঞ্চমী তৎপুরুষ
ঘ) ষষ্ঠী তৎপুরুষ
৯. ‘বঙ্গবাণী’ কবিতাটি কে রচনা করেছেন?
ক) নজরুল
খ) আবদুল হাকিম✔
গ) কায়কোবাদ
ঘ) সৈয়দ সুলতান
১০. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রাহী’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়?
ক) ১৯২৬
খ) ১৯২৫
গ) ১৯২২✔
ঘ) ১৯২১
ইংরেজি প্রশ্ন সমাধান
- The `hardly’ means My friend hardly works in the afternoon.
ক) almost never/not✔
খ) always
গ) seriously
ঘ) regularly
- Which word similar to `appal’?
ক) deceive
খ) confuse
গ) dismay✔
ঘ) solicit
- Who wrote ‘Beauty is trut, truth is beauty’?
ক) Shakespeare
খ) Wordsworth
গ) Keats✔
ঘ) Eliot
- The noun form of the word “repeat” is
ক) Repeatance
খ) Repeation
গ) Repeatation
ঘ) Repetition✔
- He visits this place every now and then.
ক) daily
খ) rarely
গ) occasionally✔
ঘ) frequently
- I expect that selim will come round in a week. here `come round’ means-
ক) come back
খ) complete the tour
গ) recover✔
ঘ) get married
- `Sons and Lovers’ is a novel by-
ক) D.H Lawrence✔
খ) E.M Forster
গ) Conrad
ঘ) V. Woolf
- Mukta knows ________sing.
ক) well to
খ) to
গ) herself to
ঘ) how to✔
- Which one is singular?
ক) data
খ) media
গ) criteria
ঘ) rabies✔
- Find out the correct synonym of defence.
ক) assault
খ) resistance✔
গ) attack
ঘ) raid
গণিত প্রশ্ন সমাধান
১. 3x+2=813x+2=81 হয় তবে 3x−2=?
ক) 1
খ) *
গ) 3
ঘ) 4
২. মাতার ৩০ বছর বয়সে কন্যার জন্ম হয়। মাতার কত বছর বয়সে তার বয়সের কন্যার দ্বিগুণ হবে?
ক) ৩০
খ) ৫০
গ) ৬০✔
ঘ) ৭০
৩. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্সে কতজন ছাত্র আছে?
ক) ৩৬০০✔
খ) ২৪০০
গ) ১২০০
ঘ) ৩০০০
৪. একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল । এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে ও দু’প্রাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে ?
ক) ৪
খ) ৬✔
গ) ৮
ঘ) ১০
৫. কাপড়ের মূল্য ২০% কমে গেলে কোন ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারবে?
ক) ২৫%✔
খ) ২০%
গ) ৩৩%
ঘ) ৪০%
৬. একটি সংখ্যার থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
ক) ৪৫
খ) ৫৬
গ) ৬০
ঘ) ৫০✔
৭. তিনটি পরপর মৌলিক সংখ্যার গড় যদি ১৯.৬৭ হয় তবে সংখ্যা তিনটি কত?
ক) ১৭, ১৯, ২৩✔
খ) ১৩, ১৭, ১৯
গ) ১২, ২৩, ২৯
ঘ) ২৩, ২৯, ৩১
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. ‘বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ কোন ইনস্টিটিউটের ক্যাম্পাসে স্থাপিত হবে?
ক) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট✔
খ) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
গ) বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
ঘ) বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
২. ‘House of Lords’ এবং ‘House of Commons’ কোন দেশের পার্লামেন্ট ?
ক) যুক্তরাজ্য✔
খ) যুক্তরাষ্ট্র
গ) ফ্রান্স
ঘ) ইতালি
৩. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
ক) রাশিয়া
খ) ফ্রান্স
গ) যুক্তরাজ্য
ঘ) যুক্তরাষ্ট্র✔
৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা?
ক) শামসুর রহমান
খ) আলতাফ মাহমুদ
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) আব্দুল গাফফার চৌধুরী✔
৫. ইউক্রেন কবে স্বাধীন হয়?
ক) ১৯৮৭
খ) ১৯৯২
গ) ১৯৯১✔
ঘ) ১৯৮৬
৬. বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (BINA) কোথায় অবস্থিত ?
ক) ঢাকা
খ) গাজীপুর
গ) ময়মনসিংহ✔
ঘ) রাজশাহী
৭. টোডরমল কে ছিলেন?
ক) আকবরের ধর্মীমন্ত্রী
খ) আকবরের অর্থমন্ত্রী✔
গ) আকবরের পরিকল্পনা মন্ত্রী
ঘ) আকবরের সমরমন্ত্রী
৮. সার্ক ফোয়ারার ভাষ্কর কে?
ক) রাশা
খ) মৃণাল হক
গ) নিতুন কুন্ডু✔
ঘ) হামিদুর রহমান
৯. ১৬ ডিসেম্বর ১৯৭১ কি বার ছিল?
ক) সোমবার
খ) বুধবার
গ) বৃহস্পতিবার✔
ঘ) শুক্রবার
১০. কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারন পরিষদের সম্মেলন থেকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়?
ক) ১৭ নভেম্বর, ১৯৯৯✔
খ) ১৭ নভেম্বর, ২০০০
গ) ১৯ নভেম্বর, ১৯৯৯
ঘ) ২১ নভেম্বর, ১৯৯৯
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
- বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০