প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ – ৩য় ধাপ

0
301

Primary Assistant Teacher Exam

Question Solution-2022

সহকারী শিক্ষক ৩য় ধাপের পরীক্ষার প্রশ্ন

প্রতিষ্ঠানের দাতা নামপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পরীক্ষা পদ্ধতিএমসিকিউ (MCQ)
মান৮০
ধাপ(৩য় ) তৃতীয়
জেলা৩১ টি আংশিকসহ
পরীক্ষার তারিখ০৩ জুন, ২০২২
২য় পর্বের MCQ পরীক্ষার মোট প্রার্থী৪২৭৯৭৩ জন
পরীক্ষার সময়১১ টা থেকে ১২ টা পর্যন্ত

১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?

ক) ১২৫

খ) ১২৬

গ) ১২৩

ঘ) ১২৪

উত্তরঃ- গ

২। He is jealous — my prosperity)

ক) for

খ) of

গ) with

ঘ) over

উত্তরঃ- খ

৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১)৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

ক) ২৪

খ) ২৫

গ) ২১

ঘ) ২০

উত্তরঃ- ক

৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-

ক) শুধু সমকোণে দ্বিখন্ডিত করে

খ) সমকোণে সমদ্বিখন্ডিত করে

গ) সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

ঘ) শুধু সমদ্বিখন্ডিত করে

উত্তরঃ- খ

৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?

ক) ৫:৩

খ) ৪:৩

গ) ৩:৪

ঘ) ৫:২

উত্তরঃ- গ

৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?

ক) ১০৫

খ) ১০৮

গ) ৯০

ঘ) ১০০

উত্তরঃ- ক

৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

ক) রুপবাচক

খ) অংশবাচক

গ) অবস্থাবাচক

ঘ) গুণবাচক

উত্তরঃ- গ

৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক) ৫৫

খ) ৬৫

গ) ৭৫

ঘ) ৪৫

উত্তরঃ- গ

৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?

ক) ২৫

খ) ৪৯

গ) ১৩

ঘ) ৩৭

উত্তরঃ- গ

১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

ক) কনসার্ট ১৯৭১

খ) কনসার্ট ফর বাংলাদেশ

গ) কান্ট্রি কনসার্ট

ঘ) লিবারেশন কনসার্ট

উত্তরঃ- খ

১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

ক) ১৯৭৮

খ) ১৯৭০

গ) ১৯৮০

ঘ) ১৯৭৬

উত্তরঃ- ঘ

১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

ক) ৪

খ) ৮০

গ) ৭৮

ঘ) ১২

উত্তরঃ- ক

১৩। Which one is the correct passive form of “Who will do the work?”

ক) Who will be done the work?

খ) By whom will the work be done?

গ) By whom the work will be done?

ঘ) Who will done the work?

উত্তরঃ- খ

১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

ক) সুকান্ত ভট্টাচার্য

খ) কাজী নজরুল ইসলাম

গ) শামসুর রাহমান

ঘ) জীবনানন্দ দাশ

উত্তরঃ- ক

১৫। What is the adjective form of the word `People’?

ক) Popularity

খ) Popularize

গ) Populous

ঘ) Popular

উত্তরঃ- গ

১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

ক) ৮

খ) ৯

গ) ৬

ঘ) ৭

উত্তরঃ- ক

১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

ক) টুঙ্গিপাড়ার মিয়া ভাই

খ) চিরঞ্জীব মুজিব

গ) মুজিব একটি জাতির রূপকার

ঘ) ছিটমহল

উত্তরঃ- গ

১৮। A person who was before another person refers to—-)

ক) contemporary

খ) superior

গ) successor

ঘ) predecessor

উত্তরঃ- ঘ

১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

ক) ৮১

খ) ৪৫

গ) ২৭

ঘ) ৩৬

উত্তরঃ- ঘ

২০। The study of plants—-

ক) Biology

খ) Plantation

গ) Biography

ঘ) Botany

উত্তরঃ- ঘ

২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

ক) ১০

খ) ৬

গ) ৭

ঘ) ৮

উত্তরঃ- ঘ

২২। ব্যাকরণের কাজ কী?

ক) ভালো বক্তা তৈরি করা

খ) নতুন ভাষা তৈরি করা

গ) দ্রুত পড়া ও লেখা শেখানো

ঘ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা

উত্তরঃ- ঘ

২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক) কর্মে শুন্য

খ) অপাদানে শুন্য

গ) অধিকরণে শুন্য

ঘ) কর্তায় শুন্য

উত্তরঃ- ক

২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

ক) হাব

খ) রিসোর্স

গ) সার্ভার

ঘ) অ্যাডস্টার

উত্তরঃ- খ

২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

ক) আগরতলা মামলা

খ) ভাষা আন্দোলন

গ) মুক্তিযুদ্ধ

ঘ) গণ অভ্যুত্থান

উত্তরঃ- গ

২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

ক) ১৯৫৪

খ) ১৯৫৯

গ) ১৯৬২

ঘ) ১৯৫২

উত্তরঃ- ঘ

২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

ক) শিকাগো আর্ট মিউজিয়াম

খ) প্যারিস মিউজিয়াম

গ) ব্রিটিশ মিউজিয়াম

ঘ) কায়রো মিউজিয়াম

উত্তরঃ- খ

২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?

ক) ৫০৮০

খ) ৬০৮০

গ) ৭০৮০

ঘ) ৪০৮০

উত্তরঃ- খ

২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-

ক) দুদিকে অপ যার

খ) দ্বীপের মত

গ) চার দিকে জল যার

ঘ) দুদিকে আবদ্ধ জল যার

উত্তরঃ- ক

৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

ক) সংকোচ

খ) পরোপকারিতা

গ) সাহসিকতা

ঘ) ভয়হীনতা

উত্তরঃ- ক

৩১। What is the synonym of ‘Competent’?

ক) Capable

খ) Prudent

গ) Circumspect

ঘ) Discreet

উত্তরঃ- ক

৩২। কোন শব্দটির বানান সঠিক?

ক) দোষণীয়

খ) দূষণীয়

গ) দুষনীয়

ঘ) দোষনীয়

উত্তরঃ- খ

৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

ক) জ্ঞান থাকতেও যিনি মূর্খ

খ) পান্ডিত্যে যিনি মূর্খ

গ) পন্ডিত হয়েও যিনি মূর্খ

ঘ) পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ

উত্তরঃ- গ

৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —

ক) নাইট্রোজেন

খ) আর্গন

গ) মিথেন

ঘ) প্রোপেন

উত্তরঃ- ঘ

৩৫। The Antonym of the word ‘awesome’ —

ক) majestic

খ) disgusting

গ) grand

ঘ)

উত্তরঃ- খ

৩৬। উত্তরঃ- ঘ

৩৭। উত্তরঃ- ক

৩৮। উত্তরঃ- ঘ

৩৯। উত্তরঃ- ক

৪০। উত্তরঃ- ঘ

৪১। উত্তরঃ- ক

৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

ক) স্ট্রাটোস্ফিয়ার

খ) আয়োনোস্ফিয়ার

গ) ট্রপোস্ফিয়ার

ঘ) ওজোনস্ফিয়ার

উত্তরঃ- ঘ

৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

ক) পূর্ব

খ) পশ্চিম

গ) উত্তর

ঘ) দক্ষিণ

উত্তরঃ- খ

৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-

ক) বিষের কষ্ট

খ) অর্থের কু প্রভাব

গ) বিষাক্ত তামা

ঘ) অহংকার

উত্তরঃ- খ

৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

ক) সহস্রাংশ

খ) পঞ্চমাংশ

গ) দশমাংশ

ঘ) শতাংশ

উত্তরঃ- দশমাংশ

৪৬। Which one is similar to Adult:Child

ক) Horse:Mare

খ) Cat:Kitten

গ) Swine:Saw

ঘ) Human:Animal

উত্তরঃ- খ

৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

ক) হাসান আজিজুল হক

খ) সৈয়দ শামসুল হক

গ) হুমায়ুন আজাদ

ঘ) জাহানারা ইমাম

উত্তরঃ- ঘ

৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

ক) ৫৭

খ) ২৭

গ) ১৭

ঘ) ১

উত্তরঃ- খ

৪৯। উত্তরঃ- গ

৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

ক) এমডিএল

খ) টিডিএল

গ) এলডিএল

ঘ)এইচডিএল

উত্তরঃ- ঘ

৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-

ক) ইউনেস্কো

খ) ইউনিসেফ

গ) ইউএনডিপি

ঘ) ইউএনএফপিএ

উত্তরঃ- ক

সম্পূর্ণ সমাধান দেখতে পিডিএফ ডাউনলোড করুন।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download