জেলা প্রশাসকের কার্যালয়,সিলেট ইউনিয়ন পরিষদ সচিব
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
পদের নামঃ-ইউনিয়ন পরিষদ সচিব
পরীক্ষার তারিখঃ-২০/০৯/২০১৯
প্রশ্ন-১: এক কথায় প্রকাশ করুন-
ক) সবার জন্য মঙ্গলজনক
উত্তর: সর্বজনীন
খ) উপস্থিত বুদ্ধি আছে যার
উত্তর: প্রত্যুৎপন্নমতি
গ) লাফিয়ে চলে যে
উত্তর: প্লবগ
ঘ) উপকারীর অপকার করে যে
উত্তর: কৃতঘ্ন
ঙ) ফল পাকলে যে গাছ মরে যায়
উত্তর: ঔষধি
চ) যে তিথি আগমনে কোনো সময় নেই?
উত্তর: অতিথি
প্রশ্ন-২: অর্থসহ বাক্য রচনা করুন-
ক) অর্ধচন্দ্র
উত্তর: গলাধাক্কা – শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও।
খ) কাঁঠালের আমসত্ত্ব
উত্তর: অসম্ভব বস্তু – কৃপণের কাছে টাকা চাওয়া যেন কাঁঠলের আমসত্ত্ব।
গ) গোঁফ খেজুরে
উত্তর: নিতান্ত অলস – গোঁফ খেজুরে লোক দিয়ে কোন কাজই হয় না।
ঘ) নয় ছয়
উত্তর: অপচয় – সে বাড়ি বিক্রির টাকাগুলো নয় ছয় করে ফেলল।
ঙ) শাঁখের করাত
উত্তর: উভয় সংকট -সত্য কথা বললে বাবার ক্ষতি, আবার মিথ্যা কথা বললে মায়ের ক্ষতি, এ যেন শাঁখের করাতের অবস্থা।
প্রশ্ন-৩: বাক্য শুদ্ধি করুন-
ক) শাড়ি পরা সবুজ মেয়েটিকে আমি চিনি।
উত্তর: সবুজ শাড়ি পরা মেয়েটিকে আমি চিনি।
খ) অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।
উত্তর: অন্যায়ের প্রতিফল অনিবার্য।
গ) আমি অপমান হয়েছি।
উত্তর: আমি অপমানিত হয়েছি।
ঘ) আমি কাল জাতীয় স্মৃতিসৌধ দেখিতে যাব।
উত্তর: আমি আগামীকাল জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাব।
প্রশ্ন-৪: এক কথায় উত্তর দিন-
ক) ‘বড়দিদি’ উপন্যাসটি কার লেখা?
উত্তর: ’বড়দিদি’ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
খ) কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোন সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতা ১৯২২ সালে সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
গ) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
ঘ) ‘অবরোধবাসিনী’ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ’অবরোধবাসিনী’ প্রবন্ধ গ্রন্থটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা।
প্রশ্ন-৫: বাংলায় অনুবাদ করুন-
- a) Sylhet is a hilly district and stands on the bank of the Surma river.
- b) It is called the daughter of nature.
- c) Sylhet is one of the most important spiritual and cultural centers of Bangladesh.
- d) It is also famous for its scenic beauty of tourist places.
উত্তর:
- a) সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত একটি পাহাড়ি জেলা।
- b) এটাকে প্রকৃতির কন্যা বলা হয়।
- c) বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর একটি হলো সিলেট।
- d) পর্যটন স্থানগুলোর নৈসর্গিক সৌন্দর্যের জন্যও এই স্থান প্রসিদ্ধ।
প্রশ্ন-৬: Fill in the gaps with appropriate preposition or article.
- A) I prefer…………coffee.
Ans: to
- B) He is…………university student.
Ans: a
- C) Beware……….enemy.
Ans: of
- D) He speaks like…………English.
Ans: the
- E) He sacrificed his life……….his country.
Ans: for
- F) It has been raining…………morning.
Ans: since
- G) I insisted…………going.
Ans: on
- H) The book belongs……….me.
Ans: to
- I) Mr. Rahman is………….M.A.
Ans: an
- J) Is he competent………..the work?
Ans: for
প্রশ্ন-৭: Correct the following sentences-
- A) Six miles are a long distance.
Ans: Six miles is a long distance.
- B) I have come yesterday.
Ans: I came yesterday.
- C) He knows to swim.
Ans: He knows how to swim.
- D) How fine the book is.
Ans: How fine the book is!
- E) A barking dog seldom bite.
Ans: A barking dog seldom bites.
প্রশ্ন-৮: Changes the following sentence as directed-
- A) Who will do the work? (Make it passive)
Ans: By whom will the work be done?
- B) He is poor but honest. (Make it complex)
Ans: Though he is poor, he is honest.
- C) What an exiting novel it is! (Make it assertive)
Ans: It is a very exciting novel.
- D) He is weak in English and Mathematics. (Make it negative)
Ans: He is not string in English and Mathematics.
- E) Dhaka is the biggest city in Bangladesh. (Change the degree in positive)
Ans: No other city in Bangladesh is as big as Dhaka.
প্রশ্ন-৯: Translate the following sentences-
- A) গোলাপকে ফুলের রাণী বলা হয়।
Ans: Rose is called the queen of flowers.
- B) যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ।
Ans: Where there is life, there is a hope.
- C) দুই ঘণ্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
Ans: It has been raining heavily for two hours.
- D) সে প্রতিদিন ফুটবল খেলে।
Ans: He plays football everyday.
- E) আপন চরকায় তেল দাও।
Ans: Oil your own machine.
প্রশ্ন-১০: প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?
১ ডজনের দাম ২৪ টাকা হলে,
১২টির দাম ২৪ টাকা
১টির দাম ২৪/১২ টাকা
২০ টির দাম ২০*২=৪০ টাকা
এখন, ২৫% লাভ=১২৫ টাকা,
১০০ টাকায় বিক্রি করতে হবে ১২৫ টাকা
১ টাকায় বিক্রি করতে হবে ১২৫/১০০ টাকা
৪০ টাকায় বিক্রি করতে হবে ১২৫*৪০/১০০
=৫০ টাকা
প্রশ্ন-১১: একটি চৌবাচ্চা ৬ ঘণ্টায় পূর্ণ হয়। তলায় ছিদ্র হওয়ায় তা পূর্ণ হতে ২ ঘণ্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চাটি ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে?
উত্তরঃ- ২৪ ঘন্টা
প্রশ্ন-১৩: নিচের প্রশ্নগুলোর উত্তর দিন
ক) বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়?
উত্তরঃ- সিলেটের লালখানে।
খ) SDG-এর পূর্ণরূপ লিখ
উত্তরঃ- SDG-এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goals.
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম কত সালে এবং কোথায়?
উত্তরঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
ঘ) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে?
উত্তরঃ- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
ঙ) বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তরঃ- ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ১৮ এপ্রিল ১৯৭২ সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে।
চ) বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তরঃ- বাংলাদেশের সাংবিধানিক নাম হলো ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’।
ছ) বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন কতটি?
উত্তরঃ- বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৫০ টি।
জ) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঝ) জাতিসংঘের নামকরণ করেন কে?
উত্তরঃ- জাতিসংঘের নামকরণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
ঞ) মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ- মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
ট) ’হারারে’ কোন দেশের রাজধানী?
উত্তরঃ- ‘হারারে’ আফ্রিকার দেশ জিম্বাবুয়ের রাজধানী।
ঠ) ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ- ২০২২ সালে ২২ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কাতারে।
ড) বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তরঃ- ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
ঢ) সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তরঃ- সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন।
ণ) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ- কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান।
আরো পড়ুনঃ-
- জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা এর সার্টিফিকেট সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এর নাজির কাম-ক্যাশিয়ার পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এর লাইব্রেরিয়ান পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় পাবনা অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসন কার্যালয় জামালপুর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয় (মৌলভীবাজার)-এর অফিস সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০২২
- জেলা প্রশাসক কার্যালয় খুলনা এর ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২১
- জেলা প্রশাসকের কার্যালয় নাজির কাম ক্যাশিয়ার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর নিম্নমান সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- জাতীয় সংসদ সচিবালায়ের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৬