জেলা প্রশাসকের কার্যালয় সিলেট ইউনিয়ন পরিষদ সচিব পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

0
424

জেলা প্রশাসকের কার্যালয়,সিলেট ইউনিয়ন পরিষদ সচিব

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ-ইউনিয়ন পরিষদ সচিব

পরীক্ষার তারিখঃ-২০/০৯/২০১৯

প্রশ্ন-১: এক কথায় প্রকাশ করুন-

ক) সবার জন্য মঙ্গলজনক

উত্তর: সর্বজনীন

খ) উপস্থিত বুদ্ধি আছে যার

উত্তর: প্রত্যুৎপন্নমতি

গ) লাফিয়ে চলে যে

উত্তর: প্লবগ

ঘ) উপকারীর অপকার করে যে

উত্তর: কৃতঘ্ন

ঙ) ফল পাকলে যে গাছ মরে যায়

উত্তর: ঔষধি

চ) যে তিথি আগমনে কোনো সময় নেই?

উত্তর: অতিথি

প্রশ্ন-২: অর্থসহ বাক্য রচনা করুন-

ক) অর্ধচন্দ্র

উত্তর: গলাধাক্কা – শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও।

খ) কাঁঠালের আমসত্ত্ব

উত্তর: অসম্ভব বস্তু – কৃপণের কাছে টাকা চাওয়া যেন কাঁঠলের আমসত্ত্ব।

গ) গোঁফ খেজুরে

উত্তর: নিতান্ত অলস – গোঁফ খেজুরে লোক দিয়ে কোন কাজই হয় না।

ঘ) নয় ছয়

উত্তর: অপচয় – সে বাড়ি বিক্রির টাকাগুলো নয় ছয় করে ফেলল।

ঙ) শাঁখের করাত

উত্তর: উভয় সংকট -সত্য কথা বললে বাবার ক্ষতি, আবার মিথ্যা কথা বললে মায়ের ক্ষতি, এ যেন শাঁখের করাতের অবস্থা।

প্রশ্ন-৩: বাক্য শুদ্ধি করুন-

ক) শাড়ি পরা সবুজ মেয়েটিকে আমি চিনি।

উত্তর: সবুজ শাড়ি পরা মেয়েটিকে আমি চিনি।

খ) অন্যায়ের প্রতিফল দুর্নিবার্য।

উত্তর: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

গ) আমি অপমান হয়েছি।

উত্তর: আমি অপমানিত হয়েছি।

ঘ) আমি কাল জাতীয় স্মৃতিসৌধ দেখিতে যাব।

উত্তর: আমি আগামীকাল জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাব।

প্রশ্ন-৪: এক কথায় উত্তর দিন-

ক) ‘বড়দিদি’ উপন্যাসটি কার লেখা?

উত্তর: ’বড়দিদি’ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।

খ) কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতা প্রথম কোন সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতা ১৯২২ সালে সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

গ) রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

ঘ) ‘অবরোধবাসিনী’ প্রবন্ধ গ্রন্থটি কার লেখা?

উত্তর: ’অবরোধবাসিনী’ প্রবন্ধ গ্রন্থটি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা।

প্রশ্ন-৫: বাংলায় অনুবাদ করুন-

  1. a) Sylhet is a hilly district and stands on the bank of the Surma river.
  2. b) It is called the daughter of nature.
  3. c) Sylhet is one of the most important spiritual and cultural centers of Bangladesh.
  4. d) It is also famous for its scenic beauty of tourist places.

উত্তর:

  1. a) সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত একটি পাহাড়ি জেলা।
  2. b) এটাকে প্রকৃতির কন্যা বলা হয়।
  3. c) বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর একটি হলো সিলেট।
  4. d) পর্যটন স্থানগুলোর নৈসর্গিক সৌন্দর্যের জন্যও এই স্থান প্রসিদ্ধ।

প্রশ্ন-৬: Fill in the gaps with appropriate preposition or article.

  1. A) I prefer…………coffee.

Ans: to

  1. B) He is…………university student.

Ans: a

  1. C) Beware……….enemy.

Ans: of

  1. D) He speaks like…………English.

Ans: the

  1. E) He sacrificed his life……….his country.

Ans: for

  1. F) It has been raining…………morning.

Ans: since

  1. G) I insisted…………going.

Ans: on

  1. H) The book belongs……….me.

Ans: to

  1. I) Mr. Rahman is………….M.A.

Ans: an

  1. J) Is he competent………..the work?

Ans: for

প্রশ্ন-৭: Correct the following sentences-

  1. A) Six miles are a long distance.

Ans: Six miles is a long distance.

  1. B) I have come yesterday.

Ans: I came yesterday.

  1. C) He knows to swim.

Ans: He knows how to swim.

  1. D) How fine the book is.

Ans: How fine the book is!

  1. E) A barking dog seldom bite.

Ans: A barking dog seldom bites.

প্রশ্ন-৮: Changes the following sentence as directed-

  1. A) Who will do the work? (Make it passive)

Ans: By whom will the work be done?

  1. B) He is poor but honest. (Make it complex)

Ans: Though he is poor, he is honest.

  1. C) What an exiting novel it is! (Make it assertive)

Ans: It is a very exciting novel.

  1. D) He is weak in English and Mathematics. (Make it negative)

Ans: He is not string in English and Mathematics.

  1. E) Dhaka is the biggest city in Bangladesh. (Change the degree in positive)

Ans: No other city in Bangladesh is as big as Dhaka.

প্রশ্ন-৯: Translate the following sentences-

  1. A) গোলাপকে ফুলের রাণী বলা হয়।

Ans: Rose is called the queen of flowers.

  1. B) যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ।

Ans: Where there is life, there is a hope.

  1. C) দুই ঘণ্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে।

Ans: It has been raining heavily for two hours.

  1. D) সে প্রতিদিন ফুটবল খেলে।

Ans: He plays football everyday.

  1. E) আপন চরকায় তেল দাও।

Ans: Oil your own machine.

প্রশ্ন-১০: প্রতি ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে প্রতি কুড়ি কি দরে বিক্রয় করলে ২৫% লাভ হবে?

১ ডজনের দাম ২৪ টাকা হলে,

১২টির দাম ২৪ টাকা

১টির দাম ২৪/১২ টাকা

২০ টির দাম ২০*২=৪০ টাকা

এখন, ২৫% লাভ=১২৫ টাকা,

১০০ টাকায় বিক্রি করতে হবে ১২৫ টাকা

১ টাকায় বিক্রি করতে হবে ১২৫/১০০ টাকা

৪০ টাকায় বিক্রি করতে হবে ১২৫*৪০/১০০

=৫০ টাকা

প্রশ্ন-১১: একটি চৌবাচ্চা ৬ ঘণ্টায় পূর্ণ হয়। তলায় ছিদ্র হওয়ায় তা পূর্ণ হতে ২ ঘণ্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চাটি ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে?

উত্তরঃ- ২৪ ঘন্টা

প্রশ্ন-১৩: নিচের প্রশ্নগুলোর উত্তর দিন

ক) বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়?

উত্তরঃ- সিলেটের লালখানে।

খ) SDG-এর পূর্ণরূপ লিখ

উত্তরঃ- SDG-এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goals.

গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম কত সালে এবং কোথায়?

উত্তরঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

ঘ) বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে?

উত্তরঃ- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

ঙ) বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?

উত্তরঃ- ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ১৮ এপ্রিল ১৯৭২ সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে।

চ) বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

উত্তরঃ- বাংলাদেশের সাংবিধানিক নাম হলো ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’।

ছ) বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন কতটি?

উত্তরঃ- বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৫০ টি।

জ) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

উত্তরঃ- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ঝ) জাতিসংঘের নামকরণ করেন কে?

উত্তরঃ- জাতিসংঘের নামকরণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।

ঞ) মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?

উত্তরঃ- মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।

ট) ’হারারে’ কোন দেশের রাজধানী?

উত্তরঃ- ‘হারারে’ আফ্রিকার দেশ জিম্বাবুয়ের রাজধানী।

ঠ) ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ- ২০২২ সালে ২২ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কাতারে।

ড) বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তরঃ- ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

ঢ) সবচেয়ে হালকা মৌল কোনটি?

উত্তরঃ- সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন।

ণ) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

উত্তরঃ- কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান।

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download