কর অঞ্চল-১২ এর উচ্চমান সহকারী পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

0
342

কর অঞ্চল-১২ এর উচ্চমান সহকারী পদের

লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ-উচ্চমান সহকারী

পরীক্ষার তারিখঃ-২২ ফেব্রুয়ারি ২০১৯

১। ”দেশের উন্নয়নে আয়করের ভূমিকা” এর উপর সংক্ষিপ্ত রচনা লিখুন।

২। সন্ধি বিচ্ছেদ —

  • উত্থাপন – উৎ + স্থাপন
  • মনীষা – মনস্+ঈষা
  • ততোধিক – ততঃ + অধিক
  • ক্ষুৎপিপাসা – ক্ষুধ+পিপাসা
  • সুবন্ত- সুপ্ + অন্ত

৩। শুদ্ধিকরণ —

  • সধর্মচ্যুত – স্বধর্মচ্যুত
  • সৌজন্যতা – সৌজন্য
  • গর্ভধারিনি – গর্ভধারিণী
  • জোসনারাত – জ্যোৎস্না রাত
  • বীভিসিকা – বিভীষিকা

৪। ব্যাসবাক্যসহ সমাসের নাম —

  • স্মৃতিসৌধ- স্মৃতি রক্ষার্থে সৌধ- মধ্যপদলোপী কর্মধারয়
  • শশব্যস্ত – শশকের (খরগোশ) ন্যায় ব্যস্ত- উপমান কর্মধারয়
  • খেয়াঘাট- খেয়ার ঘাট- ষষ্ঠী তৎপুরুষ
  • উদ্বেল- বেলাকে অতিক্রান্ত – অব্যয়ীভাব সমাস

৫। অর্থসহ বাক্যরচনা —

  • গৌ-বৈদ্য- হাতুড়ে (রফিক সাহেবের মেয়ে গৌ-বৈদ্য ডাক্তারের হাতে মরতে বসেছে)
  • চোখ টাটানো- ঈর্ষা করা (অন্যের ভালো দেখলে অনেকের চোখ টাটায়)
  • দড়ি কলসি- আত্মহত্যার উপকরণ বিশেষ
  • (প্রয়োজনে দড়ি-কলসিও জোটে না বটে)
  • ফেঁপে ওঠা- ধনী হওয়া (দুর্নীতি করে আজাদ সাহেব ফেঁপে ওঠেছেন)
  • ধ্যাড়ানো- বোকা লোক (সৎ মানুষকে সবাই এখন ধ্যাড়ানো ভাবে)

৬. write a short composition on “Importance of Learning Mother Language”

৭. Fill in the blanks —

  1. a) He was admitted —— the room.

Ans:- into

  1. b) He desposed ——- his cabinet.

Ans:- of

  1. c) He played ——– guitar.

Ans:- with

  1. d) The boy takes ——– his father.

Ans:- after.

  1. e) He yielded ——- his enemy.

Ans:- to.

৮. Transformation sentence —

  1. a) I wish I had a friend to support me. (exclematory)

Ans:- If I had a friend to support me.

  1. b) Nobody will deny that I am right. (affirmative)

Ans:- Everybody will except that I am right.

  1. c) Iron is more useful than any other metal. (positive)

Ans:- No other metal is as useful as iron.

  1. d) I want a car to drive (complex)

Ans:- I want a car which I can drive.

৯. Make sentence —

  1. a) at bay – The tiger was at bay in the bush.
  2. b) crying need – All the people in that area have a crying need for a local hospital.
  3. c) in vague – The custom is not in vogue now.
  4. d) turn down – She turn down my proposal.
  5. e) round the clock – He is working round the clock.

 

গনিত প্রশ্ন সমাধান

১১)এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় 2½ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় 3 কি.মি হলে, স্রোতের অনুকূলে 42½ যেতে তার কত সময় লাগবে?

উত্তরঃ-5 ঘন্টা

১২)একজন ফল বিক্রেতার ৫% ফল পচে গেল এবং আরো ৫% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে গেল। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে তার মোটের উপর ২০% লাভ হবে?

উত্তরঃ-৩৩.৩৩%

১৩)x = 3+1/x হলে, প্রমাণ কর যে x⁴ = 119-1/x⁴

১৪)উৎপাদকে বিশ্লেষণঃ-x²+ax-(3a-2) (4a-2)

উত্তরঃ- (x+4a-2) (x-3a+2)

 

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১৫)

ক) বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ও পরিমাপ কি?

উত্তরঃ-লাল ও সবুজ , পরিমাপ ১০:৬

খ) স্বাধীনতার খেতাব কত প্রকার ও কি কি?

উত্তরঃ- ৪ প্রকার, যথা : বীরশ্রেষ্ঠ,বীর উত্তম,বীর বিক্রম এবং বীর প্রতীক

গ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে ও তার দাপ্তরিক পদবী কি?

উত্তরঃ-মাইক পম্পেও, দাপ্তরিক পদবি : secretary of state.

ঘ) সার্ক এর পূর্ণরূপ কি? সার্ক কত সালে ও কি উদ্দেশ্যে গঠিত হয়?

উত্তরঃ-South Asian Association For RegionalCo-Operation (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) , ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল,দক্ষিণ এশিয়ার আঞ্চলিক,অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে গঠিত হয়।

ঙ) পূর্ণরূপঃ-

  1. a) UNHCR — United Nations High Commissioner for Refugees.
  2. b) BEPZA — Bangladesh Export Processing Zone Authority.
  3. c) ICDDRB — International Centre for Diarrhoea and Diseases Research Bangladesh.
  4. d) e-TIN — Taxpayer’s Identification Number.

চ) চর্যাপদ কত সালে ও কোথায় আবিষ্কৃত হয়?

উত্তরঃ-অমিত্রাক্ষর ছন্দে,১৯০৭ খ্রিস্টাব্দে নেপাল রাজদরবারের অভিলিপিশালায় চর্যাপদ আবিষ্কার হয়।

ছ) কবে ও কোথায় লাহোর প্রস্তাব গৃহীত হয়? উহার উপস্থাপক কে ছিলেন?

উত্তরঃ-১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্থানের লাহোরে মুসলিম লীগেরসম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক প্রস্তাবটিই উত্থাপিত হয় ।

জ) মনপুরা ৭০ কি?

উত্তরঃ-একটি চিত্রশিল্প

ঝ) জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে?

উত্তরঃ-গাজী মাজহারুল আনোয়ার

ঞ) বীরঙ্গনা কোন ছন্দে রচিত?

উত্তরঃ- অমিত্রাক্ষর

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।