মৎস্য অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
Department of Fisheries Office Assistant Cum Computer Typist Job Exam Question and Solution 2018
পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ-০৯/০৬/২০১৮
বাংলা প্রশ্ন সমাধান
১. নিচের কোন শব্দটি তদ্ভব?
ক) হাত✔
খ) বর্ণ
গ) মৎস্য
ঘ) কার্য
২. অনল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক) আগুন
খ) দ্যুলোক✔
গ) হুতাশন
ঘ) সর্বভুক
৩. ষত্ব বিধানের ব্যতিক্রম কোনটি?
ক) ভাষা
খ) অফিস✔
গ) সুষ্ঠু
ঘ) দুষ্কর
৪. মনীষা শব্দের বিপরীত অর্থ কোনটি ?
ক) নির্বোধ✔
খ) প্রভা
গ) মনস্বিতা
ঘ) স্থিরতা
৫. দেয়াল গ্রন্থটির রচয়িতা কে?
ক) হুমায়ুন আহমেদ✔
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ) যাযাবর
ঘ) সেলিনা হোসেন
৬. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত – উক্তিটি কার?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী আবদুল ওদুদ
গ) কালী প্রসন্ন সিংহ
ঘ) প্রমথ চৌধুরী✔
৭. বিষাদসিন্ধু -উপন্যাসের নায়কের নাম কি?
ক) ইমাম হাসান
খ) ইমাম হোসেন✔
গ) এজিদ
ঘ) সীমার
৮. ‘এ যে দুর্লভ মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে ?’ উক্তিটি কার?
ক) প্রমথ চৌধুরী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর✔
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৯. চকমক শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফার্সি
খ) আরবি
গ) উর্দু
ঘ) তুর্কি✔
১০. ক্রিয়াপদের সাথে সম্পর্ক যুক্ত পদকে কি বলে?
ক) সমাস
খ) কারক✔
গ) সন্ধি
ঘ) বিশেষণ
১১. বুলবুলিতে ধান খেয়েছে – এই বাক্যে ‘বুলবুলিতে’ কোন কারকে কোন বিভক্তির উদাহরন?
ক) করনে সপ্তমী
খ) অধিকরনে সপ্তমী
গ) কর্তৃকারকে সপ্তমী✔
ঘ) অপাদান সপ্তমী
১২. নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত?
ক) পড়ালাম
খ) পড়িয়েছিলাম
গ) পড়াতাম✔
ঘ) পড়ছি
১৩. কমলাকান্তের দপ্তর কোন শ্রেণির রচনা?
ক) প্রবন্ধ
খ) উপন্যাস
গ) রম্যরচনা✔
ঘ) ভ্রমনকাহিনী
১৪. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি?
ক) চর্যাপদ✔
খ) বৈষ্ণব পদাবলি
গ) দোহাকোষ
ঘ) আরণ্যক
১৫. কোন বানানটি শুদ্ধ ?
ক) নিরীহ✔
খ) নিরিহ
গ) নীরিহ
ঘ) নীরীহ
১৬. ওমর খৈয়াম কোন দেশের কবি?
ক) ইরান✔
খ) ইরাক
গ) কাতার
ঘ) ওমান
ইংরেজি প্রশ্ন সমাধান
- the past participle of speak is
ক) spoke
খ) spoken✔
গ) speaker
ঘ) spoked
- the plural form of “genus” is
ক) geniuses
খ) genera✔
গ) genesis
ঘ) generous
- which one of the following paris is similiar in relationship to WINTER:SUMMER ?
ক) WET:DRY✔
খ) CHAOS:DISORDER
গ) VERBOSITY:WORDS
ঘ) MOON:NIGHT
- The retired professor decided —- put— –a job as an advisor of the central bank .
ক) to,up,for✔
খ) to,in,to
গ) to,in,for
ঘ) to,up,with
- The investment proposal appears very promising _____
ক) prima facie✔
খ) at first blush
গ) apparendy
ঘ) ultimately
- In ready mate garments bangladesh may be consider to bear the _____.
ক) torch
খ) credit
গ) burnt
ঘ) palm✔
- many a man _____ succumbed to such temptation .
ক) get
খ) are
গ) have
ঘ) has✔
- The word “distroy” is the antonym of
ক) creat✔
খ) domolish
গ) thrash
ঘ) smack
- The word “Enormous” is the antonym of
ক) Huge
খ) small
গ) Tiny✔
ঘ) Little
- Identyfi the incorrect spelling
ক) concientious
খ) consenscious✔
গ) conscenties
ঘ) consiencioius
- “shila work for a company (that) makes furniture ” is
ক) a relative pronoun✔
খ) a demonstrative pronoun
গ) a distributed pronoun
ঘ) an indefinite pronoun
- choose the correct sentence
ক) he has been living in khulna since 1988✔
খ) He has been living in khulna from 1988
গ) He has been living in khulna 1988 onward
ঘ) He has been living in khulna on 1988
- choose the correct sentence
ক) He likes concerts and so do Tom
খ) He likes concerts and so do we✔
গ) He likes concerts and so we do
ঘ) He likes concerts and so Toms do
- choose the correct sentence
ক) Dhaka is on the bank of Buriganga✔
খ) Dhaka is in the bank of Buriganga
গ) Dhaka is beside the bank of Buriganga
ঘ) Dhaka is form the bank on Buriganga
- choose the correct sentence
ক) It was us who had left before he arrived
খ) It was we who had left before he arrived✔
গ) It was us who left before he arrived
ঘ) It was us who had gone before he arrived
গণিত প্রশ্ন সমাধান
১. শতকরা বার্ষিক ৭টাকা হার সরল মুনাফায় কত টাকা ৯ বছরে সবৃদ্বিমুল ১২৫০ টাকা হবে?
ক) ৩৫০
খ) ৪৫০
গ) ৮৫০
ঘ) ৭৬৭✔
২. 25^x=5 হলে,X এর মান কত?
ক) 1/2✔
খ) 1/4
গ) 1/3
ঘ) 1300
৩. x^2-7x+6 এর উৎপাদককে বিশ্শেষিত রূপ নিচের কোনটি?
ক) (x-2)(x-3)
খ) (x-1)(x+8)
গ) (x-1)(x-6) ✔
ঘ) (x-2)(x+3)
৪. যদি x=2-√3 হয় তাহলে x^2 এর মান কত?
ক) 1
খ) 7-4√3✔
গ) 2+√3
ঘ) 1/2-√3
৫. f(x)=x^2-5x+6 এবং,f(x)=0 হলে x=কত?
ক) 2,3✔
খ) -5,1
গ) -2,3
ঘ) 1,-5
সাধারন জ্ঞান প্রশ্ন সমাধান
১. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ হয় কত তারিখে?
ক) ১০ মে
খ) ১১ মে✔
গ) ১৫ মে
ঘ) ১৮ মে
২. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল?
ক) আগরতলা
খ) চট্টগ্রাম
গ) রেসকোর্স ময়দানে
ঘ) মুজিবনগরে✔
৩. বুদ্ধিজীবী দিবস পালিত হয় –
ক) ২১ নভেম্বর
খ) ১৬ ডিসেম্বর
গ) ১৪ ডিসেম্বর✔
ঘ) ৩ মার্চ
৪. শিল্পাচার্য হিসাবে খ্যাত –
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জসীমউদ্দীন
ঘ) জয়নুল আবেদিন✔
৫. পূর্ব এশিয়ার দেশ কোনটি ?
ক) ভূটান
খ) সৌদি আরব
গ) ভারত
ঘ) জাপান✔
৬. টাকার বিপরীতে সর্বোচ্চ বিনিময় হার কোন মুদ্রার?
ক) ইউরো
খ) পাউন্ড✔
গ) ডলার
ঘ) কাতারি রিয়েল
৭. বিদেশ কর্মরত শ্রমিকদের প্রেরিত অর্থকে কী বলে?
ক) বৈদেশিক বিনিময় হার
খ) মানিগ্রাম
গ) রেমিট্যান্স✔
ঘ) ওয়েস্টার্ন ইউনিয়ন
৮. জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) রাশিয়া
গ) চীন✔
ঘ) ভারত
৯. নীল নদের দেশ –
ক) ফিনল্যান্ড
খ) মিশর✔
গ) কানাডা
ঘ) কিউবা
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- মৎস্য অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- মৎস্য অধিদপ্তর এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- মৎস্য অধিদপ্তর এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- মৎস্য অধিদপ্তর এর সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- মৎস্য অধিদপ্তর এর অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- মৎস্য অধিদপ্তর এর হিসাব রক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮