সমাজকল্যাণ মন্ত্রণালয় এর ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

0
299

সমাজকল্যাণ মন্ত্রণালয় এর ডাটা এন্ট্রি অপারেটর

পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯

পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর

পরীক্ষার তারিখঃ-০৫/০৭/২০১৯

বাংলা প্রশ্ন সমাধানঃ-

১. সন্ধি বিচ্ছেদ করুন:

(ক) ক্ষুৎপিপাসা -ক্ষুধ্ + পিপাসা

(খ) উদ্ধার -উৎ + হার

(গ) শয়ন- শে +অন

(ঘ) সুবন্ত -সুপ্‌ + অন্ত

(ঙ) বনৌষধি -বন+ওষধি

২. বানান শুদ্ধ করে লিখুন:

(ক) নিলীমা- নীলিমা

(খ) তারুন্ন -তারুণ্য

(গ) মৃতবৎসা -মৃতবৎসা

(ঘ) অনুন্য -অন্যূন

(ঙ) নিরোপায় -নিরুপায়

৩. বাক্য সংকোচন করুন:

(ক) যে সকল অত্যাচারই সয়ে যায় -সর্বংসহা

(খ) যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা -অজ্ঞাতকুলশীল

(গ) যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -অবিমৃষ্যকারী

(ঘ) যা বলা হয়নি -অনুক্ত

(ঙ) যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে -কাকবন্ধ্যা

৪. বিশ্লেষণ করুনঃ

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষা গ্রহণের বিকল্প নেই।

শিক্ষা তখনই প্রকৃত শিক্ষা হয়ে ওঠে যখন তা মানব উন্নয়নে ভূমিকা রাখে এবং দারিদ্র্যমুক্ত দেশ গঠনে যুগোপযোগী হয়ে ওঠে। বর্তমান সরকার এ বিষয়ে সম্পূর্ণ সচেতন বলেই শিক্ষাক্ষেত্রে একের পর এক অগ্রগতি সাধিত হয়ে চলেছে। সেই অগ্রযাত্রাকে আরও বেগবান করার লক্ষ্যে সম্প্রতি সরকার গ্রহণ করেছে অনেক বড় প্রকল্প। মাধ্যমিক ও কারিগরি শিক্ষা উন্নয়নের মাধ্যমে দেশে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট (এসইডিপি) নামে প্রকল্পটি তার অন্যতম একটি প্রকল্প।

বলাবাহুল্য, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হলে শিক্ষার উন্নয়ন জরুরী। তবে সেটি হতে হবে গুণগত মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা। তবেই আমাদের শিক্ষার্থীরা বিশ্বের দরবারে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রয়োগ করতে সক্ষম হবে। আমরা আগেও বলেছি, পরিমাণ নয় মানই গুরুত্বপূর্ণ। ভূরি ভূরি পাসের বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাদের ভাললাগার কারণ হয় বটে; কিন্তু কে না জানে শিক্ষায় মানটাই আসল কথা। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হলে আমরা স্বস্তিবোধ করি। কারণ আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের হাল ধরবে। সেই ভবিষ্যত বিনির্মাণ গভীর সুবিবেচনাপ্রসূত হওয়াই কাঙ্ক্ষিত।  শিক্ষণীয় বিষয় এবং শিক্ষাদান পদ্ধতি দুটোই শিক্ষার্থীর জন্য কেমন হবে, কী হবে তার ওপরেই নির্ভর করে সত্যিকারের মানুষ হওয়ার বিষয়টি সাথে দারিদ্র্যমুক্ত দেশ গঠন বিষয়টি তো আছেই। । শিক্ষার মান বাড়ানোর সাথে সাথে দারিদ্র্যমুক্ত দেশ গঠনে বিগত বছরগুলোয় এ খাতে পরিবর্তন আনার চেষ্টা করেছে সরকার।

 

ইংরেজী প্রশ্ন সমাধানঃ-

  1. Fill in the blanks with the correct forms of verbs:
  2. a) Neither of the two pens (write) well. Ans: writes
  3. b) Gymnastics (to be verb) my favorite sports. Ans: is
  4. c) Having gone to market, I (buy) a pen. Ans: have bought
  5. d) It is the proper time we (start) the work. Ans; started
  6. e) I prefer riding (to swim). Ans: to swimming
  1. Translate into English:

(a) এখন বৃষ্টি হচ্ছে-It is raining now

(b) পানির অপর নাম জীবন-Water is life

(C) আমি কলকাতা যাওয়ার পূর্বে বাড়ী গিয়েছিলাম-I had gone home before I went Kolkata.

(d) শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল-The child went to sleep crying

(e) সে রুম থেকে যায় না কেন?-Why doesn’t he leave the room?

  1. Fill in the blanks
  2. a) The boy takes……his father. Ans: after

(b) I do not regret……the past. Ans:  to

(C) He insisted…… my going there. Ans:  on

(d) All his efforts ended…… smoke. Ans:  in

(e) He is dull…… hearing. Ans:  of

  1. Write a paragraph on “Digital Bangladesh”

Digital Bangladesh means a technology based prosperous country where computers will be widely used. All the economic activities of the country will be monitored and controlled by the computer via internet. Internet facility will be reached to every nook and corner of the country. So that everyone may have easy access to the internet.

With the help of internet a man can have any information he needs sitting anywhere. He need not go to a place in person to have a service or an information. man’s workload will be lessened to a great extent by introducing computer use in every sector of man’s activities.

Health,education,banking,administration,transport and some other important sectors can be accelerated by the wide use of computers.

Thus accelerating the wheel of the economic activities the country will be lead to the flow of development and this is meant by Digital Bangladesh. To turn Bangladesh into ‘Digital Bangladesh’ is a much talked slogan of the present government of Bangladesh. In fact it was a pledge of the Awami League in its 9th parliamentary election manifesto.

গণিত প্রশ্ন সমাধানঃ-

১. কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮0 লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩0 হলে ৩ বছর পর ঐ জনসংখ্যা কত হবে?

সমাধান:

1K তে বৃদ্ধি পায় ৩০ জন    ( K= 1000)

8000K তে বৃদ্ধি পায় 8000*30=240000 জন

১ বছরে বৃদ্ধি পায় 240000 জন

৩ বছরে বৃদ্ধি পায় 240000*3 = 720000 জন

তাইলে ঐ শহরের ৩ বছর পরে জনসংখ্যা= 80,00,000 + 720000= 87,20,000 জন

উত্তরঃ 87,20,000 জন

২. একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩.৫  মিটার। ঘরটির উচ্চতা ৩ মিটার এবং দেয়ালগুলো ১৫ সেমি পুরু হলে চার দেয়ালের আয়তন কত?

সমাধান:

দেয়ালের পুরুত্ব = ১৫ সেমি. = ১৫/১০০ = ০.১৫ মিটার।

দৈর্ঘ্যের দিকে দুইটি দেয়ালের আয়তন = (৪+২×০.১৫)×৩×০.১৫×২ ঘনমিটার = ৪.৩×৩×০.১৫×২ ঘনমিটার = ৩.৮৭ ঘনমিটার।

প্রস্থের দিকে দুইটি দেয়ালের আয়তন = ৩.৫×৩×০.১৫×২ ঘনমিটার = ৩.১৫ ঘনমিটার

সুতরাং দেওয়ালগুলোর মোট আয়তন = ৩.৮৭+৩.১৫ = ৭.০২ ঘনমিটার।

সুতরাং নির্ণেয় আয়তন = ৭.০২ ঘনমিটার।

উত্তরঃ ৭.০২ ঘনমিটার।

৩. উৎপাদকে বিশ্লেষণ করুনঃ

  1. i) x2+y2-2xy-1

(x-y)^2 – (1)^2

(x-y+1) (x-y-1) Ans:

  1. ii) 27x^4 + 8xy^3

= 27x^4 + 8xy^3

= x (27x^3 + 8y^3)

= x ⟨ (3x)^3 + (2y)^3⟩

= x ⟨ ( 3x+2y) (9x^2-6xy + 4y^2) ⟩ Ans:

৪. যদি x-y =8 এবং xy=5 হয়, তবে x3-y3+8(x+y)2 এর মান কত?

সমাধানঃ

=x3-y3+8(x+y)2

= (x-y)^3 + 3xy (x+y) + 8 ⟨ (x-y)^2 +4xy⟩

= (8)^3 + 3*5 (8) + 8 ⟨ (8)^2 +4*5⟩

= 512 + 120 + 8( 64+20)

= 632 + 672

= 1304 ( Ans)

 

কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-

১. পূর্ণরূপ লিখুনঃ

  1. i) PDF-Portable Document Format
  2. ii) EMS- Express Mail Service

iii) OMR-Optical mark recognition

  1. iv) VoIP-Voice over Internet Protocol
  2. V) RAM- Random access memory

২. ই-মেইল কি? ই-মেইল কি কাজে ব্যবহার করা হয়?

উত্তরঃ  ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হল ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। ১৯৭২(RFC 561) খ্রিস্টাব্দে তদানিন্তন আরপানেটে সর্বপ্রথম ইলেক্ট্রনিক মেইল প্রেরণ করা হয়।

ই-মেইল এর অন্যতম কাজ  হল দ্রুততম সময়ে ও কমখরচে তথ্য আদানপ্রদান করা যায় ৷

৩. ভাইরাস কি? দুইটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নাম লিখুন?

উত্তরঃ  কম্পিউটার ভাইরাস হল এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজে নিজেই কপি হতে পারে। মেটামর্ফিক ভাইরাসের মত তারা প্রকৃত ভাইরাসটি কপিগুলোকে পরিবর্তিত করতে পারে অথবা কপিগুলো নিজেরাই পরিবর্তিত হতে পারে। একটি ভাইরাস এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে যেতে পারে কেবলমাত্র যখন আক্রান্ত কম্পিউটারকে স্বাভাবিক কম্পিউটারটির কাছে নিয়ে যাওয়া হয়।

দুইটি ইনপুট ও দুটি আউটপুট ডিভাইসের নামঃ

কি বোর্ড, মাউস হল দুইটি ইনপুট ডিভাইস আর মনিটর ও প্রিন্টার হল দুটি আউটপুট ডিভাইস।

৪. মনিটরের কাজ কি?

উত্তরঃ   মনিটর বা ডিসপ্লে হল কম্পিউটারের জন্য একটি ইলেকট্রনিক দৃষ্টি সহায়ক প্রদর্শক। মনিটর হল সেই সরঞ্জাম যাতে সিস্টেমে চলমান প্রক্রিয়া সরাসরি দেখা যায়।

৫. ৩ টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন

উত্তরঃ ৩ টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম গুগল, ইয়াহু, বিং

৬. ৩ টি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট এর নাম লিখুন

উত্তরঃ ফেসবুক, টুইটার ও ইউটিউব ৩ টি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট এর নাম।

৭. মাইক্রোসফট ওয়ার্ডে HEADER, WATER MARK BOLD,SPELLING AND GRAMMAR, PROGRAM POINTER কোন TOOL BAR হতে পাওয়া যায়–

উত্তরঃ মাইক্রোসফট ওয়ার্ডে HEADER, WATER MARK BOLD,SPELLING AND GRAMMAR, PROGRAM POINTERপাওয়া যায় Menu Bar হতে।

৮. PDA কোন ধরনের কম্পিউটার?

উত্তরঃ পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট (পি ডি এ) বা পার্সোনাল ডেটা অ্যাসিসটেন্ট কম্পিউটার। এটি প্রায় সাইন্টিফিক ক্যালকুলেটর আকৃতির বহনযোগ্য ছোট ইলেকট্রনিক নোটবুক, যেখানে ডাইরির মত সব ধরনের তথ্য রাখা যায়। মোবাইল ফোনের ব্যাপক প্রসারের আগে প্রযুক্তি নির্ভরেরা এটি প্রচুর ব্যবহার করতেন। বর্তমানে পি ডি এ হল স্মার্ট ফোন। বর্তমানে পি ডি এ তে মানচিত্র, মেইল পড়া, ব্রাউজিং ইত্যাদি করা যায়। আবার কিছু কিছু পি ডি এ গুলোতে গেম খেলা যায়।

৯. ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ?

উত্তরঃ ১ ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।

১০. মাইক্রোপ্রসেসরের কাজ কী?

উত্তরঃ  মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো নিম্নরূপঃ

ক. কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা ।

খ. গাণিতিক যুক্তির কাজ করা ।

গ. গাণিতিক যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সঙ্গে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা ।

ঘ. ইনপুট ও আউটপুট অংশগুলোর সঙ্গে কাজের সমন্বয় বিধান করা ।

১১.  ইন্টেল কোন দেশের কোম্পানি?

উত্তরঃ  ইন্টেল কর্পোরেশন একটি আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি এবং আয়ের উপর নির্ভর করে এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download