জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮

0
308

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮

স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

পদের নামঃ-এস্টিমেটর

পরীক্ষার তারিখঃ-০২/০২/২০১৮

১. বাংলা বর্ণমালায় অর্ধ্মাত্রার বর্ণ কয়টি ?

ক) ১০ টি

খ) ৯ টি

গ) ৮ টি✔

ঘ) ৭ টি

২. ‘ছন্দের যাদুকর’ বলা হয় —

ক) সত্যেন্দ্রনাথ দত্তকে✔

খ) শামসুর রাহমানকে

গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে

ঘ) মাইকেল মধুসূদন দত্তকে

৩.’পেয়ারা’শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ ?

ক) হিন্দি

খ) উর্দু

গ) গ্রিস

ঘ) পর্তুগীজ✔

৪. কোন কবিকে ‘বিদ্রোহী কবি’ বলা হয় ?

ক) কাজী নজরুল ইসলাম✔

খ) হেলাল হাফিজ

গ) সুভাষ মুখোপাধ্যায়

ঘ) সুতান্ত ভট্টাচার্য

৫. বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক —

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

খ) প্রমথ চৌধুরী✔

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) প্যারীচাঁদ মিত্র

৬. বর্ণ কিসের প্রতীক ?

ক) স্বরবর্ণ

খ) অক্ষর

গ) শব্দ

ঘ) ধ্বনি✔

৭. কোন বানানটি শুদ্ধ ?

ক) রুপায়ণ

খ) রূপায়ণ✔

গ) রুপায়ন

ঘ) রূপায়ন

৮. ‘ ঝাঁকের কৈ’ বাগধারাটির অর্থ —

ক) একতাই বল         খ) চালাক

গ) একই স্বভাবের লোক✔

ঘ) বর্ষার মাছ

৯. সত্য বই মিথ্যে বলবো না । এখানে ‘বই’

ক) প্রত্যয়

খ) অনুসর্গ✔

গ) উপসর্গ

ঘ) বিশেষ্য

১০. সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি ?

ক) কোনটিই

খ) সহচর+য✔

গ) সহচর+্য ফলা

ঘ) সাহ+চর+র্য

১১. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা —

ক) সেলিনা হোসেন

খ) বিভূতিভূষণ

গ) রোকেয়া সাখাওয়াত হোসেন✔

ঘ) সুফিয়া কামাল

১২. ‘অমৃত’ শব্দের বিপরীতার্থক শব্দ —

ক) তিক্ত

খ) বিস্বাদ

গ) মিষ্ট

ঘ) গরল✔

১৩. কোনটি তৎসম শব্দ ?

ক) চাঁদ

খ) পত্র

গ) ঝিনুক

ঘ) মলিতা

১৪. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রস্থটি লিখেছেন —

ক) শামসুর রাহমান

খ) কাজী নজরুল ইসলাম✔

গ) রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ) জীবনানন্দ দাশ

১৫. ‘পদাবলি’র প্রথম কবি কে ?

ক) শ্রীচৈতন্য

খ) বিদ্যাপতি✔

গ) চণ্ডীদাস

ঘ) জ্ঞানদাস

১৬. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ ?

ক) এখানে সে ফিরে আসেনি

খ) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না✔

গ) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন

ঘ) তুমি তার কথা বিশ্বাস করো না

১৭. ‘মনগড়া’ কোন সমাস ?

ক) দ্বন্দ্ব

খ) কর্মধারয়

গ) তৎপুরুষ✔

ঘ) বহুব্রীহি

১৮. ‘শেষের কবিতা’ একটি —

ক) উপন্যাস✔

খ) কবিতা

গ) নাটক

ঘ) প্রবন্ধ

১৯. ‘যদি বৃষ্টি হ্য,তবে বের হব না ‘ — এটি কোন ধরনের বাক্য ?

ক) সরল

খ) জটিল✔

গ) হ্যা-বাচক

ঘ) যৌগিক

২০. কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত ?

ক) প্রবাহ

খ) খয়ের খাঁ

গ) অজ পাড়াগাঁ✔

ঘ) বেআদব

২১. সন্ধি বিচ্ছেদ ক্রুনঃ নবান্ন

ক) নব + অন্ন✔

খ) নবো + অন্ন

গ) নবঃ + অন্ন

ঘ) নব + ণ্য

২২. কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে ?

ক) লুইপা

খ) কাহূপা✔

গ) ভুসুকুপা

ঘ) শবরপা

২৩. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস ?

ক) দোলন চাঁপা

খ) ঘ্রে-বাইরে

গ) চিহূ

ঘ) মৃত্যুক্ষুধা✔

২৪. ‘পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ নাটকের রচয়িতা কে ?

ক) সৈয়দ শামসুল হক✔

খ) মুনীর চৌধুরী

গ) মমতাজউদ্দিন আহমেদ

ঘ) জহির রায়হান

২৫. ‘কর্মই ধর্ম ….মুক্তি’ — শূন্যস্থানে কোন শব্দ বসবে ?

ক) তাতেই

খ) ধর্মেই✔

গ) কর্মেই

ঘ) এতেই

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. ___they met us nor we met them.

ক) Nor

খ) Neither✔

গ) If

ঘ) Either

  1. All at once means:

ক) gradually

খ) suddenly✔

গ) slowly

ঘ) quickly

  1. Sohana is ______ European lady. Put an article in the blank.

ক) a✔

খ) the

গ) an

ঘ) no article

  1. The camel is the ______of the desert.

ক) Hurdle

খ) Friend

গ) Ship✔

ঘ) Guide

  1. The indirect speech of the sentence Sally said to me, ‘Please get me a drink is___’

ক) Sally told me to get a drink for her.

খ) Sally asked me to get her a drink✔

গ) Sally told me to get a drink.

ঘ) Sally inquired me to have a drink for her.

  1. He has a cold bath every morning_____?

ক) does he

খ) doesn’t he✔

গ) did not he

ঘ) will not he

  1. I have no prejudice ____poetry.

ক) with

খ) by

গ) of

ঘ) against✔

  1. All for Love is a _____

ক) Poem

খ) Dramam✔

গ) Short story

ঘ) Novel

  1. The Translate of লোকটি ঘাস কাটিতেছে ও গরুটিকে খাওয়াতেছে is–

ক) The man cutting grass and eating the cow.

খ) The man is cutting grass and feeding the cow✔

গ) The man is cutting grass and giving the cow

ঘ) The man cutting and eating the cow.

  1. ‘War and Peace ‘ is a

ক) Drama

খ) Fiction✔

গ) Comdey

ঘ) Short story

  1. His train arrived exactly ____

ক) at time

খ) in time

গ) on time✔

ঘ) due time

  1. Write the correct one:

ক) The bus has left before we reached the station.

খ) The bus had left before we reached the station. ✔

গ) The bus will lft before we reched the station

ঘ) The bus leave before we reached the station

  1. Let him do the sum. The passive form of the sentence is’

ক) Let the sun be done by him✔

খ) The sum done by him.

গ) He finished the sum.

ঘ) It was he who done the sum.

  1. Each of the boys gets a prize. here each is a ____.

ক) Definte Pronoun

খ) Relative Pronoun

গ) Indefinite Pronoun

ঘ) Distributive Pronoun✔

  1. The antonym of ‘fatal’ is

ক) Constructive✔

খ) Calamitous

গ) Deadly

ঘ) Disgusting

  1. Choose the correct one:

ক) He is caught of flattery

খ) He is ill of flattery

গ) He is sick of flattery✔

ঘ) He is of flattery

  1. Zakia kept on talking here kept on means:____

ক) maintain

খ) continued✔

গ) carried

ঘ) take way

  1. Slow and steady ____ the race.

ক) has won

খ) win

গ) wins✔

ঘ) conquer

  1. Speech is silver, but silence is_____

ক) Divine

খ) Simple

গ) Golden✔

ঘ) Enchaning

  1. Choose the correct spelling___

ক) Anounce

খ) Announce✔

গ) Announcee

ঘ) Anounc

  1. They_____ at least an hour ago.

ক) might have arrieved✔

খ) ought to arrive

গ) should arrive

ঘ) must have arrived

  1. I am going to be invited too____?

ক) aren’t✔

খ) was not

গ) are not

ঘ) am I

  1. Write down the correct sentence:-

ক) Tell me why have you come here?

খ) What time did you go to bed last night? ✔

গ) Why you are angry with me?

ঘ) When you passed your Diploma Examination?

  1. When water _____it transforms into ice:-

ক) would freeze

খ) will freeze

গ) freezes✔

ঘ) frozen

  1. ‘Kith and Kin’ means :

ক) Close relation

খ) Bosom friend

গ) Blood relation✔

ঘ) Good relation

গণিত প্রশ্ন সমাধান

১. যদি (x-1) (x+2)=0 হয় তবে x=?

ক) -1 অথবা 2

খ) 1 এবং 2

গ) 1 অথবা -2✔

ঘ) 1 এবং -2

২. শুভ্রর বর্তমান বয়স অভ্রুর দ্বিগুণ ।তিন বৎসর পূর্বে শুভ্রর বয়স অভ্রুর বয়সের তিনগুণ ছিল। শুভ্রর বর্তমান বয়স কত ?

ক) ৬ বছর

খ) ১২ বছর✔

গ) ১৪ বছর

ঘ) ১৬ বছর

৩. কোন দুটি x2−x−6=0 সমীকরণের মূল ?

ক) 2,3

খ) 2,-3

গ) -2,3✔

ঘ) -2,-3

৪. বার্ষিক শতকরা ৬ টাকা হারে সরল সুদে ৫২০০ টাকার ২ বৎসরের সুদ কত ?

ক) ৪৫০ টাকা

খ) ৫২৪ টাকা

গ) ৬০০ টাকা

ঘ) ৬২৪ টাকা

৫. 20,25,30..140 ধারাটিতে মোট কতগুলো পদ আছে ?

ক) ২৫ টি✔

খ) ২৪ টি

গ) ২৩ টি

ঘ) ২২ টি

৬. কোন বৃত্তের ব্যাসার্ধ ২ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?

ক) √2

খ) 2

গ) 4✔

ঘ) 8

৭. (-3,4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত ?

ক) প্রথম

খ) দ্বিতীয়✔

গ) তৃতীয়

ঘ) চতুর্থ

৮. একটি দাবা খেলার প্রতিযোগিতায় ৩ জন প্রতিযোগির প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে। সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে ?

ক) ২ বার

খ) ৩ বার✔

গ) ৬ বার

ঘ) ৯ বার

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কোনটি?

ক) যুক্তরাষ্ট্র

খ) কানাডা

গ) রাশিয়া✔

ঘ) চীন

২. ২০১৫ সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

ক) ৪টি

খ) ৬টি✔

গ) ৫টি

ঘ) ৭টি

৩. কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থিত?

ক) জয়পুরহাট

খ) কুমিল্লা

গ) রাঙ্গামটি

ঘ) দিনাজপুর✔

৪. বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?

ক) উপজেলা পরিষদ

খ) জেলা পরিষদ

গ) পৌনসভা

ঘ) ইউনিয়ন পরিষদ✔

৫. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?

ক) আন্তোনিও গুতেরেস✔

খ) কফি আনান

গ) থেরেসা মে

ঘ) জন ম্যারুয়েল সান্তোস

৬. বড় পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত ?

ক) ফরিদপুর

খ) সিলেট

গ) রংপুর

ঘ) দিনাজপুর✔

৭. বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?

ক) গোমতী নদী

খ) রূপসী নদী

গ) হালদা নদী✔

ঘ) গড়াই নদী

৮. বাংলাদেশে পণ্য আমাদানিতে শীর্ষ দেশ কোনটি?

ক) ভারত

খ) চীন

গ) জাপান

ঘ) যুক্তরাষ্ট্র✔

৯. কত তারিখে বঙ্গবিভাগ রদ ঘোষনা করা হয়?

ক) ৫ ডিসেম্বর ১৯৯১

খ) ১২ ডিসেম্বর ১৯১১✔

গ) ১৬ ডিসেম্বর ১৯১১

ঘ) ২০ ডিসেম্বর ১৯৯১

১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক) জনাব এ এইচ কামরুজ্জামান

খ) ক্যাপ্টন (অব.) এম মুনসুর আলী

গ) জনাব তাজউদ্দীন আহমেদ✔

ঘ) সৈয়দ নজরুল ইসলাম

১১. বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?

ক) রূপায়ন

খ) চট্টগ্রাম

গ) খুলনা

ঘ) পটুয়াখালী✔

১২. আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত ?

ক) লন্ডন

খ) মিউনিখ

গ) প্যারিস✔

ঘ) মেলবোর্ন

১৩. বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত ?

ক) গাজীপুর✔

খ) কালুরঘাট

গ) টেকনাফ

ঘ) বানদরবন

১৪. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?

ক) বঙ্গভবনে✔

খ) রাষ্ট্রপতি ভবন

গ) গণভবন

ঘ) উত্তরাভবন

১৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সংবিধানের মূলনীতি কয়টি?

ক) ৪টি✔

খ) ৫টি

গ) ৮টি

ঘ) ১০টি

১৬. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৪১

খ) ১৯৪৭✔

গ) ১৯৪৮

ঘ) ১৯৪৯

১৭. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?

ক) নাটোর✔

খ) রাজশাহী

গ) ময়মনসিংহ

ঘ) পাবনা

১৮. কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?

ক) নরওয়ে✔

খ) জাপান

গ) কিউবা

ঘ) কেনিয়া

১৯. সেভেন সিস্টার্স কোন দেশে

ক) মিয়ানমার

খ) শ্রীলংকা

গ) ভারত✔

ঘ) মালদ্বীপ

২০. পাখির দ্বারা পুষ্পরেণু বহন করাকে বলে —

ক) Autogamy

খ) Omithophily

গ) Entomophily

ঘ) Ornithophily✔

২১. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি ?

ক) কবর✔

খ) কোকিলারা

গ) আরেক ফাল্গুন

ঘ) মুনতাসির ফ্যান্টাসী

২২. ‘আমার ভাইয়ের রক্তে রাংগানো একুশে ফ্রব্রুয়ারি গানটির গীতিকার কে ?

ক) আজাদ রহমান

খ) আবদুল গফফার চৌধুরী✔

গ) আলতাফ মাহমুদ

ঘ) আবু হেনা মোস্তফা

২৩. পাণিনি কে ছিলেন ?

ক) ভাষাবিদ

খ) ঋকবেদবিদ

গ) বৈয়াকরণিক✔

ঘ) উত্তরাভবন

২৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা কত ?

ক) 300 MW

খ) 800 MW

গ) 100 MW

ঘ) 1200 MW✔

২৫. সেট C হতে সেট B-এর একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক ?

ক) RCC

খ) RCB

গ) RCCUB

ঘ) R⊂C×B✔

২৬. তামার সাথে কোন ধাতুর সংকরায়নে ব্রোঞ্জ উৎপন্ন হয় ?>

ক) দস্তা

খ) টিন✔

গ) আয়রন

ঘ) এলুমিনিয়ান

২৭. Cyclone engineering device এ ব্যবহত হয়

ক) Transport materials

খ) Segregate particles✔

গ) Control switching device

ঘ) Model particles

২৮. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার ?

ক) MS WORD✔

খ) MS POWERPOINT

গ) MS EXCEL

ঘ) MS ACCESS

সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান

১. রক্তের কোন গ্রুপে সার্বজনীন দাতা বলা হয়?

ক) A

খ) B

গ) O✔

ঘ) AB

২. একজন স্স্থ ও প্রাপ্ত পুরুষের BMIকত হওয়া উচিত?

ক) 15.00-18.40

খ) 18.50-24.90✔

গ) 25.00-29.90

ঘ) 30.00-35.00

৩. কোনটি বলের একক?

ক) টন

খ) নিউটন✔

গ) জুল

ঘ) প্যাসকেল

৪. গলগন্ড রোগ হয় কীসের অভাবে?

ক) আয়োডিন✔

খ) ভিটামিন এ

গ) ভিটামিন বি12

ঘ) ভিটামিন সি

৫. কোন বিজ্ঞানী রোগ জীবাণূ তত্ত্ব উদ্ধাবন করেন?

ক) লুই পাস্তর✔

খ) এডিসন

গ) ডারউইন

ঘ) আইনস্টাইন

৬. মোবাইল ফোনের আবিষ্কারক কে?

ক) চার্ণস ব্যাবেজ

খ) জেমস হ্যারিসন

গ) গ্রাহাম বেল

ঘ) মার্টিন কুপার✔

৭. ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ কোনটি?

ক) ভয়েস অন ইন্টারনেট প্রসেস

খ) ভয়েস ওভার ইন্টারনেট প্রসেস

গ) ভয়েস অন ইন্টারনেট প্রটোকল

ঘ) ভয়েস ওভার ইন্টার প্রটোকল✔

৮. কোনটি শুস্ক বরফের উপাদান ?

ক) H2O

খ) CO2✔

গ) NH3

ঘ) PH3

৯. কোনটি পানির স্ফুটনাস্ক তাপমাত্রা ?

ক) 80°F

খ) 100°F

গ) 180°F

ঘ) 212°F✔

১০. ‘কচু’ শাক মূল্যবান যে উপাদানের জন্য –

ক) ভিটামিন এ

খ) ভিটামিন-সি

গ) ক্যালসিয়াম

ঘ) লৌহ✔

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।