জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
পদের নামঃ-এস্টিমেটর
পরীক্ষার তারিখঃ-০২/০২/২০১৮
১. বাংলা বর্ণমালায় অর্ধ্মাত্রার বর্ণ কয়টি ?
ক) ১০ টি
খ) ৯ টি
গ) ৮ টি✔
ঘ) ৭ টি
২. ‘ছন্দের যাদুকর’ বলা হয় —
ক) সত্যেন্দ্রনাথ দত্তকে✔
খ) শামসুর রাহমানকে
গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
ঘ) মাইকেল মধুসূদন দত্তকে
৩.’পেয়ারা’শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ ?
ক) হিন্দি
খ) উর্দু
গ) গ্রিস
ঘ) পর্তুগীজ✔
৪. কোন কবিকে ‘বিদ্রোহী কবি’ বলা হয় ?
ক) কাজী নজরুল ইসলাম✔
খ) হেলাল হাফিজ
গ) সুভাষ মুখোপাধ্যায়
ঘ) সুতান্ত ভট্টাচার্য
৫. বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক —
ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ) প্রমথ চৌধুরী✔
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) প্যারীচাঁদ মিত্র
৬. বর্ণ কিসের প্রতীক ?
ক) স্বরবর্ণ
খ) অক্ষর
গ) শব্দ
ঘ) ধ্বনি✔
৭. কোন বানানটি শুদ্ধ ?
ক) রুপায়ণ
খ) রূপায়ণ✔
গ) রুপায়ন
ঘ) রূপায়ন
৮. ‘ ঝাঁকের কৈ’ বাগধারাটির অর্থ —
ক) একতাই বল খ) চালাক
গ) একই স্বভাবের লোক✔
ঘ) বর্ষার মাছ
৯. সত্য বই মিথ্যে বলবো না । এখানে ‘বই’
ক) প্রত্যয়
খ) অনুসর্গ✔
গ) উপসর্গ
ঘ) বিশেষ্য
১০. সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি ?
ক) কোনটিই
খ) সহচর+য✔
গ) সহচর+্য ফলা
ঘ) সাহ+চর+র্য
১১. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা —
ক) সেলিনা হোসেন
খ) বিভূতিভূষণ
গ) রোকেয়া সাখাওয়াত হোসেন✔
ঘ) সুফিয়া কামাল
১২. ‘অমৃত’ শব্দের বিপরীতার্থক শব্দ —
ক) তিক্ত
খ) বিস্বাদ
গ) মিষ্ট
ঘ) গরল✔
১৩. কোনটি তৎসম শব্দ ?
ক) চাঁদ
খ) পত্র
গ) ঝিনুক
ঘ) মলিতা
১৪. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রস্থটি লিখেছেন —
ক) শামসুর রাহমান
খ) কাজী নজরুল ইসলাম✔
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) জীবনানন্দ দাশ
১৫. ‘পদাবলি’র প্রথম কবি কে ?
ক) শ্রীচৈতন্য
খ) বিদ্যাপতি✔
গ) চণ্ডীদাস
ঘ) জ্ঞানদাস
১৬. সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ ?
ক) এখানে সে ফিরে আসেনি
খ) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না✔
গ) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
ঘ) তুমি তার কথা বিশ্বাস করো না
১৭. ‘মনগড়া’ কোন সমাস ?
ক) দ্বন্দ্ব
খ) কর্মধারয়
গ) তৎপুরুষ✔
ঘ) বহুব্রীহি
১৮. ‘শেষের কবিতা’ একটি —
ক) উপন্যাস✔
খ) কবিতা
গ) নাটক
ঘ) প্রবন্ধ
১৯. ‘যদি বৃষ্টি হ্য,তবে বের হব না ‘ — এটি কোন ধরনের বাক্য ?
ক) সরল
খ) জটিল✔
গ) হ্যা-বাচক
ঘ) যৌগিক
২০. কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত ?
ক) প্রবাহ
খ) খয়ের খাঁ
গ) অজ পাড়াগাঁ✔
ঘ) বেআদব
২১. সন্ধি বিচ্ছেদ ক্রুনঃ নবান্ন
ক) নব + অন্ন✔
খ) নবো + অন্ন
গ) নবঃ + অন্ন
ঘ) নব + ণ্য
২২. কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে ?
ক) লুইপা
খ) কাহূপা✔
গ) ভুসুকুপা
ঘ) শবরপা
২৩. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস ?
ক) দোলন চাঁপা
খ) ঘ্রে-বাইরে
গ) চিহূ
ঘ) মৃত্যুক্ষুধা✔
২৪. ‘পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ নাটকের রচয়িতা কে ?
ক) সৈয়দ শামসুল হক✔
খ) মুনীর চৌধুরী
গ) মমতাজউদ্দিন আহমেদ
ঘ) জহির রায়হান
২৫. ‘কর্মই ধর্ম ….মুক্তি’ — শূন্যস্থানে কোন শব্দ বসবে ?
ক) তাতেই
খ) ধর্মেই✔
গ) কর্মেই
ঘ) এতেই
ইংরেজি প্রশ্ন সমাধান
- ___they met us nor we met them.
ক) Nor
খ) Neither✔
গ) If
ঘ) Either
- All at once means:
ক) gradually
খ) suddenly✔
গ) slowly
ঘ) quickly
- Sohana is ______ European lady. Put an article in the blank.
ক) a✔
খ) the
গ) an
ঘ) no article
- The camel is the ______of the desert.
ক) Hurdle
খ) Friend
গ) Ship✔
ঘ) Guide
- The indirect speech of the sentence Sally said to me, ‘Please get me a drink is___’
ক) Sally told me to get a drink for her.
খ) Sally asked me to get her a drink✔
গ) Sally told me to get a drink.
ঘ) Sally inquired me to have a drink for her.
- He has a cold bath every morning_____?
ক) does he
খ) doesn’t he✔
গ) did not he
ঘ) will not he
- I have no prejudice ____poetry.
ক) with
খ) by
গ) of
ঘ) against✔
- All for Love is a _____
ক) Poem
খ) Dramam✔
গ) Short story
ঘ) Novel
- The Translate of লোকটি ঘাস কাটিতেছে ও গরুটিকে খাওয়াতেছে is–
ক) The man cutting grass and eating the cow.
খ) The man is cutting grass and feeding the cow✔
গ) The man is cutting grass and giving the cow
ঘ) The man cutting and eating the cow.
- ‘War and Peace ‘ is a
ক) Drama
খ) Fiction✔
গ) Comdey
ঘ) Short story
- His train arrived exactly ____
ক) at time
খ) in time
গ) on time✔
ঘ) due time
- Write the correct one:
ক) The bus has left before we reached the station.
খ) The bus had left before we reached the station. ✔
গ) The bus will lft before we reched the station
ঘ) The bus leave before we reached the station
- Let him do the sum. The passive form of the sentence is’
ক) Let the sun be done by him✔
খ) The sum done by him.
গ) He finished the sum.
ঘ) It was he who done the sum.
- Each of the boys gets a prize. here each is a ____.
ক) Definte Pronoun
খ) Relative Pronoun
গ) Indefinite Pronoun
ঘ) Distributive Pronoun✔
- The antonym of ‘fatal’ is
ক) Constructive✔
খ) Calamitous
গ) Deadly
ঘ) Disgusting
- Choose the correct one:
ক) He is caught of flattery
খ) He is ill of flattery
গ) He is sick of flattery✔
ঘ) He is of flattery
- Zakia kept on talking here kept on means:____
ক) maintain
খ) continued✔
গ) carried
ঘ) take way
- Slow and steady ____ the race.
ক) has won
খ) win
গ) wins✔
ঘ) conquer
- Speech is silver, but silence is_____
ক) Divine
খ) Simple
গ) Golden✔
ঘ) Enchaning
- Choose the correct spelling___
ক) Anounce
খ) Announce✔
গ) Announcee
ঘ) Anounc
- They_____ at least an hour ago.
ক) might have arrieved✔
খ) ought to arrive
গ) should arrive
ঘ) must have arrived
- I am going to be invited too____?
ক) aren’t✔
খ) was not
গ) are not
ঘ) am I
- Write down the correct sentence:-
ক) Tell me why have you come here?
খ) What time did you go to bed last night? ✔
গ) Why you are angry with me?
ঘ) When you passed your Diploma Examination?
- When water _____it transforms into ice:-
ক) would freeze
খ) will freeze
গ) freezes✔
ঘ) frozen
- ‘Kith and Kin’ means :
ক) Close relation
খ) Bosom friend
গ) Blood relation✔
ঘ) Good relation
গণিত প্রশ্ন সমাধান
১. যদি (x-1) (x+2)=0 হয় তবে x=?
ক) -1 অথবা 2
খ) 1 এবং 2
গ) 1 অথবা -2✔
ঘ) 1 এবং -2
২. শুভ্রর বর্তমান বয়স অভ্রুর দ্বিগুণ ।তিন বৎসর পূর্বে শুভ্রর বয়স অভ্রুর বয়সের তিনগুণ ছিল। শুভ্রর বর্তমান বয়স কত ?
ক) ৬ বছর
খ) ১২ বছর✔
গ) ১৪ বছর
ঘ) ১৬ বছর
৩. কোন দুটি x2−x−6=0 সমীকরণের মূল ?
ক) 2,3
খ) 2,-3
গ) -2,3✔
ঘ) -2,-3
৪. বার্ষিক শতকরা ৬ টাকা হারে সরল সুদে ৫২০০ টাকার ২ বৎসরের সুদ কত ?
ক) ৪৫০ টাকা
খ) ৫২৪ টাকা
গ) ৬০০ টাকা
ঘ) ৬২৪ টাকা
৫. 20,25,30..140 ধারাটিতে মোট কতগুলো পদ আছে ?
ক) ২৫ টি✔
খ) ২৪ টি
গ) ২৩ টি
ঘ) ২২ টি
৬. কোন বৃত্তের ব্যাসার্ধ ২ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?
ক) √2
খ) 2
গ) 4✔
ঘ) 8
৭. (-3,4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত ?
ক) প্রথম
খ) দ্বিতীয়✔
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
৮. একটি দাবা খেলার প্রতিযোগিতায় ৩ জন প্রতিযোগির প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে। সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে ?
ক) ২ বার
খ) ৩ বার✔
গ) ৬ বার
ঘ) ৯ বার
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) কানাডা
গ) রাশিয়া✔
ঘ) চীন
২. ২০১৫ সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
ক) ৪টি
খ) ৬টি✔
গ) ৫টি
ঘ) ৭টি
৩. কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থিত?
ক) জয়পুরহাট
খ) কুমিল্লা
গ) রাঙ্গামটি
ঘ) দিনাজপুর✔
৪. বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
ক) উপজেলা পরিষদ
খ) জেলা পরিষদ
গ) পৌনসভা
ঘ) ইউনিয়ন পরিষদ✔
৫. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
ক) আন্তোনিও গুতেরেস✔
খ) কফি আনান
গ) থেরেসা মে
ঘ) জন ম্যারুয়েল সান্তোস
৬. বড় পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত ?
ক) ফরিদপুর
খ) সিলেট
গ) রংপুর
ঘ) দিনাজপুর✔
৭. বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
ক) গোমতী নদী
খ) রূপসী নদী
গ) হালদা নদী✔
ঘ) গড়াই নদী
৮. বাংলাদেশে পণ্য আমাদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) ভারত
খ) চীন
গ) জাপান
ঘ) যুক্তরাষ্ট্র✔
৯. কত তারিখে বঙ্গবিভাগ রদ ঘোষনা করা হয়?
ক) ৫ ডিসেম্বর ১৯৯১
খ) ১২ ডিসেম্বর ১৯১১✔
গ) ১৬ ডিসেম্বর ১৯১১
ঘ) ২০ ডিসেম্বর ১৯৯১
১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) জনাব এ এইচ কামরুজ্জামান
খ) ক্যাপ্টন (অব.) এম মুনসুর আলী
গ) জনাব তাজউদ্দীন আহমেদ✔
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
১১. বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
ক) রূপায়ন
খ) চট্টগ্রাম
গ) খুলনা
ঘ) পটুয়াখালী✔
১২. আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত ?
ক) লন্ডন
খ) মিউনিখ
গ) প্যারিস✔
ঘ) মেলবোর্ন
১৩. বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত ?
ক) গাজীপুর✔
খ) কালুরঘাট
গ) টেকনাফ
ঘ) বানদরবন
১৪. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
ক) বঙ্গভবনে✔
খ) রাষ্ট্রপতি ভবন
গ) গণভবন
ঘ) উত্তরাভবন
১৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সংবিধানের মূলনীতি কয়টি?
ক) ৪টি✔
খ) ৫টি
গ) ৮টি
ঘ) ১০টি
১৬. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪১
খ) ১৯৪৭✔
গ) ১৯৪৮
ঘ) ১৯৪৯
১৭. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
ক) নাটোর✔
খ) রাজশাহী
গ) ময়মনসিংহ
ঘ) পাবনা
১৮. কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?
ক) নরওয়ে✔
খ) জাপান
গ) কিউবা
ঘ) কেনিয়া
১৯. সেভেন সিস্টার্স কোন দেশে
ক) মিয়ানমার
খ) শ্রীলংকা
গ) ভারত✔
ঘ) মালদ্বীপ
২০. পাখির দ্বারা পুষ্পরেণু বহন করাকে বলে —
ক) Autogamy
খ) Omithophily
গ) Entomophily
ঘ) Ornithophily✔
২১. ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি ?
ক) কবর✔
খ) কোকিলারা
গ) আরেক ফাল্গুন
ঘ) মুনতাসির ফ্যান্টাসী
২২. ‘আমার ভাইয়ের রক্তে রাংগানো একুশে ফ্রব্রুয়ারি গানটির গীতিকার কে ?
ক) আজাদ রহমান
খ) আবদুল গফফার চৌধুরী✔
গ) আলতাফ মাহমুদ
ঘ) আবু হেনা মোস্তফা
২৩. পাণিনি কে ছিলেন ?
ক) ভাষাবিদ
খ) ঋকবেদবিদ
গ) বৈয়াকরণিক✔
ঘ) উত্তরাভবন
২৪. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা কত ?
ক) 300 MW
খ) 800 MW
গ) 100 MW
ঘ) 1200 MW✔
২৫. সেট C হতে সেট B-এর একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক ?
ক) RCC
খ) RCB
গ) RCCUB
ঘ) R⊂C×B✔
২৬. তামার সাথে কোন ধাতুর সংকরায়নে ব্রোঞ্জ উৎপন্ন হয় ?>
ক) দস্তা
খ) টিন✔
গ) আয়রন
ঘ) এলুমিনিয়ান
২৭. Cyclone engineering device এ ব্যবহত হয়
ক) Transport materials
খ) Segregate particles✔
গ) Control switching device
ঘ) Model particles
২৮. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার ?
ক) MS WORD✔
খ) MS POWERPOINT
গ) MS EXCEL
ঘ) MS ACCESS
সাধারণ বিজ্ঞান প্রশ্ন সমাধান
১. রক্তের কোন গ্রুপে সার্বজনীন দাতা বলা হয়?
ক) A
খ) B
গ) O✔
ঘ) AB
২. একজন স্স্থ ও প্রাপ্ত পুরুষের BMIকত হওয়া উচিত?
ক) 15.00-18.40
খ) 18.50-24.90✔
গ) 25.00-29.90
ঘ) 30.00-35.00
৩. কোনটি বলের একক?
ক) টন
খ) নিউটন✔
গ) জুল
ঘ) প্যাসকেল
৪. গলগন্ড রোগ হয় কীসের অভাবে?
ক) আয়োডিন✔
খ) ভিটামিন এ
গ) ভিটামিন বি12
ঘ) ভিটামিন সি
৫. কোন বিজ্ঞানী রোগ জীবাণূ তত্ত্ব উদ্ধাবন করেন?
ক) লুই পাস্তর✔
খ) এডিসন
গ) ডারউইন
ঘ) আইনস্টাইন
৬. মোবাইল ফোনের আবিষ্কারক কে?
ক) চার্ণস ব্যাবেজ
খ) জেমস হ্যারিসন
গ) গ্রাহাম বেল
ঘ) মার্টিন কুপার✔
৭. ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ কোনটি?
ক) ভয়েস অন ইন্টারনেট প্রসেস
খ) ভয়েস ওভার ইন্টারনেট প্রসেস
গ) ভয়েস অন ইন্টারনেট প্রটোকল
ঘ) ভয়েস ওভার ইন্টার প্রটোকল✔
৮. কোনটি শুস্ক বরফের উপাদান ?
ক) H2O
খ) CO2✔
গ) NH3
ঘ) PH3
৯. কোনটি পানির স্ফুটনাস্ক তাপমাত্রা ?
ক) 80°F
খ) 100°F
গ) 180°F
ঘ) 212°F✔
১০. ‘কচু’ শাক মূল্যবান যে উপাদানের জন্য –
ক) ভিটামিন এ
খ) ভিটামিন-সি
গ) ক্যালসিয়াম
ঘ) লৌহ✔
আরো পড়ুনঃ-
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নলকূপ মেকানিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ক্লার্ক কাম টাইপিস্ট পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৪
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।