নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান-২০২১

0
329

নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ডাটা

এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান-২০২১

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদের নামঃ- ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখঃ-১৬/১০/২০২১

১. ‘মনীষা’ শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি?

ক) মন+ইষা

খ) মনস+ঈশা

গ) মনস+ঈষা✔

ঘ) মনু+ঈষা

২. ’ রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে?

ক) মোহাম্মদ মনিরুজ্জামান

খ) মুনীর চৌধুরী✔

গ) মানিক বন্দ্যোপাধায়

ঘ) মহাদেব সাহা

৩. ’ তিমির’ এর বিপরীত শব্দ কোনটি?

ক) আলো✔

খ) অন্ধকার

গ) কালো

ঘ) তিরস্কার

৪. ’সৌম’ এর বিপরীত শব্দ কোনটি?

ক) শান্ত

খ) উদ্ধত

গ) কঠিন

ঘ) উগ্র✔

৫. বাংলা ব্যঞ্জণ কয়টি/

ক) ৩৫টি

খ) ৩৭টি

গ) ৩৯টি✔

ঘ) ৪১টি

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. Her ___ is coming to Delhi.

ক) Sister in law✔

খ) Sister in laws

গ) Sisters in law

ঘ) Sister in law

  1. Identify the correct spelling.

ক) Cafee

খ) Cafetaris

গ) Cigarette✔

ঘ) Catagory

  1. Put the correct article in the gap. The Meghns falls into___ Bay of Bengla.

ক) The✔

খ) a

গ) an

ঘ) no article

  1. I read _____qauran

ক) a

খ) an

গ) the✔

ঘ) None of these

  1. How many consonant are in English Alphabet?

ক) 26

খ) 20

গ) 21✔

ঘ) 19

গণিত প্রশ্ন সমাধান

১. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ কত?

ক) ২৫%✔

খ) ২০%

গ) ২০%

ঘ) ২৭%

২. নিচের কোন ভগ্নাংশটি ছোট?

ক) ৩/৭

খ) ২/৫

গ) ৪/৯

ঘ) ১/৩✔

৩. ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপর করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপন করা যাবে?

ক) ৩৭টি

খ) ৫০টি

গ) ৫১টি✔

ঘ) ৬০টি

৪. ২,৩ এবং দ্বারা তিন অংকের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়?

ক) ২টি✔

খ) ৫টি

গ) ৬টি

ঘ) ৭টি

৫. ১০% হারে কত সময়ে ৫০০ টাকার সুদ ১০০ টাকা হবে?

ক) ২ বছর✔

খ) ৩ বছর

গ) ৪ বছর

ঘ) ২০ বছর

৬. ১:৫ কে শতকরায় প্রকাশ হয়?

ক) ২৫%

খ) ২০%✔

গ) ৫%

ঘ) ১৭%

৭. ২+৪+৬+…………. ধারাটির দশম পদ কত?

ক) ১১০

খ) ৪৮

গ) ২৮

ঘ) ২০✔

৮. একটি শ্রেণীর যতজন বালক ছিল তারা প্রত্যেকে তত টাকা দিলে ১০০ টাকা হয়। বালকের সংখ্যা কত/

ক) ১০✔

খ) ১০০

গ) ২৫

ঘ) ৩৫

৯. যদি দুটি সংখ্যার গুণফল ৯৬ গুণফল এবং সংখ্যা দুইটির যোগফল ২২ হয় তবে ছোট সংখ্যাটি কত?

ক) ৪

খ) ৬✔

গ) ৮

ঘ) কোনোটিই নয়

১০. একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কি.মি

ক) ২০০

খ) ০.০১✔

গ) ১০০

ঘ) ১৪০০

তথ্য প্রযুক্তি প্রশ্ন সমাধান

১. কম্পিউটার সমস্ত কাজ সম্পাদিত হয় কোন সংখ্যার দ্বারা?

ক) ০ থেকে ১✔

খ) ১ এবং ১

গ) ৩ এবং ৩

ঘ) কোনোটিই সত্য নয়

২. নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তর ব্যবহৃত হয় না?

ক) পেনড্রাইভ

খ) ফ্লপি ডিক্স

গ) ভি.জিএ✔

ঘ) মেমরি কার্ড

৩. অবৈধভাবে একজনের কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি কিংবা ধ্বংস করাকে কি বলে?

ক) Spammer

খ) Hacker✔

গ) Programmer

ঘ) Anayst

৪. যে ডিভাইস একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্কের সাথে যুক্ত করে তাকে কি বলে?

ক) রাউটার✔

খ) গেটওয়ে

গ) রিপিটার

ঘ) মডেম

৫. কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট?

ক) ওয়াইমাক্স✔

খ) সি- মস

গ) ব্লু- টুখ

ঘ) ব্রন্ডব্যান্ড

৬. Ikb= how many bytes

ক) ১০০০

খ) ১০২৪✔

গ) ১০০০,০০০

ঘ) ৬৫,৬৩৬

৭. মডেম এর ভিতরে থাকে-

ক) একটি মডুলেটর

খ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর✔

গ) একটি কোডেক

ঘ) একটি একোডার

৮. Which is the database software

ক) MS word

খ) MS Excel

গ) MS Outlook

ঘ) Coral DRAW✔

৯. USB Stans for-

ক) Inuted Serial Bus

খ) Universal Strategic Bus

গ) Universal Serial Bus✔

ঘ) None of these

১০. কোনটি কম্পিউটারের সকল কাজ নিয়ন্ত্রণ করে?

ক) Hard disk

খ) Central Processing Unit✔

গ) Floppy Disk

ঘ) Keyboard

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?

ক) নাটোর✔

খ) নওগাঁ

গ) ঢাবা

ঘ) যশোর

২. বাংলাদেশ সর্বশেষ বিভাগের নাম কি?

ক) ঢাকা

খ) ময়মসসিংহ✔

গ) রংপুর

ঘ) সিলেট

৩. বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন জেলায়?

ক) সিলেট

খ) মৌলভীবাজার✔

গ) চট্টগ্রাম

ঘ) পঞ্চগড়

৪. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নামি কি?

ক) সৈয়দ নজরুল ইসলাম

খ) তাজউদ্দিন আহমেদ

গ) বঙ্গবন্ধু শেখমজিবুর রহমান✔

ঘ) ক্যাপ্টেন মুনসুর আলী

৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি?

ক) ঢাকা

খ) মেহেরপুর

গ) চট্টগ্রাম

ঘ) মুজিবনগর✔

৬. ১৯৭১ নালে ২৫ মার্চ রাতে পাকিস্তনী সামরক অভিযানের সংকেতিক নাম-

ক) অপরেশন ক্লোজ ডোর

খ) অপারেশ সার্চ লাইট✔

গ) অপারেশন ক্লিন হার্ট

ঘ) অপারেশন ব্লু স্টার

৭. বাংলাদেশর সবচেয়ে বড় হাওড়ে কোন জেলায় অবস্থিত ?

ক) মৌলভীবাজর✔

খ) সুনামগঞ্জ

গ) নাটোর

ঘ) খুলনা

৮. জন্ম মৃত্যু বিন্ধন আইন সংসদে কত সালে পাস হয়?

ক) ২০০৪ সাল✔

খ) ২০০৫ সাল

গ) ২০০৬ সাল

ঘ) ২০০৭ সাল

৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

ক) চালস ব্যাবেজ

খ) বিল গেটস

গ) অ্যাডা অগাস্ট✔

ঘ) কেউ নয়

১০. রংপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?

ক) ঈশ্বরদী,পাবনা✔

খ) ভেড়ামারা,কুষ্টিয়া

গ) কেরানীগঞ্জ,ঢাকা

ঘ) কপ্তাই,রাঙামাটি

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download