নির্বাচন কমিশন সচিবালয় এর উপজেলা নির্বাচন অফিসার
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৮
পদের নামঃ-থানা/উপজেলা নির্বাচন অফিসার
পরীক্ষার তারিখঃ-০৮/০৮/২০০৮
বাংলা প্রশ্ন সমাধান
১. বাংলা ভাষায় অর্ধতৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে?
ক) সংস্কৃত✔
খ) ফার্সি
গ) পর্তুগিজ
ঘ) ল্যাটিন
২. ‘ওজন বুজে চলা’ বাগধারার অর্থ –
ক) আত্নসম্মান রক্ষা করা✔
খ) পক্ষপাতদুষ্ট
গ) পৃষ্টপোষককে সমর্থন
ঘ) অন্যের অনুকরণ
৩. কোনটি কাব্যগ্রন্থ নয়?
ক) শেষের কবিতা✔
খ) বীরঙনা কাব্য
গ) মেঘনাবদ কাব্য
ঘ) কয়েকটি কবিতা
৪. শামসুর রাহমানের কাব্য-
ক) লোক- লোকান্তর
খ) সহসা- সচকিত
গ) উত্তরাধিকার
ঘ) প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে✔
৫. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটি কার লেখা?
ক) জহির রায়হান
খ) আলাউদ্দিন আল আজাদ✔
গ) সৈয়দ শামসুল হক
ঘ) শওকত আলী
৬. ‘জোহরা’ উপন্যাসের লেখক কে?
ক) কাজী আব্দুল ওদুদ
খ) সৈয়দ ওয়ালী উল্লাহ
গ) মোজাম্মেল হক✔
ঘ) আবু ইসহাক
৭. ‘রক্তকরবী’ নাটকটি কার লেখা?
ক) কাজী নজরুল ইসলাম
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর✔
ঘ) গিরশ্চন্দ্র সেন
৮. ‘আনন্দমঠ’ উপন্যাসটি কার লেখা?
ক) অক্ষয়কুমার দত্ত
খ) ফাল্গুনি মুখপাধ্যায়
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✔
৯. কোলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?
ক) ১৮০০ খ্রি.
খ) ১৮০১ খ্রি. ✔
গ) ১৮০২ খ্রি.
ঘ) ১৮০৩ খ্রি.
১০. ‘Origin and Development of the Bengali Language’ গ্রন্থটির লেখক কে?
ক) ড.সুকুমার
খ) ড.মুহম্মদ শহীদুল্লাহ
গ) ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়✔
ঘ) ড.দীনেশচন্দ্র সেন
১১. ‘ যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কোন কবির লেখা?
ক) কবি আব্দুল হাকিম✔
খ) সাবিরিদ খান
গ) কবি জৈনুদ্দিন
ঘ) কই আলাওল
১২. মধ্যযুগের প্রথম কাব্য’শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে?
ক) জয়দেব
খ) মালাধর
গ) বডু চন্ডীদাস✔
ঘ) কানা হরিদত্ত
১৩. বিশুদ্ধ বানান কোনটি?
ক) অভিশাপ✔
খ) অভীশাপ
গ) অভিসাপ
ঘ) অভিষাপ
১৪. ‘অলঙ্কার’ শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি ?
ক) অলম+ কার✔
খ) অলং + কার
গ) অ + লঙ্কার
ঘ) অলঙ্ক + আর
১৫. কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়?
ক) যৌবনপদ
খ) ক্ষুধানল
গ) জীবনপ্রদীপ
ঘ) যুবজানি✔
১৬. কোনটি সমার্থক শব্দ নয়?
ক) সন্দেশ
খ) সংবাদ
গ) বার্তা
ঘ) গুজব✔
১৭. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন –
ক) চর্যাপদ✔
খ) শ্রীকৃষ্ণকীর্ত্তন
গ) বৈষ্ণব পদাবলী
ঘ) পদ্মাবতী
১৮. ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?
ক) কবিতা
খ) ছোটগল্প
গ) উপন্যাস✔
ঘ) নাটক
১৯. প্রথম বাঙালি সনেটকার ?
ক) বিহারীলাল চক্রবর্তী
খ) সত্যেন্দ্রনাথ দত্ত
গ) মাইকেল মধুসূদন দত্ত✔
ঘ) প্রমথ চৌধুরী
২০. সিকান্দার আবু জাফর সম্পাদিত সাহিত্য পত্রিকা-
ক) সমতট
খ) সমকাল✔
গ) লোকায়ত
ঘ) সমান্তরাল
২১. ‘দুধের মাছি’ বাগধারাটির সঠিক অর্থ-
ক) সুসময়ের বন্ধু✔
খ) কপট ব্যক্তিত্ব
গ) শক্র
ঘ) শ্রমবিমুখ
২২. ব্রাত্য শব্দের সমার্থক শব্দ-
ক) পতিত✔
খ) ব্যত্যয়
গ) ব্যূহ
ঘ) ব্রত
২৩. সাধু ও চলিত ভাষার পার্থক্য
ক) বাক্যের সরল ও জটিল রূপে
খ) তৎসম ও সতৎসম ব্যবহারে
গ) ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়✔
ঘ) শব্দের কথ্য ও লেখ্য রূপে
২৪. ড় এবং র দ্বনি দুটি কি ধ্বনি?
ক) ঘোষ
খ) তাড়নজাত✔
গ) অল্পপ্রাণ
ঘ) শিস্
২৫. ত্রিভুজ কোন সমাস?
ক) দ্বন্দ্ব
খ) বহুব্রীহি
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু✔
ইংরেজী প্রশ্ন সমাধান
- ‘pride and prejudice’ is written by-
ক) Emily Bronte
খ) Charlotte Bronte
গ) Jane Austin✔
ঘ) Charles Dickens
- ‘Achilles’ was
ক) a great Trojan fighter
খ) a great Greek fighter✔
গ) a great Roman Fighter
ঘ) husband of Helen
- Do not Stare______ my face.
ক) in
খ) on
গ) at✔
ঘ) over
- “I am a university student”? What is the part of speech of ‘university’
ক) Adverb
খ) pronoun
গ) Adjective✔
ঘ) Noun
- My God! I am undone! ‘My god’ is-
ক) Noun
খ) Adverb
গ) Interjection✔
ঘ) Preposition
- Please translate – তাহার বুদ্ধি বড় মোটা।
ক) He is a blockhead✔
খ) He is blockheaded
গ) He is coarse headed
ঘ) His intelligence is thick
- What is the meaning of the word ‘Bad blood’
ক) friendship
খ) animosity✔
গ) faithfullness
ঘ) fraternity
- please fill in the blank: I wish I _______ the waings of a bird
ক) have
খ) had✔
গ) owned
ঘ) put on
- The word ‘imbecile means-
ক) sterile
খ) stupid✔
গ) surprising
ঘ) superb
- what is the past participle from of ‘put’
ক) putted
খ) putten
গ) had putten
ঘ) put✔
- please fill in the blank : Men differ _______ opinion.
ক) from
খ) at
গ) in
ঘ) about✔
- Which one is the correct passive from?
ক) He ought to have been helped by you.
খ) he would have been helped by you. ✔
গ) he should have been helped by you.
ঘ) He got to have been helped by you.
- The word ‘ lunar ‘ is related to____
ক) moon✔
খ) Sun
গ) Earth
ঘ) light
- The word ‘Nuptial’ is related to____
ক) Night
খ) Marriage✔
গ) Neptune
ঘ) Norway
- ‘ Octogenarian’ is a person between the age of___
ক) 11-09 years
খ) 80-90 years✔
গ) 40- 50 years
ঘ) 60- 80 years
- ‘Lingua Franca’ means-
ক) Franch language
খ) A mixed language✔
গ) latin Language
ঘ) Translated version
- ‘passage to India’ is written by-
ক) E. M Forster✔
খ) Saadat hassan Minto
গ) Rudyard Kipling
ঘ) Gallsworthy
- ‘Out and out’ means-
ক) outside
খ) thoroughly✔
গ) to the last
ঘ) not at all
- ‘Burning question’ means-
ক) Hard question
খ) to set fire to question
গ) To set fire to question paper
ঘ) Much Talked about✔
- fill in the gap: His House is adjacent…….. mine.
ক) with
খ) against
গ) to✔
ঘ) beside
- What is the single word for’ A hater of mankind’?
ক) Hatred
খ) Enemy
গ) Misanthrope✔
ঘ) None of these
- What is the masculine gender of ‘Mare’
ক) Mermaid
খ) Bear
গ) Stallion✔
ঘ) Dog
- Science dealing with the behaviour bodies in motion is called-
ক) Statics✔
খ) Semantic
গ) kineticks
ঘ) Mnemonics
- In share market ‘ Bearish’ indicates-
ক) a high price
খ) a falling price✔
গ) Bonus
ঘ) Spot market
- ‘Ad valorem’ means-
ক) Invaluabel
খ) Valuable
গ) According to value✔
ঘ) Valueless
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. ভারত নিম্নলিখিত কোনটির founding member ছিল?
ক) ASEAN
খ) OPEC
গ) The league
ঘ) উপরিউক্ত কোনটিই সঠিক নয়✔
২. সর্বোচ্চ কতটি কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্য পদ বাতিল হয়ে যায়?
ক) ৭০ দিন
খ) ৭৫ দিন
গ) ৮০ দিন
ঘ) ৯০ দিন✔
৩. কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
ক) পদ্মা
খ) যমুনা
গ) মেঘনা✔
ঘ) কর্ণফুলি
৪. কোন নদী বাংলাদেশ ও বার্মা সীমান্তে অবস্থিত?
ক) কর্ণফুলি
খ) নাফ✔
গ) মাতামুহুরী
ঘ) হালদা
৫. বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার দ্বায়িত্ববার গ্রহণ করেন কবে?
ক) ২৯ অক্টোবর ২০০৬
খ) ২৭ নভেম্বর
গ) ১১ জানুয়ারী ২০০৭✔
ঘ) ১৭ জানুয়ারী ২০০৭
৬. সর্বাপেক্ষা ভারী তরল পদার্থ কোনটি?
ক) তরল হাইড্রোজেন
খ) মধু
গ) পারদ✔
ঘ) ব্রোমিন
৭. কোন খনিজ-এর অভাবে গলগন্ড রোগ হয়?
ক) সোডিয়াম
খ) আয়োডিন✔
গ) সালফার
ঘ) পটাসিয়াম
৮. সূর্যকিরণ হতে কোন ভিটামিন পাওয়া যায়?
ক) এ
খ) বি
গ) সি
ঘ) ডি✔
৯. ডুবোজাহাজ হতে পানির উপরে কোনো বস্তু দেখার জন্য ব্যবহৃত হয়-
ক) বাইনোকুলার
খ) টেলিস্কোপ
গ) পেরিস্কোপ✔
ঘ) নভোঃ মাইক্রোস্পোপ
১০. কোন পাখিটি উড়তে পারে?
ক) কিউই
খ) সোয়ালে✔
গ) পেঙ্গুইন
ঘ) উটপাখি
১১. বাংলাদেশে মোট কতটি স্থলবন্দর আছে?
ক) ১১ টি
খ) ১২ টি
গ) ২৩ টি✔
ঘ) ১৪ টি
১২. ‘পিসিকালচার’ বলতে কি বোঝায়?
ক) রেশম চাষ
খ) মৌমাছি
গ) মৎস চাষ✔
ঘ) হাঁস- মুরগি পালন
১৩. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কি?
ক) ডেমোক্রেটিক পার্টি
খ) রিপাবলিকান পার্টি✔
গ) লেবার পার্টি
ঘ) কনজারভেটিভ পার্টি
১৪. ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কন অঞ্চলে অবস্থিত?
ক) মেঘালয়
খ) কুচবিহার✔
গ) মিজোরাম
ঘ) ত্রিপুরা
১৫. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম-
ক) সুয়েজ খাল
খ) পানামা খাল✔
গ) পক প্রণালী
ঘ) জিব্রাল্টার প্রনালী
১৬. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্টান নয়?
ক) IBRD
খ) IDA
গ) IMF✔
ঘ) IFC
১৭. বাংলাদেশের মেয়েদের বিবাহের নিম্নতম বয়স-
ক) ১৪ বছর
খ) ১৮ বছর✔
গ) ১৬ বছর
ঘ) ২২ বছর
১৮. ‘সমতট’ বলতে প্রাচীনকালের কোন অঞ্চল কে বোঝায়?
ক) বর্ধমান অঞ্চল
খ) কুমিল্লা ও নোয়খালী অঞ্চল✔
গ) রাজশাহী অঞ্চল
ঘ) খুলনা অঞ্চল
১৯. ‘মুজিবনগর’ কোন জেলায় অবস্থিত?
ক) চুয়াডাঙ্গা
খ) যশোর
গ) মেহেরপুর✔
ঘ) খুলনা
২০. ‘ ধনধন্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা,- গানটির গীতকার কে?
ক) অতুলপ্রসাদ
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) ডি এল রায়✔
২১. বাংলা একডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭১ সালে
খ) ১৯৫৫ সালে✔
গ) ১৯৬৫ সালে
ঘ) ১৯৫২ সালে
২২. কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?
ক) হাতি
খ) ঘোড়া✔
গ) উট
ঘ) ক্যাঙ্গারু
২৩. এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়?
ক) হংকং
খ) ব্যাংকক
গ) ম্যানিলা✔
ঘ) কুয়ালালামপুর
২৪. সুপ্রিম কোর্টের বিচারপতিগণের কার্যকাল কত বছর?
ক) ৬৫ বছর
খ) ৬৭ বছর✔
গ) ৬০ বছর
ঘ) ৫৭ বছর
২৫. ICDDR,B কোথায় অবস্থিত?
ক) চট্টগ্রামে
খ) ঢাকায়✔
গ) ময়মনসিংহ
ঘ) খুলনায়
২৬. ‘নায়াগ্রা’ কোথায় অবস্থিত?
ক) সুইজারল্যান্ডে
খ) যুক্ত্ররাজ্যে
গ) যুক্তরাষ্ট্র-কানাডায়✔
ঘ) অকল্যান্ড- নিউজল্যান্ড
২৭. ‘বাসস’ কি?
ক) একটি বহুজাতিক সংস্থা
খ) একটি নদীর নাম
গ) একটি সংবাদ সংস্থা✔
ঘ) একটই গ্রন্থের নাম
২৮. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন-
ক) রাজেন্দ্র প্রসাদ✔
খ) ড.রাধাকৃষ্ণান
গ) জাকির হোসেন
ঘ) ভি.ভি.গিরি
২৯. ‘সংশপ্তক’ উপন্যাসের লেখক কে?
ক) জহির রায়হান
খ) শহীদুল্লাহ কায়সার✔
গ) হুমায়ুন আহমেদ
ঘ) ইমদাদুল হক মিলন
৩০. সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
ক) নাটোর
খ) নওগাঁ
গ) চাঁপাইনবাবগঞ্জ✔
ঘ) রাজশাহী
৩১. বঙ্গভঙ্গ রহিত করা হয় কোন সালে?
ক) ১৯০৫ সালে
খ) ১৯০১ সালে
গ) ১৯১১ সালে✔
ঘ) ১৯১৩ সালে
৩২. নোবেল পুরস্কার প্রদান শুরু হয় কোন সালে?
ক) ১৮৯৬ সালে
খ) ১৯০১ সালে✔
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯০৬ সালে
৩৩. সংবিধানের কোন সংশোধনীর বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়?
ক) একাদশ
খ) দ্বাদশ
গ) এয়োদশ✔
ঘ) চতুর্দশ
৩৪. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি?
ক) ৫০ টি✔
খ) ৩৫ টি
গ) ৪০ টি
ঘ) ৪৫ টি
৩৫. অ্যামনেস্টি ইন্টারন্যশনাল- এর মহাসচিব আইরিন খান কোন দেশের নাগরিক?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ✔
ঘ) আফগানিস্তান
৩৬. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪৫ সালে✔
খ) ১৯৪৬ সালে
গ) ১৯৪৭ সালে
ঘ) ১৯৪৮ সালে
৩৭. বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে বলবৎ হয়?
ক) ২৬ মার্চ, ১৯৭১
খ) ১৭ এপ্রিল, ১৯৭১
গ) ৪ নভেম্বর, ১৯৭২
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২✔
৩৮. বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন-
ক) মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ
খ) শাহ আব্দুল হামিদ✔
গ) মুহম্মদ উল্লাহ
ঘ) বায়তুল্লাহ
৩৯. বাংলাদেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কয়টি?
ক) ৩টি✔
খ) ২ টি
গ) ৪ টি
ঘ) ১ টি
৪০. ‘সুনামী’ একটি-
ক) সামুদ্রিক ভুমিকম্প
খ) সামুদ্রিক জলোচ্ছ্বাস✔
গ) সামুদ্রিক সাইক্লোন
ঘ) সামুদ্রিক নিম্নচাপ
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- নির্বাচন কমিশন সচিবালয় অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২৩
- নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- নির্বাচন কমিশন সচিবালয় এর স্টোর কিপার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রশ্ন সমাধান-২০২১