একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭

0
292

একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী

পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭

পদের নামঃ- মাঠ সহকারী/ Field Assistant

পরীক্ষার তারিখঃ- ২৬-০১-২০১৭

১. কবি নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? উত্তরঃ- মুক্তি

২. রূপসী বাংলার কবি কাকে বলা হয়? উত্তরঃ- জীবনানন্দ দাশ

৩. ১ বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে ১ এর পর কতটি মূন্য লাগবে? উত্তরঃ- ৯টি

৪. Choose the word which never has a plural __ উত্তরঃ- intention

৫. প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? উত্তরঃ- পানামা প্রণালী

৬. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ হল – উত্তরঃ- মনস + ঈসা

৭. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? উত্তরঃ- কামরুল হাসান

৮. One of the boys _____ present. উত্তরঃ- was

৯. ২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উত্তরঃ- Richhard H Thaler

১০. He has no control ____ himself. উত্তরঃ- over

১১. একটি চাকার পরিধি ৫ মিটার। ৮০ কিলোমিটার পথ যেতে চাকাটি কত বার ঘুরবে?

১২. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তরঃ- ১৩৬ তম

১৩. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? উত্তরঃ- পূর্ব জার্মানী

১৪. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত? উত্তরঃ- ১৫

১৫. নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? উত্তরঃ- ৫/২১

১৬. What kind of noun is `cattle’? উত্তরঃ- collective

১৭. কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ- আকতার হামিদ খান

১৮. ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ এর রচয়িতা কে? উত্তরঃ- অতুলপ্রসাদ সেন

১৯. এম এস ওয়ার্ডে কাজ করার সময় Ctrl + Home বাটন চাপলে কারসরটি কোথায় যাবে? উত্তরঃ- কারসর ডকুমেন্টের শুরুতে যাবে

২০. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তরঃ- ৮ নং

২১. শুদ্ধ বানান কোনটি? উত্তরঃ- মূর্ধন্য

২২. ‘সেরিকালচার’ বলতে কি বুঝায়? উত্তরঃ- রেশম চাষ

২৩. বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে? উত্তরঃ- ১৯৯৭ সালে

২৪. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত? উত্তরঃ- ১৮

২৫. কবি রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিস্টাব্দে? উত্তরঃ- ১৮৬১

২৬. Which one is correct? উত্তরঃ- where are you born?

২৭. মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়? উত্তরঃ- ৬৮ জনকে

২৮. ০.১ এর বর্গমূল কত? উত্তরঃ- কোনটি নয়

২৯. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কত জন লোক ঐক কাজ ১ দিনে করতে পারবে? ঘ. ৩০০ জন

৩০. He came to Dhaka with a view to ___a new place. উত্তরঃ- visiting

৩১. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? উত্তরঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২

৩২. ১৬.৫ এর ১.৩% কত?

৩৩. ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তরঃ- বন + পতি

৩৪. ‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কি? উত্তরঃ- সাধু সাজা

৩৫. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি–পঙক্তি ‍দুটি কার রচনা? উত্তরঃ- মদনমোহন তর্কালঙ্কার

৩৬. Birds of a feather’ means __ উত্তরঃ- persons of same nature

৩৭. ঐতিহাসিক ৬ দফা দাবী প্রণয়ন হয়েছিল– উত্তরঃ- ১৯৬৬ সালে

৩৮. এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’। উত্তরঃ- অনুক্ত

৩৯. ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’ কাব্যগ্রেন্থের রচয়িতা কে? উত্তরঃ- সামসুর রাহমান

৪০. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ ………. ধারার পরবর্তী সংখ্যাটি কত? উত্তরঃ- ৫৫

৪১. মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? উত্তরঃ- নেদারল্যান্ড

৪২. ০ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? উত্তরঃ- ৪৯৫০

৪৩. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তরঃ- মাওলানা ভাসানী

৪৪. Honesty is the best policy, এখানে honesty কোন noun? উত্তরঃ- Abstract noun

৪৫. ১৫ টাকার ৭% কত? উত্তরঃ- ১.০৫

৪৬. মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়? উত্তরঃ- শেখ হাসিনা

৪৭. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল? উত্তরঃ- ৩টি

৪৮. অপারেশন জ্যাকপট কি? উত্তরঃ- বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান

৪৯. ১লা আগষ্ট ১৯৭১ ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল — উত্তরঃ- নিউইয়র্কে

৫০. He was ____ honorary Magistrate শূন্যস্থানে কোনটি বসবে? উত্তরঃ- an

৫১. ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি – উত্তরঃ- সমকোণী

৫২. ‘টাকায় টাকা আনে’ — এ বাক্যে ‘টাকায়’ পদটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ- অপাদানে ৭মী/ করণকারকে ৭মী

৫৩. ‘গৃহী’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ- সন্ন্যাসী

৫৪. The anti-social elements are still at large এর বঙ্গানুবাদ হচ্ছে — উত্তরঃ- সমাজবিরোধীরা এখনো ধরা ছোয়ার বাইরে

৫৫. জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে পালিত হয় – উত্তরঃ- শিশু দিবস

৫৬. Which one is present perfect tense? উত্তরঃ- I have read

৫৭. ৬% হারে ৯ মাসে ১০,০০০/- টাকার সুদ কত হবে? গ. ৪৫০/- টাকা

৫৮. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার বার্ষিক কত হবে? খ. ৫%

৫৯. ত্রিভুজের তিন কোণের সমষ্টি = কত? উত্তরঃ- দুই সমকোণ

৬০. ৬০ মিটার দৈর্ঘ্য বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরো সাইজ কত? উত্তরঃ- ৯মি. ২১ মি. ৩০ মি.

৬১. Nafis asked Romel, ‘to go away’ বাক্যটির indirect speech হবে __ উত্তরঃ- Nafis said Romel to go away

৬২. বাংলা ভাষার বর্ণের সংখ্যা কত? উত্তরঃ- ৫০টি

৬৩. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা ০.১ মিটার হলে ঐ চৌবাচ্চায় কত ঘনমিটার পানি ধরবে? উত্তরঃ- ০.০০১ ঘনমিটার

৬৪. একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘোরে? উত্তরঃ- ৫৪০ ডিগ্রি

৬৫. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৬৬. মুক্তিযুদ্ধে কয়জন মহিলা বীরপ্রতীক খেতাবে ভূষিত হন? উত্তরঃ- ২ জন

৬৭. ১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৬৮. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ? উত্তরঃ- সূক্ষ্ণকোণ

৬৯. ‘জয় বাংলা বাংলার জন’ –গানটির গীতিকার কে? উত্তরঃ- গাজী মাযহারুল আনোয়ার

৭০. `To carry coal to new castle’ means –?

৭১. ভানুসিংহ কার ছদ্মনাম? উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর

৭২. আমার বন্ধু নাই বললেই চলে- ইংরেজিতে শুদ্ধ অনুবাদ কোনটি? উত্তরঃ- I have few friends

৭৩. ইংরেজিতে অনুবাদ-আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল উত্তরঃ-  ক/খ

৭৪. ’সকলের জন্য প্রযোজ্য’–এক কথায় কি হবে? উত্তরঃ- সর্বজনীন/সার্বজনীন

৭৫. বার্ষিক ৫% হারে ৭৫০ টাকার ৪ বছরের মুনাফা কত? উত্তরঃ- ১৫০ টাকা

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।