হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয় জুনিয়র অডিটর
পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- জুনিয়র অডিটর
পরীক্ষার তারিখঃ- ০১-০৪-২০২২
বাংলা প্রশ্ন সমাধান
১) ”বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” – কার লেখা? উত্তরঃ জীবনানন্দ দাশ
২) ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ – চরণটির রচয়িতা কে? উত্তর: সুকান্ত ভট্টাচার্য
৩) কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? উত্তর: আগুনের পরশমনি
৪) “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির গীতিকার কে? উত্তর: আবদুল গাফফার চৌধুরী
৫) ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরণের গ্রন্থ? উত্তর: উপন্যাস
৬) ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’- কে সম্পাদনা করেছেন? উত্তর: হাসান হাফিজুর রহমান
৭) নিচের কোন বানানটি সঠিক? উত্তর: পরিষ্কার
৮) ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর: ধ্বনি
৯) বাংলা স্বরবর্ণ কয়টি? উত্তর: ১১ টি
১০) ‘দ্ধ’ যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে? উত্তর: দ্ + ধ
১১) নিম্নের কোনটি শব্দের আগে বসে? উত্তর: উপসর্গ
১২) নিচের কোনটি গুনবাচক বিশেষ্য? উত্তর: মধুরতা
১৩) নিচের কোন শব্দটি তৎসম শব্দ? উত্তর: জীবন
১৪) ‘হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর: আরবি
১৫) ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর: ধাতু
১৬) ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ? উত্তর: ঘ্রা + আন
১৭) সমাস ভাষাকে – উত্তর: সংক্ষেপ করে
১৮) কোনটি উভয় লিঙ্গ? উত্তর: সন্তান
১৯) ‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি? উত্তর: কবিতাগুচ্ছ
২০) ছাদ থেকে পানি পড়ে – কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অপাদানে ৫মী
ইংরেজি প্রশ্ন সমাধান
২১) ‘Out and Out’ means – উত্তর: Thoroughly
২২) The antonym for ‘Recalcitrant’ উত্তর: compliant
২৩) ‘আমার ক্ষুধা নেই’ এর ইংরেজী – উত্তর: I have no appetite
২৪) Which one is the correct spelling? উত্তর: quorum
২৫) I need some books, ———-? উত্তর: Don’t I
২৬) Change into passive, “Whom do you want? উত্তর: Who is wanted by you?
২৭) ‘We shall be blamed” এর Active Voice কোনটি? উত্তর: everyone will blame us
২৮) This is the man who went there, It is a/an —- clause উত্তর: Coordinate Clause
২৯) He ran —- the field. উত্তর: across
৩০) He has abhorrence _ war. উত্তর: of
৩১) Neither Mily nor Lily _ qualified for the job.উত্তর: is
৩২) Parcel – means উত্তর: Postage
৩৩) “Knowledge comes but wisdom lingers”, কার উক্তি? উত্তর: Alfred Lord Tennyson
৩৪) ‘War and Peace’ উপন্যাসটি কার লেখা? উত্তর: Leo Tolstoy
৩৫) অসমাপ্ত আত্মজীবনী এর ইংরেজী অনুবাদ কোনটি? উত্তর: The unfinished Memories
৩৬) If he runs fast, he —- win the prize. উত্তর: will
৩৭) ‘Come here’ – এর indirect speech কোনটি? উত্তর: He told me to go there
৩৮) Truth এর সঠিক adjective form হবে- উত্তর: None of them
৩৯) ‘See’ শব্দটির Noun কোনটি? উত্তর: sight
৪০) The verb of the word “Economy” is উত্তর: economize
গণিত প্রশ্ন সমাধান
৪১) একটি সংখ্যার তিনগুনের সাথে দ্বিগুন যোগ করলে ৯০ হয়) সংখ্যাটি কত? উত্তর: ১৮
৪২) ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? উত্তর: ১০
৪৩) ০.০০০১ এর বর্গমূল কত? উত্তর: ০. ০১
৪৪) কোন সংখ্যাটি বৃহত্তম? উত্তর: ০.৩
৪৫) দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ৮ জন ব্যাক্তি একটি কাজ করে
১৫ দিনে) দৈনিক ৫ ঘন্টা পরিশ্রম করে ৯ জন ব্যাক্তি কাজটি কত দিনে করবে? উত্তর: ১৬ ঘন্টা)
৪৬) এক টাকায় ৩ টি করে আম ক্রয় করে এক টাকায় ২ টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর: ৫০%
৪৭) ০.৫ ০.০৫ = ? উত্তর: ১০
৪৮) a + b + c = 15 এবং a2+b2+c2=83 হলে ab + bc+ ac এর মান কত? উত্তর: ৭১
৪৯) ২৫ ফুট লম্বা একাটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের ১/৪ হয়) ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট হলো? উত্তর: ৫
৫০) x+1x=1 হলে x3+1×3 এর মান কত? উত্তর: ৪
৫১) সালেহ ও আনুর বয়সের অনুপাত 5 : 4) 3 বছর পর তাদের বয়সের অনুপাত 11 : 9 হবে) আনুর বর্তমান বয়স কত? উত্তর: ২৪
৫২) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তর:৫%
৫৩) বর্গমূল নির্ণয় করুন: .০০২৫ উত্তর: ০.০৫
৫৪) ১২৫০ কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? উত্তর: ২
৫৫) তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘণ্টা, ৩ ঘণ্টা, ৪ ঘণ্টা পর পর একত্রে বাজতে থাকবে) ১ দিনে তারা কতবার একত্রে বাজবে? উত্তর: ৩ বার
৫৬) (a – 5) (a + x) = a2 – 25 হলে x এর মান কত? উত্তর: ৫
৫৭) একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত? উত্তর: ৩৪
৫৮) কোন সংখ্যাটি ব্যতিক্রম? উত্তর: ৭৪৩
৫৯) দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩) সংখ্যা দুটির ল.সা.গু কত? উত্তর: ২৬০
৬০) কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে? উত্তর: ৭০
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
৬১) জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন
৬২) ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়? উত্তর: ম্যাগনাকার্টা
৬৩) ১৯৭১ সালে ‘The concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: নিউইয়র্ক
৬৪) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁ
৬৫) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? উত্তর: ৪ টি
৬৬) সোশ্যাল নেটওয়ার্কিং প্লাটফর্ম টুইটার কত সালে তৈরি হয়? উত্তর: ২০০৬
৬৭) বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশী? উত্তর: মৌলভীবাজার
৬৮) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর: পি. জে হার্টজ
৬৯) বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়? উত্তর: ১৯৯৮
৭০) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? উত্তর: ধারা ২৭
৭১) জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর:মাইনুল হোসেন
৭২) কোন ভাষায় সবচেয়ে বেশী মানুষ কথা বলে? উত্তর: মাস্তারিন
৭৩) সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে? উত্তর: মাললা ইউসুফজাঈ
৭৪) শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? উত্তর: থাইল্যান্ড
৭৫) কোন দেশটি NATO এর সদস্য? উত্তর: তুরস্ক
৭৬) ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল? উত্তর: ৫১
৭৭) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? উত্তর: নীলনদ
৭৮) বন্দরনগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী? উত্তর: মিশর
৭৯) প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? উত্তর: বরিশাল
৮০) বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? উত্তর: ৭৮.০২%
আরো পড়ুনঃ-
- ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১২
- হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস (CGA)এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১৭
- বিগত অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ গণিত প্রশ্ন সমাধান
- অডিটর পদে সিএজি (CAG) এর কার্যালয়ের বিগত সালের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
- অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ প্রস্তুতির জন্য গুরুত্ব পর্ণ ৫০ টি প্রশ্নোত্তর পিডিএফ ডাউনলোড
- অডিটর-সহ সকল নিয়োগ পরীক্ষা প্রস্তুতি পিডিএফ ডাউনলোড
- কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয় এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2021
- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর অধীন জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।