যুব উন্নয়ন অধিদপ্তর এর ক্যাশিয়ার পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
পদের নামঃ- ক্যাশিয়ার
পরীক্ষার তারিখঃ- ০৪/০৫/২০১৮
১. কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ- মরীচিকা।
২.‘পরাভৃত’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ- কোকিল।
৩. ‘সার্থক’ কোন সমাসের উদাহরণ?
উত্তরঃ- প্রত্যয়ান্ত বহুব্রীহি।
৪. ‘Syntax’ এর সমার্থক বাংলা প্রতিশব্দ হল –
উত্তরঃ- বাক্যতত্ত্ব।
৫. মঙ্গলকাব্য’- কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন?
উত্তরঃ- মধ্যযুগ।
৬. অনিল’ শব্দের অর্থ কী?
উত্তরঃ- বাতাস
৭. ভাষার সংবিধান কোনটি?
উত্তরঃ- ব্যাকরণ
৮. হ-কার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য?
উত্তরঃ- চলিত।
৯. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ- ৩২টি
১০. উচ্চারণ স্থানের নামানুসারে প-বর্গের বর্ণ গুলো কী নামে পরিচিত?
উত্তরঃ- ওষ্ঠ্যবর্ণ।
১১. ‘তন্ময়’-এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তরঃ- তৎ + ময়।
১২. বিপদে মোরে রক্ষা করো চিহ্নিত শব্দের কারক ও বিভক্তি কী?
উত্তরঃ- অপাদানে ৭মী
১৩. পিপা’ কোন বিদেশি ভাষার শব্দ?
উত্তরঃ- হিন্দি।
১৪. নিম্নের কোনটি বাগযন্ত্রের প্রত্যঙ্গ নয়?
উত্তরঃ- কান।
১৫. যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না, তাকে বলে –
উত্তরঃ- অঘোষ বর্ণ।
১৬. লও তুমি যত পার, শাস্ত্রের সন্ধান-কার লেখা?
উত্তরঃ- ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১৭. ‘শোয়া’ শব্দের বিশেষণ পদ কী?
উত্তরঃ- শায়িত।
১৮. Invoice’ শব্দটির বাংলা পরিভাষা কী?
উত্তরঃ- চালান।
১৯. দলছাড়া কোন সমাসের উদাহরণ? –
উত্তরঃ- ৫মী তৎপুরুষ।
২০. শ্যামলতা’, এ পদের বিশেষ্য রূপটি হল–
উত্তরঃ- শ্যামলিমা।
২১. Synonym of the word ‘scrupulous’ is :
উত্তরঃ- honest
২২. Find the antonym of the word briefness:-
উত্তরঃ- spaciousness
২৩. ‘A person in a family who lived a long time ago is called:-
উত্তরঃ- Ancestor.
২৪. We had to face a lot of _ due to their _ act.
উত্তরঃ- humiliation, disgraceful
২৫. What is the meaning of the word Tranquil?
উত্তরঃ- Placid
২৬. Find the correctly spelt word:
উত্তরঃ- Atmosphere
২৭. She was hardly-hit by the recent recession. Which word(s) make this sentence
incorrect?
উত্তরঃ- hardly-hit
২৮. What is the meaning of the phrase- ‘the bottom line’.
উত্তরঃ- the most important thing
২৯. ‘Darts are played by men as well as women. Find the word mistakenly used in this sentence.
উত্তরঃ- are.
৩০.Pantry : store :: Sullery :- Find the missing word.
Ans: wash
৩১. Which one of the following words is an odd to the others?
উত্তরঃ- vixen
৩২. The term ‘bounce back means –
উত্তরঃ- recover
৩৩. Which one of the following words is in feminine form?
উত্তরঃ- mare
৩৪. Who is called the father of English literature’?
উত্তরঃ- Geoffrey Chaucer
৩৫. A way of making a group of people all think about something at the same time to solve a problem is
known as :–
উত্তরঃ- Coperation
৩৬. Which one of the following plays is not a tragedy?
উত্তরঃ- Tempest
৩৭. Which one of the following is a masculine gender?
Ans: Cob
৩৮. Find the synonym of the Word cadaver’
উত্তরঃ- Corpse
৩৯.No spelling error occursin:-
উত্তরঃ- ancient
৪০. Rima has a great affinity _ her profession.
- for B. towards | C. to D. with [Note: A ও D উভয়ই সঠিক।]
৪১.কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮০% ইংরেজিতে ৩০% বাংলায় ফেল করেছে। | যদি ২০% উভয় বিষয়ে ফেল করে থাকে
তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে?
উত্তরঃ- ৫০।
৪২. বার্ষিক মুনাফা ১২.৫% থেকে কমে ১০.৭৫% হওয়ায় জামিল সাহেবের আয় ৪ বছরে ২৮০ টাকা কমে গেছে। তার মূলধন কত টাকা?
উত্তরঃ- ৪০০০
৪৩. ১, ৪, ৭. ১০ ….. ধারার ২৯তম পদটি কত?
উত্তরঃ- ৮৫।
৪৪.নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
উত্তরঃ- ১৩/১৪
৪৫.দুটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল, সা, গু ৯৬ হলে, গ, সা, গু কত?
Ans:১৬।
৪৬. ৩০ ফুট লম্বা ১টি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
উত্তরঃ- ১২।
৪৭. ১০টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪টির গড় ৫২ ও শেষ ৫টির গড় ৩৮ হলে ৫ম সংখ্যাটি কত?
উত্তরঃ- ৬৪।
৪৮. পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০,তাদের যোগফল কত?
উত্তরঃ- ১৫।
৪৯. ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে,তার ৩৭.৫ শতাংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কতজনে উন্নীত করতে হবে ?
উত্তরঃ- ১.৬ গুণ
৫০. দুটি সংখ্যার ল, সা, গু ৯৬ এবং গ, সা,গু ১৬।একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে বড় সংখ্যাটি কত ?
উত্তরঃ- ৪৮
৫১.x+y=6,xy=8,then (x-y)^3=?
উত্তরঃ- 8
৫২. If 10^2y=25,then 10^-y equals?
উত্তরঃ- 1/5
৫৩.what is the difference between the interests earned on TK.10000 for five years on yearly compounding basis and simplr interest basis?
Note: প্রশ্নের তথ্য অসম্পূর্ণ
৫৪.If the radius of a circle is increased by 20% then the area is increased by –
উত্তরঃ- 44%
৫৫.What is the effective rate of interest of a lump sum that is compounded quarterly at 10% annually.
উত্তরঃ- 10.38 তবে ওরাকলে উত্তর কোনটাই সঠিক করে নাই।
৫৬.A retailer sets 220% of invoice price as catalogue price and offers 40% off on catalogue price in sales.What is his profit percentage?
উত্তরঃ- 32%
৫৭. কোন সন থেকে বিশ্বব্যাপা মে দিবসপালিত হয়ে আসছে?
- ১৮৮৬ B. ১৮৮৯ C. ১৯০০ D. ১৯২৩ [Note : ১৮৮৯ সালে বিশ্বব্যাপী মে দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং
১৮৯০ সালে প্রথম পালিত হয়।]
৫৮. নিচের কোনটি কোম্পানির তারল্যশক্তির 58. নিচের কোনটি কোম্পানির তারল্যশক্তির নির্দেশক?
উত্তরঃ- Current ratio
৫৯. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান?
A.BTCL B.SPARRSO C. BTRC D. BSCCL
[[Note: সঠিক উত্তর BCSCL /]
৬০. ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট ছিল?
উত্তরঃ- ৪৭তম।
৬১. বাংলাদেশ কোন অলিম্পিক গেমস-এ প্রথম অংশগ্রহণ করে?
উত্তরঃ- লস এঞ্জেলস।
৬২. কত সাল থেকে বিশ্ব যুব দিবস পালিত হয়ে আসছে?
উত্তরঃ- ২০০০।
৬৩. কম্পিউটারের সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল :–
উত্তরঃ- ইন্টারনেট।
৬৪. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে—
উত্তরঃ- ROM।
৬৫. ‘সোহরাই’ বাংলাদেশের কোন উপজাতীর ঐতিহ্যবাহী উৎসব?
উত্তরঃ- সাঁওতাল।
৬৬. ২০১৮ সালের EPA প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ :
উত্তরঃ- নেপাল।
৬৭. বিক্রয়, উৎপাদন, অর্থায়ন ও অ্যাকাউনটিং কাজের সমন্বয়কারী software :-
উত্তরঃ- CRM।
৬৮. কোন সন থেকে Facebook চালু হয়?
উত্তরঃ- ২০০৪।
৬৯. শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?
উত্তরঃ- SEC।
৭০ . ‘Youth building Peace’ কোন সনের বিশ্ব যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ?
উত্তরঃ- ২০১৭
আরো পড়ুনঃ-
- যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার সমাধান-২০১৯
- যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।