বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান-২০১৮

0
286

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর অফিস সহকারী কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮

আরো পড়ুনঃ- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কম্পিউটার টাইপিস্ট পদের প্রশ্ন সমাধান ২০১৭

পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

বাংলা প্রশ্ন সমাধান

১.‘ফণি মনসা‘কাব্যের রচয়িতা কে?

ক)কাজী নজরুল ইসলাম✔

খ)আহসান হাবীব

গ)সিকান্দার আবু জাফর

ঘ)হাসান হাফিজুর রহমান

২.জসীমউদ্দীন এর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক)নকশী কাঁথার মাঠ

খ)রাখালী✔

গ)সোজন বাদিয়ের ঘাট

ঘ)বালুচর

৩.উপসর্গ কোনটি?

ক)থেকে

খ)দ্বারা

গ)চেয়ে

ঘ)অতি✔

৪.‘পর্বত‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক)ভূধর✔

খ)বসুমতি

গ)অম্বর

ঘ)প্রচেতা

৫.‘জনৈক‘ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক)জন + ইক

খ)জন + এক✔

গ)জনৈ + এক

ঘ)জন + ঈক

৬.জ্ঞ এর বিশ্লিষ্ট রূপ – ?

ক)ঞ + গ

খ)জ + ঞ✔

গ)ঞ + জ

ঘ)গ + ঞ

৭.ঢাকের কাঠি – বাগধারাটির অর্থ কি ?

ক)সাহায্যকারী

খ)তোষামুদে✔

গ)বাদক

ঘ)স্বাস্থ্যহীন লোক

৮.যা বলা হয়নি–এর এক কথায় প্রকাশ হলো –

ক)উক্ত

খ)অব্যক্ত

গ)অনুক্ত✔

ঘ)অকথ্য

৯.জজ সাহেব – শব্দটি কোন সমাস?

ক)কর্মধারয়✔

খ)দ্বন্দ্ব

গ)তৎপুরুষ

ঘ)অব্যয়ীভাব

১০.‘চিলকে ঢিল মেরো না ‘ এখানে ‘ঢিল’ কোন কারকে শুন্য বিভক্তি ?

ক)অধিকরণ

খ)অপাদান

গ)কর্মধারয়

ঘ)করণ✔

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. Whice one is correct ?

ক)Referrence

খ)Refference

গ)Referance

ঘ)Reference✔

  1. Do not look down____the poor .

ক)in

খ)into

গ)upon✔

ঘ)with

  1. choose the correct spelling

ক)machinery✔

খ)machinary

গ)mechinary

ঘ)mechinery

  1. I have been living in Dhaka ___2000.

ক)from

খ)since✔

গ)till

ঘ)after

  1. choose the correct sentence

ক)columbus has discovere America

খ)columbus has discovered America

গ)columbus have discovered America

ঘ)columbus discovered America✔

  1. Three fourths of the work ____ finished

ক)have been

খ)had

গ)has been✔

ঘ)were

  1. Identify the correct passive form of the sentence “open the window”

ক)The window should be open

খ)Let the window be opened✔

গ)Let the window be opened by you

ঘ)The window must be opened

  1. What is the synonym of the word “resentment”

ক)fear

খ)anger✔

গ)indignation

ঘ)panic

  1. we must keep oue finger ___ that the weather will stay fine for the panic tomorrow

ক)muest

খ)pumped

গ)lifted

ঘ)crossed✔

  1. Choose the correct translation in english – ‘রহিম প্রায় পুরো মাছটাই খেলো’

ক)Rahim ate almost the whole fish✔

খ)Rahim almost ate the whole fish

গ)Almost Rahim ate whole fish

ঘ)Rahim ate the whole fish almost

গণিত প্রশ্ন সমাধান

১.একজন ছাত্র বাংলায় ৬০ এবং ইংরেজিতে ৮০ নম্বর পেল। সে অংক পরীক্ষায় কত নম্বর পেলে এই তিন বিষয়ে তার গড় নম্বর ৭৫ হবে ?

ক)৭৯

খ)৮০

গ)৮৫✔

ঘ)১০০

২.১ মিলিয়ন = কত লক্ষ?

ক)১ লক্ষ

খ)১০ লক্ষ✔

গ)১০০ লক্ষ

ঘ)১০০০ লক্ষ

৩.একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৪০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?

ক)৭৫

খ)৫০✔

গ)৮৫

ঘ)৭০

৪.একজন মানুষ ৫ কিলোমিটার ঘন্টা হারে হেঁটে ১৫ মিনিটের মধ্যে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ কত?

ক)৫৫০ মিটার

খ)৭৫০ মিটার

গ)১০০০ মিটার

ঘ)১২৫০ মিটার✔

৫.কোন সংখ্যা ৩ গুন হতে ১৫ গুন ৬০ বেশি?

ক)৩

খ)৪

গ)৫✔

ঘ)১

৬.৩৫° কোণর পূরক কোণের পরিমাণ কত?

ক)২৫°

খ)৫৫°✔

গ)১২৫°

ঘ)১৪৫°

৭.একটি সংখ্যা ১৯৯ থেকে যত বড় ৭৯৭ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

ক)৭৮৯

খ)৮৯০

গ)৪৯৮✔

ঘ)৯০০

৮.দুইটি ক্রমিক পূর্ণসংখ্যার বর্গের অন্তর ৪৭ । সংখ্যা দুটি কত?

ক)২১ এবং ২২

খ)২২ এবং ২৩✔

গ)২৩ এবং ২৪

ঘ)২৪ এবং ২৫

৯.এক টন কত কেজির সমান ?

ক)১০ কেজি

খ)১০০ কেজি

গ)১০০০ কেজি✔

ঘ)১০০০০ কেজি

১০.(x-1)^2-25 এর উৎপাদক কত?

ক)(x-1)(x-6)

খ)(x+4)(x-6) ✔

গ)(x+24)(x-24)

ঘ)(x-24)(x+26)

 

তথ্য প্রযুক্তি প্রশ্ন সমাধান

১.URL এর অর্থ –

ক)Unlimited reading library

খ)Uniform resource locator✔

গ)Uniform research laboratory

ঘ)Universal resource locator

২.আধুনিক কম্পিউটারের জনক কে?

ক)নিউটন

খ)চার্লস ব্যাবেজ✔

গ)বিল গেটস

ঘ)জন বেয়ার্ড

৩.ডকুমেন্ট প্রিন্ট করার সংক্ষিপ্ত key –

ক)alt + p

খ)Shift + p

গ)Ctrl + alt + p

ঘ)Ctrl + p✔

৪.Ctrl + x key ব্যবহার করা হয় –

ক)Copy selected item

খ)Cut selected item✔

গ)Move selected item

ঘ)Exchange selected item

৫.LAN শব্দের অর্থ কি?

ক)Local area network✔

খ)Local anti network

গ)Location access network

ঘ)Location area network

৬.নিচের কোনটি spreadsheet program?

ক)MS word

খ)MS PowerPoint

গ)MS Excel✔

ঘ)MS access

৭.Page orientation এর একটি option ‘ landscape ‘ অন্যটি কি?

ক)Portrait✔

খ)Photo

গ)blank

ঘ)Bold

৮.কোনটি কম্পিউটার ভাইরাস নয়?

ক)Melissa

খ)My doom

গ)Storm worm

ঘ)Nipa✔

৯.কোনটি কম্পিউটার antivirus নয়?

ক)Trojan✔

খ)Norton

গ)Bit defendant

ঘ)Avira

১০. Email এ BBC এর অর্থ কি?

ক)Basic carbon copy

খ)Blind carbon copy✔

গ)Bold carbon copy

ঘ)blank carbon copy

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১.শহীদ মিনারের স্থপতি কে?

ক)নভেরা আহমেদ

খ)জয়নুল আবেদিন

গ)হামিদুর রহমান✔

ঘ)নিতুন কুন্ডু

২.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ শে ফেব্রুয়ারি,UNESCO কর্তৃক। কবে স্বীকৃত হয়?

ক)১৯৫২

খ)১৯৭১

গ)১৯৯৯✔

ঘ)২০১৪

৩.২০১৮ সালে সাহিত্যে স্বাধীনতা পদক পেয়েছেন –

ক)সেলিনা হোসেন✔

খ)মোঃ জাফর ইকবাল

গ)ইমদাদুল হক মিলন

ঘ)জাহানারা ইমাম

৪.২০১৮ সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

ক)পার্থ

খ)মেলবোর্ন

গ)গোল্ডকোস্ট✔

ঘ)সিডনি

৫.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ এর মাধ্যমে বাংলাদেশ কততম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হয়েছে?

ক)২৫ তম

খ)২৭ তম

গ)৫০ তম

ঘ)৫৭ তম✔

৬.পৃথিবীর মোট দেশের সংখ্যা কত ?

ক)১৮০

খ)১৮৫

গ)১৯৩

ঘ)১৯৫✔

৭.কোনটি মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সামিরিক খেতাব?

ক)বীর উত্তম

খ)বীরশ্রেষ্ঠ✔

গ)বীর প্রতিক

ঘ)বীর বিক্রম

৮.ব্রাসেলস কোন দেশের রাজধানী?

ক)বেলজিয়াম✔

খ)অস্ট্রিয়া

গ)ফিনল্যান্ড

ঘ)স্পেন

৯.বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়?

ক)ঢাকা

খ)রাজশাহী

গ)সোনারগাঁও✔

ঘ)কুষ্টিয়া

১০.বাংলাদেশ মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

ক)নাফ✔

খ)নবগঙ্গা

গ)কর্ণফুলী

ঘ)ভাগীরথী

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।