জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৫

0
363

জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৫

পদের নামঃ-সহকারী রাজস্ব কর্মকর্তা

পরীক্ষার তারিখঃ-১৯/০৬/২০১৫

বাংলা প্রশ্ন সমাধান

১. চর্যাপদের আদি কবি-

ক) কাহ্নপা

খ) লুইপা✔

গ) কুক্করীপা

ঘ) শবরপা

২. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?

ক) নবদ্বীপের

খ) বৃন্দাবনের

গ) মিথিলার✔

ঘ) বর্ধমানের

৩. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-

ক) দৌলত কাজী

খ) মুহম্মদ কবির

গ) দৌলত উজির বাহরাম খান

ঘ) শাহ মুহম্মদ সগীর✔

৪. ব্যাকরণ ভাষাকে কী নির্দেশ করে?

ক) ভাষাকে চলতে

খ) ভাষাকে বলতে

গ) ভাষাকে শাসন করতে

ঘ) ভাষাকে বর্ণনা করতে✔

৫. কোনটি শুদ্ধ বানান?

ক) চানক্য

খ) চাণক্য✔

গ) চানোক্য

ঘ) চাণোক্য

৬. কোনটি গ্রীক শব্দ?

ক) লিচু

খ) লুঙ্গী

গ) দাম✔

ঘ) চাবি

৭. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক) ১৮০০ সালে✔

খ) ১৭৯৯ সালে

গ) ১৮০১ সালে

ঘ) ১৮১২ সালে

৮. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন?

ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত

খ) প্যারীচাদ মিত্র✔

গ) অক্ষরকুমার দত্ত

ঘ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯. কোনটি রামরাম বসুর লেখা?

ক) লিপিমালা✔

খ) হিতোপদেশ

গ) বত্রিশ সিংহাসন

ঘ) তোতা ইতিহাস

১০. কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে?

ক) সমাপ্তি

খ) একরাত্রি

গ) হৈমন্তি

ঘ) কাবুলিওয়ালা✔

১১. কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়?

ক) মাটির কান্না

খ) হাসু

গ) মাটির মায়া✔

ঘ) এক পয়সার বাঁশি

১২. শাহনামা কোথাকার মহাকাব্য?

ক) গ্রিস

খ) রোম

গ) পারস্য✔

ঘ) রাজস্থান

১৩. তাম্বুল শব্দের অর্থ-

ক) পান✔

খ) ঠোঁট

গ) কপাল

ঘ) গাল

১৪. প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কী?

ক) নতুন

খ) অর্বাচীন✔

গ) বর্তমান

ঘ) কোনোটি নয়

১৫. নেমোসিস নাটক লিখেছেন-

ক) সৈয়দ ওয়ালীউল্লাহ

খ) শওকত ওসমান

গ) নুরুল মোমেন✔

ঘ) হাসান আজিজুল হক

১৬. রুদ্রমঙ্গল কী ধরনের রচনা?

ক) উপন্যাস

খ) কাব্য

গ) নাটক

ঘ) প্রবন্ধ✔

১৭. হরতাল শব্দটি কোন ভাষার?

ক) ওলন্দাজ

খ) হিন্দি

গ) তুর্কি

ঘ) গুজরাটি✔

১৮. মহর্ষি কোন সমাস?

ক) দ্বন্দ্ব

খ) কর্মধারয়✔

গ) তৎপুরুষ

ঘ) দ্বিগু

১৯. শরৎচন্দ্রের ছোটগল্প কোনটি?

ক) সতী

খ) মহেশ

গ) বিন্দুর ছেলে✔

ঘ) রামের সুমতি

২০. ‘রাইফেল রোটি আওরাত’ কার রচনা?

ক) আকবর হোসেন

খ) আনিসুজ্জামান

গ) আনোয়ার পাশা✔

ঘ) আতাউর রহমান খান

২১. ‘বটতলার উপন্যাস’ কার রচনা?

ক) রশীদ করিম

খ) রাজিয়া খান✔

গ) রাহাত খান

ঘ) রফিক আজাদ

২২. সুফিয়া কামালের কবিতা কোনটি?

ক) ঝরাপাতা

খ) তাহারেই পড়ে মনে✔

গ) কবর

ঘ) হেমন্ত সন্ধ্যায়

২৩. কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক পান?

ক) ১৯৭৬✔

খ) ১৯৭৮

গ) ১৯৭৭

ঘ) ১৯৭৯

২৪. ‘বায়ান্ন গলির এক গলি’ কার রচনা-

ক) বেগম সুফিয়া কামাল

খ) রাবেয়া খাতুন✔

গ) বেগম রোকেয়া

ঘ) রিজিয়া খান

২৫. বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা-

ক) ছয়

খ) সাত✔

গ) নয়

ঘ) দশ

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. ‘Maiden speech’ is the-

ক) first speech✔

খ) early speech

গ) late speech

ঘ) final speech

  1. Which one is correct?

ক) I was a candidate for the post✔

খ) I was candidate to the post

গ) I was a candidate of the post

ঘ) I were a candidate to the post

  1. He – for five hours and is still sleeping.

ক) slept

খ) has been sleeping✔

গ) were sleeping

ঘ) had slept

  1. ‘We shall establish a college very soon.’ Which indicates the word ‘establish’?

ক) put up

খ) set out

গ) put down

ঘ) set up✔

  1. What is the passive form of the sentence- ‘Give the order’?

ক) Let the order to give

খ) Let the order be given✔

গ) Let the order to given

ঘ) Let the order give

  1. She was so constant – me!

ক) off

খ) of

গ) with

ঘ) to✔

  1. The antonym of the word ‘delete’ is-

ক) insert✔

খ) acquit

গ) contract

ঘ) overt

  1. The female of a horse is called-

ক) a stallion

খ) a doe

গ) a buck

ঘ) a mare✔

  1. What is the meaning of ‘six of one, and half dozen of another’?

ক) Countless

খ) Negligible difference✔

গ) Thoroughly

ঘ) Twelve pieces

  1. Do not leave – I come.

ক) till

খ) before✔

গ) until

ঘ) unless

  1. ‘Handy’ is the synonym of-

ক) comfortable

খ) necessary

গ) convenient to handle

ঘ) useful✔

  1. ‘I found the (worse) condition’.The braket word is-

ক) positive

খ) comparative✔

গ) assertive

ঘ) superlative

  1. What is the verb form of danger?

ক) dangle

খ) dangerous

গ) endanger✔

ঘ) dangerously

  1. His conduct admits – no excuse.

ক) against

খ) to

গ) of✔

ঘ) by

  1. The sentence “This school was built in 1971” is-

ক) past tense

খ) past indefinite

গ) passive✔

ঘ) past perfect

  1. Which one is connected to complain?

ক) Dodge

খ) Lodge✔

গ) Hodge

ঘ) Grudge

  1. He had written the book before he-

ক) retired✔

খ) had retired

গ) has retired

ঘ) retires

  1. Which of the following phrases means ‘to tolerate’?

ক) put up with✔

খ) put up

গ) put off

ঘ) put down to

  1. Instead of ‘continue’ we can say-

ক) carry out

খ) carry off

গ) carry away

ঘ) carry on✔

  1. Which one is correct?

ক) One of my friends are a lawyer

খ) One of my friend is a lawyer

গ) One of my friends is a lawyer✔

ঘ) One of my friends are lawyer

  1. Proclaim means-

ক) Pronounce

খ) announce

গ) declare✔

ঘ) circulate

  1. Which one is imperative sentence?

ক) Let it be done

খ) Close the door✔

গ) The job is done

ঘ) She is cooking

  1. A farmer had 17 cows. All but 9 died. How many were left alive?

ক) 8

খ) 9✔

গ) 16

  1. Which one is present perfect tense?

ক) I am walking

খ) I have been walking

গ) I was walking

ঘ) I have walked✔

  1. ‘Prior to’ means-

ক) after

খ) immediately

গ) before✔

ঘ) during the period of

গণিত প্রশ্ন সমাধান

১. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3 : 1 এবং উহার পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

ক) 1575 ব.মি

খ) 1775 ব.মি

গ) 1675 ব.মি

ঘ) 1875 ব.মি✔

২. ২/৫ এর ২৫% সমান কত?

ক) ০.১✔

খ) ০.২

গ) ০.৩

ঘ) ০.৪

৩. 2 cm/sec কে km/hr-এ রূপান্তর করলে হবে-

ক) 20 km/hr

খ) 7.2 km/hr

গ) 10.5 km/hr✔

ঘ) 5.5 km/hr

৪. ১+৪+৭+১০ ………..+৭৩ সমান্তর ধারাটির যোগফল কত হবে?

ক) ৯২৫✔

খ) ১০২৫

গ) ১১২৫

ঘ) ১২২৫

৫. দুটি সংখ্যার ল.সা.গু ২৪০ এবং গ.সা.গু ২০। এদের একটি সংখ্যা ৭০ এর চেয়ে বড় হলে সংখ্যাটি কত হবে?

ক) ৭০

খ) ৬৫

গ) ৫০

ঘ) ৬০✔

৬. কোনো সেটের সদস্য সংখ্যা ৩ হরে, এর উপসেটের সংখ্যা কতটি হবে?

ক) ২টি

খ) ৩টি

গ) ৮টি✔

ঘ) ৯টি

৭. ৫০ টাকায় ২টি এবং ৫০ টাকায় ৩টি দরে সমসংখ্যক কমল ক্রয় করে প্রতি ২টি কমলা ৪৭ টাকায় বিক্রি কররে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

ক) ১২.৭৯ লাভ✔

খ) ৩০% লাভ

গ) ২৫% লাভ

ঘ) ৩৫% লাভ

৮. দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে এবং ঐ কোণ ‍দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তবে ঐ কোণের দুটিকে বলা হবে-

ক) সূক্ষকোণ

খ) পূরক কোণ✔

গ) সন্নিহিত কোণ

ঘ) বিপ্রতীপ কোণ

৯. ৮, ১২ এবং ১৬ এর চতুর্থ সমানুপাতি হবে-

ক) ২৪✔

খ) ১৮

গ) ৩২

ঘ) ২৩

১০. কোনো দ্রব্যের মূল্য ৬% বেড়ে গেল ঐ দ্রব্যের ব্যবহার কী পরিমাণ কমালে কোনো পরিবারের ঐ দ্রব্যের জন্য বৃদ্ধি পাবে না?

ক) ৬%

খ) ৬.৬৬%

গ) ৫.৬৬%✔

ঘ) ৫.৩৩%

১১. একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 48 ব. মি; দৈর্ঘ্য 1 মি. কমালে এবং প্রস্থ 1 মি. বাড়ালে ক্ষেত্রফল 49 ব. মি. হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, কত মিটার হবে?

ক) 12, 4

খ) 16, 3✔

গ) 8, 6

ঘ) 2, 24

১২. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে, তাদের গুণফল হবে-

ক) ১৩২০✔

খ) ১২১০

গ) ১২০০

ঘ) ১৪৪০

১৩. বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয়-

ক) জ্যা

খ) ব্যাস

গ) ব্যাসার্ধ✔

ঘ) স্পর্শক

১৬. |x−2|≤5x-2≤5হলে,x এর সর্বনিম্ন মান কত?

ক) -2

খ) 2

গ) -3✔

ঘ) 5

১৭. ১.৯৮,৩ এর ৬০% এবং √৩৩ কে মানের নিম্নক্রমানুসারে সাজালে হবে-

ক) ১.৯৮,৩ এর ৬০%√৩৩✔

খ) √৩৩,৩ এর ৬০%,১.৯৮

গ) ৩ এর ৬০%,√৩৩,১.৯৮

১৮. mn>81 এর মান কত ?

ক) 3

খ) 4✔

গ) 9

ঘ) 32

১৯. A={-1,1,2} এবং B=∅∅ হলে,A∩BA∩B এর মান হবে-

ক) {-1,1,2}

খ) {−1,1,2∅}

গ) ∅✔

ঘ) {−1,∅}

২০. △ABC−△ABC- এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে,∠ACD∠ACD এর সমান হবে-

ক) ∠A+∠B−∠C

খ) ∠A−∠B−∠C✔

গ) ∠A+∠B

ঘ) ∠A+∠C

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?

ক) ২৬ মার্চ ১৯৭২

খ) ১০ জানুয়ারি ১৯৭২

গ) ১৬ ডিসেম্বর ১৯৭২✔

ঘ) ০৪ নভেম্বর ১৯৭২

২. বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূনতম বয়স কত?

ক) ১৬ বছর

খ) ১৮ বছর✔

গ) ২০ বছর

ঘ) ২১ বছর

৩. ৬ দফা দাবি প্রথম কোথায় উথাপন করা হয়?

ক) ঢাকায়

খ) করাচিতে

গ) লাহোরে✔

ঘ) কলকাতায়

৪. জাতীয় সৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন?

ক) ২০১১ সালে

খ) ২০১২ সালে

গ) ২০১৩ সালে

ঘ) ২০১৪ সালে✔

৫. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক) কুড়িগ্রাম

খ) পঞ্চগড়

গ) লালমনিরহাট✔

ঘ) নীলফামারী

৬. বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়?

ক) রংপুর✔

খ) দিনাজপুর

গ) বগুড়া

ঘ) রাজশাহী

৭. স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে?

ক) কুষ্টিয়া

খ) মেহেরপুর

গ) বেনাপোল

ঘ) কালুরঘাট✔

৮. বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?

ক) পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল✔

খ) সুন্দরবন বনাঞ্চল

গ) মধুপুর বনাঞ্চল

ঘ) সিলেট বনাঞ্চল

৯. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?

ক) সিলেট

খ) রাজশাহী✔

গ) রংপুর

ঘ) বরিশাল

১০. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

ক) ৯ টি

খ) ১০ টি

গ) ১১ টি✔

ঘ) ১২ টি

১১. নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙ্গালীর নাম কি?

ক) ড. মুহম্মদ ইউনূস

খ) আর. কে. নারায়ণ

গ) অমর্ত্য সেন

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর✔

১২. কোনটি ‘চিরশান্তির’ শহর নামে পরিচিত?

ক) ভেনিস

খ) রোম✔

গ) ভিয়েনা

ঘ) জেনেভা

১৩. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

ক) আফ্রিকা

খ) এশিয়া✔

গ) ইউরোপ

ঘ) উত্তর আমেরিকা

১৪. পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন?

ক) ইতালি

খ) ফ্রান্স

গ) গ্রিস

ঘ) স্পেন✔

১৫. সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় কোথায়?

ক) বার্মা

খ) ইরান

গ) ভারত

ঘ) মালয়েশিয়া✔

১৬. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?

ক) জর্জ বুশ

খ) আব্রাহাম লিঙ্কন

গ) জর্জ ওয়াশিংটন✔

ঘ) থিওডর রুজভেল্ট

১৭. WTO- এর পূর্ণরুপ কোনটি?

ক) Organization of world trade

খ) World testing organization

গ) World trade organization✔

ঘ) World tourists organization

১৮. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?

ক) ১৯৮৫ সালে ঢাকায়✔

খ) ১৯৮৩ সালে দিল্লীতে

গ) ১৯৮৪ সালে কলম্বোতে

ঘ) ১৯৮৬ সালে মালেতে

১৯. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?

ক) ১৯৪৫ সালে

খ) ১৯৪৬ সালে

গ) ১৯৪৭ সালে✔

ঘ) ১৯৪৮ সালে

২০. কোন দেশকে ‘হাজার হ্রদের দেশ’ বলা হয়?

ক) নরওয়ে

খ) সুইডেন

গ) ফিনল্যান্ড✔

ঘ) সুইজারল্যান্ড

২১. মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?

ক) যকৃত

খ) স্নায়ু

গ) ত্বক✔

ঘ) কিডনি

২২. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

ক) গ্রানাইট পাথর

খ) ইস্পাত

গ) পিতল

ঘ) হীরা✔

২৩. ইন্টারনেট কবে থেকে চালু হয়?

ক) ১৯৮১ সাল

খ) ১৯৭০ সাল

গ) ১৯৬০ সাল

ঘ) ১৯৬৯ সাল✔

২৪. কোন রঙ বেশি দূর থেকে দেখা যায়?

ক) সাদা

খ) লাল✔

গ) কালো

ঘ) হলুদ

২৫. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?

ক) ম্যানোমিটার

খ) ব্যারোমিটার

গ) সিসমোগ্রাফ✔

ঘ) সেক্সট্যান্ট

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।

হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।