ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক পদের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
পদের নামঃ-সহকারী পরিচালক/হিসাবরক্ষণ কর্মকর্তা
পরীক্ষার তারিখঃ-২৮/০৪/২০১৭
বাংলা প্রশ্ন সমাধান
১. বাংলা ভাষায় বর্ণের সংখ্যা —-
ক) ৩৯টি
খ) ৪২টি
গ) ৪৭টি
ঘ) ৫০টি✔
২. প, ফ, ব, ভ, ম ধ্বনি হলো—
ক) তালব্য
খ) মূর্ধণ্য
গ) দন্ত্য
ঘ) ওষ্ঠ্য✔
৩. সাইরেন বেজে উঠল। ”বেজে উঠল” কী ধরনের ক্রিয়াপদ?
ক) মিশ্র
খ) যৌগিক✔
গ) প্রযোজক
ঘ) সমধাতুজ
৪. খাঁটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি। এটি কোন ধরনের বাক্য?
ক) সরল
খ) জটিল✔
গ) যৌগিক
ঘ) মিশ্র
৫. ”চর্মকার“ কী ধরনের শব্দ?
ক) বাংলা
খ) সংস্কৃত✔
গ) প্রাকৃত
ঘ) তদ্ভব
৬. শব্দ বা ধাতুর পূর্বে যে সব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ঐসব শব্দাংশকে বলে—-
ক) অনুসর্গ
খ) উপসর্গ✔
গ) প্রত্যয়
ঘ) পারিভাষিক
৭. মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ -এটি কোন ধরনের কর্মধারয় সমাস?
ক) মধ্যপদলোপী খ) উপমান
গ) উপমিত✔
ঘ) রূপক
৮. প্রথম পরীক্ষা -এখান “প্রথম” শব্দটি কী ধরনের বিশেষণ?
ক) সংখ্যাবাচক
খ) ক্রমবাচক✔
গ) পরিমাণবাচক
ঘ) অংশবাচক
৯. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। এখানে “বাঘে-মহিষে” কোন ধরনের কর্তা?
ক) প্রযোজ্য
খ) প্রযোজক
গ) ব্যতিহার✔
ঘ) মুখ্য
১০. পুতুল নাচের ইতিকথা -এর লেখক হলেন–
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মানিক বন্দোপাধ্যায়✔
গ) প্রমথ চৌধুরী
ঘ) কাজী নজরুল ইসলাম
১১. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন সালে?
ক) ১৯৩৭
খ) ১৮৩৮
গ) ১৯১৩✔
ঘ) ১৯১৭
১২. পথের পাঁচালী উপন্যাসের লেখক হলেন—
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মানিক বন্দোপাধ্যায়
গ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়✔
ঘ) সত্যজিৎ রায়
১৩. আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা হলেন—
ক) ড. মুনীর চৌধুরী
খ) জহির রায়হান✔
গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১৪. বনফুল এর প্রকৃত নাম–
ক) কাজী নজরুল ইসলাম
খ) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
গ) বলাই চাঁদ মুখোপাধ্যায়✔
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ইংরেজি প্রশ্ন সমাধান
- The antonym of Polite is —
উত্তরঃ- Impolite
- Honey testes sweet (Passive). Change the sentence as indicated within the bracket
উত্তরঃ- Honey is sweet when it is tasted
- Everybody hates a liar (Transform into Negative). Change the sentence as indicated within the bracket
উত্তরঃ-There is no body but hates a liar.
- The man is too weak to work (Complex). Change the sentence as indicated within the bracket
উত্তরঃ-The man is so weak that he cannot work.
- He said to me, “Do not do it” (Indirect). Change the sentence as indicated within the bracket
উত্তরঃ- He ordered me not to do it
- If he had worked hard, he ——-. (Complete the following sentences)
উত্তরঃ-If he had worked hard, he could have succeeded in life.
- He talks as if he —–. (Complete the following sentences)
উত্তরঃ-he talks as if he knew the matter.
- If I were a bird, I ——- . (Complete the following sentences)
উত্তরঃ-If I were a bird, I would fly in the sky.
- He left the hostel ——– bag and baggage. (Complete the following sentences)
উত্তরঃ-He left the hostel for settling in his job place bag and baggage.
- Run fast lest you —– (Complete the following sentences)
উত্তরঃ-Run fast lest you should miss the train.
গণিত প্রশ্ন সমাধান
১. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব-
ক) ৪, ৬ ও ৮ সেমি
খ) ২, ৫ ও ৭ সেমি
গ) ৪, ৩ ও ৫ সেমি✔
ঘ) ৪, ৫ ও ৬ সেমি
২. ৪ এর গুণনীয়ক সেট কোনটি?
ক) {8, 16, 24}
খ) {1, 2, 4, 8}✔
গ) {2, 4, 8}
ঘ) {1, 2}
৩. x-y=2 এবং xy=24 হলে x+y এর মান কত?
ক) ±20
খ) ±5
গ) ±10✔
ঘ) ±15
৪. 4x+1=324x+1=32 হলে, x এর মান কত?
ক) 2/3
খ) 1/3
গ) 3/2✔
ঘ) 1/2
৫. tanA= SecA এর মান কত/
ক) 1/4
খ) 3/5
গ) 2/5
ঘ) 4/5✔
৭. খ. একটি বৃত্তাকার মাঠের ব্যাস ১২৪ মিটার্ মাটের সীমানা ঘেষে ৬ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
ক) 2450.45 বর্গমিটার
খ) 2455 বর্গমিটার
গ) 3520 বর্গমিটার
ঘ) 2350 বর্গমিটার✔
৮. গ. করিম সাহেব তার ৫৬০০০ টাকার কিচু টাকা বার্ষিক ১২% মুনাফায় ও বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬৪০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১২% মুনাফায় কত টাকা বিনিযোগ করেছেন?
ক) ২০০০ টাকা
খ) ৪০০০ টাকা✔
গ) ৫০০০ টাকা
ঘ) ৬০০০ টাকা
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার —
ক) ১.৯০%
খ) ২.৯০%
গ) ১.৩৭%✔
ঘ) ২.৩৬%
২. দূর প্রাচ্যের দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) জাপান✔
গ) যুক্তরাজ্য
ঘ) সৌদি আরব
৩. নাসাকা কোন দেশের বর্ডার ফোর্স?
ক) জাপান
খ) নেপাল
গ) মায়ানমার✔
ঘ) চীন
৪. দোহা কোন দেশের রাজধানী?
ক) জর্ডান
খ) লেবানন
গ) কাতার✔
ঘ) বাহরাইন
৫. ২০১৫-১৬ বছরে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ প্রায় (বিলিয়ন ডলার)—
ক) ১০✔
খ) ১৪
গ) ২০
ঘ) ২৫
৬. বিদেশে বাংলাদেশী কর্মীর সংখ্যা প্রায় (মিলিয়ন)
ক) ৮
খ) ১০✔
গ) ১২
ঘ) ১৪
৭. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
ক) জেনেভা
খ) নিউইয়র্ক✔
গ) লন্ডন
ঘ) প্যারিস
৮. ১৯৭১ সালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান
খ) এম. মনসুর আলী
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) তাজউদ্দিন আহমদ✔
৯. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-এর সুরকার কে?
ক) কবি আলাউদ্দিন আল আজাদ
খ) আব্দুল লতিফ
গ) আব্দুল গাফফার চৌধুরী
ঘ) আলতাফ মাহমুদ✔
১০. পটাশিয়াম মৌলটির প্রতীক হলো—
ক) Po
খ) Ka
গ) K✔
ঘ) Pt
১১. কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় —
ক) জিডিপি
খ) জিএনপি
গ) মাথাপিছু আয়✔
ঘ) জাতীয় আয়
১২. বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা, ২০১৫ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় (মা: ডলার)
ক) ১২১৪
খ) ১৩১৪✔
গ) ১৪১৪
ঘ) ১৫১৪
১৩. ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য—-
ক) ২২ মিটার
খ) ২১ গজ
গ) ২২ গজ
ঘ) ২৩ গজ✔
১৪. রোটেশন পদ্ধতি কোন খেলার সাথে সংশ্লিষ্ট?
ক) ফুটবল
খ) ভলিবল✔
গ) হ্যান্ডবল
ঘ) বাস্কেটবল
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র ক্লাশরুম এটেনেডেন্স পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর প্রশ্ন সমাধান-২০১৭
- জনপ্রশাসন মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।